১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)

মোট প্রশ্ন: ১০১

২১

বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার?

.
৩০ বছর
.
২৫ বছর
✓ সঠিক উত্তর
.
৩৫ বছর
.
৪০ বছর

ব্যাখ্যা

বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার ২৫ বছর।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রধানমন্ত্রীরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
২২

বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Direct Foreign Investment) হয়েছে?

.
যুক্তরাষ্ট্র
✓ সঠিক উত্তর
.
যুক্তরাজ্য
.
দক্ষিণ কোরিয়া
.
মালয়েশিয়া

ব্যাখ্যা

বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Direct Foreign Investment) হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
২৩

বর্তমানে সরকার কয়টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করছেন?

.
৪টি স্তরে
.
৩টি স্তরে
✓ সঠিক উত্তর
.
২টি স্তরে
.
১টি স্তরে

ব্যাখ্যা

বর্তমানে সরকার ৩টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করছেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের সরকার ব্যবস্থারেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
২৪

জনাব এফ আর খান বাংলাদেশের জন্য গৌরব। তিনি কি ছিলেন?

.
স্থপতি
✓ সঠিক উত্তর
.
ক্যান্সার চিকিৎসক
.
আণবিক বিজ্ঞানী
.
কম্পিউটার বিজ্ঞানী

ব্যাখ্যা

জনাব এফ আর খান বাংলাদেশের জন্য গৌরব। তিনি ছিলেন স্থপতি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: এফ আর খানরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
২৫

তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা কত ভাগ আসে (২০১৫-১৬ এর হিসাব মতে )

.
প্রায় ৪২.৯ ভাগ
✓ সঠিক উত্তর
.
প্রায় ৫৪ ভাগ
.
প্রায় ৬৫ ভাগ
.
প্রায় ৬০ ভাগ

ব্যাখ্যা

তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা প্রায় ৪২.৯ ভাগ আসে (২০১৫ - ১৬ এর হিসাব মতে )।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অর্থনীতিরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
২৬

জাতিসংঘের সিডও ( Convention on the Elimination of all forms of Discrimination Against Women)-এর Monitoring কমিটির চেয়ারপার্সন একজন বাঙালি মহিলা। তিনি কে?

.
সালামা সোবহান
.
সালমা খান
✓ সঠিক উত্তর
.
নাজমা চৌধুরী
.
হামিদা হোসেন
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতিসংঘরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
২৭

খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?

.
চাপালিশ
.
কেওয়া
.
গেওয়া
.
সুন্দরী
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় সুন্দরী কাঠ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
২৮

দিনাজপুর জেলায় বড়পুকুরিয়ায় কিসের খনি প্রকল্প কাজ চলছে?

.
কঠিন শিলা
.
কয়লা
✓ সঠিক উত্তর
.
চুনাপাথর
.
সাদামাটি
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
২৯

'মোনালিসা' চিত্রটির চিত্রকর কে?

.
মাইকেল এঞ্জেলা
.
লিওনার্দো দ্য ভিঞ্চি
✓ সঠিক উত্তর
.
ভ্যানগগ
.
পাবলো পিকাসো

ব্যাখ্যা

'মোনালিসা' চিত্রটির চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: লিওনার্দো দ্য ভিঞ্চিরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৩০

' মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ ' ---- বাক্যে ' মরি মরি' কোন শ্রেণীর অব্যয়?

.
সমন্বয়ী
.
অনন্বয়ী
✓ সঠিক উত্তর
.
পদান্বয়ী
.
অনুকার
বিষয়: বাংলাটপিক: অব্যয় পদরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৩১

'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি?

.
দুল্‌ + অনা
✓ সঠিক উত্তর
.
দোল্‌ + না
.
দোল্‌ + অনা
.
দোলনা + আ
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৩২

'কৌশলে কার্যোদ্ধার' --- কোনটির অর্থ?

.
গাছে তুলে মই কাড়া
.
এক ক্ষুরে মাথা মোড়ানো
.
ধরি মাছ না ছুঁই পানি
✓ সঠিক উত্তর
.
আকাশের চাঁদ হাতে পাওয়া
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৩৩

' সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

.
রূপতত্ত্ব
.
ধ্বনিতত্ত্ব
✓ সঠিক উত্তর
.
পদক্রম
.
বাক্য প্রকরণ
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৩৪

কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?

.
বৃন্দ
.
কুল
.
বর্গ
.
গ্রাম
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ এবং অপ্রাণীবাচক শব্দের বহুবচনে আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি ব্যবহূত হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৩৫

বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?

.
শব্দ
✓ সঠিক উত্তর
.
বর্ণ
.
ধ্বনি
.
চিহ্ন

ব্যাখ্যা

শব্দের ক্ষুদ্রতম একক কোনটি ? ধ্বনি
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৩৬

সন্ধির প্রধান সুবিধা কি?

.
পড়ার সুবিধা
.
লেখার সুবিধা
.
উচ্চারণের সুবিধা
✓ সঠিক উত্তর
.
শোনার সুবিধা

ব্যাখ্যা

সন্ধির উদ্দেশ্য : সন্ধি মূলত দুটো উদ্দেশ্যকে সামনে রেখে করা হয়। সুতরাং যেখানে সন্ধির মাধ্যমে এই দুটি উদ্দেশ্যই পূরণ হবে, সেখানেই কেবল সন্ধি করা যাবে। এগুলো হলো -
১. সন্ধির ফলে উচ্চারণ আরো সহজ হবে (স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা),
২. সন্ধি করার পর শুনতে আরো ভালো লাগবে (ধ্বনিগত মাধুর্য সম্পাদন)।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৩৭

কোন বানানটি শুদ্ধ?

.
সমীচীন
✓ সঠিক উত্তর
.
সমিচীন
.
সমীচিন
.
সমিচিন

ব্যাখ্যা

সমীচীন - [বিশেষণ পদ] সঙ্গত, যথার্থ, উচিত, উপযুক্ত, ন্যায়সঙ্গত।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৩৮

কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?

.
শেষের কবিতা
.
দোলন-চাঁপা
✓ সঠিক উত্তর
.
সোনার তরী
.
মানসী
বিষয়: বাংলাটপিক: সাধারণ জ্ঞানরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৩৯

কাজী ইমদাদুল হক-এর ' আবদুল্লাহ' উপন্যাসের উপজীব্য কি?

.
চাষী জীবনের করুণ চিত্র
.
কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
.
তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
✓ সঠিক উত্তর
.
মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী

ব্যাখ্যা

‘আবদুল্লাহ’ উপন্যাসটি লেখকের জীবদ্দশায় সম্পূর্ণ বা প্রকাশ হয়নি। তিনি এ উপন্যাসটি জীবনের শেষান্তে শুরু করলেও শেষ করে যেতে পারেননি। পরবর্তীতে তার খসড়ার ভিত্তিতে উপন্যাসটি সম্পূর্ণ করা হয় এবং তা ১৯৩২ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৪০

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচতি ' কবর' নাটকের রচয়িতা কে?

.
কবির চৌধুরী
.
মুনীর চৌধুরী
✓ সঠিক উত্তর
.
সৈদয় শামসুল হক
.
মুনতাসীর মামুন

ব্যাখ্যা

জেলখানায় নারী চরিত্রের অভিনেত্রী পাওয়া যাবে না বলে কবর নাটকে নাট্যকার কোনো নারী চরিত্র রাখেননি। কেবল নাটকীয় মুহূর্তে ইন্সপেক্টর হাফিজ মাথায় চাদর টেনে নারীর অভিনয় করেন। নাটকটি মুনীর চৌধুরী লেখা শেষ করেছিলেন ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি আর জেলখানায় অভিনীত হয়েছিল ২১ ফেব্রুয়ারি।
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)