প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2015-(২০ জেলা-02) (16-10-2015)

মোট প্রশ্ন: ৮১

৬১

কোন বাক্যটি শুদ্ধ?

.
তাহার জীবন সংশয়পূর্ণ
.
তাহার জীবন সংশময়
.
তাহার জীবন সংশয়ভরা
.
তাহার জীবন সংশয়াপূর্ণ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

প্রথমে বলে নিচ্ছি, এই বাক্যটি বানানজনিত ভুল। বাক্যস্থিত ‘সংশয়’ শব্দটি বিশেষ্য, যার অর্থ সন্দেহ বা দ্বিধা। সাধারণত কোনো বিশেষ্যপদকে বিশেষণে রূপান্তরিত করতে শব্দের শেষে শব্দাংশ হিসেবে ‘পূর্ণ’, ‘ময়’, ‘ভরা’ ইত্যাদি যুক্ত করতে হয়। আর যেহেতু ‘সংশয়’ শব্দটি বিশেষ্য তাহলে তার বিশেষণ হিসেবে ‘সংশয়পূর্ণ’ শুদ্ধ। অনুরূপভাবে, ‘সংশয়ময়’ বা ‘সংশয়ভরা’। তবে ‘সংশয়াপূর্ণ’ শব্দটি ‘সংশয়পূর্ণ শব্দের অপপ্রয়োগ। 
তথ্যগতভাবে, বাংলা একাডেমি বিবর্তনূলক বাংলা অভিধানে (খণ্ড-৩, পৃ. ২৭৫৯) ‘সংশয়ময়’ বা ‘সংশয়াপূর্ণ’ শব্দের ভুক্তি নেই। তবে ‘সংশয়ভরা’ শব্দের ভুক্তি আছে; যার সমার্থক শব্দ দেওয়া ‘সংশয়পূর্ণ’। আবার বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধানে ‘বিপ্রতিপত্তি’ শব্দের সমার্থকে ‘সংশয়পূর্ণ’ শব্দটি পাওয়া যায়। অন্যদিকে ‘সংশয়ময়’ শব্দটি রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতায় পাওয়া গেছে। 
তাই সবদিক থেকে বিবেচনা করলে এবং ব্যাকরণিকভাবে অপশনের ১), ২) ও ৩) তিনটিই শুদ্ধ। অর্থগতভাবে অপশন তিনটির দ্বারা ‘গভীর অনিশ্চয়তা প্রকাশ করা হয়েছে।’
প্রশ্নটি এমন হতো, কোন বাক্যটি অশুদ্ধ? সেই ক্ষেত্রে উত্তর নির্বাচিত হতো অপশন (৪)।
বিষয়: বাংলাটপিক: বাক্য শুদ্ধিকরণরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2015-(২০ জেলা-02) (16-10-2015)
৬২

ASCII -এর পূর্ণ নাম ---

.

American Stable Code for Institutional Interchange

.

American Standard Case for Institional Interchange

.

American Standard Code for Information Interchange

✓ সঠিক উত্তর
.

American Standard code for Interchange Information

ব্যাখ্যা

ASCII=American Standard Code for Information Interchange
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: Abbreviation'sরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2015-(২০ জেলা-02) (16-10-2015)
৬৩

LAN কার্ডের অপর নাম কি?

.

Network Interface Card

✓ সঠিক উত্তর
.

Internet Card

.

Modem

.

Net Connector

ব্যাখ্যা

LAN কার্ডের অপর নাম Network Interface Card.
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: Abbreviation'sরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2015-(২০ জেলা-02) (16-10-2015)
৬৪

কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে ৫-এর বর্গ হবে?

.
২৫
✓ সঠিক উত্তর
.
১৬
.
৩৬
.
৪৯

ব্যাখ্যা

ধরি ,সংখ্যাটি x
বিষয়: গণিতটপিক: বর্গ ও বর্গমূল (Square  & Square root)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2015-(২০ জেলা-02) (16-10-2015)
৬৫

বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদাসলে দ্বিগুণ হবে?

.
৯ বছর
.
১১ বছর
.
১২ বছর
.
১০ বছর
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ধরি আসল ১০০ টাকা
বিষয়: গণিতটপিক: সরল ও যৌগিক মুনাফা  (Simple & Compound interest)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2015-(২০ জেলা-02) (16-10-2015)
৬৬

দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ. সা. গু ৪ হলে সংখ্যা দুইটির ল. সা. গু কত?

.

১৩০

.

১৫০

.

১১০

.

কোনোটিই নয়

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ল.সা.গু= অনুপাত দ্বয়ের গুণফল x গ.সা.গু
বিষয়: গণিতটপিক: অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2015-(২০ জেলা-02) (16-10-2015)
৬৭

একটি ফুটবলের ব্যাস ১০ ইঞ্চি হলে ফুটবলের আয়তন কত?

.
৩১.৪১৬ বর্গ ইঞ্চি
.
৭৮.৫৪ ইঞ্চি
.
৩১৪.১৬ ঘন ইঞ্চি
.
৫২৩.৬০ ঘন ইঞ্চি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বলের আয়তনের সূত্র: ৪/৩ x ৩.১৪১৬ x r3
বিষয়: গণিতটপিক: বৃত্ত (Circle)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2015-(২০ জেলা-02) (16-10-2015)
৬৮

৪, ৬, ৭ এবং x এর গড় মান ৫.৫ হলে x এর মান কত?

.
৫.০
✓ সঠিক উত্তর
.
৭.৫
.
৬.৮
.
৬.৫

ব্যাখ্যা

দেয়া আছে, ৪, ৬, ৭ এবং এর গড় মান ৫.৫
বিষয়: গণিতটপিক: গড় (Average)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2015-(২০ জেলা-02) (16-10-2015)
৬৯

অতিভুজের বিপরীেত থাকে ---

.
সরলকোণ
.
সমকোণ
✓ সঠিক উত্তর
.
সূক্ষ্মকোণ
.
স্থুলকোণ

ব্যাখ্যা

অতিভুজ (Hypotenuse): সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ (ইংরেজি: Hypotenuse)। অতিভুজ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু। এটির বর্গ অন্য দুটি বাহুর বর্গের সমষ্টির সমান, যেটি পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত।
বিষয়: গণিতটপিক: বহুভুজ (Polygon)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2015-(২০ জেলা-02) (16-10-2015)
৭০

৯ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে ৪ দিনে, ১২জন শ্রমিক ঐ পরিমাণ টাকা আয় করবে কতদিনে?

.
৪ দিন
.
৬ দিন
.
৫ দিন
.
৩ দিন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

৯ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে = ৪ দিনে
বিষয়: গণিতটপিক: ঐকিক নিয়ম (Unitary method)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2015-(২০ জেলা-02) (16-10-2015)
৭১

ab=4, a+2b =12 হলে, a -এর মান কত?

.

8

✓ সঠিক উত্তর
.

12

.

16

.

4

ব্যাখ্যা

a/b = 4
বিষয়: গণিতটপিক: দ্বিঘাত সমীকরণ (Quadratic equation)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2015-(২০ জেলা-02) (16-10-2015)
৭২

২, ৭, ৫, ৪, ৬ ও ১০ সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি?

.
.
প্রচুরক নেই
✓ সঠিক উত্তর
.
৫.৬৭
.
৫.৫০
বিষয়: গণিতরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2015-(২০ জেলা-02) (16-10-2015)
৭৩

দুটি সংখ্যার যোগফল ১৭ এবং গুণফল ৭২। ছোট সংখ্যাটি কত?

.
.
কোনটিই নয়
.
.
✓ সঠিক উত্তর
বিষয়: গণিতটপিক: পাটিগণিত প্রাথমিক ধারণা (Basic Concept)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2015-(২০ জেলা-02) (16-10-2015)
৭৪

নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় ২০% লাভে একটি জিনিস বিক্রয় করে, যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ২০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?

.
১৪৪ টাকা
.
২৮৮ টাকা
✓ সঠিক উত্তর
.
৩০০ টাকা
.
১২০ টাকা

ব্যাখ্যা

নির্মাতার বিক্রয়মূল্য = ২০০ x ১২০% = ২৪০ টাকা
বিষয়: গণিতটপিক: লাভ-ক্ষতি (Profit and loss)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2015-(২০ জেলা-02) (16-10-2015)
৭৫

একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৭৫ মিটার এবং উচ্চতা ২০ মিটার। প্রতি বর্গমিটারে ২.০০ টাকা হিসেবে ঘস লাগাতে কত খরচ হবে?

.
১২৫০ টাকা
.
১৫০০ টাকা
✓ সঠিক উত্তর
.
১৪০০ টাকা
.
১৬০০ টাকা

ব্যাখ্যা

আমরা জানি,
বিষয়: গণিতটপিক: ত্রিভুজ (Triangle)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2015-(২০ জেলা-02) (16-10-2015)
৭৬

যদি a : b= 3 : 2 এবং b : c = 7 : 6 হয়, তবে c : a = কত?

.
2 : 6
.
3 : 7
.
2 : 7
.
4 : 7
✓ সঠিক উত্তর
বিষয়: গণিতটপিক: অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2015-(২০ জেলা-02) (16-10-2015)
৭৭

নিচের কোনটি মৌলিক সংখ্যা?

.
৭২
.
কোনোটিই নয়
✓ সঠিক উত্তর
.
৮৭
.
৬৩

ব্যাখ্যা

এখানে,
বিষয়: গণিতটপিক: পাটিগণিত প্রাথমিক ধারণা (Basic Concept)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2015-(২০ জেলা-02) (16-10-2015)
৭৮

একটি ছাত্রাবাসে ৩০ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?

.
কোনোটিই নয়
✓ সঠিক উত্তর
.
৩৩ জন
.
২৭ জন
.
২০ জন

ব্যাখ্যা

৩২ দিন চলবে ৩০ জনের
বিষয়: গণিতটপিক: ঐকিক নিয়ম (Unitary method)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2015-(২০ জেলা-02) (16-10-2015)
৭৯

একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় হলো? বইটির প্রকৃত মূল্য কত?

.
৮০
.
৯০
✓ সঠিক উত্তর
.
৭২
.
৯৬

ব্যাখ্যা

৮০ ভাগ মূল্যে,
বিষয়: গণিতটপিক: লাভ-ক্ষতি (Profit and loss)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2015-(২০ জেলা-02) (16-10-2015)
৮০

অনুপাত কী?

.
একটি মৌলিক সংখ্যা
.
একটি ভগ্নাংশ
✓ সঠিক উত্তর
.
একটি বেজোড় সংখ্যা
.
একটি পূর্ণসংখ্যা
বিষয়: গণিতটপিক: অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2015-(২০ জেলা-02) (16-10-2015)