Bangladesh Bank - Assistant Director - 2008

মোট প্রশ্ন: ৮৮

পৃষ্ঠা এর পরবর্তী

কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে 'নোবেল' পুরষ্কার পান ?

.
১৮১৩
.
১৯১৪
.
১৯১৩
✓ সঠিক উত্তর
.
১৯১৫

ব্যাখ্যা

১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে 'নোবেল' পুরষ্কার পান ।
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008

নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় ?

.
মৃত্যু-ক্ষুধা
✓ সঠিক উত্তর
.
রাজা
.
কল্পনা
.
ডাকঘর

ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় মৃত্যু - ক্ষুধা।
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008

' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' -এর পারিবারিক পদবি কোনটি ?

.
চৌধুরী
.
চট্রোপাধ্যায়
.
চক্রবর্তী
.
বন্দ্যোপাধ্যায়
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' - এর পারিবারিক পদবি বন্দ্যোপাধ্যায়।
বিষয়: বাংলাটপিক: পদ প্রকরণরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008

সুকান্ত ভট্রাচার্য মৃত্যুবরণ করেন মাত্র -

.
১৮ বছর বয়সে
.
২০ বছর বয়সে
.
২১ বছর বয়সে
✓ সঠিক উত্তর
.
১৯ বছর বয়সে

ব্যাখ্যা

সুকান্ত ভট্রাচার্য মৃত্যুবরণ করেন মাত্র - ২১ বছর বয়সে।
বিষয়: বাংলাটপিক: সাহিত্যিকদের মৃত্যু / মৃত্যু সালরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008

বর্বর বলি যাহাদের গালি পাড়িল ক্ষুদ্রমনা, কূপ-মন্ডুক 'অসংযমী'র ' আখ্যা দিয়াছে যারে , ----- এর পরের লাইন কোনটি ?

.
ধরণীর হাতে দি যারা আনি ফসলের ফরমান
.
তারাই গাহিল নব প্রেম-গান ধরণী-মেরীর যীশূ
.
তারি তরে ভাই গান রচে যাই , বন্দনা করি তারে ,
✓ সঠিক উত্তর
.
আমি মরু কবি-গাহি সেই বেদে-বেদুঈনদের গান

ব্যাখ্যা

বর্বর বলি যাহাদের গালি পাড়িল ক্ষুদ্রমনা, কূপ - মন্ডুক 'অসংযমী'র ' আখ্যা দিয়াছে যারে , - - - - - এর পরের লাইন হচ্ছে -
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহন করেন বাংলা -

.
২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দে
✓ সঠিক উত্তর
.
৭ বৈশাখ, ১৭৮
.
২৭ বৈশাখ, ১৩৫৭ বঙ্গাব্দে
.
২৪ বৈশাখ, ১৩৬৮ বঙ্গাব্দে
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008

'গগনে গরজে মেঘ, ঘন বরষা' --------- রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা । কবিতার দ্বিতীয় লাইনটি হবে -----

.
একখানি ছোট শেত, আমি একলা
.
কাটিতে কাটিতে ধান এল বরষা
.
চারিদিক বাঁকা জল করিছে খেলা
.
কূলে একা বসে আছি , নাহি ভরসা ।
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'গগনে গরজে মেঘ, ঘন বরষা' - - - - - - - - - রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা । কবিতার দ্বিতীয় লাইনটি হবে - - - - -
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008

' জীবন থেকে নেয়া' , 'স্টপ জেনোসাইড' , 'লেট দেয়ার বি লাইট' কার লেখা ?

.
জহির রায়হান
✓ সঠিক উত্তর
.
শামসুর রাহমান
.
সৈয়দ মুজতবা আলী
.
সৈয়দ ওয়ালীউলাহ
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008

'মহাশ্মশান' মহাকাব্যটি কার রচিত ?

.
জহির রায়হান
.
কাজী নজরুল ইসলাম
.
কায়কোবাদ
✓ সঠিক উত্তর
.
মহাকবি আলাওল

ব্যাখ্যা

'মহাশ্মশান' মহাকাব্যটি কায়কোবাদের রচিত।
বিষয়: বাংলাটপিক: কাব্যরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008
১০

'সনেট' এ কয়টি পংক্তি থাকে ?

.
১২ টি
.
১৩ টি
.
১৪ টি
✓ সঠিক উত্তর
.
১৬ টি

ব্যাখ্যা

'সনেট' এ ১৪টি পংক্তি থাকে।
বিষয়: বাংলাটপিক: সনেটরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008
১১

বাংলা কাব্যে 'অমিত্রাক্ষর ছন্দ' প্রবর্তন করেন কে ?

.
কায়কোবাদ
.
সুকান্ত ভট্রাচার্য
.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
.
মাইকেল মধুসূধন দত্ত
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: অমিত্রাক্ষর ছন্দরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008
১২

'পদ্মা নদীর মাঝি' কার লেখা ?

.
মানিক বন্দ্যোপাধ্যায়
✓ সঠিক উত্তর
.
মুনীর চৌধুরী
.
জহির রায়হান
.
মোতাহের হোসেন চৌধুরী

ব্যাখ্যা

'পদ্মা নদীর মাঝি' মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা।
বিষয়: বাংলাটপিক: পদ প্রকরণরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008
১৩

নিম্নে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় ?

.
সোনারতরী
.
চিত্রা
.
বলাকা
.
নৌকাডুবি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় নৌকাডুবি।
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008
১৪

' রাজবন্দীর জবানবন্দী' কার লেখা ?

.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
কাজী নজরুল ইসলাম
✓ সঠিক উত্তর
.
প্রথম চৌধুরী
.
শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

ব্যাখ্যা

' রাজবন্দীর জবানবন্দী' কাজী নজরুল ইসলামের লেখা।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008
১৫

'কবর' কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত ?

.
বালুচর
.
রাখালী
✓ সঠিক উত্তর
.
ধানক্ষেত
.
সোজন বাদিয়ার ঘাট

ব্যাখ্যা

'কবর' কবিতাটি রাখালী কাব্য গ্রন্থের অন্তর্গত।
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008
১৬

আহসান হাবীব এর কাব্যগ্রন্থ কোনটি ?

.
আশার বসতি
.
ছায়াহরিণ
.
সারাদুপুর
.
দুই হাতে দুই আদিম পাথার

ব্যাখ্যা

আহসান হাবীব (২ জানুয়ারি ১৯১৭ - ১০ জুলাই ১৯৮৫) একজন খ্যাতিমান বাংলাদেশি কবি ও সাহিত্যিক। দীর্ঘ দিন দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক পদের দায়িত্ব পালন সূত্রে তিনি স্বাধীনতা - উত্তর বাংলাদেশের সাহিত্য অঙ্গনে অভিভাবকের ভূমিকা রেখেছেন। তিনি চল্লিশের দশকের অন্যতম প্রধান আধুনিক কবি হিসেবে পরিগণিত।
বিষয়: বাংলাটপিক: গ্রন্থরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008
১৭

"যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম । এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে ।" এই উক্তিটি কোনটির অন্তর্গত ?

.
বিলাসী
.
হৈমন্তী
✓ সঠিক উত্তর
.
অর্ধাঙ্গিনী
.
বৈকালী

ব্যাখ্যা

"যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম । এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে । " এই উক্তিটি হৈমন্তী গল্পের অন্তর্গত।
বিষয়: বাংলাটপিক: সাহিত্যকদের বিখ্যাত উক্তিরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008
১৮

' হাজার বছর ধরে ' রচনাটি কার ?

.
জহির রায়হান
✓ সঠিক উত্তর
.
মুনীর চৌধুরী
.
সৈয়দ মুজতাব আলী
.
মোতাহের হোসেন চৌধুরী

ব্যাখ্যা

'হাজার বছর ধরে ' রচনাটি জহির রায়হান।
বিষয়: বাংলাটপিক: প্রবন্ধ রচনারেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008
১৯

' আখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে ।' -কবিতার পরের কোন লাইনটি সঠিক ?

.
এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,
.
পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
.
দাদী যে তোমার কত খুশি হত দেখিতিস যদি চেয়ে ।
.
আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় ,

ব্যাখ্যা

"কবর" কবিতাটি বাংলা সাহিত্যে জসীমউদ্দিনের এক অবিস্মরণীয় অবদান জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কবির জন্ম কবি যে ঘরে থাকতেন সে বাড়ির সামনে সিঁড়ি, সিঁড়ির দুদিকে লেবু গাছ, মাঝখানে ডালিম গাছ এই জায়গাটিই তাঁর কবিতার সৃষ্টির উৎসভূমিপ্রশ্নে উল্লেখিতকবিতার পরের লাইন -
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008
২০

' তপুকে আবার ফিরে পাবো , একথা ভুলেও ভাবিনি কোন দিন ।' নিম্নে কোনটি থেকে নেয়া ?

.
বইকেনা
.
মানুষ
.
একুশের গল্প
✓ সঠিক উত্তর
.
ভাষার কথা

ব্যাখ্যা

' তপুকে আবার ফিরে পাবো , একথা ভুলেও ভাবিনি কোন দিন । ' উক্তিটি একুশের গল্প থেকে নেয়া।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: Bangladesh Bank - Assistant Director - 2008