১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)

মোট প্রশ্ন: ১০৩

৪১

' সমকাল' পত্রিকার সম্পাদক ছিলেন -----

.
বিনয় ঘোষ
.
সিকান্‌দার আবু জাফর
✓ সঠিক উত্তর
.
মোহাম্মদ আকরম খাঁ
.
তফাজ্জল হোসেন
বিষয়: বাংলাটপিক: সিকান্দার আবু জাফররেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৪২

'প্রভাত চিন্তা ', 'নিভূত চিন্তা', 'নিশীত চিন্তা' প্রভূতি গ্রন্থের রচয়িতা ------

.
কালীপ্রসন্ন সিংহ
.
কালীপ্রসন্ন ঘোষ
✓ সঠিক উত্তর
.
কৃষ্ণচন্দ্র মজুমদার
.
এস ওয়াজেদ আলী

ব্যাখ্যা

কালীপ্রসন্ন ঘোষ (জুলাই ২৩, ১৮৪৩ - অক্টোবর ২৯, ১৯১০) ছিলেন একজন বাঙালী সাহিত্যিক। তিনি ছিলেন একাধারে লেখক, সাংবাদিক ও বাগ্মী।
বিষয়: বাংলাটপিক: প্রায় একই নামের গ্রন্থ ও রচয়িতারেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৪৩

' সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যান সকল অশোভন।' --- চরণ দুটি কার লেখা?

.

কাজী নজরুল ইসলাম

✓ সঠিক উত্তর
.

রবীন্দ্রনাথ ঠাকুর

.

গোলাম মোস্তফা

.

শেখ ফজলুল করিম

ব্যাখ্যা

সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।
হউক দূর অকল্যাণ সকল অশোভন।
এ প্রাণ প্রভাতি-তারার প্রায়
ফুটুক উদয়-গগন-গায়,
দুঃখ-নিশায় আনো পূর্ণ চাঁদের স্বপন॥
- কাজী নজরুল ইসলাম। (চন্দ্রবিন্দু ১৯৩১) 
বিষয়: বাংলাটপিক: শেখ ফজলল করিমরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৪৪

যে ভূমিতে ফসল জন্মায় না -----

.
পতিত
.
অনুর্বব
.
ঊষর
✓ সঠিক উত্তর
.
বন্ধ্যা

ব্যাখ্যা

অকালের ফুল অকালকুসুম
অগ্র পশ্চাৎ না ভেবে কাজ করে যে অবিমৃশ্যকারী
অনুমান করা যায় না যা অননুমেয়
অরিকে দমন করে যে অরিন্দম
অশ্ব,রথ,হস্তী,ও পদাতিক সৈন্যের সমাহার চতুরঙ্গ
অগ্রে দান করে যে অগ্রদানী
অনুসন্ধান করতে ইচ্ছুক অনুসন্ধিৎসু
অপকার করার ইচ্ছা অপচিকীর্ষা
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৪৫

' অপমান' শব্দের ' অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

.
বিপরীত
✓ সঠিক উত্তর
.
নিকৃষ্ট
.
বিকৃত
.
অভাব

ব্যাখ্যা

‘উপসর্গ’ কথাটির মূল অর্থ ‘উপসৃষ্ট’। এর কাজ হলো নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। মনে রাখতে হবে, উপসর্গ সব সময় মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৪৬

' সোনালী কাবিন ' এর রচয়িতা কে?

.
হাসান হাফিজুর রহমান
.
আল-মাহমুদ
✓ সঠিক উত্তর
.
হুমায়ুন আজাদ
.
শক্তি চট্টোপাধ্যায়
বিষয়: বাংলাটপিক: আল মাহমুদরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৪৭

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?

.
বিসর্জন
.
ডাকঘর
.
বসন্ত
✓ সঠিক উত্তর
.
অচলায়তন

ব্যাখ্যা

বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ঋতুনাট্য। ১৩২৯ বঙ্গাব্দের ১০ ফাল্গুন নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি একটি পালাগান এবং নাটকের আঙ্গিকে রচিত রবীন্দ্রনাথের প্রথম পালাগান। এটি কবির প্রথম ঋতুনাট্যও বটে। নাটকের বিষয়বস্তু বসন্তের আগমন ও বিদায়। নাটকে ব্যবহৃত গানগুলি গীতবিতান গীতিসংকলনের প্রকৃতি পর্যায়ের বসন্ত উপপর্যায়ের অন্তর্গত। রবীন্দ্রনাথ নাটকটি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে। পরে এই নাটকটি ঋতু - উৎসব (১৯২৬) সংকলন গ্রন্থে সংকলিত হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৪৮

বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম----

.
সুন্দরম
.
লোকায়ত
.
উত্তরাধিকার
✓ সঠিক উত্তর
.
কিছুধ্বনি
বিষয়: বাংলাটপিক: বাংলা একাডেমিরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৪৯

'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর প্রধান লেখক ছিলেন----

.
কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
✓ সঠিক উত্তর
.
মোহাম্মদ বরকত উল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ
.
মোহাম্মদ আকরাম খাঁ, মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ
.
কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ

ব্যাখ্যা

মুসলিম সাহিত্য - সমাজ ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি মুসলিম সাহিত্য - সমাজ প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন, মুসলিম হলের ছাত্র এ.এফ.এম আবদুল হক, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র আবদুল কাদির প্রমুখের ওপর। এরাই ছিলেন প্রথম কার্যনির্বাহী সংসদের সদস্য। নেপথ্যে থেকে দায়িত্ব পালন করতেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কাজী আবদুল ওদুদ ও যুক্তিবিদ্যার অধ্যাপক কাজী আনোয়ারুল কাদীর
বিষয়: বাংলাটপিক: ঢাকা মুসলিম সাহিত্য সমাজরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৫০

' ঠক চাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

.
আলালের ঘরের দুলাল
✓ সঠিক উত্তর
.
জোহরা
.
মৃত্যুক্ষুধা
.
হাজার বছর ধরে

ব্যাখ্যা

আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস।প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর (১৮১৪ - ১৮৮৩) ১৮৫৭ সালে এটি রচনা করেন
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৫১

' বঙ্গদর্শন ' পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?

.
১৮৬৫
.
১৮৭২
✓ সঠিক উত্তর
.
১৮৭৫
.
১৮৮১

ব্যাখ্যা

বঙ্গদর্শন উনিশ শতাব্দীতে প্রকাশিত একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বা সাময়িকপত্র। এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বাংলা কথাসাহিত্যের অন্যতম স্থপতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বিষয়: বাংলাটপিক: বঙ্গদর্শনরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৫২

ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য ------

.
জীবনানুভূতির গভীরতায়
✓ সঠিক উত্তর
.
দূষ্টিভঙ্গির সূক্ষ্মতায়
.
কাহিনীর সরলতা ও জটিলতায়
.
ভাষার প্রকারভেদে
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৫৩

সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ------

.
তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
.
ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
✓ সঠিক উত্তর
.
শব্দের কথা ও লেখা রূপে
.
বাক্যের সরলতা ও জটিলতায়

ব্যাখ্যা

সাধু ও চলিত ভাষার পার্থক্য
উত্তর: সাধু ও চলিত ভাষার পার্থক্য: বাংলা ভাষার দুটি রূপ—সাধু ভাষা ও চলিত ভাষা। দুটি রূপের মধ্যে যেমন প্রকৃতিগত সাদৃশ্য রয়েছে, তেমনি পার্থক্যও রয়েছে। নিচে এ দুয়ের পার্থক্য আলোচনা করা হলো।
বিষয়: বাংলাটপিক: সাধু ও চলিত ভাষার পার্থক্যরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৫৪

' সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' এই উক্তিটি কার?

.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
কাজী আবদুল ওদুদ
.
মোহাম্মদ লুৎফর রহমান
.
প্রমথ চৌধুরী
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক; এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। গল্পকার ও সনেটকার হিসেবেও তাঁর বিশিষ্ট অবদান রয়েছে।
বিষয়: বাংলাটপিক: সাহিত্যকদের বিখ্যাত উক্তিরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৫৫

শুদ্ধ বানানটি নির্দেশ করুন -----

.
মুহুর্মুহু
✓ সঠিক উত্তর
.
মূহুর্মুহু
.
মুর্হুমূর্হু
.
মুর্হুর্মূহু

ব্যাখ্যা

মুহুর্মুহু /অব্যয় পদ/ বারংবার।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৫৬

দ্যুলোকে শব্দের যথার্থ সন্ধি-বিচ্ছেদ কোনটি?

.
দুঃ + লোক
.
দিব্‌ + লোক
✓ সঠিক উত্তর
.
দ্বি + লোক
.
দ্বিঃ + লোক
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৫৭

'তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ------

.
শৈত্য
✓ সঠিক উত্তর
.
শীতল
.
উত্তাপ
.
হিম
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৫৮

'ইচ্ছা' বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন।

.
ইচ্ছাময়
.
ঐচ্ছিক
✓ সঠিক উত্তর
.
ইচ্ছুক
.
অনিচ্ছা

ব্যাখ্যা

বিশেষ্য পদ
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৫৯

কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?

.
সে বই পড়ছে
.
সে গভীর চিন্তায় মগ্ন
.
সে ঘুমিয়ে আছে
.
সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সমধাতুজ কর্ম : বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ যদি একই ধাতু বা ক্রিয়ামূল থেকে গঠিত হয়, তবে তাকে সমধাতুজ কর্মপদ বলে। অর্থাৎ, ক্রিয়াপদ ও কর্মপদ একই শব্দমূল থেকে গঠিত হলে তাকে সমধাতুজ কর্মপদ বলে। যেমন -
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৬০

Wisdom শব্দের বাংলা অর্থ----

.

জ্ঞান

.

বুদ্ধি

.

মেধা

.

প্রজ্ঞা

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Wisdom শব্দের বাংলা অর্থ - - - - প্রজ্ঞা।
বিষয়: বাংলাটপিক: ভিন্ন অর্থে কাছাকাছি শব্দরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)