Bangladesh Bank - Assistant Director - 2008

মোট প্রশ্ন: ৮৮

পূর্ববর্তীপৃষ্ঠা এর
৮১

নিম্নে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় ?

.
সোনারতরী
.
চিত্রা
.
বলাকা
.
নৌকাডুবি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় নৌকাডুবি।
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008
৮২

' রাজবন্দীর জবানবন্দী' কার লেখা ?

.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
কাজী নজরুল ইসলাম
✓ সঠিক উত্তর
.
প্রথম চৌধুরী
.
শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

ব্যাখ্যা

' রাজবন্দীর জবানবন্দী' কাজী নজরুল ইসলামের লেখা।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008
৮৩

'কবর' কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত ?

.
বালুচর
.
রাখালী
✓ সঠিক উত্তর
.
ধানক্ষেত
.
সোজন বাদিয়ার ঘাট

ব্যাখ্যা

'কবর' কবিতাটি রাখালী কাব্য গ্রন্থের অন্তর্গত।
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008
৮৪

আহসান হাবীব এর কাব্যগ্রন্থ কোনটি ?

.
আশার বসতি
.
ছায়াহরিণ
.
সারাদুপুর
.
দুই হাতে দুই আদিম পাথার

ব্যাখ্যা

আহসান হাবীব (২ জানুয়ারি ১৯১৭ - ১০ জুলাই ১৯৮৫) একজন খ্যাতিমান বাংলাদেশি কবি ও সাহিত্যিক। দীর্ঘ দিন দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক পদের দায়িত্ব পালন সূত্রে তিনি স্বাধীনতা - উত্তর বাংলাদেশের সাহিত্য অঙ্গনে অভিভাবকের ভূমিকা রেখেছেন। তিনি চল্লিশের দশকের অন্যতম প্রধান আধুনিক কবি হিসেবে পরিগণিত।
বিষয়: বাংলাটপিক: গ্রন্থরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008
৮৫

"যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম । এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে ।" এই উক্তিটি কোনটির অন্তর্গত ?

.
বিলাসী
.
হৈমন্তী
✓ সঠিক উত্তর
.
অর্ধাঙ্গিনী
.
বৈকালী

ব্যাখ্যা

"যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম । এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে । " এই উক্তিটি হৈমন্তী গল্পের অন্তর্গত।
বিষয়: বাংলাটপিক: সাহিত্যকদের বিখ্যাত উক্তিরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008
৮৬

' হাজার বছর ধরে ' রচনাটি কার ?

.
জহির রায়হান
✓ সঠিক উত্তর
.
মুনীর চৌধুরী
.
সৈয়দ মুজতাব আলী
.
মোতাহের হোসেন চৌধুরী

ব্যাখ্যা

'হাজার বছর ধরে ' রচনাটি জহির রায়হান।
বিষয়: বাংলাটপিক: প্রবন্ধ রচনারেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008
৮৭

' আখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে ।' -কবিতার পরের কোন লাইনটি সঠিক ?

.
এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,
.
পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
.
দাদী যে তোমার কত খুশি হত দেখিতিস যদি চেয়ে ।
.
আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় ,

ব্যাখ্যা

"কবর" কবিতাটি বাংলা সাহিত্যে জসীমউদ্দিনের এক অবিস্মরণীয় অবদান জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কবির জন্ম কবি যে ঘরে থাকতেন সে বাড়ির সামনে সিঁড়ি, সিঁড়ির দুদিকে লেবু গাছ, মাঝখানে ডালিম গাছ এই জায়গাটিই তাঁর কবিতার সৃষ্টির উৎসভূমিপ্রশ্নে উল্লেখিতকবিতার পরের লাইন -
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008
৮৮

' তপুকে আবার ফিরে পাবো , একথা ভুলেও ভাবিনি কোন দিন ।' নিম্নে কোনটি থেকে নেয়া ?

.
বইকেনা
.
মানুষ
.
একুশের গল্প
✓ সঠিক উত্তর
.
ভাষার কথা

ব্যাখ্যা

' তপুকে আবার ফিরে পাবো , একথা ভুলেও ভাবিনি কোন দিন । ' উক্তিটি একুশের গল্প থেকে নেয়া।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008