৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)

মোট প্রশ্ন: ১৫৪

পৃষ্ঠা এর পরবর্তী

‘জীবন ও বৃক্ষ' প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকেতপোবন-প্রেমিক বলেছেন?

.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে
.
জসীম উদ্দীনকে
.
রবীন্দ্রনাথ ঠাকুরকে
✓ সঠিক উত্তর
.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে

ব্যাখ্যা

‘জীবন ও বৃক্ষ' প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরকে তপোবন-প্রেমিক বলেছেন।
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)

“বিদ্যাসাগর ও বাঙালি সমাজ” গ্রন্থের রচয়িতা কে?

.
বিনয় ঘোষ
✓ সঠিক উত্তর
.
সুবিনয় ঘোষ
.
বিনয় ভট্টাচার্য
.
বিনয় বর্মণ

ব্যাখ্যা

বিদ্যাসাগর ও বাঙালী সমাজ  গ্রন্থের রচয়িতা বিনয় ঘোষ
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)

প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে?

.
রাজা রামমোহন রায়
.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✓ সঠিক উত্তর
.
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ব্যাখ্যা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক গদ্যকার মনে করা হয়।
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)

প্যারীচাঁদ মিত্রের “আলালের ঘরের দুলাল” প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে?

.

১৮৫৮ সালে

✓ সঠিক উত্তর
.

১৯৭৮ সালে

.

১৮৪৮ সালে

.

১৮৬৮ সালে

ব্যাখ্যা

আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাসপ্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর (১৮১৪-১৮৮৩) ১৮৫৮ সালে এটি রচনা করেন। কলকাতার সমকালীন সমাজ এর প্রধান বিষয়বস্তু। উচ্চবিত্ত ঘরের আদুরে সন্তান মতিলালের উচ্ছৃঙ্খল জীবনাচার এতে বর্ণিত হয়েছে।
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)

শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?

.

চতুরঙ্গ

✓ সঠিক উত্তর
.

চার অধ্যায়

.

নৌকাডুবি

.

ঘরে বাইরে

ব্যাখ্যা

চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সামাজিক-মনস্তাত্ত্বিক উপন্যাস। এটি সাধুভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস। এটিকে রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস বলে বিবেচিত হয়। চতুরঙ্গ উপন্যাসের চারটি অঙ্গ- জ্যাঠামশাই ,শচীশ ,দামিনী এবং শ্রীবিলাস।  উপন্যাসটি ১৯১৬ সালে প্রকাশিত হয়।
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)

“তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু”— এই কবিতাংশটির রচয়িতা কে?

.

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

.

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

.

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

.

ঈশ্বরচন্দ্র গুপ্ত

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ঈশ্বরচন্দ্র গুপ্তের (১৭৬০-১৮৬০ সাল ) সাহিত্যকর্মে মধ্যযুগের সাহিত্যের যেমন ছাপ আছে, সেই সাথে আধুনিক যুগের সাহিত্যের ছাপ একই সাথে পাওয়া যায় যদিও তিনি মধ্যযুগের কবি। দুইটা যুগের সন্ধিক্ষণের কবি হিসেবে ঈশ্চরচন্দ্র গুপ্তকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়।
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)

মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্যহিন্দু-মুসলমানের বিরোধ?

.

গো-জীবন

✓ সঠিক উত্তর
.

ইসলামের জয়

.

এর উপায় কী

.

বসন্তকুমারী নাটক

ব্যাখ্যা

মীর মশাররফ হােসেনের ‘গাে-জীবন’(১৮৮৯) একটি প্রবন্ধ পুস্তিকা। প্রবন্ধটির মূল বক্তব্য হলাে, কৃষিনির্ভর অর্থনীতিতে যে কোনাে কারণেই হােক গাে-হত্যা অনুচিত। স্বীয় বক্তব্যের সমর্থনে লেখক ধর্মগ্রন্থ এবং প্রাত্যহিক-বাস্তব অভিজ্ঞতা থেকে নানা যুক্তি ও তথ্য পরিবেশন করেছেন। হিন্দু ও মুসলমান এই দুই ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ করার মানসেই মশাররফ হােসেন এ প্রবন্ধ রচনা করেন। প্রবন্ধটি তৎকালে মুসলিম ধর্মীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে যথেষ্ট প্রতিক্রিয়ার জন্ম দেয়। এ কারণে ‘আখবারে এসলামিয়া' (১৮৮৪) পত্রিকা প্রতিবাদ প্রকাশ করে এবং লেখককে পরে মামলাতে জড়িয়ে পড়তে হয়। অবশেষে মৌলবাদী মুসলিমদের প্রবল চাপের মুখে তিনি ‘গাে-জীবন’ প্রত্যাহার করতে বাধ্য হন।
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)

রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকারহিসেবে আত্মপ্রকাশ করেন?

.

১০ বছর

.

১২ বছর

.

১৪ বছর

.

১৬ বছর

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ছোটগল্পকার হচ্ছেন এমন একজন সাহিত্যিক, যিনি ছোটগল্প লিখে থাকেন। সাহিত্যের একটি সুপরিচিত ও জনপ্রিয় ধারা বলা হয় ছোটগল্পকে। অনেক বিশ্বখ্যাত ঔপন্যাসিকের সাহিত্যজীবন শুরু হয় ছোটগল্পের মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুর ১৬ বছর বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন।
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)

নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?

.

ইছামতি

✓ সঠিক উত্তর
.

মেঘমল্লার

.

মৌরিফুল

.

যাত্রাবদল

ব্যাখ্যা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ : ‘মেঘমল্লার’ (১৯৩১), ‘মৌরীফুল’ (১৯৩২), ‘যাত্রাবদল’ (১৯৩৪), 'জন্ম ও মৃত্যু' (১৯৩৭), 'কিন্নরদল’ (১৯৩৮), ‘বেনীগীর ফুলবাড়ি’ (১৯৪১), ‘নবাগত' (১৯৪৪), ‘উপলখণ্ড' (১৯৪৪), 'বিধু মাস্টার’ (১৯৪৫), ‘ক্ষণভঙ্গুর (১৯৪৫), 'অসাধারণ' (১৯৪৬), ‘মুখোশ ও মুখশ্রী' (১৯৪৭), নীলগঞ্জের ফালমন সাহেব’ (১৯৪৮), 'জ্যোতিরঙ্গন’ (১৯৪৯), ‘কুশল পাহাড়ী’ (১৯৫০), ‘রূপ হলুদ' (১৯৫৭), 'ছায়াছবি’ (১৯৬০), 'অনুসন্ধান' (১৯৬০)।
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১০

‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামেরকোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

.

যুগ-বাণী

.

রুদ্র-মঙ্গল

✓ সঠিক উত্তর
.

দুর্দিনের যাত্রী

.

রাজবন্দির জবানবন্দি

ব্যাখ্যা

'আমার পথ' প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধগ্রন্থ 'রুদ্র-মঙ্গল' থেকে সংকলিত হয়েছে।
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১১

'আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।' —এখানে 'ওর' বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন?

.

শেখ নাসেরকে

.

শেখ কামালকে

✓ সঠিক উত্তর
.

শেখ হাসিনাকে

.

শেখ রেহেনাকে

ব্যাখ্যা

শেখ কামাল (৫ আগস্ট ১৯৪৯ – ১৫ আগস্ট ১৯৭৫) শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। যুদ্ধকালীন সময়ে তিনি মুহাম্মদ আতাউল গণি ওসমানীর এইড ডি ক্যাম্প (এডিসি) হিসেবে কাজ করেন। ১৯৭৫ সালের ১৪ জুলাই তিনি ক্রীড়াবিদ সুলতানা খুকিকে বিয়ে করেন।
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১২

আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়?

.
গাইবান্ধায়
✓ সঠিক উত্তর
.
বগুড়ায়
.
ঢাকায়
.
সিরাজগঞ্জে

ব্যাখ্যা

আখতারুজ্জামান ইলিয়াস (১২ ফেব্রুয়ারি ১৯৪৩ - ৪ জানুয়ারি ১৯৯৭), জন্মগ্রহণ করেন গাইবান্ধায়। তিনি ছিলেন বাংলাদেশি ছোটগল্পকার, ঔপন্যাসিক, এবং অধ্যাপক। তিনি একজন স্বল্পপ্রজ লেখক ছিলেন। বাস্তবতার নিপুণ চিত্রণ, ইতিহাস ও রাজনৈতিক জ্ঞান, গভীর অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম কৌতুকবোধ তার রচনাকে দিয়েছে ব্যতিক্রমী সুষমা। 
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১৩

মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ‘অমিত্রাক্ষর ছন্দ' প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নব-রূপায়ণ?

.
স্বরবৃত্ত ছন্দ
.
অক্ষরবৃত্ত ছন্দ
✓ সঠিক উত্তর
.
মাত্রাবৃত্ত ছন্দ
.
গৈরিশ ছন্দ

ব্যাখ্যা

কাব্যে যে ছন্দে চরণদ্বয়ের অন্ত্যবর্ণের মিল থাকে না, তাকে অমিত্রাক্ষর ছন্দ বলে। অমিত্রাক্ষর ছন্দ বাংলা কাব্যের একটি বিশেষ ছন্দরূপ যা ঊনবিংশ শতাব্দীর শেষভাগে মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তন করেছিলেন। ১৮৬০ সালে প্রকাশিত পদ্মাবতী নাটকের ২য় অঙ্কের ২য় গর্ভাঙ্কে মধুসূদন সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেছিলেন।
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১৪

“বুক তার বাংলাদেশের হৃদয়” কাব্যগ্রন্থের রচয়িতা কে?

.
সৈয়দ শামসুল হক
.
শামসুর রাহমান
✓ সঠিক উত্তর
.
হাসান হাফিজুর রহমান
.
আহসান হাবীব

ব্যাখ্যা

বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যের রচয়িতা হলেন কবি শামসুর রাহমান
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১৫

“দুর্দিনের দিনলিপি” স্মৃতিগ্রন্থটি কার লেখা?

.
আবুল ফজল
✓ সঠিক উত্তর
.
আবদুল কাদির
.
জাহানারা ইমাম
.
মুশতারি শফী

ব্যাখ্যা

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাক্কালে তাঁর বাসভবন ‘সাহিত্য নিকেতনে’ চট্টগ্রামের সর্বশ্রেণির বুদ্ধিজীবী ও সংস্কৃতিকর্মীরা মিলিত হয়ে গড়ে তোলেন ‘শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিসেবী প্রতিরোধ সংঘ’। আবুল ফজল এই সংঘের পৃষ্ঠপোষক নির্বাচিত হন। মুক্তিযুদ্ধকালে তিনি আত্মগোপন করেন এবং দুর্দিনের দিনলিপি রচনা করেন
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১৬

'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?

.
ধ্বনি দৃশ্যমান
✓ সঠিক উত্তর
.
মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
.
ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
.
অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি

ব্যাখ্যা

মানুষের মুখনিঃসৃত নিয়ন্ত্রিত ক্ষুদ্রতম আওয়াজকে বা মুখোচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলা হয়। অন্যভাবে বলা যায়, এক মানুষের সঙ্গে আর এক মানুষের ভাব বিনিময়ের উদ্দেশ্যে যেসব অর্থ যুক্ত শব্দ বাগযন্ত্রের সাহায্যে উচ্চারণ করা হয় সেইসব শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি
বিষয়: বাংলাটপিক: ই-গভর্নান্স ও বাংলাদেশরেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১৭

স্বরান্ত অক্ষরকে কী বলে?

.
একাক্ষর
.
মুক্তাক্ষর
✓ সঠিক উত্তর
.
বদ্ধাক্ষর
.
যুক্তাক্ষর
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১৮

শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?

.
শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
✓ সঠিক উত্তর
.
শিরোশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন
.
শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
.
শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন

ব্যাখ্যা

আমরা জানি, বিসর্গ সন্ধি নিয়মানুসারে র্-জাত বা স্-জাত যে-কোনো বিসর্গের পরে চ কিংবা ছ থাকলে ওই বিসর্গের স্থানে শ, ত থাকলে স এবং ট থাকলে ষ হয়।
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১৯

আরবি 'কলম' শব্দটি 'কলমোস' শব্দ থেকে এসেছে। 'কলমোস' কোন ভাষার শব্দ?

.

পাঞ্জাবি

.

ফরাসি

.

গ্রিক

✓ সঠিক উত্তর
.

স্পেনিশ

ব্যাখ্যা

বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা ও সাহিত্যের ধারক ভাষা। গ্রিক একটি ইন্দো-ইউরোপীয় ভাষা, কিন্তু এটির কোন নিকটাত্মীয় ভাষা নেই। সমস্ত জীবিত ইন্দো-ইউরোপীয় ভাষার মধ্যে কেবল আরমেনীয় ভাষার সাথে গ্রিক ভাষার মিল আছে।
বিষয়: বাংলাটপিক: বিদেশি শব্দরেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
২০

‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?

.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়

.

মুহম্মদ শহীদুল্লাহ্

.

মুহম্মদ এনামুল হক

.

সুকুমার সেন

✓ সঠিক উত্তর
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)