১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)

মোট প্রশ্ন: ১০৩

৬১

পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয় -----

.
সান্দ্রতা
.
স্থিতিস্থাপকতা
.
প্লবত
.
পৃষ্ঠটান
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

পৃষ্ঠটান (ইংরেজি: Surface Tension) হল প্রবাহীর পৃষ্ঠের একটি স্থিতিস্থাপক প্রবণতা, যা তার উপরিতলকে সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল প্রদান করে। পৃষ্ঠটানের জন্যই কিছু কীট, যাদের দেহের ঘনত্ব জল অপেক্ষা অনেক বেশি, তারা জলের উপরিতলে ভাসমান থাকতে পারে আর হেঁটে যেতে পারে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পানিরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৬২

মুক্তা হলো ঝিনুকের -----

.
খোলসের টুকরা
.
চোখের মণি
.
প্রদাহের ফল
✓ সঠিক উত্তর
.
জমাট হরমোন

ব্যাখ্যা

মুক্তা (ইংরেজি: Pearl) ঝিনুক বা মুক্তির মধ্যকার রত্নবিশেষ। এর অন্য নাম মোতি। আঞ্চলিক ভাষায় অনেক সময় মুক্তাকে মুকুতা নামেও ডাকা হয়। মুক্তা এক ধরনের শম্বুক জাতীয় প্রাণী ঝিনুকের মাধ্যমে তৈরী হয়। এটি দেখতে ছোট এবং প্রায়শঃই সাদা রঙের হয়ে থাকে। তবে কখনো কখনো পাণ্ডুর বা ফ্যাকাশে রঙ - সহ কালো রঙেরও হতে পারে। সাধারণতঃ মোতি দেখতে গোলাকৃতি ধরনের হয়। এছাড়া, অর্ধ - গোলাকার, ডিম্বাকৃতি কিংবা অন্য যে - কোন বিভিন্ন আকৃতিরও হতে পারে। অলঙ্কার জগতে এর অসম্ভব জনপ্রিয়তা ও সুনাম রয়েছে। জুন মাসে জন্মগ্রহণকারী জাতকগণ জন্মপাথররূপে মুক্তা ধারণ করে থাকেন।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞানরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৬৩

১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালের ঐ একই তারিখে হবে -----

.

বৃহস্পতিবার

.

শুক্রবার

✓ সঠিক উত্তর
.

রবিবার

.

শনিবার

ব্যাখ্যা

আমরা জানি, লিপ ইয়ার = ৩৬৬ দিন আর সাধারণ বছর = ৩৬৫ দিন।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৬৪

পোলিও টীকা আবিস্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, শহরটির নাম---

.
La Martini
.
La Zola
✓ সঠিক উত্তর
.
San Antonio
.
San Hose

ব্যাখ্যা

পোলিওমাইলিটিজ (/pliməltɪs/) এক ধরনের ভাইরাসজনিত সংক্রামক রোগ। সচরাচর এটি পোলিও নামেই সর্বাধিক পরিচিত। এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি এ ধরনের ভাইরাসের মাধ্যমে আক্রান্ত হন। এ রোগে আক্রান্ত ব্যক্তি সাময়িক কিংবা স্থায়ীভাবে শারীরিক ক্ষতির সম্মুখীন হন ও তার অঙ্গ অবশ বা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়ে। সাধারণতঃ এ সংক্রমণ শিশুসহ কিশোরদের মাঝে প্রবাহিত হয়ে থাকে। শতকরা ৯৫ ভাগেরও অধিক পোলিও আক্রান্ত রোগীর শরীরে কোন উল্লেখযোগ্য দৃশ্যমান উপসর্গ কিংবা স্বল্পমাত্রার উপসর্গ দেখা যায় না। কেবলমাত্র রক্তে প্রবাহিত হয়ে আক্রান্ত হবার মাত্র কয়েকদিন পূর্বে তা দৃশ্যমান হয়। এ ভাইরাসটি মানবদেহের স্নায়ুতন্ত্রে প্রবেশ করে ও মাংসপেশীকে নিয়ন্ত্রণকারী স্নায়ুকোষকে আক্রান্ত করে। এরফলে ব্যক্তির শরীর পক্ষাঘাতে আক্রান্ত হয়। আক্রান্ত স্থানটি সাধারণতঃ পায়ে হয়ে থাকে। এছাড়াও এর ধ্বংসাত্মক প্রবণতা মানুষের মস্তিষ্কে ঘটে যা জটিল থেকে জটিলতর হয়। কখনো কখনো এটি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। যেহেতু পোলিংও শিশুদেরকেই অধিক আক্রান্ত করে, তাই এটি অপরিপক্ক পক্ষাঘাত নামে পরিচিত।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রোগ প্রতিরোধ (Immune System)রেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৬৫

বাংলাদেশের গবাদিপশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় -----

.
৫ মে, ১৯৯৪
.
৬ এপ্রিল, ১৯৯৪
.
৫ মে, ১৯৯৫
✓ সঠিক উত্তর
.
৭ মে, ১৯৯৫

ব্যাখ্যা

ভ্রূণবিদ্যা (ইংরেজি: Embryology), ল্যাটিন ἔμβρυον - ইংরেজি: Ebryon (উচ্চারণ: এমব্রায়োন্‌), অর্থাৎ জন্ম হয়নি এমন ভ্রূণ; এবং - λογία - ইংরেজি: - logia (উচ্চারণ: লজিয়া) থেকে আগত। ভ্রূণের গঠন ও বিকাশ সংক্রান্ত বিষয় নিয়ে ভ্রূণবিদ্যা আলোচনা করে। ভ্রূণ হচ্ছে জন্মের পূর্বাবস্থায় একটি প্রাণ। উদ্ভিদের ক্ষেত্রে এটি অঙ্কুরোদগম ঘটার পূর্বাবস্থা।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: জীব বিজ্ঞানরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৬৬

বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম -----

.
রাজ কাঁকড়া
✓ সঠিক উত্তর
.
গণ্ডার
.
পিপীলিকাতুক ম্যানিস
.
স্নো লোরিস

ব্যাখ্যা

উপবৃত্তাকার এই কাঁকড়াটি হলো Horseshoe Crab লিমুলাস। এটি “রাজ কাঁকড়া” নামেও পরিচিত। কিন্তু এটিকে কাঁকড়া বলা হলেও প্রজাতিগত দিক থেকে মাকড়সার সঙ্গে বেশি মিল
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: জীববিজ্ঞানের বিকাশরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৬৭

১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালের ঐ একই তারিখে হবে -----

.

বৃহস্পতিবার

.

শুক্রবার

✓ সঠিক উত্তর
.

রবিবার

.

শনিবার

ব্যাখ্যা

আমরা জানি, লিপ ইয়ার = ৩৬৬ দিন আর সাধারণ বছর = ৩৬৫ দিন।
বিষয়: মানসিক দক্ষতাটপিক: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৬৮

কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত -----

.
নোয়াখালীর ছাগলনাইয়া
.
চট্টগ্রামের বাঁশখালি
.
খুলনার মংলা
.
পটুয়াখালীর কুয়াকাটা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত - - - - - পটুয়াখালীর কুয়াকাটা।
বিষয়: ভূগোলটপিক: বাংলাদেশের সমুদ্র সৈকতরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৬৯

লব্ধিবল কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?

.
৭১
.
৪১
.
৩১
✓ সঠিক উত্তর
.
৩৯

ব্যাখ্যা

নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে ৩, ৫, ৬ এর ল.সা.গু থেকে ১ বেশি।
বিষয়: গণিতটপিক: পাটিগণিত প্রাথমিক ধারণা (Basic Concept)রেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৭০

একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরোর দৈর্ঘ্যর ৩ গুণ। টুকরো দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে কতগুণ বড় হবে?

.
৩ গুণ
.
৪ গুণ
✓ সঠিক উত্তর
.
৫ গুণ
.
৮ গুণ

ব্যাখ্যা

ধরি, ছোট টুকরার দৈর্ঘ্য ক ফুট
বিষয়: গণিতটপিক: দ্বিঘাত সমীকরণ (Quadratic equation)রেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৭১

একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির ওপর অংকতি লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?

.
১০ গজ
.
১২ গজ
.
১৪ গজ
✓ সঠিক উত্তর
.
৭ গজ

ব্যাখ্যা

ত্রিভুজের ক্ষেত্রফল = (ভুমি * উচ্চতা)/২
বিষয়: গণিতটপিক: ত্রিভুজ (Triangle)রেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৭২

x-[x- {x- (x+1)}]--এর মান কত?

.
x+1
.
1
.
-1
✓ সঠিক উত্তর
.
x-1

ব্যাখ্যা

x - [x - {x - (x + 1)}]
বিষয়: গণিতটপিক: সরলীকরণ (Simplification)রেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৭৩

AB ও CD সরলরেখাদ্বয় 'O' বিন্দুতে ছেদ করলে নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক হবে?

.

AOD = BOC

✓ সঠিক উত্তর
.

AOD=BOD

.

BOC=AOC

.

AOD=BOA

ব্যাখ্যা

দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে বিপ্রতীপ কোন দ্বয় পরস্পর সমান হবে
বিষয়: গণিতটপিক: জ্যামিতি প্রাথমিক ধারণা (Basic Concept)রেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৭৪

ঢাকা ও চট্টগ্রাম এই দুই রেল স্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে। সব ট্রেনই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌঁছাতে প্রত্যেক ট্রেনের ৫ ঘণ্টা সময় লাগে। এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌঁছানো পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে?

.

.

১০

✓ সঠিক উত্তর
.

১১

.

১২

ব্যাখ্যা

ট্রনটি যখন স্টেশন থেকে বের হয় তখন একটি ট্রেনের সাথে দেখা হবে। কোন সময় ব্যয় ছাড়ায় একটি ট্রেন দেখতে পেলো।বাকি ৫ ঘন্টায় ১০ টি ট্রেন দেখতে পাবে। সুতরাং সঠিক সমাধান ১১
বিষয়: গণিতটপিক: ট্রেন ও  গতিবেগ (Train & Speed)রেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৭৫

লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭,--,৩, ১।

.
.
✓ সঠিক উত্তর
.
১২
.
১৫

ব্যাখ্যা

এখানে, ৮১/৩ = ২৭, ২৭/৩ = ৯, ৯/৩ = ৩, ৩/৩ = ১
বিষয়: গণিতটপিক: বিন্যাস (Permutation)রেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৭৬

দুটি সংখ্যার গ.সা.গু বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?

.
১০৮, ১৪৪
.
১১২, ১৪৮
.
১৪৪, ২০৮
.
১৪৪, ২০৪
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ধরি, সংখ্য দুটি ১২x ও ১২y
বিষয়: গণিতটপিক: ল.সা.গু ও গ.সা.গু (L.C.M and H.C.F)রেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৭৭

একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ঃ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ১ হবে।

.
৮ গ্রাম
.
৬ গ্রাম
.
৩ গ্রাম
.
৪ গ্রাম
✓ সঠিক উত্তর
বিষয়: গণিতটপিক: অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)রেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৭৮

(12527)-2/3-এর সহজ প্রকাশ ___

.
.
.
✓ সঠিক উত্তর
.
বিষয়: গণিতরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৭৯

দুটি লম্বালম্বি শক্তির পরিমাণ ৫N এবং ৪N , তাদের লদ্ধি পরিমাণ কত?

.

৩N

.

N

.

N

✓ সঠিক উত্তর
.

১N

বিষয়: গণিতরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)
৮০

f(x)=x2+1x+1-এর অনুরুপ কোনটি?

.
f(1)=1
.
f(0)=1
.
f(-1)=3
.
f(1)=3
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

f(1) = (1)2 + 1.1 + 1 = 1 + 1 + 1 = 3
বিষয়: গণিতরেফারেন্স: ১৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (15-09-1995)