৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2011)

মোট প্রশ্ন: ৬৮

পৃষ্ঠা এর পরবর্তী

সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?

.
.
✓ সঠিক উত্তর
.
.
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2011)

গাড়ি চলে না, চলে না, নারে......... গানের গীতিকার কে?

.
সঞ্জীব চৌধুরী
.
বাপ্পা মজুমদার
.
শাহ্‌ আবদুল করিম
✓ সঠিক উত্তর
.
দাশরথি রায়
বিষয়: বাংলাটপিক: গানের রচয়িতা ও সুরকাররেফারেন্স: ৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2011)

অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুসন কোনটি?

.
১৯৯৭
.
১৯৯৮
.
১৯৯৯
✓ সঠিক উত্তর
.
২০০০

ব্যাখ্যা

শিক্ষাবিদ ও গবেষক আহমদ শরীফের জন্ম ১৩ ফেব্রুয়ারি ১৯২১ চট্টগ্রামের সুচক্র দণ্ডীতে এবং ১৯৯৯ সালে তিনি মৃত্যুবরণ করেন। আহমদ শরীফ রচিত প্রবন্ধ - গবেষণাগ্রন্থ হলো : বিচিত চিন্তা (১৯৬৮) , সাহিত্য সংস্কৃতি চিন্তা (১৯৬৯) , স্বদেশ অন্বেষা (১৯৭০), বাঙালী ও বাংলা সাহিত্য (১ম খণ্ড ১৯৭৮, ২য় খণ্ড ১৯৮৩), বাঙলা বাঙালী ও বাঙালিত্ব (১৯৯২) । আহমদ শরীফ সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থ: লায়লী মজনু (১৯৫৭), রসুল বিজয় (১৯৬৪) , সয়ফুল মূলক বদিউজ্জমাল (১৯৫৭), বাংলা একামেডী সংক্ষিপ্ত বাংলা অভিধান (১৯৯২)।
বিষয়: বাংলাটপিক: সাহিত্যিকদের মৃত্যু / মৃত্যু সালরেফারেন্স: ৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2011)

বাংলা গদ্যের জনক কে?

.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✓ সঠিক উত্তর
.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
.
উইলিয়াম কেরী
.
রবীন্দ্রনাথ ঠাকুর

ব্যাখ্যা

বাংলা গদ্যের অবয়ব নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০ - ১৮৯১) বিশিষ্ট ভূমিকা পালন করেন। এজন্য তাকে 'বাংলা গদ্যের জনক' বলা হয়। বিদ্যাসাগরের বিখ্যাত গদ্যগ্রন্থ হলো 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭)। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (১৮৩৮ - ১৮৯৪) 'বাংলা উপন্যাসের জনক' বলা হয়। উইলিয়াম কেরি (১৭৬১ - ১৮৩৪) ছিলেন বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক। বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরকে (১৮৬১ - ১৯৪১) 'বাংলা ছোটগল্পের জনক ' বলা হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা গদ্যের উৎপত্তিরেফারেন্স: ৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2011)

' আনন্দমঠ' উপন্যাসের লেখক কে?

.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
✓ সঠিক উত্তর
.
তারাশঙ্কর বন্দোপাধ্যায়
.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
.
আনন্দমোহন বাগচী

ব্যাখ্যা

বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮ - ১৮৯৪) রচিত 'আনন্দ মঠ' উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৮২ সালে। তার উল্লেখযোগ্য উপন্যাস হলো : দুর্গেশনন্দিনী (১৮৬৫) , কপালকুণ্ডলা (১৮৬৬) , মৃণালিনী (১৮৬৯) , বিষবৃক্ষ(১৮৭৩), রজনী (১৮৭৭) , কৃষ্ণকান্তের উইল (১৮৭৮) ও সীতারাম (১৮৮৭)। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রতিনিধিস্থানীয় উপন্যাস হলো : চৈতালী ঘূর্ণি (১৯৩১), ধাত্রীদেবতা (১৯৩৯) , কালিন্দী (১৯৪০) , পঞ্চপুণ্ডলী (১৯৫৬), রাধা (১৯৫৭) । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হলো : বিরাজ বৌ (১৯১৪) , পল্লী সমাজ (১৯১৬), বৈকুণ্ঠের উইল (১৯১৬) , দেবদাস (১৯১৭) , গৃহদাহ (১৯২০) , শ্রীকান্ত [১ম - ৪র্থ খণ্ড (১৯১৭ - ১৯১৮, ১৯২৭, ১৯৩৩)।
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: ৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2011)

'বিদ্রোহী' কবিতা কোন কাব্যের অন্তর্গত?

.
দোলনচাঁপা
.
বিষের বাঁশী
.
সাম্যবাদী
.
অগ্নিবীণা
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: ৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2011)

তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?

.
জসীমউদ্‌দীন
✓ সঠিক উত্তর
.
ফররুখ আহমদ
.
আবুল হাসান
.
শহীদ কাদরী
বিষয়: বাংলাটপিক: কবিরেফারেন্স: ৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2011)

'ছিন্নপত্রে'র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?

.
ইন্দিরা দেবী
✓ সঠিক উত্তর
.
কাদম্বরী দেবী
.
মৃণালিনী দেবী
.
মৈত্রেয়ী দেবী
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: ৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2011)

মাইকেল মধুসূদন দত্তের ' বীরাঙ্গনা কাব্য ' কোন ধরনের কাব্য?

.
মহাকাব্য
.
সনেট
.
পত্রকাব্য
✓ সঠিক উত্তর
.
গীতিকাব্য
বিষয়: বাংলাটপিক: মাইকেল মধুসূদন দত্তরেফারেন্স: ৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2011)
১০

আলাওলের 'তোহফা' কোন ধরনের কাব্য?

.
আত্মজীবনী
.
প্রণয়কাব্য
.
নীতিকাব্য
✓ সঠিক উত্তর
.
জঙ্গনামা
বিষয়: বাংলাটপিক: কাব্যরেফারেন্স: ৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2011)
১১

'উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

.
ফার্সি
.
তুর্কি
✓ সঠিক উত্তর
.
পর্তুগিজ
.
আরবি
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: ৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2011)
১২

সমাসবদ্ধ শব্দ ' আনত' কোন সমাসের উদাহরণ?

.
বহুব্রীহি
.
কর্মধারয়
.
সুপসুপা
.
অব্যয়ীভাব
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2011)
১৩

অশোক সৈয়দ কার ছদ্মনাম?

.
আবদুল মান্নান সৈয়দ
✓ সঠিক উত্তর
.
সৈয়দ আজিজুল হক
.
আবু সয়ীদ আইয়ুব
.
সৈয়দ শামসুল হক
বিষয়: বাংলাটপিক: সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনামরেফারেন্স: ৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2011)
১৪

সন্ধি-সাধিত শব্দ ' পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?

.
ব্যঞ্জন ধ্বনি
.
স্বরধ্বনি
.
নিপাতনে সিদ্ধ
✓ সঠিক উত্তর
.
বিসর্গ সন্ধি
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: ৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2011)
১৫

'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

.
পৃথ্বী
.
নীর
✓ সঠিক উত্তর
.
ক্ষিতি
.
অবনী
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: ৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2011)
১৬

'পরাগলী মহাভারত' খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী?

.
সঞ্চয়
.
কবীন্দ্র পরমেশ্বর
✓ সঠিক উত্তর
.
শ্রীকর নন্দী
.
কাশীরাম দাস
বিষয়: বাংলাটপিক: গ্রন্থরেফারেন্স: ৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2011)
১৭

'বটতলার উপন্যাস' গ্রন্থের লেখকের নাম কী?

.
দিলারা হাশেম
.
রাজিয়া খান
✓ সঠিক উত্তর
.
রিজিয়া রহমান
.
সেলিনা হোসেন
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: ৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2011)
১৮

Quarterly শব্দের অর্থ কী?

.
সাপ্তাহিক
.
পাক্ষিক
.
ষান্মাসিক
.
ত্রৈমাসিক
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: ৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2011)
১৯

নিচের কোন বানানটি শুদ্ধ?

.
নিশিথিনী
.
নিশীথীনি
.
নিশিথীনী
.
নিশীথিনী
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

নিশীথিনী - [বিশেষ্য পদ] রাত্রি, রজনী।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2011)
২০

শিখণ্ডী শব্দের অর্থ কী?

.
কবুতর
.
কোকিল
.
খরগোশ
.
ময়ূর
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: ৩১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2011)