রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শিউলি-02) (12-12-2011)

মোট প্রশ্ন: ৫৯

পৃষ্ঠা এর পরবর্তী

নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ---

.
ফুসফুস
✓ সঠিক উত্তর
.
কিডনি
.
যকৃত
.
প্লীহা

ব্যাখ্যা

নিউমোনিয়া হল এক ধরণের ফুসফুসের প্রদাহ। আমাদের ফুসফুসের আলভিওলি বা ছোট ছোট বায়ু থলিতে জীবাণুর সংক্রমণের ফলে এই প্রদাহের সৃষ্টি হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রোগ প্রতিরোধ (Immune System)রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শিউলি-02) (12-12-2011)

নিচের কোন উক্তিটি সঠিক?

.
বায়ু একটি যৌগিক পদার্থ
.
বায়ু একটি মৌলিক পদার্থ
.
বায়ু একটি মিশ্র পদার্থ
✓ সঠিক উত্তর
.
উপরের কোনোটিই নয়
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পদার্থের পরিবর্তনরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শিউলি-02) (12-12-2011)

সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?

.
ফ্যাদোমিটার
✓ সঠিক উত্তর
.
জাইরো কম্পাস
.
সাবমেরিন
.
অ্যানিওমিটার
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: সমুদ্রস্রোতরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শিউলি-02) (12-12-2011)

উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ---

.
ক্রনোমিটার
.
ওডোমিটার
.
ট্যাকোমিটার
✓ সঠিক উত্তর
.
ক্রেসকোগ্রাফ
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: তাপ ও তাপগতিবিদ্যারেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শিউলি-02) (12-12-2011)

সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে বলা হয় -----

.
নক্ষত্র
.
পৃথিবী
.
সৌরজগৎ
✓ সঠিক উত্তর
.
বুধ

ব্যাখ্যা

সূর্য একটি নক্ষত্র ।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: জ্যোতিষ্কমণ্ডলীরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শিউলি-02) (12-12-2011)

রক্তে কোলেস্টেরোল-এর পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?

.
বেলে মাছ
.
পালংশাক
.
খাসির মাংস
✓ সঠিক উত্তর
.
মুরগীর মাংস
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রক্তের গ্রুপরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শিউলি-02) (12-12-2011)

প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক ----

.
কম হয়
.
বেশি হয়
✓ সঠিক উত্তর
.
ঠিক থাকে
.
কোনোটিই নয়
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাবরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শিউলি-02) (12-12-2011)

কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো ----

.
চুনাপাথর
.
জিপসাম
.
বালি
✓ সঠিক উত্তর
.
সাজি মাটি

ব্যাখ্যা

কাচের প্রধান উপাদান SiO2. যে বালিতে পাওয়া যায়। 
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: অধাতুর বৈশিষ্ট্যরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শিউলি-02) (12-12-2011)

কোনটি পদার্থ নয়?

.
আলো
✓ সঠিক উত্তর
.
অক্সিজেন
.
নাইট্রোজেন
.
পানি

ব্যাখ্যা

If + past indefinite হলে পরে would + verb এর base form হবে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: চৌম্বক পদার্থরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শিউলি-02) (12-12-2011)
১০

কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?

.
সাদা
.
কালো
✓ সঠিক উত্তর
.
বেগুনি
.
লাল
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বায়ুর তাপরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শিউলি-02) (12-12-2011)
১১

ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

.
অ্যালুমিনিয়াম
✓ সঠিক উত্তর
.
তামা
.
সীসা
.
দস্তা

ব্যাখ্যা

ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণে আছে অ্যালুমিনিয়াম ধাতু (৮.১%) ।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: অধাতুর বৈশিষ্ট্যরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শিউলি-02) (12-12-2011)
১২

সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়?

.
সবুজ আলোতে
.
লাল আলোতে
✓ সঠিক উত্তর
.
নীল আলোতে
.
বেগুনি আলোতে

ব্যাখ্যা

ক্লোরোফিল বিশেষ বিশেষ তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে । লাল আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়। সালোক সংশ্লেষণের সময় আলোর বেগুনী নীল এবং কমলা লাল অংশ বেশি ব্যবহৃত হয়। বাকি বর্নের আলো খুব কম ব্যবহৃত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: সালোক সংশ্লেষণরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শিউলি-02) (12-12-2011)
১৩

সিস্টোলিক চাপ বলতে বুঝায় ----

.
হৃৎপিণ্ডের সংকোচন চাপ
✓ সঠিক উত্তর
.
হৃৎপিণ্ডের প্রসারণ চাপ
.
হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ চাপ
.
কোনোটিই নয়
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বায়ুর চাপরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শিউলি-02) (12-12-2011)
১৪

কোনটি বায়ুবাহিত রোগ?

.
ডায়রিয়া
.
কলেরা
.
হাম
✓ সঠিক উত্তর
.
জন্ডিস
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রোগ প্রতিরোধ (Immune System)রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শিউলি-02) (12-12-2011)
১৫

ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?

.
২৫ দিন
.
২৮ দিন
.
৩২ দিন
.
৩৫ দিন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ক ও খ একসাথে ১০ দিনে করে সম্পূর্ণ কাজ বা ১ অংশ
বিষয়: গণিতটপিক: সময় ও কাজ (Time and work)রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শিউলি-02) (12-12-2011)
১৬

একটি ক্যাম্পে ৭২ জন স্কাউটের ৬ দিনের খাদ্য মজুদ আছে। ১৮ জন স্কাউট চলে গেলে, ঐ খাদ্যে বাকি স্কাউটদের আরো কত দিন চলবে?

.
২ দিন
✓ সঠিক উত্তর
.
৩ দিন
.
৪ দিন
.
৬ দিন

ব্যাখ্যা

বাকি স্কাউট = ৭২ - ১৮ = ৫৪
বিষয়: গণিতটপিক: ঐকিক নিয়ম (Unitary method)রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শিউলি-02) (12-12-2011)
১৭

কোনো এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস। প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সে ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত?

.
৩৩ ডিগ্রী সে.
.
৩৬ ডিগ্রী সে.
.
৩৯ ডিগ্রী সে.
✓ সঠিক উত্তর
.
৪৩ ডিগ্রী সে.

ব্যাখ্যা

সাতদিনের মোট তাপমাত্রা = ৭ x ৩০ = ২১০
বিষয়: গণিতটপিক: গড় (Average)রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শিউলি-02) (12-12-2011)
১৮

৩ বৎসর আগে ক ও খ এর বয়সের গড় ছিল ১৬ বছর। গ তাদের সাথে যোগ দেয়ায় বর্তমান তাদের বয়সের গড় ২০ বৎসর হয়। গ এর বয়স কত?

.
২০ বৎসর
.
২২ বৎসর
✓ সঠিক উত্তর
.
২৪ বৎসর
.
২৬ বৎসর

ব্যাখ্যা

৩ বছর আগে ক ও খ এর বয়সের সমষ্টি = ১৬ x ২ = ৩২
বিষয়: গণিতটপিক: বয়স (Ages)রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শিউলি-02) (12-12-2011)
১৯

কঃ খ = ৫ঃ ৬ এবং খঃ গ= ৩ঃ ১০ হলে কঃ গ = কত?

.
৫ঃ ২০
✓ সঠিক উত্তর
.
৬ঃ ১২
.
১০ঃ ২০
.
৫ঃ ১২

ব্যাখ্যা

ক : খ = ৫ : ৬
বিষয়: গণিতটপিক: অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শিউলি-02) (12-12-2011)
২০

৬৩ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ ২; ঐ মিশ্রণে এসিড ও পানির পরিমাণ কত?

.
৩৯ লি. ২৪ লি.
.
৪৯ লি. ১৪ লি.
✓ সঠিক উত্তর
.
২৪ লি. ৩৯ লি.
.
২৯ লি. ৩৪ লি.

ব্যাখ্যা

অনুপাতটির রাশিদ্বয়ের যোগফল = ৭ + ২ = ৯
বিষয়: গণিতটপিক: অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শিউলি-02) (12-12-2011)