৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)

মোট প্রশ্ন: ৯৯

৪১

জাতিসংঘ দিবস হচ্ছে--

.
২৪ আগস্ট
.
২৪ সেপ্টেম্বর
.
২৪ অক্টোবর
✓ সঠিক উত্তর
.
২৪ নভেম্বর

ব্যাখ্যা

জাতিসংঘ দিবস ২৪শে অক্টোবর তারিখে বিশ্বের সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে উদযাপিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতিসংঘ দিবসরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৪২

'চর্যাপদ' কোথায় আবিষ্কার হয়?

.
কৈলারে
.
ঊড়িষা
.
আসাম
.
নেপালের রাজগ্রন্থাগার
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: চর্যাপদরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৪৩

'যা আঘাত পায়নি' এক কথায় কি হবে?

.
অনঘাত
.
অনাঘাত
.
অনাঘাতপ্রাপ্ত
.
অনাহত
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যা আঘাত পায় নি - অনাহত।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৪৪

'যা ভবিষ্যতে ঘটবে' অভিব্যক্তিটি এক কথায় ---

.
ভবিষ্য
.
ভবিষ্যৎ
.
ভবিতব্য
✓ সঠিক উত্তর
.
কোনোটিই নয়

ব্যাখ্যা

যা ভবিষ্যতে ঘটবে - ভবিতব্য।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৪৫

'সমুদ্র' শব্দের সমার্থক নয় কোনটি?

.
বারিধি
.
সিন্ধু
.
তরঙ্গ
✓ সঠিক উত্তর
.
সাগর
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৪৬

'মনীষা' শব্দের সন্ধিবিচ্ছেদ হলো-

.
মন + ঈষা
.
মন + ইসা
.
মনস + ঈসা
.
মনস্ + ঈষা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

নিপাতনে সিদ্ধ তৎসম ব্যঞ্জনসন্ধি:
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৪৭

'সংশপ্তক' কার রচনা?

.
মুনীর চৌধুরী
.
শওকত ওসমান
.
শহীদুল্লাহ কায়সার
✓ সঠিক উত্তর
.
জহির রায়হান

ব্যাখ্যা

'সংশপ্তক' শহীদুল্লাহ কায়সারের রচনা।
বিষয়: বাংলাটপিক: প্রবন্ধ রচনারেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৪৮

'সূর্য' এর প্রতিশব্দ--

.
সুধাংশু
.
শশাংক
.
আদিত্য
✓ সঠিক উত্তর
.
বিধু
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৪৯

কোন শব্দটি ফারসি?

.
তকদির
.
পেরেশান
✓ সঠিক উত্তর
.
মুসাফির
.
মজলুম

ব্যাখ্যা

“তকদির শব্দটি আরবি শব্দ , যার অর্থ অদৃষ্ট, নসিব বা ভাগ্য
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৫০

'দিন ও রাতের সন্ধিক্ষণ' এক কথায় কি হবে?

.
সায়াহ্ন
.
সন্ধ্যা
.
অপরাহ্ন
.
গোধূলী
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

দিবসের শেষ ভাগঅপরাহ্ন
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৫১

'ক্রীতদাসের হাসি ' -এর লেখক কে?

.
ইমদাদুল হক মিলন
.
হুমায়ূন আহমেদ
.
শওকত ওসমান
✓ সঠিক উত্তর
.
তসলিমা নাসরীন

ব্যাখ্যা

'ক্রীতদাসের হাসি ' - এর লেখক শওকত ওসমান।
বিষয়: বাংলাটপিক: লেখকরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৫২

'যিনি ভালো ব্যাকরণ জানেন' তিনি হলেন--

.
ব্যাকরণ বিশেষজ্ঞ
.
ব্যাকরণবিদ
.
বৈয়াকরণ
✓ সঠিক উত্তর
.
বৈয়াকরণিক
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৫৩

'Pleadings' - এর অর্থ কি?

.
আরজী
.
লিখিত জবাব
.
আরজী ও লিখিত জবাব
✓ সঠিক উত্তর
.
উকিলের বক্তব্য

ব্যাখ্যা

pleadings শব্দের অর্থ - মকদ্দমার জবাব বা আরজী ও লিখিত জবাব। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। বিভিন্ন আইন বিষয়ক কাজে প্রদত্ত শব্দটি ব্যবহার হয়।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৫৪

'সোজন বাদিয়ার ঘাট'-- এর রচয়িতা কে-

.
কাজী নজরুল ইসলাম
.
কায়কোবাদ
.
শামসুর রাহমান
.
জসীমউদ্দীন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সোজন বাদিয়ার ঘাট পল্লীকবি জসীম উদ্‌দীন রচিত একটি কাব্যগ্রন্থ। গ্রাম বাংলার অপুর্ব অনবদ্য রুপকল্প এই কাব্যগ্রন্থটি ১৯৩৪ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। সোজন বাদিয়ার ঘাট কাব্যের প্রধান চরিত্র সোজন ও দুলী।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৫৫

'হাটতান' এর অর্থ হচ্ছে?

.
কৃপণ স্বভাব
.
টাকা পয়সার অভাব
.
চুরির অভ্যাস
✓ সঠিক উত্তর
.
কোনোটিই নয়

ব্যাখ্যা

হাতটান একটি বাগধারা যার অর্থ - চুরির অভ্যাস। বাগধারা শব্দের আভিধানিক অর্থ - বচন ভঙ্গি বা ভাব। বাগধারা ভাষাকে সংক্ষিপ্ত করে, ভাবের ইঙ্গিতময় প্রকাশ ঘটিয়ে বক্তব্যকে রসমধুর করে উপস্থাপন করে। এখানেও হাতটান বাগধারাটিতে তাই ঘটেছে।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৫৬

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি?

.
গোরা
.
বৌঠাকুরাণীর হাট
✓ সঠিক উত্তর
.
শেষের কবিতা
.
চোখের বালি

ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস বৌঠাকুরাণীর হাট।
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৫৭

'ততোধিক' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো--

.
তত + ধিক
.
তত + অধিক
.
ততঃ + অধিক
✓ সঠিক উত্তর
.
ততঃ + ধিক

ব্যাখ্যা

'ততোধিক' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো - - ততঃ + অধিক।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৫৮

'মানুষের মাঝে স্বর্গ- নরক, মানুষেতে সূরাসূর' - কোন কবির রচিত কবিতার অংশ?

.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
শামসুর রাহমান
.
কাজী নজরুল ইসলাম
.
শেখ ফজলল করিম
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'মানুষের মাঝে স্বর্গ - নরক, মানুষেতে সূরাসূর' - শেখ ফজলল করিমের রচিত কবিতার অংশ।
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৫৯

সব ক'টি জানালা খুলে দাও না' গানটির গীতিকার কে?

.
আলতাফ মাহমুদ
.
আবু হেনা মোস্তফা কামাল
.
মনিরুজ্জামান
.
নজরুল ইসলাম বাবু
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সব ক'টি জানালা খুলে দাও না' গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)
৬০

কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল?

.
বিদ্রোহী
.
আনন্দময়ীর আগমন
✓ সঠিক উত্তর
.
কান্ডারী
.
ফগ্রপথিক

ব্যাখ্যা

আনন্দময়ীর আগমন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল।
বিষয়: বাংলাটপিক: কাজী নজরুল ইসলামরেফারেন্স: ৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (15-09-2008)