প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
মোট প্রশ্ন: ৪৭
পৃষ্ঠা ১ এর ৩পরবর্তী
১
১
'শিরে-সংক্রান্তি' --অর্থ কী?
ক.
মাথার বোঝা
খ.
মহাবিপদ
গ.✓ সঠিক উত্তর
আসন্ন বিপদ
ঘ.
মাথায় বিপদ
ব্যাখ্যা
'আসন্ন বিপদ' অর্থে 'শিরে সংক্রান্তি' ব্যবহৃত হয়। অন্যদিকে 'মহাবিপদ' বা 'বড় বিপদ' অর্থে আকাশ ভেঙ্গে পড়া ব্যবহৃত হয়। আবার 'ঘোর বিপদে নিপতিত' অর্থে 'স্বখাত সলিলে' ব্যবহৃত হয়।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
'শিরে-সংক্রান্তি' --অর্থ কী?
ক.
মাথার বোঝা
খ.
মহাবিপদ
গ.✓ সঠিক উত্তর
আসন্ন বিপদ
ঘ.
মাথায় বিপদ
ব্যাখ্যা
'আসন্ন বিপদ' অর্থে 'শিরে সংক্রান্তি' ব্যবহৃত হয়। অন্যদিকে 'মহাবিপদ' বা 'বড় বিপদ' অর্থে আকাশ ভেঙ্গে পড়া ব্যবহৃত হয়। আবার 'ঘোর বিপদে নিপতিত' অর্থে 'স্বখাত সলিলে' ব্যবহৃত হয়।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
২
২
'অত্যন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক.✓ সঠিক উত্তর
অতি + অন্ত
খ.
অতী + অন্ত
গ.
অতৎ + অন্ত
ঘ.
অত + অন্ত
ব্যাখ্যা
সন্ধি বিচ্ছেদ এর নিয়ম অনুসারে, ই - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই 'য' হয় এবং য - ফলা লেখার সময় পরবর্তী ব্যঞ্জন এর সাথে লেখা হয় সুতরাং অত্যন্ত = অতি + অন্ত।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
'অত্যন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক.✓ সঠিক উত্তর
অতি + অন্ত
খ.
অতী + অন্ত
গ.
অতৎ + অন্ত
ঘ.
অত + অন্ত
ব্যাখ্যা
সন্ধি বিচ্ছেদ এর নিয়ম অনুসারে, ই - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই 'য' হয় এবং য - ফলা লেখার সময় পরবর্তী ব্যঞ্জন এর সাথে লেখা হয় সুতরাং অত্যন্ত = অতি + অন্ত।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
৩
৩
'মনীষা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক.
মন + ইষা
খ.✓ সঠিক উত্তর
মনস + ঈষা
গ.
মন + ঈষা
ঘ.
মনস + ইষা
ব্যাখ্যা
বাংলা ব্যাকরণে এমন কিছু সন্ধি রয়েছে যেগুলো নিয়মবহির্ভূত, কিন্তু প্রচলিত। এদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। যেমন আ + চর্য = আশ্চর্য, বৃহৎ + প্রতি = বৃহস্পতি; মনস + ঈষা = মনীষা; ষট্ + দশ = ষোড়শ ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
'মনীষা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক.
মন + ইষা
খ.✓ সঠিক উত্তর
মনস + ঈষা
গ.
মন + ঈষা
ঘ.
মনস + ইষা
ব্যাখ্যা
বাংলা ব্যাকরণে এমন কিছু সন্ধি রয়েছে যেগুলো নিয়মবহির্ভূত, কিন্তু প্রচলিত। এদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। যেমন আ + চর্য = আশ্চর্য, বৃহৎ + প্রতি = বৃহস্পতি; মনস + ঈষা = মনীষা; ষট্ + দশ = ষোড়শ ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
৪
৪
বেমানান (মানানোর অভাব) কোন সমাস?
ক.✓ সঠিক উত্তর
অব্যয়ীভাব
খ.
তৎপুরুষ
গ.
বহুব্রীহি
ঘ.
দ্বিগু
ব্যাখ্যা
পূর্বপদে অব্যয় যোগে যে সমাস হয় এবং যাতে অব্যয়ের অর্থটিই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন— মানানোর অভাব = বেমানান, জলের অভাব = নির্জল ইত্যাদি।
অব্যয়ীভাব সমাসে অব্যয় পদটি সমিপ্য, বীপ্সা, অভাব, যোগ্যতা, অতিক্রম, পশ্চাৎ, পর্যন্ত ইত্যাদি অর্থে ব্যবহূত হয়ে থাকে।
অব্যয়ীভাব সমাসে অব্যয় পদটি সমিপ্য, বীপ্সা, অভাব, যোগ্যতা, অতিক্রম, পশ্চাৎ, পর্যন্ত ইত্যাদি অর্থে ব্যবহূত হয়ে থাকে।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
বেমানান (মানানোর অভাব) কোন সমাস?
ক.✓ সঠিক উত্তর
অব্যয়ীভাব
খ.
তৎপুরুষ
গ.
বহুব্রীহি
ঘ.
দ্বিগু
ব্যাখ্যা
পূর্বপদে অব্যয় যোগে যে সমাস হয় এবং যাতে অব্যয়ের অর্থটিই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন— মানানোর অভাব = বেমানান, জলের অভাব = নির্জল ইত্যাদি।
অব্যয়ীভাব সমাসে অব্যয় পদটি সমিপ্য, বীপ্সা, অভাব, যোগ্যতা, অতিক্রম, পশ্চাৎ, পর্যন্ত ইত্যাদি অর্থে ব্যবহূত হয়ে থাকে।
অব্যয়ীভাব সমাসে অব্যয় পদটি সমিপ্য, বীপ্সা, অভাব, যোগ্যতা, অতিক্রম, পশ্চাৎ, পর্যন্ত ইত্যাদি অর্থে ব্যবহূত হয়ে থাকে।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
৫
৫
কোন বানানটি শুদ্ধ?
ক.
বিভিষীকা
খ.
বীভিষিকা
গ.
বীভিষীকা
ঘ.✓ সঠিক উত্তর
বিভীষিকা
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত শব্দগুলোর মধ্যে শুদ্ধ বানান বিভীষিকা; যার অর্থ - ভয় দেখানো, ভীতি প্রদর্শন ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
কোন বানানটি শুদ্ধ?
ক.
বিভিষীকা
খ.
বীভিষিকা
গ.
বীভিষীকা
ঘ.✓ সঠিক উত্তর
বিভীষিকা
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত শব্দগুলোর মধ্যে শুদ্ধ বানান বিভীষিকা; যার অর্থ - ভয় দেখানো, ভীতি প্রদর্শন ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
৬
৬
প্রাণভয় (প্রাণ যাওয়ার ভয়) কোন সমাস?
ক.
তৎপুরুষ
খ.✓ সঠিক উত্তর
কর্মধারয়
গ.
দ্বন্দ্ব
ঘ.
অব্যয়ীভাব
ব্যাখ্যা
যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য ব বিশেষ্য পদে সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলা হয়। এখানে প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়। সুতরাং এটি কর্মধারয় সমাস।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
প্রাণভয় (প্রাণ যাওয়ার ভয়) কোন সমাস?
ক.
তৎপুরুষ
খ.✓ সঠিক উত্তর
কর্মধারয়
গ.
দ্বন্দ্ব
ঘ.
অব্যয়ীভাব
ব্যাখ্যা
যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য ব বিশেষ্য পদে সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলা হয়। এখানে প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়। সুতরাং এটি কর্মধারয় সমাস।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
৭
৭
"পড়াশোনায়" মন দাও ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক.
কর্তৃকারকে সপ্তমী
খ.
কর্মকারকে সপ্তমী
গ.✓ সঠিক উত্তর
অধিকরণ কারকে সপ্তমী
ঘ.
অপাদান কারকে সপ্তমী
ব্যাখ্যা
ক্রিয়াপদকে ধরে কোথায় কোন স্থানে কখন কোন সময় কবে, কোন বিষয়ে বা ব্যাপারে এই প্রকার প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। এখানে 'পড়াশোনায় মন দাও' বাক্যে 'কোথায় বা কোন বিষয়ে মন দাও? এর উত্তরে পাওয়া যাবে 'পড়াশোনায়'। সুতরাং এটি অধিকরণ কারক। আবার এটির সাথে 'য়' থাকায় এটি সপ্তমী বিভক্তি।
বিষয়: বাংলাটপিক: কারক ও বিভক্তিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
"পড়াশোনায়" মন দাও ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক.
কর্তৃকারকে সপ্তমী
খ.
কর্মকারকে সপ্তমী
গ.✓ সঠিক উত্তর
অধিকরণ কারকে সপ্তমী
ঘ.
অপাদান কারকে সপ্তমী
ব্যাখ্যা
ক্রিয়াপদকে ধরে কোথায় কোন স্থানে কখন কোন সময় কবে, কোন বিষয়ে বা ব্যাপারে এই প্রকার প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। এখানে 'পড়াশোনায় মন দাও' বাক্যে 'কোথায় বা কোন বিষয়ে মন দাও? এর উত্তরে পাওয়া যাবে 'পড়াশোনায়'। সুতরাং এটি অধিকরণ কারক। আবার এটির সাথে 'য়' থাকায় এটি সপ্তমী বিভক্তি।
বিষয়: বাংলাটপিক: কারক ও বিভক্তিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
৮
৮
"টাকায়" অসাধ্য সাধন হয় ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক.
কর্মকারকে সপ্তমী
খ.✓ সঠিক উত্তর
করণ কারকে সপ্তমী
গ.
অধিকরণ কারকে সপ্তমী
ঘ.
অপাদান কারকে সপ্তমী
ব্যাখ্যা
বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কি দিয়ে' 'কিসের দ্বারা' বা 'কি উপায়ে' প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক। সুতরাং নিম্নরেখ শব্দটি করণ কারক। আবার এটির সঙ্গে 'য়' থাকায় এটি সপ্তমী বিভক্তি।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
"টাকায়" অসাধ্য সাধন হয় ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক.
কর্মকারকে সপ্তমী
খ.✓ সঠিক উত্তর
করণ কারকে সপ্তমী
গ.
অধিকরণ কারকে সপ্তমী
ঘ.
অপাদান কারকে সপ্তমী
ব্যাখ্যা
বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কি দিয়ে' 'কিসের দ্বারা' বা 'কি উপায়ে' প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক। সুতরাং নিম্নরেখ শব্দটি করণ কারক। আবার এটির সঙ্গে 'য়' থাকায় এটি সপ্তমী বিভক্তি।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
৯
৯
'বেদের মেয়ে' নাটকটির রচয়িয়া কে?
ক.✓ সঠিক উত্তর
জসীমউদ্দীন
খ.
সৈয়দ শামসুল হক
গ.
তারাপদ সিকদার
ঘ.
দীনবন্ধু মিত্র
ব্যাখ্যা
'বেদের মেয়ে' নাটকটির রচয়িতা জসিম উদ্দিন।
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
'বেদের মেয়ে' নাটকটির রচয়িয়া কে?
ক.✓ সঠিক উত্তর
জসীমউদ্দীন
খ.
সৈয়দ শামসুল হক
গ.
তারাপদ সিকদার
ঘ.
দীনবন্ধু মিত্র
ব্যাখ্যা
'বেদের মেয়ে' নাটকটির রচয়িতা জসিম উদ্দিন।
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
১০
১০
'পদ্মানদীর মাঝি' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি ---
ক.✓ সঠিক উত্তর
উপন্যাস
খ.
নাটক
গ.
গল্প
ঘ.
ভ্রমণ কাহিনী
ব্যাখ্যা
পদ্মা নদীর মাঝি (১৯৩৬) মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস । এটি ১৯৩৪ সাল থেকে পূর্বাশা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পদ্মা তীরবর্তী ধীবর জীবন উপন্যাসটির মূল উপজীব্য।
বিষয়: বাংলাটপিক: পদ প্রকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
'পদ্মানদীর মাঝি' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি ---
ক.✓ সঠিক উত্তর
উপন্যাস
খ.
নাটক
গ.
গল্প
ঘ.
ভ্রমণ কাহিনী
ব্যাখ্যা
পদ্মা নদীর মাঝি (১৯৩৬) মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস । এটি ১৯৩৪ সাল থেকে পূর্বাশা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পদ্মা তীরবর্তী ধীবর জীবন উপন্যাসটির মূল উপজীব্য।
বিষয়: বাংলাটপিক: পদ প্রকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
১১
১১
'বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার, ঐ হল পুণ্যের যাত্রীরা খেয়া পার।' ---এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
ক.✓ সঠিক উত্তর
কাজী নজরুল ইসলাম
খ.
বেগম সুফিয়া কামাল
গ.
শেখ ফজলুল করিম
ঘ.
সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা
'বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া ভার, ঐ হলো পণ্যের যাত্রীরা খেয়া পার'। উদ্ধৃতাংশ টি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচনা করেন।
বিষয়: বাংলাটপিক: রচনা ও উদ্ধৃতিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
'বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার, ঐ হল পুণ্যের যাত্রীরা খেয়া পার।' ---এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
ক.✓ সঠিক উত্তর
কাজী নজরুল ইসলাম
খ.
বেগম সুফিয়া কামাল
গ.
শেখ ফজলুল করিম
ঘ.
সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা
'বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া ভার, ঐ হলো পণ্যের যাত্রীরা খেয়া পার'। উদ্ধৃতাংশ টি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচনা করেন।
বিষয়: বাংলাটপিক: রচনা ও উদ্ধৃতিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
১২
১২
'কথা' এর সমার্থক শব্দ কোনটি?
ক.
তনয়া
খ.✓ সঠিক উত্তর
বচন
গ.
খাদক
ঘ.
পিক
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
'কথা' এর সমার্থক শব্দ কোনটি?
ক.
তনয়া
খ.✓ সঠিক উত্তর
বচন
গ.
খাদক
ঘ.
পিক
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
১৩
১৩
'উত্তম' এর সমার্থক শব্দ কোনটি?
ক.✓ সঠিক উত্তর
প্রধান
খ.
দীনতা
গ.
বিকাশ
ঘ.
বিভু
ব্যাখ্যা
উত্তম শব্দটির সমার্থক শব্দ - ভালো, হিতকর, কল্যাণকর, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, প্রধান ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
'উত্তম' এর সমার্থক শব্দ কোনটি?
ক.✓ সঠিক উত্তর
প্রধান
খ.
দীনতা
গ.
বিকাশ
ঘ.
বিভু
ব্যাখ্যা
উত্তম শব্দটির সমার্থক শব্দ - ভালো, হিতকর, কল্যাণকর, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, প্রধান ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
১৪
১৪
যার আগমনের কোনো তিথি নেই ---- এক কোথায় কী?
ক.
ভিখারী
খ.✓ সঠিক উত্তর
অতিথি
গ.
শরণার্থী
ঘ.
একাদশে বৃহস্পতি
ব্যাখ্যা
অতিথি হলো যার আগমনের কোন তিথি নেই। ভিখারি হলো যে ভিক্ষা করে এবং শরণার্থী হলো আশ্রয়ের জন্য আবেদন করে এমন। অন্যদিকে একাদশে বৃহস্পতি একটি বাগধারা যার অর্থ সৌভাগ্যের বিষয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
যার আগমনের কোনো তিথি নেই ---- এক কোথায় কী?
ক.
ভিখারী
খ.✓ সঠিক উত্তর
অতিথি
গ.
শরণার্থী
ঘ.
একাদশে বৃহস্পতি
ব্যাখ্যা
অতিথি হলো যার আগমনের কোন তিথি নেই। ভিখারি হলো যে ভিক্ষা করে এবং শরণার্থী হলো আশ্রয়ের জন্য আবেদন করে এমন। অন্যদিকে একাদশে বৃহস্পতি একটি বাগধারা যার অর্থ সৌভাগ্যের বিষয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
১৫
১৫
কোন বানানটি শুদ্ধ?
ক.
রূপায়ন
খ.
রুপায়ন
গ.✓ সঠিক উত্তর
রূপায়ণ
ঘ.
রুপায়ণ
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত শব্দগুলোর মধ্যে শুদ্ধ বানান টি হল: রূপায়ণ। এরু আরো কিছু শুদ্ধ বানান কৃপণ, হরিণ, অপর্ণ, ব্রাহ্মণ, দর্পণ, গ্রহণ ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
কোন বানানটি শুদ্ধ?
ক.
রূপায়ন
খ.
রুপায়ন
গ.✓ সঠিক উত্তর
রূপায়ণ
ঘ.
রুপায়ণ
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত শব্দগুলোর মধ্যে শুদ্ধ বানান টি হল: রূপায়ণ। এরু আরো কিছু শুদ্ধ বানান কৃপণ, হরিণ, অপর্ণ, ব্রাহ্মণ, দর্পণ, গ্রহণ ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
১৬
১৬
3x + y = 9 এবং 4x - y = 5 হলে, x ও y এর মান হবে যথাক্রমে ---
ক.
3, -2
খ.
4, -3
গ.✓ সঠিক উত্তর
2, 3
ঘ.
1, 6
ব্যাখ্যা
3x + y = 9......1
বিষয়: গণিতটপিক: দ্বিঘাত সমীকরণ (Quadratic equation)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
3x + y = 9 এবং 4x - y = 5 হলে, x ও y এর মান হবে যথাক্রমে ---
ক.
3, -2
খ.
4, -3
গ.✓ সঠিক উত্তর
2, 3
ঘ.
1, 6
ব্যাখ্যা
3x + y = 9......1
বিষয়: গণিতটপিক: দ্বিঘাত সমীকরণ (Quadratic equation)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
১৭
১৭
2x+3y =3 এবং 4x-5y=17 হলে, x ও y এর মান হবে যথাক্রমে ---
ক.
1, -3
খ.
2, -1
গ.✓ সঠিক উত্তর
3, -1
ঘ.
-3, -1
ব্যাখ্যা
2x + 3y = 3 .........(i)
বিষয়: গণিতটপিক: দ্বিঘাত সমীকরণ (Quadratic equation)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
2x+3y =3 এবং 4x-5y=17 হলে, x ও y এর মান হবে যথাক্রমে ---
ক.
1, -3
খ.
2, -1
গ.✓ সঠিক উত্তর
3, -1
ঘ.
-3, -1
ব্যাখ্যা
2x + 3y = 3 .........(i)
বিষয়: গণিতটপিক: দ্বিঘাত সমীকরণ (Quadratic equation)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
১৮
১৮
বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ---
ক.
ব্যাসার্ধ
খ.
ব্যাসার্ধের অর্ধেকের সমান জ্যা
গ.✓ সঠিক উত্তর
ব্যাস
ঘ.
কেন্দ্র হতে দূরবর্তী জ্যাটি
ব্যাখ্যা
ব্যাখ্যা:
বিষয়: গণিতটপিক: বৃত্ত (Circle)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ---
ক.
ব্যাসার্ধ
খ.
ব্যাসার্ধের অর্ধেকের সমান জ্যা
গ.✓ সঠিক উত্তর
ব্যাস
ঘ.
কেন্দ্র হতে দূরবর্তী জ্যাটি
ব্যাখ্যা
ব্যাখ্যা:
বিষয়: গণিতটপিক: বৃত্ত (Circle)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
১৯
১৯
স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ ----
ক.
এক সমকোণের অর্ধেক
খ.
দুই সমকোণ
গ.
তিন সমকোণ
ঘ.✓ সঠিক উত্তর
এক সমকোণ
বিষয়: গণিতটপিক: জ্যামিতি প্রাথমিক ধারণা (Basic Concept)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ ----
ক.
এক সমকোণের অর্ধেক
খ.
দুই সমকোণ
গ.
তিন সমকোণ
ঘ.✓ সঠিক উত্তর
এক সমকোণ
বিষয়: গণিতটপিক: জ্যামিতি প্রাথমিক ধারণা (Basic Concept)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
২০
২০
কমিশনের হার ৩.৫ টাকা হলে, ৩০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?
ক.
৯০ টাকা
খ.
১০০ টাকা
গ.✓ সঠিক উত্তর
১০৫ টাকা
ঘ.
১১০ টাকা
বিষয়: গণিতটপিক: শতকরা (Percentage)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)
কমিশনের হার ৩.৫ টাকা হলে, ৩০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?
ক.
৯০ টাকা
খ.
১০০ টাকা
গ.✓ সঠিক উত্তর
১০৫ টাকা
ঘ.
১১০ টাকা
বিষয়: গণিতটপিক: শতকরা (Percentage)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা)-2010-(হেমন্ত-02) (08-08-2010)