২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) (28-02-2003)

মোট প্রশ্ন: ৮২

পৃষ্ঠা এর পরবর্তী

ঢাকার ' মুসলিম সাহিত্য সমাজ' -এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে?

.
১৯২৬
✓ সঠিক উত্তর
.
১৯১১
.
১৮৬৪
.
১৯০৫

ব্যাখ্যা

১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় মুসলিম সাহিত্য - সমাজ। সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সংগঠনটি পরিচালনার দায়িত্ব পালন করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন, মুসলিম হলের ছাত্র এ এফ এম আবদুল হক, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র আবদুল কাদিরসহ আরো কয়েকজন। এঁরাই ছিলেন প্রথম কার্যনির্বাহী সংসদের সদস্য। নেপথ্যে থেকে দায়িত্ব পালন করতেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কাজী আবদুল ওদুদ ও যুক্তিবিদ্যার অধ্যাপক কাজী আনোয়ারুল কাদীর।
বিষয়: বাংলাটপিক: ঢাকা মুসলিম সাহিত্য সমাজরেফারেন্স: ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) (28-02-2003)

' সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?

.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
সত্যেন্দ্রনাথ দত্ত
.
কাজী নজরুল ইসলাম
✓ সঠিক উত্তর
.
জীবনানন্দ দাশ
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) (28-02-2003)

' বীরবলের হালখাতা' গ্রন্থটি কোন ধরনের রচনা?

.
কাব্য
.
নাটক
.
উপন্যাস
.
প্রবন্ধ
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: সাধারণ জ্ঞানরেফারেন্স: ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) (28-02-2003)

বাংলা একাডেমির 'আঞ্চলিক আভিধান' সম্পাদনা কে করেন?

.
মুহম্মদ শহীদুল্লাহ
✓ সঠিক উত্তর
.
মুহম্মদ এনামুল হক
.
মুহম্মদ মনসুর উদ্দিন
.
মুহম্মদ আবদুল হাই
বিষয়: বাংলাটপিক: বাংলা একাডেমিরেফারেন্স: ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) (28-02-2003)

সনেটের ক'টি অংশ?

.
একটি
.
দুটি
✓ সঠিক উত্তর
.
তিনটি
.
চারটি
বিষয়: বাংলাটপিক: সাধারণ জ্ঞানরেফারেন্স: ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) (28-02-2003)

' কাঁচি' কোন ধরনের শব্দ?

.
আরবি
.
ফারসি
.
হিন্দি
.
তুর্কি
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) (28-02-2003)

' কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা' ----- এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?

.
কাজী নজরুল ইসলাম
✓ সঠিক উত্তর
.
মাইকেল মধুসূদন দত্ত
.
সুকান্ত ভট্টাচার্য
.
বেনজীর আহমেদ

ব্যাখ্যা

নজরুলের প্রথম গদ্য রচনা ছিল "বাউণ্ডুলের আত্মকাহিনী"। ১৯১৯ সালের মে মাসে এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। সৈনিক থাকা অবস্থায় করাচি সেনানিবাসে বসে এটি রচনা করেছিলেন। এখান থেকেই মূলত তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটেছিল। এখানে বসেই বেশ কয়েকটি গল্প লিখেছেন। এর মধ্যে রয়েছে: "হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে"। ১৯২২ সালে নজরুলের একটি গল্প সংকলন প্রকাশিত হয় যার নাম ব্যথার দান - এছাড়া একই বছর প্রবন্ধ - সংকলন যুগবাণী প্রকাশিত হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) (28-02-2003)

অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?

.
ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
.
কাজের পরিচয় ফলে বোঝা যায়
.
ফুলের গন্ধে ঘুম আসেনা একলা জেগে এই
.
আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) (28-02-2003)

কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?

.
রোমান্টিসিজম
.
আধুনিকতাবাদ
.
উত্তরাধুনিকতাবাদ
✓ সঠিক উত্তর
.
বাস্তববাদ

ব্যাখ্যা

উত্তরাধুনিকতা অতীত ও বর্তমান চিন্তার সংমিশ্রণকে বোঝায়। পাশ্চাত্যের আধুনিকতা বা উত্তরাধুনিকতাবোধ এবং প্রাচ্যের তথা আমাদের আধুনিকতাবোধ এক নয়। আমাদের আধুনিকতাবোধ মূলত তিরিশি আন্দোলনে সৃষ্ট সাহিত্য থেকে শুরু। কিন্তু উত্তরাধুনিকতাবাদ খোদ নন্দনতত্ত্বকেই অস্বীকার করে। উত্তরাধুনিকতাবাদে সাহিত্যের কিছু সংরূপ যা আধুনিকতাবাদে অটুট ছিল যেমন - উপন্যাস, গীতিকবিতা, মহাকাব্য, ছোটগল্প প্রভৃতির ভেদকেও অস্বীকার করে। উত্তরাধুনিকতাবাদীদের ভাষ্য যে, শিল্পে এমন দেয়াল তুলে দেয়া যাবে না। একথা বলা বাহুল্য যে উত্তরাধুনিকতা নব্য ধনতান্ত্রিক বিশ্বব্যবস্থাজাত। সুকৌশলে পর্যায়ক্রমিক অভাব সৃষ্টি, বহুমুখী উৎপাদন, বহুজাতিক বাজার নির্ভর ধনতন্ত্র। দার্শনিক লিয়েতারেরও লক্ষ্যও ছিল অতি উন্নত সমাজের দিকে। নব্য বা পরিণত পুঁজিবাদী সমাজের দিকে। পরিণত পুঁজিবাদে জ্ঞানের স্বরূপ এবং অন্ত:পরিবর্তনকেই তিনি উত্তরাধুনিকতা বলে অভিহিত করেন। এই অন্ত:পরিবর্তন বলতে তিনি মেটান্যারেটিভ বা গ্রান্ডন্যারেটিভ এর পরিবর্তনকেই বুঝিয়েছেন।
বিষয়: বাংলাটপিক: সাধারণ জ্ঞানরেফারেন্স: ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) (28-02-2003)
১০

' কাশবনের কন্যা' গ্রন্থটির লেখক কে?

.
আবুল কালাম শামসুদ্দিন
.
শামসুদ্দীন আবুল কালাম
✓ সঠিক উত্তর
.
আবুল ফজল
.
জসীমউদ্‌দীন

ব্যাখ্যা

কাশবনের কন্যা - শামসুদ্‌দীন আবুল কালাম আখ্যান খুব জটিল নয়। মূলত দু’জোড়া নায়ক - নায়িকার দুটি প্রায় সমান্তরাল উপকাহিনী এ উপন্যাসে বিবৃত হয়েছে। দুই নায়ক পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু হলেও সময়ক্রমে একে অন্যের অনুবতী—সখিনা আর মেহেরজান। শিকদারের ক্ষেত্রে একটি, জুবেদা। হোসেনের উপাখ্যানে হোসেন - সখিনার সম্পর্কের মধ্যে গ্রাম্য প্রেমের চেহারাটাও তত স্পষ্ট হয়নি। সখিনাকে বিয়ে করার কথা হোসেন ভেবেছে অনেকটা হঠাৎ কিশোরী সখিনাকে দেখে মুগ্ধ হয়ে, নিজের সাংসারিক প্রয়োজনের কথা হিসেব করে।

বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) (28-02-2003)
১১

' শাশ্বত বঙ্গ' গ্রন্থটির রচয়িতা কে?

.
কাজী মোতাহার হোসেন
.
আবুল হুসেন
.
কাজী আবদুল ওদুদ
✓ সঠিক উত্তর
.
কাজী আনোয়ারুল কাদির

ব্যাখ্যা

গত শতাব্দীর বিশের দশকের প্রারম্ভেই বাংলা প্রবন্ধ সাহিত্যে কাজী আবদুল ওদুদের আত্মপ্রকাশ ঘটে। সাহিত্য জীবন ‘মীর পরিবার’ নামক ছোট গল্প গ্রন্থ দিয়ে শুরু হলেও তাঁর আসল ও প্রধান পরিচয় তিনি একজন পরিশ্রমী প্রবন্ধকার ও সমালোচক। তিনি সর্বমোট বাইশ খানা গ্রন্থের রচয়িতা। সাহিত্য, সমাজ, ধর্ম, দর্শন ও রাজনীতি প্রভৃতি বিষয়ে তাঁর অসংখ্য প্রবন্ধ রয়েছে। ‘কবিগুরু রবীন্দ্রনাথ’ (দুই খণ্ড), ‘কবিগুরু’ গ্যেটে (দুই খণ্ড) ও শাশ্বত বঙ্গ’’ - এই তিনখানা তাঁর কালজয়ী গ্রন্থ। এই তিনখানি গ্রন্থের জন্য তিনি বাংলা প্রবন্ধ ও সমালোচনা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) (28-02-2003)
১২

' বেটাইম' শব্দটি গঠিত হয়েছে -----

.
ফারসি ও ইংরেজি শব্দে
✓ সঠিক উত্তর
.
ফরাসি ও ইংরেজি শব্দে
.
ফারসি ও ফরাসি শব্দে
.
ফারসি ও হিন্দি শব্দে

ব্যাখ্যা

'বেটাইম' শব্দটি গঠিত হয়েছে - - - ফারসি (বে) ও ইংরেজি (টাইম) শব্দে.
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) (28-02-2003)
১৩

' হাত-ভারি' বাগধারার অর্থ -----

.
দাতা
.
কম খরচে
.
দরিদ্র
.
কৃপণ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) (28-02-2003)
১৪

' লাজ' কোন ধরনের শব্দ?

.
বিশেষ্য
✓ সঠিক উত্তর
.
বিশেষণ
.
ক্রিয়া-বিশেষণ
.
বিশেষ্যের-বিশেষণ

ব্যাখ্যা

কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। । বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) (28-02-2003)
১৫

' ভানুসিংহ' কার ছদ্মনাম?

.
রবীন্দ্রনাথ ঠাকুর
✓ সঠিক উত্তর
.
সত্যেন্দ্রনাথ দত্তের
.
প্রমথ চৌধুরীর
.
টেকচাঁদ ঠাকুরের

ব্যাখ্যা

১. ভানুসিংহ কার ছদ্মনাম - রবীন্দ্রনাথ ঠাকুর। ২. প্রমথ চৌধুরীর ছদ্মনাম - বীরবল। ৩. কিশোর কবি কার উপাধি? - সুকান্ত ভট্টাচার্য। ৪. কে শিশু সাহিত্যিক হিসেবে সমাদৃত? - হাবিবুর রহমান। ৫. বাংলা সাহিত্যে স্বভাব কবি হিসেবে পরিচিত - গোবিন্দচন্দ্র দাস। ৬. সমাজ ও সমাধান গ্রন্থটি কার লেখা? - মোহাম্মদ আকরাম খাঁ। ৭. বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে? - সুফিয়া কামাল। ৮. বাংলার নারী শিক্ষা প্রসারের অগ্রদূত - বেগম রোকেয়া। ৯. বাংলা সাহিত্যে "সাহিত্য বিশারদ" কার উপাধি? - আব্দুল করিম। ১০. বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয় - সত্যেন্দ্রনাথ দত্তকে। ১১. বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় - বিহারীলাল চক্রবর্তীকে। ১২. পল্লীকবি উপাধি কার? - জসীমউদ্দিন। ১৩. বাংলা কবিতার আধুনিক প্রবর্তক কে? - মাইকেল মধুসূদন দত্ত। ১৪. অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম? - শরৎচন্দ্র চট্টপাধ্যায়। ১৫. সাহিত্য সম্রাট বলা হয় কাকে? - বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়কে।
বিষয়: বাংলাটপিক: সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনামরেফারেন্স: ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) (28-02-2003)
১৬

' সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।' ---এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?

.
বিশেষ্য
✓ সঠিক উত্তর
.
বিশেষণ
.
সর্বনাম
.
বিশেষণের বিশেষণ
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) (28-02-2003)
১৭

' সাম্য' গ্রন্থের রচয়িতা কে?

.
কাজী নজরুল ইসলাম
.
মোহাম্মদ বরকতুল্লাহ
.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
✓ সঠিক উত্তর
.
মোহাম্মদ লুৎফর রহমান
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) (28-02-2003)
১৮

কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?

.
মোস্তফা রচিত
.
নয়াজাতির স্রষ্টা হযরত মোহাম্মদ
.
বিশ্বনবী
.
মানব-মুকুট
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী (১৮৮৮ - ১৯৪০) লেখক, সাংবাদিক। ১৩৯৫ বঙ্গাব্দের ১৮ কার্তিক (নভেম্বর, ১৮৮৮) ফরিদপুর জেলার পাংশা উপজেলার অন্তর্গত মাগুরাডাঙ্গা গ্রামে তাঁর জন্ম। পিতা এনায়েতুল্লাহ চৌধুরী ছিলেন পুলিশ অফিসার। তাঁর প্রধান রচনা হলো: ধর্মের কাহিনী (১৯১৪), নূরনবী (১৯১৮), শান্তিধারা (১৯১৮) ও মানব মুকুট (১৯২৬)।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) (28-02-2003)
১৯

সিকান্‌দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি?

.
সওগাত
.
সমকাল
✓ সঠিক উত্তর
.
উত্তরণ
.
শিখা
বিষয়: বাংলাটপিক: সাধারণ জ্ঞানরেফারেন্স: ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) (28-02-2003)
২০

'ফণি-মনসা' কাব্যের রচয়িতা কে?

.
কাজী নজরুল ইসলাম
✓ সঠিক উত্তর
.
আহসান হাবীব
.
সিকান্‌দার আবু জাফর
.
হাসান হাফিজুর রহমান
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) (28-02-2003)