৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
মোট প্রশ্ন: ৮২
পৃষ্ঠা ১ এর ৫পরবর্তী
১
১
আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়--
ক.
১০ মার্চ
খ.
১০ জুন
গ.
১০ অক্টোবর
ঘ.✓ সঠিক উত্তর
১০ ডিসেম্বর
ব্যাখ্যা
মানবাধিকার দিবস পালিত হয় ১০ ডিসেম্বর।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্ব মানবাধিকার দিবসরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়--
ক.
১০ মার্চ
খ.
১০ জুন
গ.
১০ অক্টোবর
ঘ.✓ সঠিক উত্তর
১০ ডিসেম্বর
ব্যাখ্যা
মানবাধিকার দিবস পালিত হয় ১০ ডিসেম্বর।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্ব মানবাধিকার দিবসরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
২
২
২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া ঘূর্ণিঝড়টির নাম কী?
ক.✓ সঠিক উত্তর
সিডর
খ.
নার্গিস
গ.
আইলা
ঘ.
সুনামি
ব্যাখ্যা
সিডর সিংহলি শব্দ। এর অর্থ চোখ। ভারত মহাসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছ থেকে উৎপত্তি হয়ে এটি ১৫ নভেম্বর ২০০৭ সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় আঘাত হানে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশ সম্পর্কিত বিবিধ তথ্যরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া ঘূর্ণিঝড়টির নাম কী?
ক.✓ সঠিক উত্তর
সিডর
খ.
নার্গিস
গ.
আইলা
ঘ.
সুনামি
ব্যাখ্যা
সিডর সিংহলি শব্দ। এর অর্থ চোখ। ভারত মহাসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছ থেকে উৎপত্তি হয়ে এটি ১৫ নভেম্বর ২০০৭ সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় আঘাত হানে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশ সম্পর্কিত বিবিধ তথ্যরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
৩
৩
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
ক.✓ সঠিক উত্তর
হামিদুর রহমান
খ.
শামিম শিকদার
গ.
আইলা
ঘ.
সুনামি
ব্যাখ্যা
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা শহীদদের স্মরণে ১৯৫২ - এর ২৩ ফেব্রুয়ারি প্রথম শহীদ মিনার স্থাপিত হলেও এর স্থায়িত্ব ছিল কম। তারপর হামিদুর রহমানের নকশা ও পরিকল্পনায় ১৯৫৭ সালের নভেম্বর মাসে দ্বিতীয় বারের মতো শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৫৮ সালের ২১ ফেব্রুয়ারি উদ্ধোধন করা হয়। এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পূর্বের নকশা অনুযায়ী শিল্পী হামিদুর রহমান স্থপতি এম এস জাফরের সঙ্গে মিলিতভাবে স্বাধীন বাংলাদেশে কেন্দ্রীয় শহীদ মিনার পুনর্নির্মিাণ করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: শহীদ মিনাররেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
ক.✓ সঠিক উত্তর
হামিদুর রহমান
খ.
শামিম শিকদার
গ.
আইলা
ঘ.
সুনামি
ব্যাখ্যা
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা শহীদদের স্মরণে ১৯৫২ - এর ২৩ ফেব্রুয়ারি প্রথম শহীদ মিনার স্থাপিত হলেও এর স্থায়িত্ব ছিল কম। তারপর হামিদুর রহমানের নকশা ও পরিকল্পনায় ১৯৫৭ সালের নভেম্বর মাসে দ্বিতীয় বারের মতো শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৫৮ সালের ২১ ফেব্রুয়ারি উদ্ধোধন করা হয়। এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পূর্বের নকশা অনুযায়ী শিল্পী হামিদুর রহমান স্থপতি এম এস জাফরের সঙ্গে মিলিতভাবে স্বাধীন বাংলাদেশে কেন্দ্রীয় শহীদ মিনার পুনর্নির্মিাণ করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: শহীদ মিনাররেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
৪
৪
ইতিহাসের বিখ্যাত ট্রয়নগরী কোথায়?
ক.✓ সঠিক উত্তর
তুরঙ্কে
খ.
গ্রিসে
গ.
স্পেনে
ঘ.
সিরিয়ায়
ব্যাখ্যা
ট্রয় নগরীর সাথে মহাবীর হেক্টরের বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস জড়িয়ে রয়েছে। সুন্দরী হেলেনকে কেন্দ্র করে যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে হেক্টর পরাস্ত হয়। গ্রিকরা ট্রয় নগরী দখল করে আগুন ধরিয়ে দেয়। | ইতিহাস - বিখ্যাত এ ট্রয় নগরীটি বর্তমান তুরস্কে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ইতিহাসরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
ইতিহাসের বিখ্যাত ট্রয়নগরী কোথায়?
ক.✓ সঠিক উত্তর
তুরঙ্কে
খ.
গ্রিসে
গ.
স্পেনে
ঘ.
সিরিয়ায়
ব্যাখ্যা
ট্রয় নগরীর সাথে মহাবীর হেক্টরের বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস জড়িয়ে রয়েছে। সুন্দরী হেলেনকে কেন্দ্র করে যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে হেক্টর পরাস্ত হয়। গ্রিকরা ট্রয় নগরী দখল করে আগুন ধরিয়ে দেয়। | ইতিহাস - বিখ্যাত এ ট্রয় নগরীটি বর্তমান তুরস্কে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ইতিহাসরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
৫
৫
অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন--
ক.
ডারউইন
খ.
মার্কনী
গ.✓ সঠিক উত্তর
লুইপাস্তুর
ঘ.
আলেকজান্ডার
ব্যাখ্যা
এনথ্রাক্স একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটি ব্যাসিলাস অ্যানথ্রাসিস ব্যাকটেরিয়ার সংক্রমনে হয়। ১৮৮৫ সসালে ফরাসী বিজ্ঞানী ললুই পাস্তুর এই টিকা আবিষ্কার ককরেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আবিষ্কার ও আবিষ্কারকরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন--
ক.
ডারউইন
খ.
মার্কনী
গ.✓ সঠিক উত্তর
লুইপাস্তুর
ঘ.
আলেকজান্ডার
ব্যাখ্যা
এনথ্রাক্স একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটি ব্যাসিলাস অ্যানথ্রাসিস ব্যাকটেরিয়ার সংক্রমনে হয়। ১৮৮৫ সসালে ফরাসী বিজ্ঞানী ললুই পাস্তুর এই টিকা আবিষ্কার ককরেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আবিষ্কার ও আবিষ্কারকরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
৬
৬
ভবদহ বিল অবস্থিত--
ক.
ফরিদপুর
খ.
জামালপুর
গ.✓ সঠিক উত্তর
যশোরে
ঘ.
খুলনাতে
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের লেক /হ্রদ/ হাওররেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
ভবদহ বিল অবস্থিত--
ক.
ফরিদপুর
খ.
জামালপুর
গ.✓ সঠিক উত্তর
যশোরে
ঘ.
খুলনাতে
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের লেক /হ্রদ/ হাওররেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
৭
৭
লেডি উইথ দি ল্যাম্প কার উপাধি?
ক.
সরোজিনী নাইড
খ.
মাদার তেরেসা
গ.
রানী এলিজাবেথ
ঘ.✓ সঠিক উত্তর
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
ব্যাখ্যা
আধুনিক সেবিকাবৃত্তির ক্ষেত্রে অগ্রপথিক ও আর্তমানবজার সেবায় নিবেদিতপ্রাণ ফ্লোরেন্স নাইটিঙ্গেল। জন্ম ইতালির ফ্লোরেন্স শহরে। লেডি উইথ দি ল্যাম্প উপাধি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের । ক্রিয়ার যুদ্ধে আহত সৈনিকদের সেবা শুশ্রূষা করে অদের আস্থা অর্জন করেন। ফলে সৈনিকরা তাকে এ উপাধিতে ভূষিত করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বীরত্বসূচক খেতাবরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
লেডি উইথ দি ল্যাম্প কার উপাধি?
ক.
সরোজিনী নাইড
খ.
মাদার তেরেসা
গ.
রানী এলিজাবেথ
ঘ.✓ সঠিক উত্তর
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
ব্যাখ্যা
আধুনিক সেবিকাবৃত্তির ক্ষেত্রে অগ্রপথিক ও আর্তমানবজার সেবায় নিবেদিতপ্রাণ ফ্লোরেন্স নাইটিঙ্গেল। জন্ম ইতালির ফ্লোরেন্স শহরে। লেডি উইথ দি ল্যাম্প উপাধি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের । ক্রিয়ার যুদ্ধে আহত সৈনিকদের সেবা শুশ্রূষা করে অদের আস্থা অর্জন করেন। ফলে সৈনিকরা তাকে এ উপাধিতে ভূষিত করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বীরত্বসূচক খেতাবরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
৮
৮
'পঞ্চইন্দ্রিয়' তৈলচিত্রের চিত্রশিল্পী কে?
ক.
লিওনার্দো দা- ভিঞ্চি
খ.✓ সঠিক উত্তর
মকবুল ফিদা হোসেন
গ.
মাইকেল অ্যাঞ্জেলা
ঘ.
পাবলো পিকাসো
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: চিত্রশিল্পী ও সঙ্গীতশিল্পী, নৃত্য শিল্পী ও অন্যান্য শিল্পীরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
'পঞ্চইন্দ্রিয়' তৈলচিত্রের চিত্রশিল্পী কে?
ক.
লিওনার্দো দা- ভিঞ্চি
খ.✓ সঠিক উত্তর
মকবুল ফিদা হোসেন
গ.
মাইকেল অ্যাঞ্জেলা
ঘ.
পাবলো পিকাসো
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: চিত্রশিল্পী ও সঙ্গীতশিল্পী, নৃত্য শিল্পী ও অন্যান্য শিল্পীরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
৯
৯
'ফেয়ার ফ্যাক্স' কী--
ক.
বিশ্বের অন্যতম টেলিফোন সংস্থা
খ.
একটি সংবাদ মাধ্যম
গ.
রাশিয়ার গোয়েন্দা সংস্থা
ঘ.✓ সঠিক উত্তর
মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
ব্যাখ্যা
'ফেয়ার ফ্যাক্স' হলো - যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ফেয়ার ফ্যাক্সরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
'ফেয়ার ফ্যাক্স' কী--
ক.
বিশ্বের অন্যতম টেলিফোন সংস্থা
খ.
একটি সংবাদ মাধ্যম
গ.
রাশিয়ার গোয়েন্দা সংস্থা
ঘ.✓ সঠিক উত্তর
মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
ব্যাখ্যা
'ফেয়ার ফ্যাক্স' হলো - যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ফেয়ার ফ্যাক্সরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
১০
১০
বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কী?
ক.
বি টি টি বি
খ.
বি টি সি সি
গ.✓ সঠিক উত্তর
বি টি সি এল
ঘ.
বি টি আর সি
ব্যাখ্যা
বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (BTTB) - এর বর্তমান নাম বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (BTCL)। BTCL - এর যাত্রা শুরু হয় ১ জুলাই ২০০৮ সালে। BTCL এর স্লোগান হলো ‘দেশ ও মানুষের সেবায়’।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রাচীন ও বর্তমান নামরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কী?
ক.
বি টি টি বি
খ.
বি টি সি সি
গ.✓ সঠিক উত্তর
বি টি সি এল
ঘ.
বি টি আর সি
ব্যাখ্যা
বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (BTTB) - এর বর্তমান নাম বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (BTCL)। BTCL - এর যাত্রা শুরু হয় ১ জুলাই ২০০৮ সালে। BTCL এর স্লোগান হলো ‘দেশ ও মানুষের সেবায়’।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রাচীন ও বর্তমান নামরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
১১
১১
সম্প্রতি কোন দেশের ৩৩ জন আটকেপড়া খনি শ্রমিককে ২ মাস পর উদ্ধার করা হয়?
ক.
কিউবা
খ.✓ সঠিক উত্তর
চিলি
গ.
ব্রাজিল
ঘ.
মেক্সিকো
ব্যাখ্যা
৫ আগস্ট ২০১০ থেকে ১৩ অক্টোবর ২০১০ পর্যন্ত মোট ৬৯ দিন চিলিতে ৩৩ জন শ্রমিক খনিতে আটকে ছিল। পরবর্তীতে এদের সকলকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়, যা মানব ইতিহাসে এক আবিস্মরণীয় ঘটনা হিসেবে বিবেচিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের খনিজ সম্পদরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
সম্প্রতি কোন দেশের ৩৩ জন আটকেপড়া খনি শ্রমিককে ২ মাস পর উদ্ধার করা হয়?
ক.
কিউবা
খ.✓ সঠিক উত্তর
চিলি
গ.
ব্রাজিল
ঘ.
মেক্সিকো
ব্যাখ্যা
৫ আগস্ট ২০১০ থেকে ১৩ অক্টোবর ২০১০ পর্যন্ত মোট ৬৯ দিন চিলিতে ৩৩ জন শ্রমিক খনিতে আটকে ছিল। পরবর্তীতে এদের সকলকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়, যা মানব ইতিহাসে এক আবিস্মরণীয় ঘটনা হিসেবে বিবেচিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের খনিজ সম্পদরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
১২
১২
শান্ত সাগর কোথায় অবস্থিত ?
ক.
বুধগ্রহ
খ.
পৃথিবীতে
গ.✓ সঠিক উত্তর
চাঁদে
ঘ.
শনিগ্রহে
ব্যাখ্যা
শান্ত সাগর চাঁদে অবস্থিত। আসলে চাঁদে কোন বাতাস বা বায়ু মন্ডল না থাকায় কোন শব্দ শােনা যায়না, এবং চন্দ্র পৃষ্ঠে পানিও নাই তাই বিশেষ একটি নীচু ও অপেক্ষাকৃত শীতল স্থানকে শান্ত সাগর বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ৫ টি মহাসাগররেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
শান্ত সাগর কোথায় অবস্থিত ?
ক.
বুধগ্রহ
খ.
পৃথিবীতে
গ.✓ সঠিক উত্তর
চাঁদে
ঘ.
শনিগ্রহে
ব্যাখ্যা
শান্ত সাগর চাঁদে অবস্থিত। আসলে চাঁদে কোন বাতাস বা বায়ু মন্ডল না থাকায় কোন শব্দ শােনা যায়না, এবং চন্দ্র পৃষ্ঠে পানিও নাই তাই বিশেষ একটি নীচু ও অপেক্ষাকৃত শীতল স্থানকে শান্ত সাগর বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ৫ টি মহাসাগররেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
১৩
১৩
ভারত-বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি?
ক.
৫৩ টি
খ.✓ সঠিক উত্তর
৫৪ টি
গ.
৫৫টি
ঘ.
৫৬টি
ব্যাখ্যা
বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় ৪০৫টি নদী প্রবাহিত হচ্ছে। এ নদীগুলোর মধ্যে ৫৭টি হচ্ছে আন্তঃসীমান্ত নদী যার মধ্যে ৫৪টি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন এবং ৩টি বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে অভিন্ন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
ভারত-বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি?
ক.
৫৩ টি
খ.✓ সঠিক উত্তর
৫৪ টি
গ.
৫৫টি
ঘ.
৫৬টি
ব্যাখ্যা
বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় ৪০৫টি নদী প্রবাহিত হচ্ছে। এ নদীগুলোর মধ্যে ৫৭টি হচ্ছে আন্তঃসীমান্ত নদী যার মধ্যে ৫৪টি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন এবং ৩টি বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে অভিন্ন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
১৪
১৪
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কী?
ক.
সাইমন কমিশন
খ.✓ সঠিক উত্তর
নাথান কমিশন
গ.
স্যার পি জে হার্টস কমিশন
ঘ.
র্যাডক্লিফ কমিশন
ব্যাখ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১৯১২ সালে যে কমিটি গঠিত হয় তাকে নাথান কমিশন নাপে পরিচিত। কমিটির সভাপতি ছিলেন ব্যারিস্টার রবার্ট নাথান। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নাথান কমিশনের সচিব ছিনেল - Mr.D.S Fraser. সদস্য সচিবসহ নাথান কমিশনের সদস্য ১৪ জন। তিনি বাদে মোট সদস্য ১৩ জন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ঢাকা বিশ্ববিদ্যালয়রেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কী?
ক.
সাইমন কমিশন
খ.✓ সঠিক উত্তর
নাথান কমিশন
গ.
স্যার পি জে হার্টস কমিশন
ঘ.
র্যাডক্লিফ কমিশন
ব্যাখ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১৯১২ সালে যে কমিটি গঠিত হয় তাকে নাথান কমিশন নাপে পরিচিত। কমিটির সভাপতি ছিলেন ব্যারিস্টার রবার্ট নাথান। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নাথান কমিশনের সচিব ছিনেল - Mr.D.S Fraser. সদস্য সচিবসহ নাথান কমিশনের সদস্য ১৪ জন। তিনি বাদে মোট সদস্য ১৩ জন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ঢাকা বিশ্ববিদ্যালয়রেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
১৫
১৫
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশে মোট কতজনকে রাস্ট্রীয় খেতাব দেয়া হয়েছে?
ক.
৪২৬
খ.✓ সঠিক উত্তর
৬৭২
গ.
৬৭৫
ঘ.
৫৭৬
ব্যাখ্যা
বীরত্বসূচক খেতাব (Gallantry Awards)
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বীরত্বসূচক খেতাবরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশে মোট কতজনকে রাস্ট্রীয় খেতাব দেয়া হয়েছে?
ক.
৪২৬
খ.✓ সঠিক উত্তর
৬৭২
গ.
৬৭৫
ঘ.
৫৭৬
ব্যাখ্যা
বীরত্বসূচক খেতাব (Gallantry Awards)
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বীরত্বসূচক খেতাবরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
১৬
১৬
যুক্তরাষ্টের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশী--
ক.
ফজলে হাসান আবেদ
খ.✓ সঠিক উত্তর
ড. মুহাম্মদ ইউনূস
গ.
শেখ হাসিনা
ঘ.
এ এইচ এম নোমান খান
ব্যাখ্যা
সন্ধির নিয়মানুযায়ী ম্ - এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। যেমন - ম্ + চ = ঞ + চ – সম্ + চয় = সঞ্চয়; ম্ + ত = ন + ত → সম্ + তাপ = সন্তাপ। একইভাবে কিভূত, সম্মান, সন্ধান ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কংগ্রেসরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
যুক্তরাষ্টের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশী--
ক.
ফজলে হাসান আবেদ
খ.✓ সঠিক উত্তর
ড. মুহাম্মদ ইউনূস
গ.
শেখ হাসিনা
ঘ.
এ এইচ এম নোমান খান
ব্যাখ্যা
সন্ধির নিয়মানুযায়ী ম্ - এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। যেমন - ম্ + চ = ঞ + চ – সম্ + চয় = সঞ্চয়; ম্ + ত = ন + ত → সম্ + তাপ = সন্তাপ। একইভাবে কিভূত, সম্মান, সন্ধান ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কংগ্রেসরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
১৭
১৭
টুইটার কী?
ক.✓ সঠিক উত্তর
এক প্রকার সামাজিক নেটওয়াকিং
খ.
এক প্রকার সফটওয়ার
গ.
এক প্রকার কম্পিউটার প্রোগ্রাম
ঘ.
এক প্রকার কম্পিউটার ভাইরাস
ব্যাখ্যা
টুইটার হচ্ছে এক প্রকার সামাজিক নেটওয়ার্ক ও মাইক্রোব্লগিং এর একটি ওয়েব সাইট। এটি চালু হয় ১৫ জুলাই ২০০৬ সালে। এটি বিশ্বের ২য় বড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এর সদর দপ্তর সানফ্রানসিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র তে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: Twitterরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
টুইটার কী?
ক.✓ সঠিক উত্তর
এক প্রকার সামাজিক নেটওয়াকিং
খ.
এক প্রকার সফটওয়ার
গ.
এক প্রকার কম্পিউটার প্রোগ্রাম
ঘ.
এক প্রকার কম্পিউটার ভাইরাস
ব্যাখ্যা
টুইটার হচ্ছে এক প্রকার সামাজিক নেটওয়ার্ক ও মাইক্রোব্লগিং এর একটি ওয়েব সাইট। এটি চালু হয় ১৫ জুলাই ২০০৬ সালে। এটি বিশ্বের ২য় বড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এর সদর দপ্তর সানফ্রানসিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র তে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: Twitterরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
১৮
১৮
২০১১ সালে উপমহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশে কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে?
ক.
৬টি
খ.
৭টি
গ.✓ সঠিক উত্তর
৮টি
ঘ.
৯টি
ব্যাখ্যা
বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে ২০১১ সালের ১৯ ফেব্র"য়ারি বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠে ঢাকায়। সোমবার মুম্বাইয়ে বিশ্বকাপ। দু'টি কোয়ার্টার ফাইনালসহ মোট আটটি ম্যাচ হয় বাংলাদেশে
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ক্রিকেট -Cricketরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
২০১১ সালে উপমহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশে কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে?
ক.
৬টি
খ.
৭টি
গ.✓ সঠিক উত্তর
৮টি
ঘ.
৯টি
ব্যাখ্যা
বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে ২০১১ সালের ১৯ ফেব্র"য়ারি বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠে ঢাকায়। সোমবার মুম্বাইয়ে বিশ্বকাপ। দু'টি কোয়ার্টার ফাইনালসহ মোট আটটি ম্যাচ হয় বাংলাদেশে
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ক্রিকেট -Cricketরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
১৯
১৯
চিলির খনিতে আটকা পড়া শ্রমিকরা কতদিন পর উদ্ধার পায়?
ক.
৫৯ দিন
খ.
৬৬ দিন
গ.
৬৮ দিনি
ঘ.✓ সঠিক উত্তর
৬৯ দিন
ব্যাখ্যা
২০১০ সালে চিলির একটি খনির প্রায় ৭০০ মিটার গভীরে শ্রমিকরা আটকে পরে এবং ৬৯ দিন পর তাদের উদ্ধার করা হয়৷২০১০ সালের ৫ই আগস্ট বিকেলে দুর্ঘটনার সূত্রপাত৷ এর ১৭ দিন পর ৩৩ জন খনি শ্রমিকের বেঁচে থাকার খবর পাওয়া যায়৷ এই ১৭ দিন তারা তাদের কাছে থাকা দু'দিনের খাবার খেয়ে থেকেছেন৷ এরপর তাদের কাছে খাবার পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল৷১৩ অক্টোবরের প্রথম প্রহরে একে একে তাদের বের করে আনা হয়৷ সারা বিশ্বের গণমাধ্যমে সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়৷
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: চিলিরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
চিলির খনিতে আটকা পড়া শ্রমিকরা কতদিন পর উদ্ধার পায়?
ক.
৫৯ দিন
খ.
৬৬ দিন
গ.
৬৮ দিনি
ঘ.✓ সঠিক উত্তর
৬৯ দিন
ব্যাখ্যা
২০১০ সালে চিলির একটি খনির প্রায় ৭০০ মিটার গভীরে শ্রমিকরা আটকে পরে এবং ৬৯ দিন পর তাদের উদ্ধার করা হয়৷২০১০ সালের ৫ই আগস্ট বিকেলে দুর্ঘটনার সূত্রপাত৷ এর ১৭ দিন পর ৩৩ জন খনি শ্রমিকের বেঁচে থাকার খবর পাওয়া যায়৷ এই ১৭ দিন তারা তাদের কাছে থাকা দু'দিনের খাবার খেয়ে থেকেছেন৷ এরপর তাদের কাছে খাবার পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল৷১৩ অক্টোবরের প্রথম প্রহরে একে একে তাদের বের করে আনা হয়৷ সারা বিশ্বের গণমাধ্যমে সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়৷
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: চিলিরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
২০
২০
ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে ----
ক.
সারাংশ
খ.
অনুবাদ
গ.✓ সঠিক উত্তর
ভাবসম্প্রসারণ
ঘ.
বাগধারা
ব্যাখ্যা
প্রতিটি ভাষায়ই এমন কিছু বাক্য রয়েছে যেগুলোতে লুকিয়ে আছে গভীর ভাব। কবি, সাহিত্যিক, মনীষীদের রচনা কিংবা হাজার বছর ধরে প্রচলিত প্রবাদ প্রবচনে নিহিত থাকে জীবনসত্য। এ ধরনের গভীর ভাব ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজভাবে বুঝিয়ে দেওয়াকে বলে ভাবসম্প্রসারণ।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)
ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে ----
ক.
সারাংশ
খ.
অনুবাদ
গ.✓ সঠিক উত্তর
ভাবসম্প্রসারণ
ঘ.
বাগধারা
ব্যাখ্যা
প্রতিটি ভাষায়ই এমন কিছু বাক্য রয়েছে যেগুলোতে লুকিয়ে আছে গভীর ভাব। কবি, সাহিত্যিক, মনীষীদের রচনা কিংবা হাজার বছর ধরে প্রচলিত প্রবাদ প্রবচনে নিহিত থাকে জীবনসত্য। এ ধরনের গভীর ভাব ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজভাবে বুঝিয়ে দেওয়াকে বলে ভাবসম্প্রসারণ।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (10-12-2010)