সোর্স

মোট প্রশ্ন: ৯০

৪১

সৈয়দ মুজতবা আলীর “দেশে-বিদেশে” বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে?

.
লাহোর
.
কাবুল
✓ সঠিক উত্তর
.
দিল্লি
.
বাগদাদ

ব্যাখ্যা

"দেশে - বিদেশে" - বইটি রচনা করেছেন সৈয়দ মুজতবা আলী। বইটিতে যে শহরের কাহিনী তুলে ধরা হয়েছে তার নাম - কাবুল। এটি সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণকাহিনী। ভ্রমণকাহিনী তে কাবুল শহরের কাহিনী তুলে ধরা হয়েছে এবং বাচ্চায়ে সাকোর আক্রমণে বিপর্যস্ত কাবুল ত্যাগের করুণ কাহিনীর মধ্য দিয়ে শেষ হয় এই ভ্রমণকাহিনী।
বিষয়: বাংলাটপিক: সৈয়দ মুজতবা আলীরেফারেন্স: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট (20-12-2005)
৪২

”তার বয়স বেড়েছে’ কিন্তু বুদ্ধি বাড়েনি” -এটি কোন ধরনের বাক্য?

.
সরলবাক্য
.
মিশ্রবাক্য
.
যৌগিক বাক্য
✓ সঠিক উত্তর
.
বৈপরীত্যমূলক বাক্য
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট (20-12-2005)
৪৩

উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি?

.

৩টি

.

৬টি

.

৯টি

✓ সঠিক উত্তর
.

১৬টি

ব্যাখ্যা

গাছ যে সকল খাদ্য উপাদান গ্রহন করে তারমধ্যে ১৬ টি উপাদানকে অত্যাবশ্যকীয় মনে করা হয়। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন ব্যতিত অন্যান্য ১৩ টি উপাদান গাছ মাটি হতে সংগ্রহ করে থাকে এবং এই ১৩ টি উপাদান কে বলা হয় খনিজ পুষ্টি (Mineral Nutrients)। গাছ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন গ্রহণ করে থাকে বাতাস এবং পানি হতে। গাছের পুষ্টি গ্রহনের পরিমাণের উপরে নির্ভর করে এ সকল পুষ্টি উপাদান কে মোট ২ ভাগে ভাগ করা যায়।
(১) মূখ্য উপাদান (Macro nutrient) - কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম, ক্যালসিয়াম , ম্যাগনেসিয়াম ও সালফার,
(২) গৌন উপাদান (Micro nutrient) - আয়রণ, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, মলিবডেনাম, বোরণ ও ক্লোরিন
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পুষ্টি ও পরিপাকরেফারেন্স: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট (20-12-2005)
৪৪

১০০৮ সংখ্যাটির কতটি ভাজক আছে?

.

২০

.

২৪

.

২৮

.

৩০

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

১০০৮ সংখ্যাটির মৌলিক উৎপাদকে প্রকাশঃ
বিষয়: গণিতটপিক: পাটিগণিত প্রাথমিক ধারণা (Basic Concept)রেফারেন্স: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট (20-12-2005)
৪৫

৫০-এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে?

.
১০টি
.
১২টি
.
১৪টি
.
১৫টি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যে সকল সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সে সকল সংখ্যাগুলিকে মৌলিক সংখ্যা বলে।
বিষয়: গণিতটপিক: পাটিগণিত প্রাথমিক ধারণা (Basic Concept)রেফারেন্স: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট (20-12-2005)
৪৬

কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৪০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে ৬০% পাস করল। তাহলে উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করল?

.
২৫%
.
২০%
.
১৫%
.
১০%
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

একমাত্র গণিতে পাস করেছে (৮০ - ৬০)% = ২০%
বিষয়: গণিতটপিক: শতকরা (Percentage)রেফারেন্স: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট (20-12-2005)
৪৭

পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৯ : ২ এবয় ১৫ দিনে করতে তাদের বয়সের অনুপাত ১২ : ৫ হবে। তাদের বর্তমান বয়স কত?

.
পিতা ৬৩ বছর এবং পুত্র ১৪ বছর
.
পিতা ৫৪ বছর এবং পুত্র ১২ বছর
.
পিতা ৪৫ বছর এবং পুত্র ১০ বছর
✓ সঠিক উত্তর
.
পিতা ৩৬ বছর এবং পুত্র ৮ বছর

ব্যাখ্যা

ধরি, পিতার বর্তমান বয়স ৯ক বছর
বিষয়: গণিতটপিক: বয়স (Ages)রেফারেন্স: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট (20-12-2005)
৪৮

চিনির মূল্য ২০% কমে গেল, কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?

.

৫% বাড়লো

.

৫% কমলো

.

৪% বাড়লো

✓ সঠিক উত্তর
.

৫% কমলো

ব্যাখ্যা

২০% কমে চিনির মূল্য (১০০ - ২০) = ৮০ টাকা
বিষয়: গণিতটপিক: শতকরা (Percentage)রেফারেন্স: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট (20-12-2005)
৪৯

একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3 খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত?

.
55 জন
.
60 জন
✓ সঠিক উত্তর
.
65 জন
.
24 জন

ব্যাখ্যা

ব্যাখ্যাঃ ধরি, ছাত্র সংখ্যা x জন ।
বিষয়: গণিতটপিক: ঐকিক নিয়ম (Unitary method)রেফারেন্স: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট (20-12-2005)
৫০

একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম এবং প্রস্থ 3 মিটার অধিক হলে এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আবার দৈর্ঘ্য 5 মিটার অধিক এবং প্রস্থ 2 মিটার কম হলেও এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে । এর দৈর্ঘ্য ও প্রস্থ-

.
দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার
.
দৈর্ঘ্য 22 মিটার এবং প্রস্থ 14 মিটার
.
দৈর্ঘ্য 24 মিটার এবং প্রস্থ 13 মিটার
.
দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 12 মিটার
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ধরা যাক, আয়তক্ষেত্রের দীর্ঘ = x প্রস্থ = y
বিষয়: গণিতটপিক: চতুর্ভুজ (Quadrilateral)রেফারেন্স: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট (20-12-2005)
৫১

বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক করল। 10 জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। বাসে কত জন যাত্রী নিয়েছিল এবং প্রত্যেককে কত করে ভাড়া দিতে হলো?

.
30 জন যাত্রী ছিল এবং প্রত্যেকে 80 টাকা
.
40 জন যাত্রী ছিল এবং প্রত্যেকে 60 টাকা
.
50 জন যাত্রী ছিল এবং প্রত্যেকে 48 টাকা
✓ সঠিক উত্তর
.
60 জন যাত্রী ছিল এবং প্রত্যেকে 40 টাকা

ব্যাখ্যা

ধরি, ছাত্র - ছাত্রী সংখ্যা = x জন
বিষয়: গণিতটপিক: শতকরা (Percentage)রেফারেন্স: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট (20-12-2005)
৫২

১ টন কত কেজির সমান?

.
১০০০ কেজি
✓ সঠিক উত্তর
.
১০০৫ কেজি
.
১০১০ কেজি
.
১০১৬ কেজি

ব্যাখ্যা

১ টন = ১০০০ কেজি।
বিষয়: গণিতটপিক: পরিমাপ ও একক (Measurement & Unit)রেফারেন্স: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট (20-12-2005)
৫৩

দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল হয় 3, সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?

.
36
.
30
.
28
.
24
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

একক স্থানীয় অঙ্ক ক এবং দশক স্থানীয় অঙ্ক খ হলে সংখ্যাটি = ( ১০খ + ক)
বিষয়: গণিতটপিক: সরল-সহসমীকরণ (Simultaneous linear equations)রেফারেন্স: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট (20-12-2005)
৫৪

"He prayeth best who loveth best" is said by---

.
Byron
.
S. T. Coleridge
✓ সঠিক উত্তর
.
Wordsworth
.
Shaw

ব্যাখ্যা

'The Rime of the Ancient Mariner' কবিতার কবি হলাে S. T. Coleridge। কবিতাটি ১৭৯৮ সালে প্রকাশিত হয়। এই কবিতার একটি লাইন 'He prayeth best, who loveth best '।
বিষয়: ইংরেজিটপিক: A list of dramatists, poets, novelists, essayists, woman writers and criticsরেফারেন্স: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট (20-12-2005)
৫৫

Though, Although, Because, Since, As implies the----

.
Negative sentence
.
Complex sentence
✓ সঠিক উত্তর
.
Compound sentence
.
None

ব্যাখ্যা

যে Sentence এ একটি মাত্র principal clause এবং এক বা একাধিক subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। Complex sentence এ Subordinate clause টি সাধারণত subordinating conjunctions ( though, although, till, until, before, which, what, when, who, whom, after, unless, since, if, as, because, that) ইত্যাদি দ্বারা শুরু হয়।
বিষয়: ইংরেজিটপিক: Complex Sentenceরেফারেন্স: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট (20-12-2005)
৫৬

Fire burns. What kind of verb "Burn" is?

.
Causative
.
Transitive
.
Intransitive
✓ সঠিক উত্তর
.
Copulative

ব্যাখ্যা

Intransitive verb এর কোন object প্রয়োজন হয় না। তারা নিজে নিজেই বাক্য সম্পূর্ণ করতে পারে। যেমন:
বিষয়: ইংরেজিটপিক: The Verb (Corrections)রেফারেন্স: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট (20-12-2005)
৫৭

Choose the correct sentence.

.
Your mistake hold this view
.
You mistake in holding this view
.
You are mistaken in holding this view
✓ সঠিক উত্তর
.
You are mistaken to hold this view
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট (20-12-2005)
৫৮

There ar four sentences. In one of them only the determiner has been used properly. Identify the same.

.
I don't want these water
.
He does have many money
.
I would take a little salt on my vegetables
✓ সঠিক উত্তর
.
There are less people here than in the other place
বিষয়: ইংরেজিটপিক: The Determiner (Corrections)রেফারেন্স: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট (20-12-2005)
৫৯

What type of clause is the "what I want" words? he does not know what I want

.
Noun clause
.
Adverbial clause
.
Adjective clause
.
Subordinate clause
✓ সঠিক উত্তর
বিষয়: ইংরেজিটপিক: The Clausesরেফারেন্স: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট (20-12-2005)
৬০

Which is the supporting proverb of "Empty vessels sound much"

.
A little learning is a dangerous thing
.
Haste makes waste
.
All that glitters is not gold
.
Barking dogs seldom bite
✓ সঠিক উত্তর
বিষয়: ইংরেজিটপিক: Proverbsরেফারেন্স: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট (20-12-2005)