প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)

মোট প্রশ্ন: ৬৭

৪১

I know that he did the work --- বাক্যটির সঠিক পরিবর্তিত voice কি হবে?

.
It was known to me that the work has been done by him.
.
It was known to me that the work had been done by him.
.
It was known to me that the work was done by him.
.
It is known to me that the work was done by him.
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Active voice এ know verb এর object হিসেবে that clause থাকলে passive voice এ রূপান্তর করার সময় Introductory it + be verb + upp + that + ..... দ্বারা শুরু করতে হবে এবং উল্লেখিত clause অংশটুকু passive voice এর সাধারণ নিয়ম অনুযায়ী রূপান্তর করতে হবে।
বিষয়: ইংরেজিটপিক: Voiceরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৪২

"Amicable" শব্দের অর্থ-

.
ঘৃণা
.
সৌহার্দপূর্ণ
✓ সঠিক উত্তর
.
বিরোধী
.
অশান্তি

ব্যাখ্যা

Amicable শব্দের অর্থ হচ্ছে: সৌহার্দ্যপূর্ণ.
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৪৩

”লোভে পাপ, পাপে মৃত্যু” -এর ইংরেজি অনুবাদ কোনটি?

.
Greed leads to sin and to death
✓ সঠিক উত্তর
.
Greed leaded to sin and to death
.
Greed leading to sin and to death
.
Greed leads to sin and death

ব্যাখ্যা

'লোভে পাপ, পাপে মৃত্যু' এর ইংরেজি অনুবাদ হবে - 'Greed leads to sin and to death'.
বিষয়: ইংরেজিটপিক: Translationরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৪৪

Find the correct sentence :

.
Over a billion people uses Microsoft Windows Operating Systems.
.
Over a billion people use Microsoft Windows Operating Systems.
✓ সঠিক উত্তর
.
Over a billion peoples use Microsoft Windows Operating Systems.
.
Over a billion people using Microsoft Windows Operating Systems.

ব্যাখ্যা

People শব্দটি নিজেই plural। তবে এর পরে plural verb বসবে। Peoples শব্দটি ভুল। বাক্যটি দ্বারা অভ্যাস গত কাজ বুঝচ্ছে। সুতরাং বাক্যটি present indefinite tense। সুতরাং সঠিক উত্তর 'খ'।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৪৫

She said, " Let me come in." Which of the following is correct indirect form

.
She requested that she may be allowed to come in
.
She requested that she might come in
✓ সঠিক উত্তর
.
She said that she come in
.
She requested that she may come in

ব্যাখ্যা

reported speech 'let' দিয়ে শুরু হলে indirect speech এ রূপান্তর করতে হলে 'reporting verb' পরিবর্তিত হয় request এবং that + sub + might..... structure টি অনুসৃত হবে।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৪৬

A rolling stone gathers no moss. Here "rolling" is?

.

Praticiple

.

Adjective

✓ সঠিক উত্তর
.

Gerund

.

Verbal Noun

ব্যাখ্যা

কোন verb এর সাথে ing যুক্ত হয়ে যখন adjective এর কাজ করে তখন তাকে participle বলে। বাক্যে 'roll' verb এর সাথে ing যোগ হয় stone এর adjective হিসেবে কাজ করেছে।
বিষয়: ইংরেজিটপিক: Right Form of Verbsরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৪৭

He is _____ European.

.
a
✓ সঠিক উত্তর
.
an
.
none of them
.
the

ব্যাখ্যা

He is a European. এখানে European বাংলা ' ইউ' এর মতো উচ্চারিত হওয়ায় a হয়েছে।
বিষয়: ইংরেজিটপিক: Articlesরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৪৮

"He taught me to read Arabic" বাক্যটির Passive form হবে-

.
I was taught by him to read Arabic
✓ সঠিক উত্তর
.
I have been taught by him to read Arabic
.
I have been taught by him to read Arabic
.
I was being taught by him to read Arabic

ব্যাখ্যা

Infinitive (to + v.) যুক্ত বাক্যে Passive voice এ রূপান্তর করতে হলে infinitive এর পূর্বাংশ টুকু passive voice এর সাধারণ নিয়ম অনুযায়ী রূপান্তর করতে হবে এবং infinitive অংশটুকু শেষে বসবে।
বিষয়: ইংরেজিটপিক: Voiceরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৪৯

Choose the right verb : Rabindranath's stories often _____ surprise ending

.
had
.
have
✓ সঠিক উত্তর
.
has
.
have had

ব্যাখ্যা

Rabindranath's stories বাক্যের subject হিসেবে plural তাই verb এর plural form 'have' হবে।
বিষয়: ইংরেজিটপিক: The Verb (Corrections)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৫০

Which one is a common noun?

.

Infant

✓ সঠিক উত্তর
.

Salt

.

Studentship

.

Army

ব্যাখ্যা

Infant - শিশু অর্থাৎ এটি common noun বা উভলিঙ্গ
বিষয়: ইংরেজিটপিক: Common Nounরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৫১

Select the correct ones : Our teacher told the monitor to hand out scripts _____ the class.

.
among
✓ সঠিক উত্তর
.
between
.
into
.
through

ব্যাখ্যা

দুই এর অধিক এর মধ্যে বন্টন করতে হলে among ব্যবহৃত হয়। এখানে class দ্বারা উক্ত শ্রেণীর সকল ছাত্র - ছাত্রী বোঝানো হচ্ছে।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৫২

`Contaminate' Means-

.
Think
.
Purify
.
Pollute
✓ সঠিক উত্তর
.
Corruption
বিষয়: ইংরেজিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৫৩

কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি?

.
পাকিস্তান ও ইরান
.
জাপান ও ফিলিপাইন
✓ সঠিক উত্তর
.
মিয়ানমার ও রাশিয়া
.
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

ব্যাখ্যা

জাপান পূর্ব এশিয়ার দেশ। এটি একটি দ্বীপ রাষ্ট্র। জাপানের প্রধান চারটি দ্বীপ হল হোক্কইডো, হনসু, শিকোকু ও কিউসু। আর ফিলিপাইন দক্ষিণ - পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এটি ৭, ১০৭টি দ্বীপ নিয়ে গঠিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিখ্যাত দ্বীপরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৫৪

কোন দেশটি BIMSTEC-এর সদস্য নয়?

.
বাংলাদেশ
.
পাকিস্তান
✓ সঠিক উত্তর
.
ভারত
.
থাইল্যান্ড

ব্যাখ্যা

BIMSTEC একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট। এঁচোড় প্রতিষ্ঠিত হয় ৬ জুন ১৯৯৭। এর বর্তমান সদস্য সাতটি। যথা - বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, মায়ানমার, নেপাল ও ভুটান।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: BIMSTEC-Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical & Economic Cooperationরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৫৫

৭ মার্চ ১৯৭১ এর বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কি ছিল?

.
স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
✓ সঠিক উত্তর
.
পুনরায় নির্বাচন দাবি
.
সামরিক আইন জারি করা
.
অনশন ধর্মঘট আহবান

ব্যাখ্যা

বাঙালি জাতির মুক্তির বিবেচনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ গুলোর অন্যতম ভাষণ বলা হয়। এই ভাষণে কে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। এই ভাষণের মূল বক্তব্য স্বাধীনতার সংগ্রাম তথা মুক্তির সংগ্রামের ঘোষণা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ৭ মার্চের ভাষণরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৫৬

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?

.
এএইচ এম কামারুজ্জামান
.
তাজউদ্দীন আহমদ
.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
✓ সঠিক উত্তর
.
সৈয়দ নজরুল ইসলাম

ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। আর বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: রাষ্ট্রপতিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৫৭

২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন?

.
বব ডিলন
✓ সঠিক উত্তর
.
অমর্ত্য সেন
.
মিলান কুন্ডেরা
.
হারুকি মুরা কামি

ব্যাখ্যা

আমেরিকান সংগীত ঐতিহ্য নতুন কাব্যিক অভিব্যক্তি প্রবর্তনের জন্য ২০১৬ সালে সাহিত্যের ১১৩তম ব্যক্তি হিসেবে নোবেল পান মার্কিন গায়ক ও গীতিকবি বব ডিলান। দীর্ঘ ২৩ বছর পর কোন মার্কিন সাহিত্যে নোবেল পেলেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নোবেল পুরস্কাররেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৫৮

মহাস্থানগড়ের পুরাতন নাম কি?

.
সুবর্নগ্রাম
.
পুন্ড্রবর্ধন
✓ সঠিক উত্তর
.
চন্দ্রদ্বীপ
.
সিংহজানী

ব্যাখ্যা

প্রাচীন বাংলার জনপদ গুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো পুন্ড্রূ। এই জনপদের রাজধানী ছিল পুন্ড্রু নগর। পরবর্তীকালে এর নামকরণ করা হয় মহাস্থানগড়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মহাস্থানগড়রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৫৯

NAFTA-এর সদস্য সংখ্যা কত?

.
.
.
✓ সঠিক উত্তর
.

ব্যাখ্যা

NAFTA এর পূর্ণরূপ North American Free Trade Agreement। এটি স্বাক্ষরিত হয় ১৭ ডিসেম্বর ১৯৯২ এবং কার্যকর হয় ১ জানুয়ারি ১৯৯৪। নাফটার তিনটি সদস্য দেশ হল - যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: NAFTAরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)
৬০

প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোঘণা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য ছিল-

.
জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
.
জাতিপুঞ্জ সৃষ্টি করা
.
অটোম্যানদের জায়গা দখল করা
.
ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্র সচিব স্যার বেলফোর প্রখ্যাত ব্রিটিশ ইহুদি লর্ড রথচাইল্ড এর কাছে ফিলিস্তিনে ইহুদীদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে যে চিঠি লিখেন সেটি ইতিহাসে বেলফোর ঘোষণা নামে খ্যাত। বেলফোর ঘোষণার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন করা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রথম বিশ্বযুদ্ধরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2016-(মুক্তিযোদ্ধা কোটা) (29-10-2016)