প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)

মোট প্রশ্ন: ৪২

পৃষ্ঠা এর পরবর্তী

"গুণহীনে" ত্যাগ কর --বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

.
কর্মে ৭মী
✓ সঠিক উত্তর
.
অধিকরণে ৭মী
.
সম্প্রদানে ৭মী
.
অপাদানে ৭মী

ব্যাখ্যা

"গুণহীনে" ত্যাগ কর - - বাক্যে উদ্ধৃত শব্দটি কর্ম কারকে সপ্তমী বিভক্তি।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)

আমি কি ডরাই সখি ভিখারী "রাঘবে"?--বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

.
কর্মে ২য়া
.
অপাদানে ৭মী
✓ সঠিক উত্তর
.
করণে ৭মী
.
অপাদানে ৫মী

ব্যাখ্যা

আমি কি ডরাই সখি ভিখারী "রাঘবে"? - - বাক্যে উদ্ধৃত শব্দটি অপাদান কারকে সপ্তমী বিভক্তি।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)

বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি?

.
দ্বন্দ্ব
.
তৎপুরুষ
.
কর্মধারয়
✓ সঠিক উত্তর
.
বহুব্রীহি

ব্যাখ্যা

বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কর্মধারয়।
বিষয়: বাংলাটপিক: বিশেষ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)

পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে ----

.
বহুব্রীহি সমাস
.
দ্বন্দ্ব সমাস
.
কর্মধারয় সমাস
.
তৎপুরুষ সমাস
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে - - - - তৎপুরুষ সমাস।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)

'তিমির' এর বিপরীতার্থক শব্দ ---

.
আলো
✓ সঠিক উত্তর
.
অন্ধকার
.
কালো
.
তিরস্কার

ব্যাখ্যা

তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। কিন্তু প্রশ্নে চাওয়া হয়েছে তিমির এর বিপরীত অর্থ কি, , , মানে অন্ধকারের বিপরীত অর্থ কি, , , , কাজেই অন্ধকার বা তিমির এর বিপরীত শব্দের অর্থ হচ্ছে আলো।
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)

'পৃথিবী' এর সমার্থক শব্দ নয় --

.
বসুন্ধরা
.
ধরণী
.
যামিনী
✓ সঠিক উত্তর
.
অবনী

ব্যাখ্যা

'পৃথিবী' এর সমার্থক শব্দ নয় - - যামিনী।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)

কোন বাগধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়?

.
সাত সতেরো
.
সুখের পায়রা
✓ সঠিক উত্তর
.
ষোল আনা
.
কোনোটিই নয়

ব্যাখ্যা

সুখের পায়রা বাগধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)

'গবেষণা' এর সন্ধি বিচ্ছেদ ----

.
গ + এষণা
.
গো + ষণা
.
গ + ষণা
.
গো + এষণা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'গবেষণা' এর সন্ধি বিচ্ছেদ - - - - গো + এষণা।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)

প্রত্যয় কত প্রকার?

.
২ প্রকার
✓ সঠিক উত্তর
.
৩ প্রকার
.
৪ প্রকার
.
৫ প্রকার

ব্যাখ্যা

প্রত্যয় দুই প্রকার।
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
১০

'যার অনেক বুদ্ধি আছে' তাকে এক কথায় কি বলে?

.
গভীর জলের মাছ
✓ সঠিক উত্তর
.
বুদ্ধির ঢেঁকি
.
বিড়াল তপস্বী
.
ভূশণ্ডির কাক

ব্যাখ্যা

'যার অনেক বুদ্ধি আছে' তাকে এক কথায় বলে গভীর জলের মাছ।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
১১

'মসনদের মোহ' নাটকটির রচয়িতা কে?

.
আকবর উদ্দীন
.
ইব্রাহীম খাঁ
.
দ্বিজেন্দ্রলাল রায়
.
শাহাদৎ হোসেন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'মসনদের মোহ' নাটকটির রচয়িতা শাহাদৎ হোসেন।
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
১২

'ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

.
সৈয়দ আলী আহসান
.
শামসুর রাহমান
.
আহসান হাবীব
✓ সঠিক উত্তর
.
ফররুখ আহমদ

ব্যাখ্যা

'ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির রচয়িতা আহসান হাবীব।
বিষয়: বাংলাটপিক: গ্রন্থরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
১৩

'সীমানা ছাড়িয়ে' উপন্যাসটির রচয়িতা কে?

.
জহির রায়হান
.
সৈয়দ শামসুল হক
✓ সঠিক উত্তর
.
আনিস চৌধুরী
.
দাউদ হায়দার

ব্যাখ্যা

'সীমানা ছাড়িয়ে' উপন্যাসটির রচয়িতা সৈয়দ শামসুল হক।
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
১৪

কোনটি শুদ্ধ বানান?

.
দধিচি
.
দধিচী
.
দধীচি
✓ সঠিক উত্তর
.
দধীচী

ব্যাখ্যা

দধীচি বানানটি শুদ্ধ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
১৫

কোনটি শুদ্ধ বানান?

.
ভাগীরথী
✓ সঠিক উত্তর
.
ভাগিরথী
.
ভাগীরথি
.
ভাগিরথি

ব্যাখ্যা

ভাগীরথী বানানটি শুদ্ধ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
১৬

ধ্রুবতারা দেখা যায় ---

.
উত্তর গোলার্ধে
✓ সঠিক উত্তর
.
দক্ষিণ গোলার্ধে
.
পূর্ব গোলার্ধে
.
পশ্চিম গোলার্ধে

ব্যাখ্যা

ধ্রুবতারা দেখা যায় - - - উত্তর গোলার্ধে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পদার্থের পরিবর্তনরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
১৭

তিন লিটার পানির ওজন ---

.
২.৫ কি. গ্রা.
.
৪ কি. গ্রা.
.
২.৭৫ কি. গ্রা.
.
৩ কি. গ্রা.
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

তিন লিটার পানির ওজন - - - ৩ কি. গ্রা.।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ভর ও ওজনরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
১৮

উদ্ভিদ কোষ হতে বাষ্পাকারে পানি বের হয়ে যাবার প্রক্রিয়াকে বলে ---

.
ব্যাপন
.
বাষ্পীভবন
.
শ্বসন
.
প্রস্বেদন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

উদ্ভিদ কোষ হতে বাষ্পাকারে পানি বের হয়ে যাবার প্রক্রিয়াকে বলে - - - প্রস্বেদন।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পানিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
১৯

শরীর হতে বর্জ্য পদার্থ বের করে দেয় ----

.
ফুসফুস
.
কিডনী
✓ সঠিক উত্তর
.
হৃৎপিণ্ড
.
যকৃত

ব্যাখ্যা

শরীর হতে বর্জ্য পদার্থ বের করে দেয় - - কিডনী।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: চৌম্বক পদার্থরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
২০

ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়?

.
ভাল আবহাওয়ার
✓ সঠিক উত্তর
.
আসন্ন ঝড়ের
.
বৃষ্টির সম্ভাবনা
.
তাৎপর্যহীন

ব্যাখ্যা

ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয় ভাল আবহাওয়ার।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পারদ (Mercury)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)