রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)

মোট প্রশ্ন: ৪৭

২১

নিচের কোন বানানটি অশুদ্ধ?

.
জবা কুসুম
.
তিমির বিদারী
.
সলীল সমাধী
✓ সঠিক উত্তর
.
যৌবন সূর্য

ব্যাখ্যা

অশুদ্ধ বানান - সলীল সমাধী।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
২২

হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব?

.
মিলনার্থে
.
সমার্থে
✓ সঠিক উত্তর
.
বিপরীতার্থে
.
বিয়োগার্থে
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
২৩

'তিনি চোখে দেখেন না' বাক্যে চোখ কোন কারক?

.
সম্প্রদান
.
করণ
✓ সঠিক উত্তর
.
অধিকরণ
.
অপাদান

ব্যাখ্যা

ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপায় বা সহায়ককেই করণ কারক বলে। এখানে 'চোখ' দেখার উপায় হওয়ায় এটি করণ কারক। ক্রিয়াকে 'কী' দিয়ে' প্রশ্ন করলেও এর উত্তরে চোখ পাওয়া যায়।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
২৪

'আয়ু যেন পদ্ম পাতায় নীর'- বাক্যে পদ্ম পাতায় কোন কারক?

.
কর্মকারক
.
করণ কারক
.
অপাদান কারক
.
অধিকরণ কারক
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
২৫

'যে বহু বিষয় জানে' --এক কথায় ------

.

বহুদর্শী

✓ সঠিক উত্তর
.

সর্বজ্ঞ

.

সবজান্তা

.

কোনটিই নয়

বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
২৬

'কর দান করে যে' --এক কথায় ------

.
অধীন
.
আশ্রিত
.
করদ
✓ সঠিক উত্তর
.
প্রজা

ব্যাখ্যা

কর দান করে যে - করদ;
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
২৭

নিচের কোনটি 'আকাশ' শব্দের সমার্থক নয়?

.
অন্তরীক্ষ
.
হিমাংশু
✓ সঠিক উত্তর
.
অম্বর
.
ব্যোম

ব্যাখ্যা

আকাশ এর সমার্থক শব্দগুলো হচ্ছে - অন্তরীক্ষ, ব্যোম, অম্বর, গগণ, নীলিমা, অভ্র প্রভৃতি। হিমাংশু চাঁদের সমার্থক শব্দ।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
২৮

'হাতের পাঁচ' -এর সঠিক অর্থ কোনটি?

.
নিকট জন
.
পরমাত্মীয়
.
বন্ধু
.
শেষ সম্বল
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

হাতের পাঁচ (শেষ সম্বল): হাতের পাঁচ হিসাবে হাজারখানেক টাকা আছেতোমাকে ধার দেব কেমন করে?
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
২৯

'ঔদ্ধত্য' -এর বিপরীতার্থক শব্দ ---

.
স্তব্ধ
.
বিনয়
✓ সঠিক উত্তর
.
গম্ভীর
.
মাথা নত করা

ব্যাখ্যা

ঔদ্ধত্য একটি বিশেষ্য শব্দ যার বিপরীত শব্দ - বিনয়,
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
৩০

'অয়োময়' নাটকটির রচয়িতা কে?

.
ইমদাদুল হক মিলন
.
সুনীল গঙ্গোপাধ্যায়
.
মমতাজউদ্‌দীন আহমেদ
.
হুমায়ুন আহমেদ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

হুমায়ূন আহমেদের বিখ্যাত নাটক 'অয়োময়'। তিনি অসংখ্য উপন্যাস, গল্প, অনুবাদ এবং কবিতা রচনা করেছেন। তাঁর বিখ্যাত নাটকগুলোর মধ্যে অন্যতম - নৃপতি, মহাপুরুষ, মঞ্চ নাটক প্রভৃতি।
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
৩১

কোন ধরনের ভিটামিন দাঁত ও হাড়ের জন্য প্রয়োজন?

.
ভিটামিন এ
.
ভিটামিন বি
.
ভিটামিন সি
.
ভিটামিন ডি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

একমাত্র প্রাণিজ উৎস থেকেই ভিটামিন D পাওয়া যায়। ডিমের কুসুম, দুধ, মাখন, যকৃত ও তেলসমৃদ্ধ মাছ ভিটামিন D এর প্রধান উৎস। দাঁত ও হাড়ের জন্য ভিটামিন D অপরিহার্য।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: অস্থিসন্ধিরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
৩২

সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় ----

.
লাল আলোতে
✓ সঠিক উত্তর
.
নীল আলোতে
.
সবুজ আলোতে
.
বেগুনি আলোতে

ব্যাখ্যা

আবার সালোকসংশ্লেষ কথাটি বিশ্লেষণ করলে দেখা যায়,সালোক শব্দটির অর্থ হলো - - সূর্যালোকের উপস্থিতি এবং সংশ্লেষ শব্দটির অর্থ - - কোনো কিছু উৎপাদিত হওয়া।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: সালোক সংশ্লেষণরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
৩৩

টাকায় ৪টি করে লিচু কিনে ৫টা করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?

.
২০%
.
১৫%
.
৩০%
.
২৫%
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ক্ষতির হার ( %) = ১০০/৫ ( ৫ - ৪) = ২০% ( সঠিক উত্তর)
বিষয়: গণিতটপিক: লাভ-ক্ষতি (Profit and loss)রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
৩৪

৩৬ টাকা ডজন দরে কলা ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হল। এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত হবে?

.
৬০ টাকা
.
৬২ টাকা
.
৭২ টাকা
✓ সঠিক উত্তর
.
৭৫ টাকা

ব্যাখ্যা

1 dozen = 12
বিষয়: গণিতটপিক: লাভ-ক্ষতি (Profit and loss)রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
৩৫

১৫ জন ছাত্রের গড় বয়স ২৯ বছর। তাদের আবার দুজন ছাত্রের বয়সের গড় ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জন ছাত্রের বয়সের গড় কত হবে?

.
২৫ বছর
✓ সঠিক উত্তর
.
২৬ বছর
.
২৭ বছর
.
২৮ বছর

ব্যাখ্যা

15 জন ছাত্রের গড় বয়স 29 বছর
বিষয়: গণিতটপিক: বয়স (Ages)রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
৩৬

কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি--

.
বিষমবাহু
.
সমদ্বিবাহু
✓ সঠিক উত্তর
.
সমবাহু
.
সমকোণী

ব্যাখ্যা

ধরি, ABC ত্রিভুজের AB বাহুকে বর্ধিত করা হল।
বিষয়: গণিতটপিক: ত্রিভুজ (Triangle)রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
৩৭

একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ?

.
সন্নিহিতকোণ
.
সরলকোণ
.
সূক্ষ্মকোণ
✓ সঠিক উত্তর
.
পূরককোণ

ব্যাখ্যা

১. সূক্ষকোণ (Acute angle) : - এক সমকোণ অথবা ৯০ডিগ্রী অপেক্ষা ছোট কোণকে সূক্ষকোণ বলে।
বিষয়: গণিতটপিক: ত্রিভুজ (Triangle)রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
৩৮

যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা কাজ করে ১৪ দিন, তাহলে ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে?

.
৫ দিন
.
৬ দিন
.
৭ দিন
.
৯ দিন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

১২ জন পুরুষের কাজ = ১৮ জন মহিলার কাজ
বিষয়: গণিতটপিক: সময় ও কাজ (Time and work)রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
৩৯

একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত?

.
৮ কেজি
✓ সঠিক উত্তর
.
১০ কেজি
.
১২ কেজি
.
১৪ কেজি
বিষয়: গণিতটপিক: ঐকিক নিয়ম (Unitary method)রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
৪০

১০ বছর আগে A-এর বয়স ছিল B-এর বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত?

.
২০ বছর
.
২৫ বছর
.
৩৫ বছর
✓ সঠিক উত্তর
.
৪৫ বছর

ব্যাখ্যা

সমাধানঃ ধরি, ক - এর বর্তমান বয়স = ৩x
বিষয়: গণিতটপিক: বয়স (Ages)রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)