৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)

মোট প্রশ্ন: ১৫৪

৬১

কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে ?

.
উপপদ
✓ সঠিক উত্তর
.
প্রাতিপদিক
.
প্রপদ
.
পূর্বপদ
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
৬২

'তোমার নাম কী?'—এখানে 'কী' কোন প্রকারের পদ?

.
প্রশ্নবাচক
.
অব্যয়
.
সর্বনাম
✓ সঠিক উত্তর
.
বিশেষণ

ব্যাখ্যা

বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয়, তাকে সর্বনাম পদ বলে। উদাহরণ: আমি, আমরা, তুমি,তোমরা,আপনি,তিনি ,তুই , সে, সব,ইনি,উনি,যে, কে, কী, কারা ইত্যাদি। 
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
৬৩

‘সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?

.
কুটিল
.
জটিল
.
বক্র
.
গরল
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সরল শব্দের সমার্থক শব্দ- সহজ, অবক্র, ঋজু, সােজা, আড়ম্বরহীন এবং বিপরীত শব্দ- জটিল, বক্র, কুটিল, বঙ্কিম। 
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
৬৪

'Rank' শব্দের বাংলা পরিভাষা কী?

.
পদ
.
পদমর্যাদা
✓ সঠিক উত্তর
.
মাত্রা
.
উচ্চতা

ব্যাখ্যা

'Rank' শব্দের বাংলা পরিভাষা পদমর্যাদা। 
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
৬৫

চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?

.
প্রবোধচন্দ্র বাগচী
✓ সঠিক উত্তর
.
যতীন্দ্র মোহন বাগচী
.
প্রফুল্ল মোহন বাগচী
.
প্রণয়ভূষণ বাগচী

ব্যাখ্যা

চর্যার অর্থ জানা যায় মুনিদত্তের 'নির্মল গিরাটীকা' থেকে। এই টীকার তিব্বতি অনুবাদ করেন কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। টীকাটি আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচী।
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
৬৬

‘গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?

.

শশাঙ্কদেবের

.

লক্ষ্মণ সেনের

✓ সঠিক উত্তর
.

যশোবর্মনের

.

হর্ষবর্ধনের

ব্যাখ্যা

জয়দেবের পিতার নাম ভোজদেব, মাতা বামদেবী; আর তাঁর স্ত্রী হলেন পদ্মাবতী। সংস্কৃত সাহিত্য এবং সঙ্গীত শাস্ত্রে জয়দেবের অসাধারণ পাণ্ডিত্য ছিল। তিনি ছিলেন রাজা লক্ষ্মণ সেনের সভাকবি
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
৬৭

কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?

.

ব্রজবুলি

✓ সঠিক উত্তর
.

বাংলা

.

সংস্কৃত

.

হিন্দি

ব্যাখ্যা

প্রাচীন বাংলার প্রথম ব্রজবুলি পদ রচনা করেন যশোরাজ খান। রবীন্দ্রনাথ ঠাকুর তার ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেছেন এ ভাষায়। বাংলার নবজাগরণের অন্যান্য ১৯ শতকের ব্যক্তিত্ব, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও ব্রজবুলিতে লিখেছেন।
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
৬৮

নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?

.
দৌলত উজির বাহরাম খাঁ
.
সাবিরিদ খাঁ
.
সৈয়দ সুলতান
.
সৈয়দ নূরুদ্দীন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সৈয়দ নূরুদ্দীন ছিলেন একজন বাংলাদেশী সাংবাদিক। সাংবাদিকতায় অবদানের জন্য তিনি ১৯৮৬ সালে মরণোত্তর বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন। 
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
৬৯

কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ?

.
রসুল বিজয়
✓ সঠিক উত্তর
.
মক্কা বিজয়
.
রসুলচরিত
.
মক্কানামা

ব্যাখ্যা

জয়েন উদ্দীন (পঞ্চদশ শতক) মধ্যযুগের বাংলার একজন বিখ্যাত কবি। তিনি গৌড়ের সুলতান ইউসুফ শাহের (১৪৭৪ - ১৪৮১) সভাকবি ছিলেন। তার রসুল-বিজয় মৌলিক রচনা নয়, কোনো ফার্সি গ্রন্থের অনুসরণে লিখিত। তার এই কাব্যটি প্রাচীন বাংলা সাহিত্যে মুসলমান রচিত বিজয়-কাব্যধারার অন্যতম পথিকৃৎ।
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
৭০

কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় ?

.

সাইপ্রাস

.

আলজেরিয়া

✓ সঠিক উত্তর
.

ইস্টোনিয়া

.

মাল্টা

ব্যাখ্যা

বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা ২৭। এর অফিসিয়াল ভাষা ২৩ টি।সদর দপ্তর ব্রাসেলস(বেলজিয়াম)। 
বিষয়: ভূগোলরেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
৭১

কোন নদীটির উৎপত্তিস্থান বাংলাদেশে?

.

কর্ণফুলি

.

মেঘনা

.

নাফ

.

হালদা

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

মাতামুহুরী নদী উৎপত্তি বান্দরবানের লামায় মাইভার পর্বত হতে এবং হালদা নদীর উৎপত্তি খাগড়াছড়ির বটনাতলী পর্বতশৃঙ্গ। সুতরাং বাংলাদেশে উৎপত্তি ও সমাপ্তি এমন দুটি নদী হল হালদা ও মাতামুহুরি।
বিষয়: ভূগোলরেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
৭২

পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে?

.

পানির উপরিভাগে

✓ সঠিক উত্তর
.

পানির মধ্যভাগে

.

পানির আন্তঃআণবিক স্থানে

.

পানির তলদেশে

ব্যাখ্যা

 পানিতে দ্রবীভূত অক্সিজেন অবস্থান করে পানির আন্তঃআণবিক স্থানে
বিষয়: ভূগোলরেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
৭৩

গ্রীন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না ?

.

কার্বন ডাইঅক্সাইড

.

মিথেন

.

সিএফসি

✓ সঠিক উত্তর
.

নাইট্রাস অক্সাইড

ব্যাখ্যা

গ্রীন হাউস গ্যাসের সিএফসি গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না । 
বিষয়: ভূগোলরেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
৭৪

বাংলাদেশে সিডর কখন আঘাত হানে ?

.

১৫ নভেম্বর ২০০৭

✓ সঠিক উত্তর
.

১৬ নভেম্বর ২০০৭

.

১৭ নভেম্বর ২০০৭

.

১৮ নভেম্বর ২০০৭

ব্যাখ্যা

ঘূর্ণিঝড় সিডর  হচ্ছে ২০০৭ সালে বঙ্গোপসাগরে এলাকায় সৃষ্ট একটি ঘূর্ণিঝড়। ২০০৭ সালে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের মধ্যে এটি ৪র্থ নামকৃত ঘূর্ণিঝড়। এটির আরেকটি নাম ট্রপিক্যাল সাইক্লোন ০৬বি (Tropical Cyclone 06B)। শ্রীলংকান শব্দ 'সিডর' বা 'চোখ'-এর নামের এর নাম করণ করা হয়েছে। ২০০৭ সালের ১৫ নভেম্বর সকাল বেলা পর্যন্ত বাতাসের বেগ ছিল ঘণ্টায় ২৬০ কিমি/ঘণ্টা এবং ৩০৫ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইছিলো
বিষয়: ভূগোলরেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
৭৫

বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

.

১৫০ নটিক্যাল মাইল

.

২৫০ নটিক্যাল মাইল

.

২০০ নটিক্যাল মাইল

✓ সঠিক উত্তর
.

৩০০ নটিক্যাল মাইল

ব্যাখ্যা

বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হলো ২০০ নটিক্যাল মাইল এবং রাজনৈতিক সমুদ্রসীমা হলো ১২ নটিক্যাল মাইল
বিষয়: ভূগোলরেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
৭৬

নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র ?

.

বাখরাবাদ

.

তিতাস

✓ সঠিক উত্তর
.

হরিপুর

.

হবিগঞ্জ

ব্যাখ্যা

বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র। এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়।
বিষয়: ভূগোলরেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
৭৭

ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে –

.

ফোকাস

.

এপিসেন্টার

✓ সঠিক উত্তর
.

ফ্রাকচার

.

ফণ্ট

ব্যাখ্যা

ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে – এপি সেন্টার
বিষয়: ভূগোলরেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
৭৮

বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়?

.

পরিবহন

.

বিদ্যুৎ ও তাপ উৎপাদন

✓ সঠিক উত্তর
.

ভবন নির্মাণ

.

শিল্প

ব্যাখ্যা

বায়ুমন্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যাসকে গ্রিনহাউস গ্যাস বলে। এটি গ্রিনহাউস প্রভাবের মৌলিক কারণ। পৃথিবীর বায়ুমন্ডলে প্রাথমিক গ্রিনহাউস গ্যাস গুলোর মধ্যে আছে জলীয় বাষ্প,কার্বন ডাই অক্সাইড,মিথেন,নাইট্রাস অক্সাইড এবং ওজোন।
বিষয়: ভূগোলরেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
৭৯

উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয়—

.

ঘড়ির কাটার দিকে

.

ঘড়ির কাটার বিপরীতে

✓ সঠিক উত্তর
.

সোজা

.

কোনটাই সঠিক নয়

ব্যাখ্যা

বায়ু প্রবাহের দিক: উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণবাত ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ বামবর্তে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাটার দিকে অর্থাৎ দক্ষিণাবর্তে প্রবাহিত হয়
বিষয়: ভূগোলরেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
৮০

ভালো-মন্দ কোন ধরনের মূল্যবোধ?

.
নৈতিক
✓ সঠিক উত্তর
.
অর্থনৈতিক
.
রাজনৈতিক
.
সামাজিক

ব্যাখ্যা

যে ধরনের মূল্যবোধের মাধ্যমে এই ভালো-মন্দ, উচিত-অনুচিত বিচার করা যায়, তাকে নৈতিক মূল্যবোধ বলা হয়।
বিষয়: নৈতিকতা মূল্যবোধরেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)