রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)

মোট প্রশ্ন: ৪৭

পৃষ্ঠা এর পরবর্তী

'পদ্মানদীর মাঝি' কার লেখা?

.
মুনীর চৌধুরী
.
মানিক বন্দ্যোপাধ্যায়
✓ সঠিক উত্তর
.
শরৎচন্দ্র
.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

ব্যাখ্যা

'পদ্মা নদীর মাঝি' ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের তুমুল জনপ্রিয় উপন্যাস। এটি মূলত আঞ্চলিক উপন্যাস। এটি বহু ভাষায় অনূদিত হয়েছে। জননী, দিবারাত্রির কাব্য, অহিংসা, পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে অন্যতম।
বিষয়: বাংলাটপিক: পদ প্রকরণরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)

'আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে' -কোন কবির কবিতা থেকে নেয়া?

.
জীবনানন্দ দাশ
✓ সঠিক উত্তর
.
মাইকেল মধুসূদন দত্ত
.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
গিরিশচন্দ্র সেন

ব্যাখ্যা

অলোচ্য কবিতাংশটুকু জীবনানন্দ দাশের 'আবার আসিব ফিরে' কবিতার অংশ। কবিতাটি কবির অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্হ 'রূপসী বাংলার' অন্তর্গত।
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)

'বৃষ্টি'--এর সন্ধি বিচ্ছেদ কি হবে?

.
বৃ + টি
.
বৃশ + টি
.
বৃষ + তি
✓ সঠিক উত্তর
.
বৃষ + টি
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)

কোন বানানটি শুদ্ধ?

.
সায়ত্বশাসন
.
স্বায়ত্তশাসন
✓ সঠিক উত্তর
.
সায়ত্তশাসন
.
স্বায়ত্বশাসন

ব্যাখ্যা

শুদ্ধ বানান হল স্বায়ত্তশাসন । এরূপ আরো কিছু শুদ্ধ বানান হলো সমীচীন, মুহুর্মুহু, নিশীথিনী, মুমূর্ষু ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)

'বিশ্বকবি' সমাস কি হবে?

.
বিশ্বরূপ কবি
.
যিনি বিশ্বের কবি
.
বিশ্ব ও কবি
.
বিশ্বের কবি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

পূর্বপদের সপ্তমী বিভক্তি (এ, য়, তে) লোপ পেয়ে যে সমাস হয়, তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। যেমন -
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)

নিচের কোন বানানটি অশুদ্ধ?

.
জবা কুসুম
.
তিমির বিদারী
.
সলীল সমাধী
✓ সঠিক উত্তর
.
যৌবন সূর্য

ব্যাখ্যা

অশুদ্ধ বানান - সলীল সমাধী।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)

হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব?

.
মিলনার্থে
.
সমার্থে
✓ সঠিক উত্তর
.
বিপরীতার্থে
.
বিয়োগার্থে
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)

'তিনি চোখে দেখেন না' বাক্যে চোখ কোন কারক?

.
সম্প্রদান
.
করণ
✓ সঠিক উত্তর
.
অধিকরণ
.
অপাদান

ব্যাখ্যা

ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপায় বা সহায়ককেই করণ কারক বলে। এখানে 'চোখ' দেখার উপায় হওয়ায় এটি করণ কারক। ক্রিয়াকে 'কী' দিয়ে' প্রশ্ন করলেও এর উত্তরে চোখ পাওয়া যায়।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)

'আয়ু যেন পদ্ম পাতায় নীর'- বাক্যে পদ্ম পাতায় কোন কারক?

.
কর্মকারক
.
করণ কারক
.
অপাদান কারক
.
অধিকরণ কারক
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
১০

'যে বহু বিষয় জানে' --এক কথায় ------

.

বহুদর্শী

✓ সঠিক উত্তর
.

সর্বজ্ঞ

.

সবজান্তা

.

কোনটিই নয়

বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
১১

'কর দান করে যে' --এক কথায় ------

.
অধীন
.
আশ্রিত
.
করদ
✓ সঠিক উত্তর
.
প্রজা

ব্যাখ্যা

কর দান করে যে - করদ;
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
১২

নিচের কোনটি 'আকাশ' শব্দের সমার্থক নয়?

.
অন্তরীক্ষ
.
হিমাংশু
✓ সঠিক উত্তর
.
অম্বর
.
ব্যোম

ব্যাখ্যা

আকাশ এর সমার্থক শব্দগুলো হচ্ছে - অন্তরীক্ষ, ব্যোম, অম্বর, গগণ, নীলিমা, অভ্র প্রভৃতি। হিমাংশু চাঁদের সমার্থক শব্দ।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
১৩

'হাতের পাঁচ' -এর সঠিক অর্থ কোনটি?

.
নিকট জন
.
পরমাত্মীয়
.
বন্ধু
.
শেষ সম্বল
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

হাতের পাঁচ (শেষ সম্বল): হাতের পাঁচ হিসাবে হাজারখানেক টাকা আছেতোমাকে ধার দেব কেমন করে?
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
১৪

'ঔদ্ধত্য' -এর বিপরীতার্থক শব্দ ---

.
স্তব্ধ
.
বিনয়
✓ সঠিক উত্তর
.
গম্ভীর
.
মাথা নত করা

ব্যাখ্যা

ঔদ্ধত্য একটি বিশেষ্য শব্দ যার বিপরীত শব্দ - বিনয়,
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
১৫

'অয়োময়' নাটকটির রচয়িতা কে?

.
ইমদাদুল হক মিলন
.
সুনীল গঙ্গোপাধ্যায়
.
মমতাজউদ্‌দীন আহমেদ
.
হুমায়ুন আহমেদ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

হুমায়ূন আহমেদের বিখ্যাত নাটক 'অয়োময়'। তিনি অসংখ্য উপন্যাস, গল্প, অনুবাদ এবং কবিতা রচনা করেছেন। তাঁর বিখ্যাত নাটকগুলোর মধ্যে অন্যতম - নৃপতি, মহাপুরুষ, মঞ্চ নাটক প্রভৃতি।
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
১৬

কোন ধরনের ভিটামিন দাঁত ও হাড়ের জন্য প্রয়োজন?

.
ভিটামিন এ
.
ভিটামিন বি
.
ভিটামিন সি
.
ভিটামিন ডি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

একমাত্র প্রাণিজ উৎস থেকেই ভিটামিন D পাওয়া যায়। ডিমের কুসুম, দুধ, মাখন, যকৃত ও তেলসমৃদ্ধ মাছ ভিটামিন D এর প্রধান উৎস। দাঁত ও হাড়ের জন্য ভিটামিন D অপরিহার্য।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: অস্থিসন্ধিরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
১৭

সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় ----

.
লাল আলোতে
✓ সঠিক উত্তর
.
নীল আলোতে
.
সবুজ আলোতে
.
বেগুনি আলোতে

ব্যাখ্যা

আবার সালোকসংশ্লেষ কথাটি বিশ্লেষণ করলে দেখা যায়,সালোক শব্দটির অর্থ হলো - - সূর্যালোকের উপস্থিতি এবং সংশ্লেষ শব্দটির অর্থ - - কোনো কিছু উৎপাদিত হওয়া।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: সালোক সংশ্লেষণরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
১৮

টাকায় ৪টি করে লিচু কিনে ৫টা করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?

.
২০%
.
১৫%
.
৩০%
.
২৫%
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ক্ষতির হার ( %) = ১০০/৫ ( ৫ - ৪) = ২০% ( সঠিক উত্তর)
বিষয়: গণিতটপিক: লাভ-ক্ষতি (Profit and loss)রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
১৯

৩৬ টাকা ডজন দরে কলা ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হল। এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত হবে?

.
৬০ টাকা
.
৬২ টাকা
.
৭২ টাকা
✓ সঠিক উত্তর
.
৭৫ টাকা

ব্যাখ্যা

1 dozen = 12
বিষয়: গণিতটপিক: লাভ-ক্ষতি (Profit and loss)রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)
২০

১৫ জন ছাত্রের গড় বয়স ২৯ বছর। তাদের আবার দুজন ছাত্রের বয়সের গড় ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জন ছাত্রের বয়সের গড় কত হবে?

.
২৫ বছর
✓ সঠিক উত্তর
.
২৬ বছর
.
২৭ বছর
.
২৮ বছর

ব্যাখ্যা

15 জন ছাত্রের গড় বয়স 29 বছর
বিষয়: গণিতটপিক: বয়স (Ages)রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(টগর-06) (10-12-2011)