৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)

মোট প্রশ্ন: ৯৯

২১

চেঙ্গী নদী কোন জেলায় অবস্থিত?

.
বান্দরবান
.
খাগড়াছড়ি
✓ সঠিক উত্তর
.
পার্বত্য চট্রগ্রাম
.
সিলেট

ব্যাখ্যা

চেঙ্গী নদী বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নদী সম্পর্কিত তথ্যরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
২২

বাংলাদেশের পতাকা ১৯৭১ সালে প্রথম কোন তারিখে উত্তোলিত হয়?

.
৭ মার্চ
.
২ মার্চ
✓ সঠিক উত্তর
.
২৫ মার্চ
.
২৬ মার্চ
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতীয় পতাকা, প্রতীক, সীলমোহররেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
২৩

বর্তমানে সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত?

.
৩০
.
৪০
.
৪৫
.
৫০
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০; যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতীয় সংসদরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
২৪

স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোন তারিখে গঠিত হয়?

.
২৫ মার্চ
.
২৬ মার্চ
.
১০ এপ্রিল
✓ সঠিক উত্তর
.
১৬ ডিসেম্বর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: স্বাধীনতার ঘোষণারেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
২৫

পেনাল কোড-এ কত প্রকার শাস্তির বিধান আছে?

.
৩ প্রকার
.
৪ প্রকার
.
৫ প্রকার
✓ সঠিক উত্তর
.
৬ প্রকার
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
২৬

দেওয়ানী আদালত প্রতিষ্ঠিত হয়--

.
Code of Civil procedure অনুযায়ী
✓ সঠিক উত্তর
.
Civil Courts Act অনুযায়ী
.
নির্বাহী আদেশ বলে
.
কোনোটিই নয়
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সুপ্রীম কোর্ট ও আদালতরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
২৭

জমি খেকে বেদখল হওয়ার পর কতদিনের মধ্যে স্বত্ব দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে?

.
৬ মাস
.
৩ বছর
.
৬ বছর
.
১২ বছর
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

৮ ধারার স্বত্ব প্রমাণসহ মামলা করার ক্ষেত্রে বেদখল হওয়ার পর থেকে ১২ বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। এসব প্রতিকারের ক্ষেত্রে জমির মূল্যমানের ওপর ভিত্তি করে নির্দিষ্ট এখতিয়ারাধীন আদালতে মামলা করতে হবে এবং মূল্যানুপাতে কোর্ট ফি জমা দিতে হবে
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের কৃষি সম্পদরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
২৮

সর্বোচ্চ আদালত কর্তৃক বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায় দেয়া হয় কোন সালে?

.
১৯৯৬
.
১৯৯৭
.
১৯৯৮
.
১৯৯৯
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের বিচার বিভাগরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
২৯

কোন দেশের জাতীয় পতাকা কখন ও অর্ধনমিত হয় না?

.

ফ্রান্স

.

ইরাক

.

সৌদি আরব

✓ সঠিক উত্তর
.

সুয়েত

ব্যাখ্যা

সৌদি আরব। কারণ পতাকায় কলেমা তাইয়্যেবা আছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতীয় পতাকারেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৩০

তেনজিং ও হিলারি কোন সালে এভারেস্ট শৃঙ্গ জয় করেন?

.
১৯৫০
.
১৯৫১
.
১৯৫২
.
১৯৫৩
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

১৯৫৩ সালের ২৯ মে নিউজিল্যান্ডের নাগরিক এডমন্ড হিলারি নেপালি শেরপা তেনজিং নোরগে  এভারেস্ট জয় করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: তেনজিং ও হিলারিরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৩১

Judicial Confession হলো-

.
আদালতে চার্জ গঠনের সময় দোষ স্বীকার
.
জনগণের নিকট দোষ স্বীকার
.
পুলিশের নিকট দোষ স্বীকার
.
ম্যাজিস্ট্রেস্ট কর্তৃক লিপিবদ্ধ আসামীর দোষ স্বীকার
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বিচারবহির্ভূত স্বীকারোক্তিকে ইংরেজিতে extra-judicial confession বলে। বিচার বহির্ভূত স্বীকারোক্তি সম্পর্কে সাক্ষ্য আইনের ২৪ থেকে ২৯ ধারায় উল্লেখ রয়েছে। বিচারবহির্ভূত স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেট আদালত ব্যতীত অন্য ব্যক্তির সামনে করা হয়। বিচারবহির্ভূত স্বীকারোক্তি আদালতে গ্রহণীয় হয় না।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৩২

'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' -- এ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখিত হয়েছে?

.
✓ সঠিক উত্তর
.
.
২৮
.
৪৪

ব্যাখ্যা

'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' - - এ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের ৭(১)অনুচ্ছেদে উল্লেখিত হয়েছে?
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সংবিধানের অনুচ্ছেদসমূহরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৩৩

বাংলাদেশের সংবিধান কার্যকর হয়েছে কোন তারিখে?

.
২৬ মার্চ ১৯৭১
.
১৬ ডিসেম্বর ১৯৭১
.
৪ নভেম্বর ১৯৭২
.
১৬ ডিসেম্বর ১৯৭২
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সংবিধান, সবিধান সম্পর্কীয় তথ্যরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৩৪

সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে?

.
৮০
.
৯৩
.
১৪২
✓ সঠিক উত্তর
.
১৫০

ব্যাখ্যা

 ১৪২নং অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান রয়েছে।এই বিধান  অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য সংসদ সদস্যদের মোট সংখ্যার দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয়। ৮০ আইনপ্রণয়ন-পদ্ধতি ৯৩-অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা ১৫০ ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সংবিধানের অনুচ্ছেদসমূহরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৩৫

সেন্ট মার্টিন দ্বীপ অন্য কি নামে পরিচিত?

.
সোনাদিয়া
.
নিঝুম দ্বীপ
.
নারিকেল জিনজিরা
✓ সঠিক উত্তর
.
কোনোটিই নয়

ব্যাখ্যা

সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এ দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা।এটি দারুচিনির দ্বীপ নামেও পরিচিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের দ্বীপসমূহরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৩৬

টেলিভিশনের বাংলা কার্টুন সিরিজ 'মীনা' কোন শিল্পীর সৃষ্টি?

.
রফিকুন্ননী
.
হাসেম খান
.
তানভির কবির
.
মুস্তফা মনোয়ার
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলাদেশের মিনা কার্টুন নির্মিত শিল্পী মোস্তফা মনোয়ার। মুস্তাফা মনোয়ার (জন্ম: - ১ সেপ্টেম্বর, ১৯৩৫) বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: টেলিভিশনরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৩৭

UNESCO বাংলাদেশের কোন ধরনের গানকে Heritage of Humanity হিসেবে আখ্যায়িত করেছে?

.
লালনগীতি
.
কবিগান
.
বাউলগান
✓ সঠিক উত্তর
.
হাসান-রাজার গান

ব্যাখ্যা

বাংলাদেশের ৪টি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য আছে। যথা - বাউল সংগীত, জামদানি, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ও শীতলপাটির বয়ন পদ্ধতি। এরমধ্যে বাউল সংগীতকে UNESCO মানবতার ধারক (Heritage of Humanity) হিসেবে আখ্যা দেয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: UNESCO-United Nations Educational, Scientific and Cultural Organization (ইউনেস্কো)রেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৩৮

শান্তির জন্য নোবেল বিজয়ী ড. ইউনূস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন--

.
আনোয়ারা
.
মহিপুর
.
জোবরা
✓ সঠিক উত্তর
.
কোনোটিই নয়

ব্যাখ্যা

গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা এবং সামাজিক উন্নয়ন ব্যাংক। এর প্রতিষ্ঠাতা ডঃ মুহাম্মদ ইউনুস। ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৩ সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। জোবরা গ্রামে ঋণ দেয়ার মাধ্যমে এর কাজ শুরু করে যা চট্টগ্রামে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নোবেল পুরস্কাররেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৩৯

বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল কোনটি?

.
চ্যানেল আই
.
এনটিভি
.
এটিএন
✓ সঠিক উত্তর
.
কোনোটিই নয়

ব্যাখ্যা

বর্তমানে বাংলাদেশে অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল সংখ্যা ৪৫টি।এর মধ্যে সম্প্রচার রয়েছে ৩৫টি। প্রথম বেসরকারি টিভি চ্যানেল এটিএন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের সরকার ব্যবস্থারেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৪০

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়--

.
১৯২১ সালে
✓ সঠিক উত্তর
.
১৯০৬ সালে
.
১৯১১ সালে
.
কোনোটিই নয়

ব্যাখ্যা

১৯১২ সালের ২ ফেব্রুয়ারি ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ঢাকা বিশ্ববিদ্যালয়রেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)