১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)

মোট প্রশ্ন: ১০১

৪১

' সততা সর্বোৎকৃষ্ট পন্থা' --- কোনটির অনুবাদ?

.

Honesty is the best virtue

.

Honesty is the better way

.

Honesty is a good way

.

Honesty is the best policy

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়
বিষয়: বাংলাটপিক: অনুবাদরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৪২

' বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?

.
নীহাররঞ্জন রায়
✓ সঠিক উত্তর
.
আর সি মজুমদার
.
অধ্যাপক আব্দুল করিম
.
অধ্যাপক সুনীতিকুমার সেন
বিষয়: বাংলাটপিক: লেখকরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৪৩

' শাহনামা' -এর লেখক কে?

.
কবি ফেরদৌসী
✓ সঠিক উত্তর
.
মওলানা রুমী
.
কবি নিজামী
.
কবি জামি

ব্যাখ্যা

শাহনামা অথবা শাহ্ - নামা (ফার্সি: شاهنامه‎‎ Šāhnāmeh, "রাজাদের বই") পারস্যের (বর্তমান ইরান) কবি ফেরদৌসী দ্বারা লিখিত একটি দীর্ঘ মহাকাব্য।
বিষয়: বাংলাটপিক: লেখকরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৪৪

কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?

.
তুই বাড়ি যা
.
ক্ষমা করা ঘোর অপরাধ
.
কাল একবার এসো
✓ সঠিক উত্তর
.
দূর হও
বিষয়: বাংলাটপিক: বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax)রেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৪৫

বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি ?

.
এগারটি
.
নয়টি
.
দশটি
✓ সঠিক উত্তর
.
আটটি
বিষয়: বাংলাটপিক: বর্ণমালারেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৪৬

' তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি' ---- এটা কোন ধরনের বাক্য ?

.
যৌগিক বাক্য
✓ সঠিক উত্তর
.
সাধারণ বাক্য
.
মিশ্র বাক্য
.
সরল বাক্য
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৪৭

' একাদশে বৃহস্পতি' এর অর্থ কি?

.
আশার কথা
.
সৌভাগ্যের বিষয়
✓ সঠিক উত্তর
.
মজা পাওয়া
.
আনন্দের বিষয়

ব্যাখ্যা

বিষয়টি হিন্দু ধর্মীয় শুভক্ষণ বিষয়ক প্রবাদ মাত্র। একাদশী তিথি হিন্দুধর্মে একটি বিশেষ দিন, অপরদিকে বৃহস্পতিবার হিন্দুধর্মের অপর একটি সাপ্তাহিক নিত্যকর্মের দিন। তাই একই দিনে দুইটি শুভক্ষণের আবির্ভাব প্রকাশ করতে উক্ত প্রবাদটি ব্যবহৃত হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৪৮

লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?

.
সাহেব
.
বেয়াই
.
সঙ্গী
.
কবিরাজ
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: লিঙ্গ (বাংলা ব্যাকরণ)রেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৪৯

সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?

.
কবিতার পংক্তিতে
.
গানের কলিতে
.
গল্পের কলিতে
.
নাটকের সংলাপে
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: সাধু রীতিরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৫০

দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?

.
ননদ
✓ সঠিক উত্তর
.
প্রিয়া
.
শিয্যা
.
আয়া
বিষয়: বাংলাটপিক: পুরুষ বা পক্ষরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৫১

বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?

.
নামপদ
.
উপপদ
.
প্রাতিপদিক
✓ সঠিক উত্তর
.
উপমিত
বিষয়: বাংলাটপিক: বিভক্তিরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৫২

ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?

.

আন

.

আই

.

আল

.

আও

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ভাববাচক বিশেষ্য গঠনে আও প্রত্যয় যুক্ত হয় । { রেফারেন্স - পুরাতন বাংলা ব্যকরণ বই (৯-১০ শ্রেণি ) - নবম পরিচ্ছেদ - বিশেষ নিয়ম ৯ - পৃষ্ঠা ৮৪
বিষয়: বাংলাটপিক: ধাতু (বাংলা ব্যাকরণ)রেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৫৩

বচন অর্থ কি?

.
সংখ্যার ধারণা
✓ সঠিক উত্তর
.
গণনার ধারণা
.
ক্রমের ধারণা
.
পরিমাপের ধারণা
বিষয়: বাংলাটপিক: বচনরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৫৪

বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?

.
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
.
আইজ্যাক নিউটন
.
টমাস এডিসন
✓ সঠিক উত্তর
.
ভোল্টা

ব্যাখ্যা

মার্কিন বিজ্ঞানি টমাস আলভা এডিসন গ্রামোফোন, ভিডিও ক্যামেরা, এবং দীর্ধস্থায়ী বৈদ্যুতিক বাতিসহ বহু যন্ত্র আবিষ্কার করে চিরস্মরণীয় হয়ে আছেন। ব্যবসা বাণিজ্য ও কারখানায় বিদ্যুৎ শক্তি উৎপাদন ও বণ্টনের ধারণা এবং প্রয়োগ তার হাত ধরেই চালু হয় যা আধুনিক শিল্প বিল্পবের কারণ।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: তাপ ও তাপগতিবিদ্যারেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৫৫

ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে?

.
ছায়াবৃত্ত
✓ সঠিক উত্তর
.
গুরুবৃত্ত
.
ঊষা
.
গোধূলি

ব্যাখ্যা

পৃথিবীর আলোকিত এবং অন্ধকার অংশের মধ্যবর্তী বৃত্তাকার অংশকে ছায়াবৃত্ত বলে। আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ অন্ধকার থেকে ছায়াবৃত্ত পার হয়ে সবেমাত্র আলোকিত অংশে পৌছায় সেখানে প্রভাত হয়। প্রভাতের কিছুক্ষণ পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে সেখানে ঊষা এবং সন্ধ্যার কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে সে সময় কে গোধূলি বলে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মহাকর্ষ ও অভিকর্ষরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৫৬

সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?

.
৭.৯ সে. মি.
.
৭৬ সে. মি.
✓ সঠিক উত্তর
.
৭২ সে. মি.
.
৭৭ সে. মি.

ব্যাখ্যা

বায়ু তার ওজনের জন্য চতুর্দিকে যে চাপ দেয় তাকে বায়ুর চাপ বলে। বায়ু সাধারণত নিচ থেকে ওপরের দিকে স্তরে স্তরে সজ্জিত থাকে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বায়ুর চাপরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৫৭

ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?

.
হরমুজ
.
জিব্রাল্টার
✓ সঠিক উত্তর
.
বসফরাস
.
দার্দানেলিস

ব্যাখ্যা

জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। এটি আফ্রিকা মহাদেশর মরক্কো ও ইউরোপের স্পেনকে পৃথক করেছে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মহাকর্ষ ও অভিকর্ষরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৫৮

আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?

.
ধ্রুবতারা
.
প্রক্সিমা সেন্টারাই
.
লুব্ধক
✓ সঠিক উত্তর
.
পুলহ

ব্যাখ্যা

রাত্রিবেলা মেঘমুক্ত আকাশের দিকে তাকালে অনেক আলোক বিন্দু মিটমিট করে জ্বলতে দেখা যায়, এদের নক্ষত্র (stars) বলে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞানরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৫৯

জোয়ার-ভাঁটার তেজকটাল কখন হয়?

.
অমাবস্যায়
✓ সঠিক উত্তর
.
একাদশীতে
.
অষ্টমীতে
.
পঞ্চমীতে

ব্যাখ্যা

আমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী , চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত বলের প্রবল আকর্ষণে যে তীব্র জোয়ারের সৃষ্টি হয় তাকে তেজ কটাল বা ভরা কটাল বা ভরা জোয়ার বলে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞানরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৬০

সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?

.
৮.৩২ মিনিট
✓ সঠিক উত্তর
.
৯.১২ মিনিট
.
৭.৯৬ মিনিট
.
১০.৫৬ মিনিট
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মহাকর্ষ ও অভিকর্ষরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)