৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-07-2010)

মোট প্রশ্ন: ৮৪

পৃষ্ঠা এর পরবর্তী

' পাহাড়তলী' গ্রামে জন্মগ্রহণ করেন -

.

মুকুন্দরাম চক্রবর্তী

.

সৈয়দ শামসুল হক

.

শামসুর রাহমান

✓ সঠিক উত্তর
.

কোনটিই নয়

ব্যাখ্যা

কবি শামসুর রাহমানের জন্ম পুরনো ঢাকার মাহুতটুলি এলাকায় নানাবাড়িতে। বাবা মুখলেসুর রহমান চৌধুরী ও মা আমেনা বেগম। পৈতৃক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। কবি শামসুর রাহমান ১৩ জন ভাই - বোনের মধ্যে ছিলেন ৪র্থ।
বিষয়: বাংলাটপিক: সাহিত্যিকদের জন্ম / জন্মসালরেফারেন্স: ৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-07-2010)

'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন ------

.
মুন্সী মেহেরুল্লা
.
সঞ্জয় ভট্টাচার্য
✓ সঠিক উত্তর
.
কামিনী রায়
.
মোজাম্মেল হক

ব্যাখ্যা

'পূর্বাশা' পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্যাখ্যা: কবি ও কথাসাহিত্যিক সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত মাসিক পত্রিকা 'পূর্বাশা' । পত্রিকাটি ১৯৩২ সালে কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা - দৈনিক নবযুগ (যুগ্ম সম্পাদক), ধূমকেতু , লাঙ্গল।
বিষয়: বাংলাটপিক: বাংলা সংবাদপত্ররেফারেন্স: ৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-07-2010)

বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?

.
২০০৭
.
১৯০৭
✓ সঠিক উত্তর
.
১৯০৯
.
১৯১৬
বিষয়: বাংলাটপিক: চর্যাপদরেফারেন্স: ৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-07-2010)

নিচের কোনটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম?

.
বীরবল
.
ভিমরুল
.
অনিলা দেবী
✓ সঠিক উত্তর
.
যাযাবর

ব্যাখ্যা

অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্ম নাম 'অনিলাদেবী'। 'নারীর মূল্য' প্রবন্ধে তিনি এ ছদ্মনাম ব্যবহার করেন। প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল। বিনয় কুমার মুখোপ্যাধায়ের ছদ্মনাম যাযাবর।
বিষয়: বাংলাটপিক: সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনামরেফারেন্স: ৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-07-2010)

'আধ্যাত্মিকা' উপন্যাসের লেখক কে?

.
প্যারীচাঁদ মিত্র
✓ সঠিক উত্তর
.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
.
দামোদর বন্দ্যোপাধ্যায়
.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: ৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-07-2010)

' অনীক' শব্দের অর্থ ---

.
সূর্য
.
সমুদ্র
.
যুদ্ধক্ষেত্র
.
সৈনিক
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

অনীক - [প্রতিশব্দ] সৈন্যবাহিনীসমূহ; সেনা; সৈনিক; যুদ্ধ; লড়াই; কটক [noun] troops; army; soldier; war; battle; armed forces.
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: ৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-07-2010)

জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?

.
মধ্যপদলোপী কর্মধারয়
✓ সঠিক উত্তর
.
ষষ্ঠী তৎপুরুষ
.
পঞ্চমী তৎপুরুষ
.
উপমান কর্মধারয়
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-07-2010)

Anatomy শব্দের অর্থ -----

.
সাদৃশ্য
.
স্নায়ুতন্ত্র
.
শারীরবিদ্যা
✓ সঠিক উত্তর
.
অঙ্গ-সঞ্চালন
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: ৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-07-2010)

কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?

.
গোবিন্দ দাস
.
কায়কোবাদ
.
কাহ্ন পা
.
ভুসুকু পা
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: কবিরেফারেন্স: ৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-07-2010)
১০

' আফতাব' শব্দের সমার্থ কোনটি?

.
অর্ণব
.
রাতুল
.
অর্ক
✓ সঠিক উত্তর
.
জলধি
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-07-2010)
১১

বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ -----

.
বাগ + অম্বর
.
বাগ + আড়ম্বর
.
বাক্‌ + অম্বর
.
বাক্‌ + আড়ম্বর
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: ৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-07-2010)
১২

' সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি'----এই চরণদ্বয়ের লেখক ------

.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
কুসুমকুমারী দাস
.
মদনমোহন তর্কালঙ্কার
✓ সঠিক উত্তর
.
কৃষ্ণচন্দ্র মজুমদার

ব্যাখ্যা

মদনমোহন তর্কালঙ্কার প্রণীত গ্রন্থাবলী:
বিষয়: বাংলাটপিক: লেখকরেফারেন্স: ৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-07-2010)
১৩

'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন?

.
রূপকথা
✓ সঠিক উত্তর
.
ছোটগল্প
.
গ্রাম্যগীতিকা
.
রূপকথা-উপকথা
বিষয়: বাংলাটপিক: প্রবন্ধ রচনারেফারেন্স: ৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-07-2010)
১৪

বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার?

.
.
.
✓ সঠিক উত্তর
.

ব্যাখ্যা

বাংলা ছন্দ প্রধানত তিন প্রকার। যথা: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত।
বিষয়: বাংলাটপিক: ছন্দ প্রকরণরেফারেন্স: ৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-07-2010)
১৫

'কাঁঠালপাড়া'য় জন্মগ্রহণ করেন কোন লেখক?

.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
.
সুভাষ মুখোপাধ্যায়
.
কাজী ইমদাদুল হক
.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে। তারিখ ২৭ জুন, ১৮৩৮ অর্থাৎ ১৩ আষাঢ় ১২৪৫। চট্টোপাধ্যায়দের আদিনিবাস ছিল হুগলি জেলার দেশমুখো গ্রামে। বঙ্কিমচন্দ্রের প্রপিতামহ রামহরি চট্টোপাধ্যায় মাতামহের সম্পত্তি পেয়ে কাঁঠালপাড়ায় আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন। রামহরির পৌত্র যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় পুত্র বঙ্কিমচন্দ্র, মাতা দুর্গাসুন্দরী দেবী, বঙ্কিমের পূর্বে তার আরও দুই পুত্রের জন্ম হয় – শ্যামাচরণ ও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমের জন্মকালে তিনি সদ্য অবিভক্ত মেদিনীপুর জেলার ডেপুটি কালেক্টর পদে উন্নীত হয়েছিলেন।
বিষয়: বাংলাটপিক: লেখকরেফারেন্স: ৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-07-2010)
১৬

নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?

.
.
.
.
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: ধ্বনিরেফারেন্স: ৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-07-2010)
১৭

' অপ' কী ধরনের উপসর্গ?

.
সংস্কৃত
✓ সঠিক উত্তর
.
বাংলা
.
বিদেশি
.
মিশ্র
বিষয়: বাংলাটপিক: উপসর্গরেফারেন্স: ৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-07-2010)
১৮

নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল?

.
১৮৪৭-১৯১১
✓ সঠিক উত্তর
.
১৮৫২-১৯১২
.
১৮৫৭-১৯১১
.
১৮৪৭-১৯১২

ব্যাখ্যা

মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ – ডিসেম্বর ১৯, ১৯১১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি তৎকালীন বৃটিশ ভারতে (বর্তমান বাংলাদেশ) কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাঁপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
বিষয়: বাংলাটপিক: সাহিত্যিকদের জন্ম / জন্মসালরেফারেন্স: ৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-07-2010)
১৯

রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত?

.
স্বরবৃত্ত
.
অক্ষরবৃত্ত
.
মন্দাক্রান্তা
.
মাত্রাবৃত্ত
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

মাত্রাবৃত্ত ছন্দ (কলাবৃত্ত বা ধ্বনিপ্রধান ছন্দ) বাংলা সাহিত্যে প্রচলিত প্রধান তিনটি ছন্দের একটি। অন্য দুটি হলো স্বরবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দে লেখা কবিতাগুলোর মূলপর্ব ৪, ৫, ৬, ৭ মাত্রার হতে পারে। পরিচ্ছেদসমূহ. ১ বৈশিষ্ট্য; ২ নামকরণ; ৩ ছন্দ বিশ্লেষণ; ৪ তথ্যসূত্র. বৈশিষ্ট্যঃ • মূল পর্ব ৪, ৫, ৬ বা ৭ মাত্রার হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: ৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-07-2010)
২০

'সাহচর্য' শব্দের শুদ্ধ গঠন কোনটি?

.
সহ + চর + র্য
.
সহচর + ৎ ফলা
.
সহচর + য
✓ সঠিক উত্তর
.
কোনটিই নয়

ব্যাখ্যা

সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ‘য’ - যুক্ত হলে প্রাতিপদিকের অন্তে স্থিত অ, আ, ই এবং ঈ - এর লোপ হয়। যথা – সম্ + য = সাম্য, কবি + য = কাব্য (ই - কার লোপ পেয়েছে), মধুর + য = মাধুর্য, প্রাচী + য = প্রাচ্য। তেমনি সহচর + য = সাহচর্য, এখানে আ, ই, নেই, তাই লোপ পায়নি, কিন্তু বৃদ্ধির নিয়মে আ - কার এসে সাহচর্য হয়েছে।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-07-2010)