১০ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-05-2016)

মোট প্রশ্ন: ৯৪

পৃষ্ঠা এর পরবর্তী

'গ্রিনহাউস' ইফেক্ট কি?

.
সবুজ বৃক্ষ ধ্বংস হওয়া
.
নিম্ন ভূমি নিমজ্জিত হওয়া
.
সমুদ্রতলের উচ্চতা বেড়ে যাওয়া
.
তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

গ্রিনহাউজ প্রতিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূপৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলীয় গ্রিনহাউজ গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমন্ডলের অভ্যন্তরে বিকিরিত হয়। এ বিকীর্ণ তাপ ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের নিম্নস্তরে ফিরে এসে ভূপৃষ্ঠের তথা বায়ুমন্ডলের গড় তাপমাত্রা বাড়িয়ে দেয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বায়ুমণ্ডলীয় স্তররেফারেন্স: ১০ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-05-2016)

উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্র---

.
ক্রোনোমিটার
.
ওডোমিটার
.
ট্যাকোমিটার
✓ সঠিক উত্তর
.
ক্রোসকোগ্রাফ
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: তাপ ও তাপগতিবিদ্যারেফারেন্স: ১০ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-05-2016)

ক্রয়মূল্য : বিক্রয়মূল্য =৫ : ৬ এতে শতকরা লাভ হয় ---

.
১৫%
.
২০%
✓ সঠিক উত্তর
.
২১%
.
২৫%

ব্যাখ্যা

প্রশ্নানুসারে, 5 টাকা ক্রয়মূল্য হলে 6 টাকা বিক্রয়মূল্য হয় ।
বিষয়: গণিতটপিক: লাভ-ক্ষতি (Profit and loss)রেফারেন্স: ১০ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-05-2016)

একজন চাকরিজীবীর আয় ও ব্যয়ের অনুপার ২০ঃ ১৫ হলে, তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ?

.
৩০%
.
১৫%
.
২০%
.
২৫%
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

এখানে,আয় ও ব্যায়ের পার্থক্য = ২০-১৫=৫
বিষয়: গণিতটপিক: ভগ্নাংশ (Fraction)রেফারেন্স: ১০ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-05-2016)

পিতা পুত্রের বর্তমান বয়সের যোগফল ১৫ বছর পূর্বের বয়সের যোগফলের দ্বিগুণ। যদি পুত্রের বর্তমান বয়স ১৬ বছর হয়, তবে পিতার বর্তমান বয়স কত?

.
৪৪ বছর
✓ সঠিক উত্তর
.
৪০ বছর
.
৩৬ বছর
.
৩২ বছর

ব্যাখ্যা

মনে করি,পিতার বর্তমান বয়স=x
বিষয়: গণিতটপিক: বয়স (Ages)রেফারেন্স: ১০ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-05-2016)

ত্রিভুজ ABC-এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ A = কোণ ৪০ ডিগ্রী এবং কোণ B= কোণ ৬০ ডিগ্রী হলে, কোণ ACD = কত ডিগ্রী?

.
১৮০ ডিগ্রী
.
৯০ ডিগ্রী
.
১০০ ডিগ্রী
✓ সঠিক উত্তর
.
১২০ ডিগ্রী

ব্যাখ্যা

আমরা জানি, 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°
            =১০০° 
ত্রিভুজ ABC = ১৮০°
      = ১৮০° - ১০০°
সুতরাং,  আমরা জানি, 
সরল কোণের পরিমান ১৮০°
= ১০০°
বিষয়: গণিতটপিক: ত্রিভুজ (Triangle)রেফারেন্স: ১০ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-05-2016)

এর চার দশমিক স্থান পর্যন্ত আসন্নমান কোনটি?

.
০.২৮৫৭
.
০.২৮৪৭
.
০.২৮৬৭
✓ সঠিক উত্তর
.
০.২৮৩৭
বিষয়: গণিতরেফারেন্স: ১০ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-05-2016)

দায়রা জজ কর্তৃক মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সংক্রান্ত তামাদির বিধান The Limitation Act, 1908-- এর কত Article-এ বর্ণিত আছে?

.
149
.
150
✓ সঠিক উত্তর
.
177
.
178
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আপিল বিভাগরেফারেন্স: ১০ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-05-2016)

রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত অধ্যাদেশ কত দিনের মধ্যে সংসদের মাধ্যমে আইনে পরিণত করা না হলে বিলুপ্ত হয়ে যাবে? অধ্যাদেশ জারির ---

.
তারিখ থেকে নব্বই দিন
.
তারিখ থেকে ছয় মাস
.
পর প্রথম সংসদের অধিবেশনের প্রথম দিন হতে ত্রিশ দিন
✓ সঠিক উত্তর
.
পর প্রথম সংসদ অধিবেশনে উত্থাপনের তারিখ হতে ত্রিশ দিন

ব্যাখ্যা

সাধারণত যখন সংসদ অকার্যকর থাকে অথবা যখন সংসদের অধিবেশন বন্ধ থাকে তখন রাষ্ট্রের জরুরী প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের একক ক্ষমতাবলে যে আইন জারী করে তাকে অধ্যাদেশ বলে
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: রাষ্ট্রপতিরেফারেন্স: ১০ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-05-2016)
১০

'প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র' ---। শব্দগুলো সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?

.
.
১১
✓ সঠিক উত্তর
.
১০
.

ব্যাখ্যা

'প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র'। - শব্দগুলো সংবিধানের ১১ অনুচ্ছেদে বর্ণিত আছে -
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সংবিধানের অনুচ্ছেদসমূহরেফারেন্স: ১০ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-05-2016)
১১

১৯৭২ -এর মূল সংবিধানের অধঃস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খার ক্ষমতা কোন কর্তৃপক্ষের উপর অর্পণ করা হয়েছিল?

.
রাষ্ট্রপতি
.
প্রধান বিচারপতি
.
জাতীয় সংসদ
.
সুপ্রিম কোর্ট
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

১৯৭২ - এর মূল সংবিধানের অধঃস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খার ক্ষমতা সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের উপর অর্পণ করা হয়েছিল।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সংবিধান, সবিধান সম্পর্কীয় তথ্যরেফারেন্স: ১০ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-05-2016)
১২

১৯৭১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমিন্ত্রী হিসেবে আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিলেন?

.
প্রফুল্লচন্দ সেন
.
অজয় মুখোপাধ্যায়
✓ সঠিক উত্তর
.
সিদ্ধার্থ শঙ্কর রায়
.
জ্যোতি বসু

ব্যাখ্যা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন যথাক্রমে প্রফুল্লচন্দ্র সেন ১ জুলাই ১৯৬২ - ২৮ ফেব্রুয়ারি ১৯৬৭। অজয় কুমার মুখোপাধ্যায় ২৫ ফেব্রুয়ারি ১৯৬৮ - ৩০ জুলাই ১৯৭০ এবং ২ এপ্রিল ১৯৭১ - ২৫ জুন ১৯৭১। সিদ্ধার্থ শংকর রায় ২০ মার্চ ১৯৭২ - ৩০ এপ্রিল ১৯৭৭। জ্যোতি বসু ১৯৭৭ - ২০০০.১৯৭১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিলেন অজয় মুখোপাধ্যায়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: স্বাধীনতার ঘোষণারেফারেন্স: ১০ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-05-2016)
১৩

High Court Judicature at Calcutta স্থাপিত হয় কত সালে?

.
১৮৬২
✓ সঠিক উত্তর
.
১৮৬১
.
১৮৭০
.
১৮৭২

ব্যাখ্যা

কলকাতা উচ্চাদালত বা কলকাতা হাইকোর্ট (ইংরেজি: Calcutta High Court) ভারতের প্রাচীনতম হাইকোর্ট।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ১০ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-05-2016)
১৪

The Limitation Act, 1908 এর তফসিলে কোনো মামলায় তামাদির সময়সীমা আলাদাভাবে উল্লেখ করা না থাকলে তার তামাদির মেয়াদ কত?

.
৩ বছর
.
৬ বছর
✓ সঠিক উত্তর
.
১২ বছর
.
১ বছর

ব্যাখ্যা

‘বিষাদ - সিন্ধু’ মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস। উপন্যাসটিতে তিনটি পর্ব আছে। ‘মহরম পর্ব’ (১৮৯৫), ‘উদ্ধার পর্ব’ (১৮৮৭), ‘এজিদবধ পর্ব’ (১৮৯১)। উপন্যাসটি কারবালার বিষাদময় কাহিনী অবলম্বনে রচিত। মহানবী হযরত মুহম্মদ (স) – এর দৌহিত্র ইমাম হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের বিরোধ ও যুদ্ধ এই উপন্যাসের মূল কাহিনী।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জেলা জজ আদালতরেফারেন্স: ১০ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-05-2016)
১৫

দায়রা মামলা বিচারের কোন পর্যায় পর্যন্ত চার্জ পরিবর্তন করা যায়?

.
রায় প্রচারের পূর্ব তারিখ পর্যন্ত
.
আসামিকে ৩৪২ ধারায় পরীক্ষার পূর্ব পর্যন্ত
.
যুক্তিতর্ক শ্রবণের পূর্ব পর্যন্ত
.
রায় প্রস্তুতের সময় পর্যন্ত
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জেলা জজ আদালতরেফারেন্স: ১০ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-05-2016)
১৬

The Negotiable Instruments Act, 1881 এর ১৩৮ ধারার মামলার কারণ কখন উদ্ভব হয়? যে দিন ----

.
চেক ইস্যু করা হয়
.
চেকটি অপর্যাপ্ত তহবিলের কারণে প্রত্যাখ্যাত হয়
.
চেক দাতা নোটিশ গ্রহণ করেন
.
চেক দাতার নোটিশ প্রাপ্তির পর ত্রিশ দিন অতিবাহিত হয়
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জেলা জজ আদালতরেফারেন্স: ১০ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-05-2016)
১৭

নিম্নের কোন আইনের মাধ্যমে বেনামি হস্তান্তর নিষিদ্ধ করা হয়েছে?

.
The State Acquisition and Tenancy Act, 1950
.
The Land Reforms Ordinance, 1984
✓ সঠিক উত্তর
.
The Transfer of Property Act, 1882
.
The Registration Act, 1908
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আইন সম্পর্কিত তথ্যরেফারেন্স: ১০ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-05-2016)
১৮

ভাটার ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করলে শাস্তি ---

.
অনধিক ৩ বছর কারাদণ্ড বা ৩ লক্ষ টাকা অর্থদণ্ড
.
অনধিক ২ বছর কারাদণ্ড বা ২ লক্ষ টাকা অর্থদণ্ড
.
অনধিক ৩ বছর কারাদণ্ড বা ৩ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড
✓ সঠিক উত্তর
.
কোনোটিই নয়

ব্যাখ্যা

ভাটার ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করলে শাস্তি - - -
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ১০ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-05-2016)
১৯

Special Committee on the East Bengal State Acquisition and Tenancy Bill, 1948 এর Chairman কে ছিলেন?

.
এ, কে, ফজলুল হক
✓ সঠিক উত্তর
.
তাফাজ্জল আলী
.
আব্দুর রশিদ তর্কবার্গীশ
.
নাজির হোসেন খন্দকার

ব্যাখ্যা

Special Committee on the East Bengal State Acquisition and Tenancy Bill, 1948 এর Chairman ছিলেন এ, কে, ফজলুল হক।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ১০ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-05-2016)
২০

দলিল রদের মোকদ্দমায় কোর্ট ফি কত?

.
অ্যাড -ভ্যালোরেম
✓ সঠিক উত্তর
.
নির্ধারিত ৩০০ টাকা
.
২০০ টাকা
.
আদালতের নির্দেশ মতে
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ১০ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (20-05-2016)