প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)

মোট প্রশ্ন: ৬৪

২১

কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো ----

.
জিপসাম
.
চুনাপাথর
.
সাজিমাটি
.
বালি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বালি উচ্চ তাপমাত্রায় ক্ষার ও মৃৎক্ষার ধাতু সমূহের অক্সাইড হাইড্রোক্সাইড ও কার্বনেট এর সাথে বিক্রিয়া করে কাজ উৎপন্ন করে। চুনাপাথর ও ক্যালসিয়াম কার্বনেট এর সাথে বিক্রিয়া করে সাধারণ কাজ উৎপন্ন করে। জিপসাম ও সাজিমাটি যথাক্রমে ক্যালসিয়াম ও সোডিয়াম এর খনিজ উৎস।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: অধাতুর বৈশিষ্ট্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)
২২

'ড্রাই আইস' হলো ----

.
কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইড
✓ সঠিক উত্তর
.
কঠিন অবস্থায় সালফাই ডাইঅক্সাইড
.
শূন্য ডিগ্রী তাপমাত্রার নিচে বরফ
.
কঠিন অবস্থায় হাইড্রোজেন পারঅক্সাইড

ব্যাখ্যা

ড্রাই আইস হল কঠিন কার্বন - ডাই - অক্সাইড পচনশীল পদার্থ ঠান্ডা রাখার জন্য ব্যবহৃত হয়। ড্রাই আইস বিষাক্ত বা ক্ষয়িষ্ণু নয় এবং কোন অবশেষ না রেখে সরাসরি কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় উর্ধ্বপাতিত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: কার্বন (C)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)
২৩

কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি?

.
মেরু অঞ্চলে
✓ সঠিক উত্তর
.
সমুদ্র পৃষ্ঠে
.
ভূ-পৃষ্ঠের অভ্যন্তরে
.
মহাশূন্যে

ব্যাখ্যা

বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের মান (g) বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়। g এরমান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ অপেক্ষা কম। বিষুবরেখা হতে মেরুর দিকে যত বেশি যাওয়া যায় ব্যাসার্ধ তত কমতে থাকে এবং g এরমান তত বাড়তে থাকে। মেরু অঞ্চলে ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় g এর মান সবচেয়ে বেশি হয়। অর্থাৎ ওজন সবচেয়ে বেশি হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ভর ও ওজনরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)
২৪

কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না কারণ কাঁচ তাপ ---

.
অন্তরক
.
সুপরিবাহী
.
কুপরিবাহী
✓ সঠিক উত্তর
.
অর্ধ-পরিবাহী

ব্যাখ্যা

যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে তাপ সুপরিবাহী পদার্থ বলে। ধাতুর তাপ সুপরিবাহী পদার্থ হওয়ায় এ কে উত্তপ্ত করলে তার মধ্য দিয়ে সহজেই প্রবাহিত হয় ফলে ধাতুর সকলে স্থান প্রসারিত হয়। তাই ধাতু ফাটে না। কিন্তু কাজ তাপ কুপরিবাহী পদার্থটি একে উত্তপ্ত করলে তাপ কাচের মধ্য দিয়ে ধীরে ধীরে প্রবাহিত হয়। ফলে কাজকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বায়ুর তাপরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)
২৫

ক্ষমতার একক---

.
নিউটন
.
ক্যালরি
.
জুল
.
ওয়াট
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ক্ষমতার একক ওয়াট। নিউটন বলের একক। ক্যালোরি এককের আন্তর্জাতিক পদ্ধতি প্রচলনের পূর্বে ব্যবহৃত তাপের একক। জুল আই এস পদ্ধতিতে কাজ বা শক্তি ও তাপের একক হিসেবে ব্যবহৃত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: কাজ, ক্ষমতা ও শক্তিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)
২৬

পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞান ---

.
ইকোলজি
✓ সঠিক উত্তর
.
এনাটমি
.
ইভোলিউশন
.
হিস্টোলজী

ব্যাখ্যা

ইকোলজি হল জীবের সঙ্গে পরিবেশের সম্পর্ক বিষয়ক বিজ্ঞান। এনাটমী হচ্ছে প্রাণী দেহের বিশেষ কোনো অংশের অঙ্গসংস্থান ও গঠন সম্পর্কিত বিজ্ঞান। হিস্টোলজি উদ্ভিদ ও প্রাণী দেহের নির্দিষ্ট কাজ সম্পাদনকারী বিভিন্ন কলার গঠন ও রাসায়নিক উপাদান সংক্রান্ত বিজ্ঞান।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পরিবেশরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)
২৭

নিচের কোন উক্তিটি সঠিক?

.
বায়ু একটি যৌগিক পদার্থ
.
বায়ু একটি মৌলিক পদার্থ
.
বায়ু একটি মিশ্র পদার্থ
✓ সঠিক উত্তর
.
বায়ু বলতে নাইট্রোজেন ও অক্সিজেনকেই বোঝায়

ব্যাখ্যা

প্রধান দুটি উপাদান অক্সিজেন ও নাইট্রোজেন ছাড়াও বায়ুতে কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প ও অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস থাকে। মিশ্র পদার্থের বিভিন্ন উপাদানের অনুপাত সর্বত্র সমান হয় না। বায়ুতে তার উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে। জলাভূমির বায়ুতে কার্বন ডাই অক্সাইড ও মিথেন গ্যাস বেশি থাকে। আবার উপরের বায়ুতে নিচের বায়ু অপেক্ষা অক্সিজেন কম থাকে। অতএব বায়ু একটি মিশ্র পদার্থ।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পদার্থের পরিবর্তনরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)
২৮

পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ পূর্বে ছিল ৭ঃ ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?

.
২ : ২
.
৭ : ৩
.
৩১ : ১৬
✓ সঠিক উত্তর
.
৭ : ২

ব্যাখ্যা

পিতা ও পুত্রর বয়সের সমষ্টি ৭৪ বছর।
বিষয়: গণিতটপিক: বয়স (Ages)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)
২৯

০.৪-কে শতকরায় প্রকাশ করলে কত হবে?

.
৮০%
.
৬০%
.
২০%
.
৪০%
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

০.৪ কে লিখতে পারি ৪/১০ এখন এটা কে শতকারা প্রকাশ করলে দাড়ায় ৪ × ১০০/ ১০ × ১০০ [১০০ গুন করে] বা, ৪০০/১০ %
বিষয়: গণিতটপিক: শতকরা (Percentage)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)
৩০

আলমের বয়স কমলের বয়সের ৮০% হলে কমলের বয়স আলমের বয়সের----

.
১২৫%
✓ সঠিক উত্তর
.
১১৬%
.
৮০%
.
২০%

ব্যাখ্যা

কমলের বয়সের ৮০% = আলমাসের বয়সের ১০০%
বিষয়: গণিতটপিক: বয়স (Ages)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)
৩১

কোন বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?

.
৬৫
.
৭০
✓ সঠিক উত্তর
.
৪৪
.
৫০

ব্যাখ্যা

৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। 
বিষয়: গণিতটপিক: লাভ-ক্ষতি (Profit and loss)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)
৩২

টাকায় ৫টা দরে লেবু কিনে ডজন ৩ টাকা বিক্রয় করলে লাভ শতকরা কত?

.
১০%
.
১৫%
.
২৫%
✓ সঠিক উত্তর
.
৩০%

ব্যাখ্যা

সুপার শর্টকাটঃ
বিষয়: গণিতটপিক: লাভ-ক্ষতি (Profit and loss)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)
৩৩

তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বয়স কত?

.
৩০ বছর
.
২৮ বছর
.
২৭ বছর
.
২৪ বছর
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

এখানে উত্তর হবে ২৪ বছর। কারণ
বিষয়: গণিতটপিক: বয়স (Ages)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)
৩৪

১৫ জন লোকের গড় বয়স ২৯ বছর। তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জনের গড় বয়স কত হবে?

.
২৫ বছর
✓ সঠিক উত্তর
.
২৬ বছর
.
২৭ বছর
.
২৯ বছর
বিষয়: গণিতটপিক: বয়স (Ages)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)
৩৫

কোন ত্রিভুজের একটি বাহু উভয়দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি ---

.
বিষমবাহু
.
সমবাহু
.
সমকোণী
.
সমদ্বিবাহু
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান হলে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
বিষয়: গণিতটপিক: ত্রিভুজ (Triangle)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)
৩৬

কোন ক্ষেত্রটি সমান্তরিক নয়?

.
ট্রাপিজিয়াম
✓ সঠিক উত্তর
.
আয়তক্ষেত্র
.
বর্গক্ষেত্র
.
রম্বস

ব্যাখ্যা

ট্রাপিজিয়াম হলো চতুর্ভুজের একটি বিশেষ রূপ।
বিষয়: গণিতটপিক: চতুর্ভুজ (Quadrilateral)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)
৩৭

৫, ৮, ১৪, ২৬, ৫০ ------ধারাটির পরবর্তী সংখ্যা কত?

.
৭৪
.
৯৮
✓ সঠিক উত্তর
.
১০২
.
১২২

ব্যাখ্যা

৮ = ৫ + ৬
বিষয়: গণিতটপিক: ক্রম ও ধারা (Sequence & Series)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)
৩৮

স্কুলের কোন ক্লাসের ৩২ জন ছাত্রের মধ্যে ১৮ জন গান পছন্দ করে, ১৬ জন কবিতা পছন্দ করে এবং ৭ জন দুটিই পছন্দ করে। কতজন কোনোটিই পছন্দ করে না?

.
৫ জন
✓ সঠিক উত্তর
.
৭ জন
.
৮ জন
.
১০ জন

ব্যাখ্যা

শুধু গান পছন্দ করে = ১৮ - ৭
= ১১ জন
শুধু কবিতা পছন্দ করে = ১৬ - ৭
= ৯ জন
শুধু গান, কবিতা ও উভয় বিষয় পছন্দ করে = (১১ + ৯ + ৭) জন
= ২৭ জন
সুতরাং কোনটিই পছন্দ করে না = (৩২ - ২৭) জন
= ৫ জন
বিষয়: গণিতটপিক: ঐকিক নিয়ম (Unitary method)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)
৩৯

a=8,b=6,x=12 এবং y=4 হলেax+2b-2xy - এর মান কত ?

.
12
✓ সঠিক উত্তর
.
9
.
7
.
6

ব্যাখ্যা

Given data: 
বিষয়: গণিতরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)
৪০

x-1x=2হলে x3-1x3 কত ?

.
12
.
14
✓ সঠিক উত্তর
.
2
.
4

ব্যাখ্যা

দেয়া আছে, x-1x = 2 
বিষয়: গণিতরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(কপোতাক্ষ-01) (13-01-2010)