২১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-12-1999)

মোট প্রশ্ন: ১০০

পৃষ্ঠা এর পরবর্তী

বায়ুমন্ডলের ওজোনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্ব্বোচ্চ?

.
কার্বন-ডাই-অক্সাইড
.
জলীয় বাষ্প
.
CFC বা ক্লোরোফ্লোরো কার্বন
✓ সঠিক উত্তর
.
নাইট্রিক অক্সাইড
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মহাকর্ষ ও অভিকর্ষরেফারেন্স: ২১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-12-1999)

' ড্রাই আইস' (dry ice) হলো ------

.
কঠিন অবস্থায় কার্বন-ডাই-অক্সাইড
✓ সঠিক উত্তর
.
কঠিন অবস্থায় সালফার ডাইঅক্সাইড
.
শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার নিচে বরফ
.
হাইড্রোজেন পারঅক্সাইডের কঠিন অবস্থা
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: কার্বন (C)রেফারেন্স: ২১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-12-1999)

কোন জলজ জীবটি বাতাসে নিশ্বাস নেয়?

.
শুশুক
✓ সঠিক উত্তর
.
তিমি
.
ইলিশ
.
হাঙ্গর
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্বরেফারেন্স: ২১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-12-1999)

ডায়বেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলো -------

.
চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়
✓ সঠিক উত্তর
.
এই রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
.
এই রোগ মানবদেহের কিডনি বিনষ্ট করে
.
ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এই রোগ হয়
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রোগ প্রতিরোধ (Immune System)রেফারেন্স: ২১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-12-1999)

এনজিও প্লাস্টি হচ্ছে -----

.
হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
.
হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
✓ সঠিক উত্তর
.
হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
.
হৃৎপিণ্ডের নতুন শিরা সংযোজন
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রোগ প্রতিরোধ (Immune System)রেফারেন্স: ২১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-12-1999)

দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?

.
কার্বন ডাইঅক্সাইড
.
কার্বন মনোক্সাইড
✓ সঠিক উত্তর
.
নাইট্রিক অক্সাইড
.
সালফার ডাইঅক্সাইড
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রক্ত বাহিকা (Blood Vessels)রেফারেন্স: ২১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-12-1999)

স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো -----

.
০ ডিগ্রী সেন্টিগ্রেড
.
১০০ ডিগ্রী সেন্টিগ্রেড
.
৪ ডিগ্রী সেন্টিগ্রেড
✓ সঠিক উত্তর
.
২৬৩ ডিগ্রী কেলভিন
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পানিরেফারেন্স: ২১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-12-1999)

যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয় ----

.
আইসোবার
.
আইসোটোপ
✓ সঠিক উত্তর
.
আইসোটোন
.
আইসোমার
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ভর ও ওজনরেফারেন্স: ২১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-12-1999)

মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?

.
ভূকেন্দ্রে
.
ভূপৃষ্ঠে
✓ সঠিক উত্তর
.
ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট নিচে
.
ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট উঁচুতে
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মহাকর্ষ ও অভিকর্ষরেফারেন্স: ২১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-12-1999)
১০

কম্পিউটার ভাইরাস হলো-----

.
এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
✓ সঠিক উত্তর
.
কম্পিউটারের যন্ত্রাংশে কোথাও শর্টসার্কিট
.
কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে জমে থাকা ধূলা
.
কম্পিউটারের কোনো যন্ত্রাংশ সার্কিটে ঢিলা কানেকশন
বিষয়: তথ্য প্রযুক্তিটপিক: কম্পিউটার ভাইরাস (Virus)রেফারেন্স: ২১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-12-1999)
১১

একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?

.
১৮০ ডিগ্রি
.
২৭০ ডিগ্রি
.
৩৬০ ডিগ্রি
.
৫৪০ ডিগ্রি
✓ সঠিক উত্তর
বিষয়: গণিতটপিক: পরিমিতি (Mensuration)রেফারেন্স: ২১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-12-1999)
১২

একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে এবং ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কত জন উভয়টিই খেলে?

.
.
.
✓ সঠিক উত্তর
.
বিষয়: গণিতটপিক: সেট (Set)রেফারেন্স: ২১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-12-1999)
১৩

একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ঃ ১। এতে কি পরিমাণ সোনা মেশালে ৪ঃ ১ হবে?

.
৮ গ্রাম
.
৬ গ্রাম
.
৩ গ্রাম
.
৪ গ্রাম
✓ সঠিক উত্তর
বিষয়: গণিতটপিক: অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)রেফারেন্স: ২১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-12-1999)
১৪

১,০০০ টাকা ক ও খ ১ঃ ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ঃ ১ঃ ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?

.
১০০ টাকা
.
৪০০ টাকা
.
২০০ টাকা
✓ সঠিক উত্তর
.
৮০০ টাকা
বিষয়: গণিতটপিক: অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)রেফারেন্স: ২১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-12-1999)
১৫

৯৯৯৯৯৯-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

.
২১
✓ সঠিক উত্তর
.
৩৯
.
৩৩
.
২৯

ব্যাখ্যা

২, ৩, ৪, ৫ ও ৬ - এর ল.সা.গু = ৬০ ৬০)৯৯৯৯৯৯(১৬৬৬৬৬০৩৯৯৩৬০৩৯৯৩৬০৩৯৯৩৬০৩৯ ভাগশেষ ও ভাজকের পার্থক্য সংখ্যাই হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। ∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = (60 - 39) = 21 উত্তর 
বিষয়: গণিতটপিক: পাটিগণিত প্রাথমিক ধারণা (Basic Concept)রেফারেন্স: ২১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-12-1999)
১৬

একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?

.
১৫ঃ ১৬
.
২০ঃ ১২
.
১৬ঃ ১৫
✓ সঠিক উত্তর
.
১২ঃ ২০
বিষয়: গণিতটপিক: অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)রেফারেন্স: ২১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-12-1999)
১৭

এক দোকানদার ১১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারে কত কেজি চা ক্রয় করেছিল?

.
১০০ কেজি
.
৮০ কেজি
✓ সঠিক উত্তর
.
৫০ কেজি
.
৬০ কেজি

ব্যাখ্যা

ধরি,
বিষয়: গণিতটপিক: লাভ-ক্ষতি (Profit and loss)রেফারেন্স: ২১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-12-1999)
১৮

একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরল রেখার এক-চতুর্থাংশের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?

.
১৬
✓ সঠিক উত্তর
.
.
.
বিষয়: গণিতটপিক: রেখারেফারেন্স: ২১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-12-1999)
১৯

৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে । দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কত দিন বেশি লাগবে?

.
২৫%
.
%
✓ সঠিক উত্তর
.
৫০%
.
%
বিষয়: গণিতটপিক: সময় ও কাজ (Time and work)রেফারেন্স: ২১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-12-1999)
২০

একজন চাকরিজীবীর বেতনের অংশ কাপড় ক্রয়ে, অংশ খাদ্য ক্রয়ে এবং অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবিশিষ্ট রইল?

.
%
✓ সঠিক উত্তর
.
%
.
%
.
%
বিষয়: গণিতটপিক: ভগ্নাংশ (Fraction)রেফারেন্স: ২১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-12-1999)