প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)

মোট প্রশ্ন: ৪২

২১

'পৃথিবী' এর সমার্থক শব্দ নয় --

.
বসুন্ধরা
.
ধরণী
.
যামিনী
✓ সঠিক উত্তর
.
অবনী

ব্যাখ্যা

'পৃথিবী' এর সমার্থক শব্দ নয় - - যামিনী।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
২২

কোন বাগধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়?

.
সাত সতেরো
.
সুখের পায়রা
✓ সঠিক উত্তর
.
ষোল আনা
.
কোনোটিই নয়

ব্যাখ্যা

সুখের পায়রা বাগধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
২৩

'গবেষণা' এর সন্ধি বিচ্ছেদ ----

.
গ + এষণা
.
গো + ষণা
.
গ + ষণা
.
গো + এষণা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'গবেষণা' এর সন্ধি বিচ্ছেদ - - - - গো + এষণা।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
২৪

প্রত্যয় কত প্রকার?

.
২ প্রকার
✓ সঠিক উত্তর
.
৩ প্রকার
.
৪ প্রকার
.
৫ প্রকার

ব্যাখ্যা

প্রত্যয় দুই প্রকার।
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
২৫

'যার অনেক বুদ্ধি আছে' তাকে এক কথায় কি বলে?

.
গভীর জলের মাছ
✓ সঠিক উত্তর
.
বুদ্ধির ঢেঁকি
.
বিড়াল তপস্বী
.
ভূশণ্ডির কাক

ব্যাখ্যা

'যার অনেক বুদ্ধি আছে' তাকে এক কথায় বলে গভীর জলের মাছ।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
২৬

'মসনদের মোহ' নাটকটির রচয়িতা কে?

.
আকবর উদ্দীন
.
ইব্রাহীম খাঁ
.
দ্বিজেন্দ্রলাল রায়
.
শাহাদৎ হোসেন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'মসনদের মোহ' নাটকটির রচয়িতা শাহাদৎ হোসেন।
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
২৭

'ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

.
সৈয়দ আলী আহসান
.
শামসুর রাহমান
.
আহসান হাবীব
✓ সঠিক উত্তর
.
ফররুখ আহমদ

ব্যাখ্যা

'ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির রচয়িতা আহসান হাবীব।
বিষয়: বাংলাটপিক: গ্রন্থরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
২৮

'সীমানা ছাড়িয়ে' উপন্যাসটির রচয়িতা কে?

.
জহির রায়হান
.
সৈয়দ শামসুল হক
✓ সঠিক উত্তর
.
আনিস চৌধুরী
.
দাউদ হায়দার

ব্যাখ্যা

'সীমানা ছাড়িয়ে' উপন্যাসটির রচয়িতা সৈয়দ শামসুল হক।
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
২৯

কোনটি শুদ্ধ বানান?

.
দধিচি
.
দধিচী
.
দধীচি
✓ সঠিক উত্তর
.
দধীচী

ব্যাখ্যা

দধীচি বানানটি শুদ্ধ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
৩০

কোনটি শুদ্ধ বানান?

.
ভাগীরথী
✓ সঠিক উত্তর
.
ভাগিরথী
.
ভাগীরথি
.
ভাগিরথি

ব্যাখ্যা

ভাগীরথী বানানটি শুদ্ধ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
৩১

ধ্রুবতারা দেখা যায় ---

.
উত্তর গোলার্ধে
✓ সঠিক উত্তর
.
দক্ষিণ গোলার্ধে
.
পূর্ব গোলার্ধে
.
পশ্চিম গোলার্ধে

ব্যাখ্যা

ধ্রুবতারা দেখা যায় - - - উত্তর গোলার্ধে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পদার্থের পরিবর্তনরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
৩২

তিন লিটার পানির ওজন ---

.
২.৫ কি. গ্রা.
.
৪ কি. গ্রা.
.
২.৭৫ কি. গ্রা.
.
৩ কি. গ্রা.
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

তিন লিটার পানির ওজন - - - ৩ কি. গ্রা.।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ভর ও ওজনরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
৩৩

উদ্ভিদ কোষ হতে বাষ্পাকারে পানি বের হয়ে যাবার প্রক্রিয়াকে বলে ---

.
ব্যাপন
.
বাষ্পীভবন
.
শ্বসন
.
প্রস্বেদন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

উদ্ভিদ কোষ হতে বাষ্পাকারে পানি বের হয়ে যাবার প্রক্রিয়াকে বলে - - - প্রস্বেদন।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পানিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
৩৪

শরীর হতে বর্জ্য পদার্থ বের করে দেয় ----

.
ফুসফুস
.
কিডনী
✓ সঠিক উত্তর
.
হৃৎপিণ্ড
.
যকৃত

ব্যাখ্যা

শরীর হতে বর্জ্য পদার্থ বের করে দেয় - - কিডনী।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: চৌম্বক পদার্থরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
৩৫

ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়?

.
ভাল আবহাওয়ার
✓ সঠিক উত্তর
.
আসন্ন ঝড়ের
.
বৃষ্টির সম্ভাবনা
.
তাৎপর্যহীন

ব্যাখ্যা

ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয় ভাল আবহাওয়ার।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পারদ (Mercury)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
৩৬

ক ও খ এর বেতন অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত?

.
৯০০ টাকা
.
১০০০ টাকা
✓ সঠিক উত্তর
.
১১০০ টাকা
.
১৬০০ টাকা

ব্যাখ্যা

ধরি ক ও খ এর বেতন যথাক্রমে ৭x ও ৫x
বিষয়: গণিতটপিক: অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
৩৭

সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে ---

.
মধ্য রাশি
✓ সঠিক উত্তর
.
প্রান্ত রাশি
.
মিশ্র রাশি
.
ক্রমিক রাশি

ব্যাখ্যা

যদি, ৫ : ৪ : ৩ থাকে তাহলে
বিষয়: গণিতটপিক: অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
৩৮

চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?

.
৩০%
.
২৫%
.
২২%
.
২০%
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা
বিষয়: গণিতটপিক: শতকরা (Percentage)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
৩৯

কোনো বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?

.
৫০ টাকা
.
৪৪ টাকা
.
৭০ টাকা
✓ সঠিক উত্তর
.
৬৫ টাকা

ব্যাখ্যা

ক্রয়মূল্য = (৪০×১০০)/৮০
বিষয়: গণিতটপিক: লাভ-ক্ষতি (Profit and loss)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)
৪০

দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?

.
২৪ দিন
✓ সঠিক উত্তর
.
২৬ দিন
.
২২ দিন
.
২০ দিন

ব্যাখ্যা

দুই জন একদিনে করে ১/৮ অংশ
বিষয়: গণিতটপিক: সময় ও কাজ (Time and work)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(যমুনা-05) (26-02-2012)