৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)

মোট প্রশ্ন: ২০৬

পূর্ববর্তীপৃষ্ঠা ১০ এর ১১পরবর্তী
১৮১

বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়?

.
পঞ্চাশ দশক
.
ষাট দশক
.
সপ্তর দশক
.
আশির দশক
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগরেফারেন্স: ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)
১৮২

বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?

.
১১০
.
১১৫
.
১১৭
✓ সঠিক উত্তর
.
১২০
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রশাসনিক ট্রাইব্যুনালরেফারেন্স: ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)
১৮৩

বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা -----

.
২৫
.
২৬
.
২৭
.
৪১
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বর্তমানে বাংলাদেশে লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৪৫ টি বেসরকারি টিভি চ্যানেল আছে, যার প্রায় ৩৫ টি সম্প্রচারে রছেয়ে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের সরকার ব্যবস্থারেফারেন্স: ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)
১৮৪

' অলিভ টারটল' বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?

.
সেন্টমার্টিন
✓ সঠিক উত্তর
.
রাঙ্গাবালি
.
চর আলেকজান্ডার
.
ছেড়াদ্বীপ
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের দ্বীপরেফারেন্স: ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)
১৮৫

চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ-এর দীক্ষাগুরু কে ছিলেন?

.
অতীশ দিপঙ্কর
.
শিলভদ্র
✓ সঠিক উত্তর
.
মা হুয়ান
.
মেগাস্থিনিস
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: হর্ষবর্ধন ও হিউয়েন সাঙ্গরেফারেন্স: ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)
১৮৬

প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?

.
রাঙামাটি
.
খাগড়াছড়ি
.
বান্দরবান
✓ সঠিক উত্তর
.
সিলেট
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: হ্রদরেফারেন্স: ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)
১৮৭

গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?

.
৯১ বর্গ কিলোমিটার
.
৯ বর্গ কিলোমিটার
✓ সঠিক উত্তর
.
৭ বর্গ কিলোমিটার
.
৮ বর্গ কিলোমিটার
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সোনাদিয়া দ্বীপরেফারেন্স: ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)
১৮৮

বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?

.
৪৫০০
.
৪৫৫০
✓ সঠিক উত্তর
.
৫৬০০
.
৪৬০০

ব্যাখ্যা

বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ওয়েবসাইট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪৫৫০ টি হলেও ঢাকার দুই সিটি কর্পোরেশনের সাথে ১৬ টি ইউনিয়ন যুক্ত হওয়ায় দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪৫৬২। বর্তমানে ৪৫৭১ টি ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ইউনিয়ন পরিষদরেফারেন্স: ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)
১৮৯

মহাস্থবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?

.
আনন্দ বিহার
.
নালন্দা বিহার
✓ সঠিক উত্তর
.
গোসিপো বিহার
.
সোমপুর বিহার
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)
১৯০

খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?

.
বারাং
.
পাড়া
.
পুঞ্জি
✓ সঠিক উত্তর
.
মৌজা
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: খাসিয়ারেফারেন্স: ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)
১৯১

লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?

.
চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
.
দ্বৈত শাসন ব্যবস্থা
.
সতীদাহ নিবারণ ব্যবস্থা
.
পুলিশ ব্যবস্থা
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ক্যানিং (১৮৫৮-১৮৬২)রেফারেন্স: ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)
১৯২

১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?

.
ওয়াসফিয়া নাজনীন
.
মুসা ইব্রাহিম
.
এম. এ. মুহিত
.
নিশাত মজুমদার
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশীদের অর্জনরেফারেন্স: ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)
১৯৩

পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন?

.
আব্দুল মতিন
.
ধীরেন্দ্রনাথ দত্ত
✓ সঠিক উত্তর
.
শেরে বাংলা এ. কে. ফজলুল হক
.
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: গণপরিষদরেফারেন্স: ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)
১৯৪

বিখ্যাত চিত্রকর্ম ' তিন কন্যা' এর চিত্রকর কে?

.
জয়নুল আবেদিন
.
কামরুল হাসান
✓ সঠিক উত্তর
.
এস এম সুলতান
.
রফিকুন্নবী
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিখ্যাত স্থান, নিদর্শন, চিত্রকর্ম, ভাস্কর্য, জাদুঘররেফারেন্স: ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)
১৯৫

যশোর জেলায় অবস্থিত বিল -----

.
হাইল
.
পাথরচাওলি
.
ভবদহ
✓ সঠিক উত্তর
.
আড়িয়াল
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: যশোর জেলারেফারেন্স: ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)
১৯৬

বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০০৯ অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?

.
৭ ম
✓ সঠিক উত্তর
.
৮ ম
.
৯ ম
.
কোনটিই নয়
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের বিবিধ তথ্যরেফারেন্স: ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)
১৯৭

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ অনুযায়ী গড় সাক্ষরতার হার -----

.
১৬.১%
.
৫৭.৯%
✓ সঠিক উত্তর
.
৫৬.৮%
.
৬৫.৫%

ব্যাখ্যা

ইউনেস্কোর তথ্য মতে, বাংলাদেশের বর্তমান (২০১৯) সাক্ষরতার হার ৭৩, ৯ % ভাগ। বিশ্বে র‌্যাংকিং - এ এর অবস্থান ১২৪ তম।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অর্থনৈতিক পরিকল্পনারেফারেন্স: ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)
১৯৮

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?

.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
✓ সঠিক উত্তর
.
কর্নেল শফিউল্লাহ
.
জেনারেল এম. এ. জি ওসমানী
.
মেজর জিয়াউর রহমান
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বধীনতারেফারেন্স: ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)
১৯৯

' বর্ণালী' এবং 'শুভ্র' কী?

.
উন্নত জাতের ভুট্টা
✓ সঠিক উত্তর
.
উন্নত জাতের আম
.
উন্নত জাতের গম
.
উন্নত জাতের চাল

ব্যাখ্যা

বাংলাদেশের কৃষিতে 'বর্ণালী ও শুভ্র' হলো উন্নত জাতের ভুট্রা। গমের কয়েকটি উন্নত জাতের ফসল হলো বলাকা, দোয়েল সোনলিকা ,আকবর প্রভৃতি। অন্যদিকে আমের কয়েকটি উন্নত জাত হলো মহানন্দা , মোহনভোগ, ল্যাংড়া প্রভৃতি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)
২০০

'Making of a Nation Bangladesh' গ্রন্থের রচয়িতা কে?

.
কামাল হোসেন
.
এস. এ. করিম
.
নুরুল ইসলাম
✓ সঠিক উত্তর
.
আনিসুর রহমান
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিখ্যাত গ্রন্থরেফারেন্স: ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (06-03-2015)