১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
মোট প্রশ্ন: ১০৩
পৃষ্ঠা ১ এর ৬পরবর্তী
১
১
'সিরাজুম মুনীরা' কাব্যের রচয়িতার নাম------
ক.
তালিম হোসেন
খ.✓ সঠিক উত্তর
ফররুখ আহমদ
গ.
গোলাম মোস্তফা
ঘ.
আবুল হোসেন
ব্যাখ্যা
ফররুখ আহমদ (জন্ম : জুন ১০, ১৯১৮ - মৃত্যু : অক্টোবর ১৯, ১৯৭৪) একজন প্রখ্যাত বাংলাদেশী কবি। এই বাঙালি কবি 'মুসলিম রেনেসাঁর কবি' হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তার কবিতায় বাংলার অধঃপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অণুপ্রেরণা প্রকাশ পেয়েছে।
বিষয়: বাংলাটপিক: সাধারণ জ্ঞানরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
'সিরাজুম মুনীরা' কাব্যের রচয়িতার নাম------
ক.
তালিম হোসেন
খ.✓ সঠিক উত্তর
ফররুখ আহমদ
গ.
গোলাম মোস্তফা
ঘ.
আবুল হোসেন
ব্যাখ্যা
ফররুখ আহমদ (জন্ম : জুন ১০, ১৯১৮ - মৃত্যু : অক্টোবর ১৯, ১৯৭৪) একজন প্রখ্যাত বাংলাদেশী কবি। এই বাঙালি কবি 'মুসলিম রেনেসাঁর কবি' হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তার কবিতায় বাংলার অধঃপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অণুপ্রেরণা প্রকাশ পেয়েছে।
বিষয়: বাংলাটপিক: সাধারণ জ্ঞানরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
২
২
ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ ------
ক.
ষড় + ঋতু
খ.
ষড়ু + ঋতু
গ.
ষট + ঋতু
ঘ.✓ সঠিক উত্তর
ষট্ + ঋতু
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ ------
ক.
ষড় + ঋতু
খ.
ষড়ু + ঋতু
গ.
ষট + ঋতু
ঘ.✓ সঠিক উত্তর
ষট্ + ঋতু
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৩
৩
'বীরবল' নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম------
ক.✓ সঠিক উত্তর
প্রমথ চৌধুরী
খ.
ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
গ.
সুধীন্দ্রনাথ দত্ত
ঘ.
নবীনচন্দ্র সেন
বিষয়: বাংলাটপিক: সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনামরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
'বীরবল' নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম------
ক.✓ সঠিক উত্তর
প্রমথ চৌধুরী
খ.
ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
গ.
সুধীন্দ্রনাথ দত্ত
ঘ.
নবীনচন্দ্র সেন
বিষয়: বাংলাটপিক: সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনামরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৪
৪
'লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি বাংলা ভাষায় এসেছে ------
ক.✓ সঠিক উত্তর
আরবি ভাষা থেকে
খ.
ফরাসি ভাষা থেকে
গ.
হিন্দি ভাষা থেকে
ঘ.
উর্দু ভাষা থেকে
ব্যাখ্যা
আরবি মনে রাখার কৌশলঃ আম লা
খায়েস গর একদম বাজে।
খায়েস গর একদম বাজে।
বিষয়: বাংলাটপিক: বাংলা ভাষার ব্যাকরণ (পুরোনো সংস্করণ)রেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
'লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি বাংলা ভাষায় এসেছে ------
ক.✓ সঠিক উত্তর
আরবি ভাষা থেকে
খ.
ফরাসি ভাষা থেকে
গ.
হিন্দি ভাষা থেকে
ঘ.
উর্দু ভাষা থেকে
ব্যাখ্যা
আরবি মনে রাখার কৌশলঃ আম লা
খায়েস গর একদম বাজে।
খায়েস গর একদম বাজে।
বিষয়: বাংলাটপিক: বাংলা ভাষার ব্যাকরণ (পুরোনো সংস্করণ)রেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৫
৫
১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন----
ক.
হুমায়ুন আজাদ
খ.
আহমদ শরীফ
গ.✓ সঠিক উত্তর
ওয়াকিল আহমদ
ঘ.
আব্দুল মতিন খান
বিষয়: বাংলাটপিক: বাংলাদেশ বিষয়াবলীরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন----
ক.
হুমায়ুন আজাদ
খ.
আহমদ শরীফ
গ.✓ সঠিক উত্তর
ওয়াকিল আহমদ
ঘ.
আব্দুল মতিন খান
বিষয়: বাংলাটপিক: বাংলাদেশ বিষয়াবলীরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৬
৬
লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম -----
ক.
পরীবিবি
খ.✓ সঠিক উত্তর
ইরান দুখ্ত
গ.
জাহানারা
ঘ.
মরিয়ম
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম -----
ক.
পরীবিবি
খ.✓ সঠিক উত্তর
ইরান দুখ্ত
গ.
জাহানারা
ঘ.
মরিয়ম
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৭
৭
' কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়' এই পংক্তিটি নিচের একজনের লেখা------
ক.✓ সঠিক উত্তর
লালন শাহ
খ.
সিরাজ সাঁই
গ.
মদন বাউল
ঘ.
পাগলা কানাই
ব্যাখ্যা
লালন (জন্ম: ১৭৭২ খ্রি. - মৃত্যু: ১৭ অক্টোবর, ১৮৯০ খ্রি.) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
' কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়' এই পংক্তিটি নিচের একজনের লেখা------
ক.✓ সঠিক উত্তর
লালন শাহ
খ.
সিরাজ সাঁই
গ.
মদন বাউল
ঘ.
পাগলা কানাই
ব্যাখ্যা
লালন (জন্ম: ১৭৭২ খ্রি. - মৃত্যু: ১৭ অক্টোবর, ১৮৯০ খ্রি.) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৮
৮
' অক্ষির সমীপে'র সংক্ষেপ হলো-------
ক.✓ সঠিক উত্তর
সমক্ষ
খ.
পরোক্ষ
গ.
প্রত্যক্ষ
ঘ.
নিরপেক্ষ
ব্যাখ্যা
অক্ষির সমীপে > > সমক্ষ; অক্ষির অভিমুখে>> প্রত্যক্ষ; অক্ষির অগোচরে>> পরোক্ষ; চক্ষুর সম্মুখে সংঘটিত >>চাক্ষুষ।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
' অক্ষির সমীপে'র সংক্ষেপ হলো-------
ক.✓ সঠিক উত্তর
সমক্ষ
খ.
পরোক্ষ
গ.
প্রত্যক্ষ
ঘ.
নিরপেক্ষ
ব্যাখ্যা
অক্ষির সমীপে > > সমক্ষ; অক্ষির অভিমুখে>> প্রত্যক্ষ; অক্ষির অগোচরে>> পরোক্ষ; চক্ষুর সম্মুখে সংঘটিত >>চাক্ষুষ।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৯
৯
' হজরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব' বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর ----
ক.
মিশ্র
খ.
জটিল
গ.
যৌগিক
ঘ.✓ সঠিক উত্তর
সরল
ব্যাখ্যা
সরল বাক্য : যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন - পুকুরে পদ্ম ফোটে। (উদ্দেশ্য - পুকুরে, সমাপিকা ক্রিয়া - ফোটে) মা শিশুকে ভালোবাসে।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
' হজরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব' বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর ----
ক.
মিশ্র
খ.
জটিল
গ.
যৌগিক
ঘ.✓ সঠিক উত্তর
সরল
ব্যাখ্যা
সরল বাক্য : যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন - পুকুরে পদ্ম ফোটে। (উদ্দেশ্য - পুকুরে, সমাপিকা ক্রিয়া - ফোটে) মা শিশুকে ভালোবাসে।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
১০
১০
' মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি'। --- কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা -----
ক.
রবীন্দ্রনাথ ঠাকুর
খ.
মোহাম্মদ মনিরুজ্জামান
গ.✓ সঠিক উত্তর
সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ.
নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ - মৃত্যু: ফেব্রুয়ারি ২৫, ১৯২২) একজন বাঙালি কবি ও ছড়াকার। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
' মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি'। --- কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা -----
ক.
রবীন্দ্রনাথ ঠাকুর
খ.
মোহাম্মদ মনিরুজ্জামান
গ.✓ সঠিক উত্তর
সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ.
নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ - মৃত্যু: ফেব্রুয়ারি ২৫, ১৯২২) একজন বাঙালি কবি ও ছড়াকার। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
১১
১১
বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' --এর আবিষ্কারক----
ক.
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ
খ.
ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ.✓ সঠিক উত্তর
হরপ্রসাদ শাস্ত্রী
ঘ.
ডক্টর সুকুমার সেন
ব্যাখ্যা
মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী (৬ ডিসেম্বর, ১৮৫৩ – ১৭ নভেম্বর, ১৯৩১) ছিলেন বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা। তার আসল নাম ছিল হরপ্রসাদ ভট্টাচার্য। তিনি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের আবিষ্কর্তা। তিনি সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিতম্ বা রামচরিতমানস পুঁথির সংগ্রাহক।
বিষয়: বাংলাটপিক: চর্যাপদরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' --এর আবিষ্কারক----
ক.
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ
খ.
ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ.✓ সঠিক উত্তর
হরপ্রসাদ শাস্ত্রী
ঘ.
ডক্টর সুকুমার সেন
ব্যাখ্যা
মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী (৬ ডিসেম্বর, ১৮৫৩ – ১৭ নভেম্বর, ১৯৩১) ছিলেন বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা। তার আসল নাম ছিল হরপ্রসাদ ভট্টাচার্য। তিনি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের আবিষ্কর্তা। তিনি সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিতম্ বা রামচরিতমানস পুঁথির সংগ্রাহক।
বিষয়: বাংলাটপিক: চর্যাপদরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
১২
১২
হিন্দী 'পদুমাবৎ ' -এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা -----
ক.
দৌলত উজীর বাহরাম খান
খ.
সৈয়দ সুলতান
গ.
আব্দুল করিম সাহিত্যে বিশারদ
ঘ.✓ সঠিক উত্তর
আলাওল
ব্যাখ্যা
পদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাওলের একটি কাব্য। এটিকে আলাওলের শ্রেষ্ঠ কাজ বলে গণ্য করা হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলাদেশ বিষয়াবলীরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
হিন্দী 'পদুমাবৎ ' -এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা -----
ক.
দৌলত উজীর বাহরাম খান
খ.
সৈয়দ সুলতান
গ.
আব্দুল করিম সাহিত্যে বিশারদ
ঘ.✓ সঠিক উত্তর
আলাওল
ব্যাখ্যা
পদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাওলের একটি কাব্য। এটিকে আলাওলের শ্রেষ্ঠ কাজ বলে গণ্য করা হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলাদেশ বিষয়াবলীরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
১৩
১৩
' তত্ত্ববোধিনী পত্রিকা' প্রথম প্রকাশিত হয় ------
ক.
১৮৪১ সালে
খ.
১৮৪২ সালে
গ.
১৮৫০ সালে
ঘ.✓ সঠিক উত্তর
১৮৪৩ সালে
ব্যাখ্যা
তত্ত্ববোধিনী পত্রিকা ছিল ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র। ব্রাহ্মধর্মের প্রচার এবং তত্ত্ববোধিনী সভার সভ্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে ১৮৪৩ সালের ১৬ আগস্ট অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ।
বিষয়: বাংলাটপিক: সাধারণ জ্ঞানরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
' তত্ত্ববোধিনী পত্রিকা' প্রথম প্রকাশিত হয় ------
ক.
১৮৪১ সালে
খ.
১৮৪২ সালে
গ.
১৮৫০ সালে
ঘ.✓ সঠিক উত্তর
১৮৪৩ সালে
ব্যাখ্যা
তত্ত্ববোধিনী পত্রিকা ছিল ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র। ব্রাহ্মধর্মের প্রচার এবং তত্ত্ববোধিনী সভার সভ্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে ১৮৪৩ সালের ১৬ আগস্ট অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ।
বিষয়: বাংলাটপিক: সাধারণ জ্ঞানরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
১৪
১৪
উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য -----
ক.
অব্যয় ও শব্দাংশে
খ.
নতুন শব্দ গঠনে
গ.✓ সঠিক উত্তর
উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে
ঘ.
ভিন্ন অর্থ প্রকাশে
ব্যাখ্যা
যেসব অব্যয় শব্দ বা ধাতুর পূর্বে বসে মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটায় ও নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ । অন্যদিকে যেসব বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। যেমন - কাঁদ্ + অন = কাঁদন এখানে 'অন' প্রত্যয়'। সুতরাং উপরিউক্ত প্রশ্নে (গ) - ই যথার্থ উত্তর ।
বিষয়: বাংলাটপিক: উপসর্গরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য -----
ক.
অব্যয় ও শব্দাংশে
খ.
নতুন শব্দ গঠনে
গ.✓ সঠিক উত্তর
উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে
ঘ.
ভিন্ন অর্থ প্রকাশে
ব্যাখ্যা
যেসব অব্যয় শব্দ বা ধাতুর পূর্বে বসে মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটায় ও নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ । অন্যদিকে যেসব বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। যেমন - কাঁদ্ + অন = কাঁদন এখানে 'অন' প্রত্যয়'। সুতরাং উপরিউক্ত প্রশ্নে (গ) - ই যথার্থ উত্তর ।
বিষয়: বাংলাটপিক: উপসর্গরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
১৫
১৫
যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয় -----
ক.✓ সঠিক উত্তর
স্বরবৃত্ত
খ.
পয়ার
গ.
মাত্রাবৃত্ত
ঘ.
অক্ষরবৃত্ত
ব্যাখ্যা
যে ছন্দ পাঠকালে, উচ্চারন গতিবেগ দ্রুত হয়, শ্বাসঘাত পরে,
পর্বগুলো হয় ছোট কেবল ৪ মাত্রার এবং যে ছন্দে অক্ষর
মানেই ১ মাত্রা ধরা হয়, তাকে স্বরবৃত্ত ছন্দ বলে।
পর্বগুলো হয় ছোট কেবল ৪ মাত্রার এবং যে ছন্দে অক্ষর
মানেই ১ মাত্রা ধরা হয়, তাকে স্বরবৃত্ত ছন্দ বলে।
বিষয়: বাংলাটপিক: স্বরবৃত্ত ছন্দরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয় -----
ক.✓ সঠিক উত্তর
স্বরবৃত্ত
খ.
পয়ার
গ.
মাত্রাবৃত্ত
ঘ.
অক্ষরবৃত্ত
ব্যাখ্যা
যে ছন্দ পাঠকালে, উচ্চারন গতিবেগ দ্রুত হয়, শ্বাসঘাত পরে,
পর্বগুলো হয় ছোট কেবল ৪ মাত্রার এবং যে ছন্দে অক্ষর
মানেই ১ মাত্রা ধরা হয়, তাকে স্বরবৃত্ত ছন্দ বলে।
পর্বগুলো হয় ছোট কেবল ৪ মাত্রার এবং যে ছন্দে অক্ষর
মানেই ১ মাত্রা ধরা হয়, তাকে স্বরবৃত্ত ছন্দ বলে।
বিষয়: বাংলাটপিক: স্বরবৃত্ত ছন্দরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
১৬
১৬
' আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায় -----
ক.
মুকুন্দরাম চক্রবর্তী
খ.✓ সঠিক উত্তর
ভারতচন্দ্র রায়
গ.
মদনমোহন তর্কালঙ্কার
ঘ.
কামিনী রায়
ব্যাখ্যা
রায়গুণাকর ভারতচন্দ্র রায় (১৭১২ – ১৭৬০) অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি।
বিষয়: বাংলাটপিক: বাংলাদেশ বিষয়াবলীরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
' আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায় -----
ক.
মুকুন্দরাম চক্রবর্তী
খ.✓ সঠিক উত্তর
ভারতচন্দ্র রায়
গ.
মদনমোহন তর্কালঙ্কার
ঘ.
কামিনী রায়
ব্যাখ্যা
রায়গুণাকর ভারতচন্দ্র রায় (১৭১২ – ১৭৬০) অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি।
বিষয়: বাংলাটপিক: বাংলাদেশ বিষয়াবলীরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
১৭
১৭
পর্তুগীজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে -----
ক.
টেবিল
খ.
চেয়ার
গ.✓ সঠিক উত্তর
বালতি
ঘ.
শরবত
ব্যাখ্যা
পর্তুগীজ শব্দ মনে রাখার কৌশল:
গীর্জারপাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন। কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন।
গীর্জারপাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন। কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন।
বিষয়: বাংলাটপিক: বাংলা ভাষা (ব্যাকরণ)রেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
পর্তুগীজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে -----
ক.
টেবিল
খ.
চেয়ার
গ.✓ সঠিক উত্তর
বালতি
ঘ.
শরবত
ব্যাখ্যা
পর্তুগীজ শব্দ মনে রাখার কৌশল:
গীর্জারপাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন। কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন।
গীর্জারপাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন। কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন।
বিষয়: বাংলাটপিক: বাংলা ভাষা (ব্যাকরণ)রেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
১৮
১৮
'লাঠালাঠি' শব্দটির সমাস----
ক.
দ্বন্দ্ব
খ.✓ সঠিক উত্তর
বহুব্রীহি
গ.
কর্মধারায়
ঘ.
তৎপুরুষ
ব্যাখ্যা
যে সমাসের পূর্বপদ ও পরপদ কারো অর্থ প্রাধান্য পায় না , সম্পূর্ণ তৃতীয় একটি অর্থ প্রকাশ পায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
'লাঠালাঠি' শব্দটির সমাস----
ক.
দ্বন্দ্ব
খ.✓ সঠিক উত্তর
বহুব্রীহি
গ.
কর্মধারায়
ঘ.
তৎপুরুষ
ব্যাখ্যা
যে সমাসের পূর্বপদ ও পরপদ কারো অর্থ প্রাধান্য পায় না , সম্পূর্ণ তৃতীয় একটি অর্থ প্রকাশ পায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
১৯
১৯
বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে ------
ক.
সংস্কৃত
খ.
পালি
গ.✓ সঠিক উত্তর
প্রাকৃত
ঘ.
অপ্রভ্রংশ
ব্যাখ্যা
সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকেই উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। প্রাচীন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে মনের ভাব প্রকাশের নানা রীতি চালু ছিল। সেখান থেকেই অঞ্চলভেদে উৎপত্তি হয় ভিন্ন ভিন্ন প্রাকৃতভাষা। আমাদের এই নদী বিধৌত পূর্ব অঞ্চলের মানুষেরা যে প্রকৃত ভাষায় কথা বলতে, তা হলো মাগধী।
বিষয়: বাংলাটপিক: বাংলা ভাষার উদ্ভবরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে ------
ক.
সংস্কৃত
খ.
পালি
গ.✓ সঠিক উত্তর
প্রাকৃত
ঘ.
অপ্রভ্রংশ
ব্যাখ্যা
সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকেই উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। প্রাচীন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে মনের ভাব প্রকাশের নানা রীতি চালু ছিল। সেখান থেকেই অঞ্চলভেদে উৎপত্তি হয় ভিন্ন ভিন্ন প্রাকৃতভাষা। আমাদের এই নদী বিধৌত পূর্ব অঞ্চলের মানুষেরা যে প্রকৃত ভাষায় কথা বলতে, তা হলো মাগধী।
বিষয়: বাংলাটপিক: বাংলা ভাষার উদ্ভবরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
২০
২০
শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় ----
ক.
দুই ভাগে
খ.✓ সঠিক উত্তর
তিন ভাগে
গ.
চার ভাগে
ঘ.
পাঁচ ভাগে
বিষয়: বাংলাটপিক: বাংলা ভাষা (ব্যাকরণ)রেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় ----
ক.
দুই ভাগে
খ.✓ সঠিক উত্তর
তিন ভাগে
গ.
চার ভাগে
ঘ.
পাঁচ ভাগে
বিষয়: বাংলাটপিক: বাংলা ভাষা (ব্যাকরণ)রেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)