১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)

মোট প্রশ্ন: ১০১

৮১

নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন----

.
তেলের খনির মালিক হিসেবে
.
উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে
✓ সঠিক উত্তর
.
জাহাজের ব্যবসা করে
.
ইস্পাত কারখানার মালিক হিসেবে

ব্যাখ্যা

নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন - - - - উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নোবেল পুরস্কাররেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৮২

স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত -----

.
দার্শনিক
.
পদার্থবিদ
✓ সঠিক উত্তর
.
রসায়নবিদ
.
কবি

ব্যাখ্যা

স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত - - - - - পদার্থবিদ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৮৩

একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন -----

.
চার্চিল
✓ সঠিক উত্তর
.
কিসিঞ্জার
.
দ্য গল
.
রুজভেল্ট

ব্যাখ্যা

একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন - - - - - চার্চিল।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নোবেল পুরস্কাররেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৮৪

২০২০ সালে অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হয়?

.

বেইজিং

.

সিডনি

.

টোকিও

✓ সঠিক উত্তর
.

মেলবোর্ন

বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৮৫

সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে কয়টি দেশ অংশগ্রহণ করে?

.
২০
.
২৩
.
২১
.
২২
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে ২২টি দেশ অংশগ্রহণ করে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আইসিসি ওয়ার্ল্ড টি ২০রেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৮৬

সবচেয়ে শক্ত বস্তু কোনটি?

.
হীরা
✓ সঠিক উত্তর
.
প্রানাইট পাথর
.
পিতল
.
ইস্পাত

ব্যাখ্যা

হীরা সবচেয়ে শক্ত পদার্থ, তবে এর নমনীয়তা নেই বলে যথেষ্ট চাপ প্রয়োগে ভেঙ্গে ফেলা সম্ভব। দৃঢ়তা আর নমনীয়তা মিলিয়ে হিসেব করলে টাংস্টেন, টাইটানিয়াম, ক্রোমিয়াম ইত্যাদি সবচেয়ে শক্ত পদার্থের তালিকায় চলে আসবে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৮৭

জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়?

.
ট্রিগভেলি
.
কুর্ট ওয়াল্ডহেইম
.
দ্যাগ হ্যামারশোল্ড
✓ সঠিক উত্তর
.
উ থান্ট

ব্যাখ্যা

জাতিসংঘের মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায় দ্যাগ হ্যামারশোল্ড।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতিসংঘরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৮৮

কোন দেশে ' তালেবান ' নামক রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত?

.
সুদান
.
তিউনেশিয়া
.
ইয়েমেন
.
আফগানিস্তান
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিভিন্ন গেরিলা ও রাজনৈতিক দলরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৮৯

মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?

.
তিন নম্বর সেক্টর
.
দুই নম্বর সেক্টর
✓ সঠিক উত্তর
.
চার নম্বর সেক্টর
.
এক নম্বর সেক্টর

ব্যাখ্যা

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর দুই নং সেক্টরের অধীনে ছিল। (দুই নং সেক্টরের অধীনে ছিল - নোয়াখালী জেলা, কুমিল্লা জেলার আখাউড়া - ভৈরব রেললাইন পর্যন্ত এবং ফরিদপুর ঢাকার অংশবিশেষ)
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আলোচিত যুদ্ধরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৯০

মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান ' বীরশ্রেষ্ঠ' খেতাব দেয়া হয়?

.
৯ জন
.
৭ জন
✓ সঠিক উত্তর
.
৮ জন
.
১০ জন

ব্যাখ্যা

১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর পূর্বে নির্বাচিত সকল মুক্তিযোদ্ধার নামসহ মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়:
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বীরত্বসূচক খেতাবরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৯১

তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়-দফা দাবি পেশ করেন। ঐ সম্মেলন কোথায় হয়েছিল?

.
ঢাকায়
.
নারায়ণগঞ্জে
.
লাহোরে
✓ সঠিক উত্তর
.
করাচীতে

ব্যাখ্যা

তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় - দফা দাবি পেশ করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ১৯৬৬ সালের ৬ দফারেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৯২

বাংলাদেশের সংবিধানের ২১(২) ধারায় বলা হয়েছে " সকল সময়ে ----চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।" শূন্যস্থান পূরণ করুন।

.
জনগণের সেবা করিবার
✓ সঠিক উত্তর
.
রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
.
সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
.
সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করিবার

ব্যাখ্যা

সংবিধানের ২১(২) বলা হয়েছে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সংবিধান, সবিধান সম্পর্কীয় তথ্যরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৯৩

বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার?

.
৩০ বছর
.
২৫ বছর
✓ সঠিক উত্তর
.
৩৫ বছর
.
৪০ বছর

ব্যাখ্যা

বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার ২৫ বছর।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রধানমন্ত্রীরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৯৪

বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Direct Foreign Investment) হয়েছে?

.
যুক্তরাষ্ট্র
✓ সঠিক উত্তর
.
যুক্তরাজ্য
.
দক্ষিণ কোরিয়া
.
মালয়েশিয়া

ব্যাখ্যা

বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Direct Foreign Investment) হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৯৫

বর্তমানে সরকার কয়টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করছেন?

.
৪টি স্তরে
.
৩টি স্তরে
✓ সঠিক উত্তর
.
২টি স্তরে
.
১টি স্তরে

ব্যাখ্যা

বর্তমানে সরকার ৩টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করছেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের সরকার ব্যবস্থারেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৯৬

জনাব এফ আর খান বাংলাদেশের জন্য গৌরব। তিনি কি ছিলেন?

.
স্থপতি
✓ সঠিক উত্তর
.
ক্যান্সার চিকিৎসক
.
আণবিক বিজ্ঞানী
.
কম্পিউটার বিজ্ঞানী

ব্যাখ্যা

জনাব এফ আর খান বাংলাদেশের জন্য গৌরব। তিনি ছিলেন স্থপতি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: এফ আর খানরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৯৭

তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা কত ভাগ আসে (২০১৫-১৬ এর হিসাব মতে )

.
প্রায় ৪২.৯ ভাগ
✓ সঠিক উত্তর
.
প্রায় ৫৪ ভাগ
.
প্রায় ৬৫ ভাগ
.
প্রায় ৬০ ভাগ

ব্যাখ্যা

তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা প্রায় ৪২.৯ ভাগ আসে (২০১৫ - ১৬ এর হিসাব মতে )।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অর্থনীতিরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৯৮

জাতিসংঘের সিডও ( Convention on the Elimination of all forms of Discrimination Against Women)-এর Monitoring কমিটির চেয়ারপার্সন একজন বাঙালি মহিলা। তিনি কে?

.
সালামা সোবহান
.
সালমা খান
✓ সঠিক উত্তর
.
নাজমা চৌধুরী
.
হামিদা হোসেন
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতিসংঘরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
৯৯

খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?

.
চাপালিশ
.
কেওয়া
.
গেওয়া
.
সুন্দরী
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় সুন্দরী কাঠ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)
১০০

দিনাজপুর জেলায় বড়পুকুরিয়ায় কিসের খনি প্রকল্প কাজ চলছে?

.
কঠিন শিলা
.
কয়লা
✓ সঠিক উত্তর
.
চুনাপাথর
.
সাদামাটি
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: ১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (02-05-1997)