১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1992)

মোট প্রশ্ন: ৯৮

৬১

বাংলা লিপির উৎস কি?

.
সংস্কৃত লিপি
.
চীনা লিপি
.
আরবি লিপি
.
ব্রাহ্মী লিপি
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা লিপির উদ্ভবরেফারেন্স: ১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1992)
৬২

রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক---

.
আসলের সমান হবে
.
আসলের চেয়ে বেশি হবে
✓ সঠিক উত্তর
.
আসলের চেয়ে কম হবে
.
আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে

ব্যাখ্যা

শব্দের উৎস থেকে কম্পাঙ্ক যেদিকে যায়, শব্দের উৎস তথা ট্রেন সেদিকেই এগোতে থাকলে কম্পাঙ্কের ঘনত্ব বাড়ে, এতে শব্দের তিব্রতা বাড়ে
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পেট্রোল ইঞ্জিনরেফারেন্স: ১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1992)
৬৩

দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোর?

.
লাল
.
সবুজ
.
নীল
.
বেগুনী
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

তরঙ্গ বা ঢেউ হলো এক ধরনের পর্যাবৃত্ত আন্দোলন যা কোন জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তিবল সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলো নিজ নিজ স্থান থেকে স্থানান্তরিত হয় না । কিছু কিছু তরঙ্গ শূণ্য মাধ্যম দিয়েও (অর্থাৎ কোন মাধ্যম ছাড়াই) সঞ্চারিত হতে পারে। এ ধরনের তরঙ্গ হলো তাড়িতচ্চৌম্বক তরঙ্গ এবং মহাকর্ষীয় তরঙ্গ। জড় মাধ্যমের কণার আন্দোলনের ফলে যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে। এই তরঙ্গ মাধ্যমের কণার কোন স্থায়ী বিচ্যুতি ঘটায় না, বরং এই তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দন বা কম্পন দ্বারা সঞ্চালিত হয়। সুতরাং যান্ত্রিক তরঙ্গের সঞ্চালনের জন্য মাধ্যমটি স্থিতিস্থাপক এবং অবিচ্ছিন্ন হওয়া প্রয়োজন।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: আলোর বিক্ষেপণরেফারেন্স: ১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1992)
৬৪

কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?

.
শূন্যতায়
.
কঠিন পদার্থে
.
তরল পদার্থে
.
বায়বীয় পদার্থে
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন হয় এজন্য ... অর্থাৎ বায়ুতে শব্দের বেগ কম, তরলে তার চেয়ে বেশি এবং কঠিন পদার্থে সবচেয়ে বেশি
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: শব্দের দ্রুতিরেফারেন্স: ১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1992)
৬৫

বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?

.

গাড়ির মধ্যেই বসে থাকবেন

✓ সঠিক উত্তর
.

কোনো গাছের তলায় আশ্রয় নিবেন

.

বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন

.

বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবেন

ব্যাখ্যা

বজ্রপাতের সময় গাড়িতে অবস্থান করাকে কোনো গাছতলায় বা খালি মাঠে অবস্থান করার চেয়ে নিরাপদ মনে করা হয়কারন গাড়ির নিচে চাকায় যে বিদ্যুৎ অপরিবাহী টায়ার রয়েছে সেটি গাড়িকে ভূমি থেকে আলাদা করে রাখেফলে বজ্রপাতের সময় গাড়ির মধ্য দিয়ে আধান প্রবাহের কোনো পথ তৈরি হয় নাযার কারনে গাড়িও থাকে অনেকটা সুরক্ষিত
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: সূর্যগ্রহণরেফারেন্স: ১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1992)
৬৬

কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?

.
প্রতিফলন
.
প্রতিধ্বনি
✓ সঠিক উত্তর
.
প্রতিসরণ
.
প্রতিসরঙ্ক

ব্যাখ্যা

তরঙ্গের শব্দ তৈরি করে এবং সেই শব্দ তার চারপাশ থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসলে বাদুড় সেই প্রতিধ্বনি থেকেই আশেপাশের সম্ভাব্য বাধা - বিঘ্ন সম্পর্কে ধারণা লাভ করে ।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: সমুদ্রস্রোতরেফারেন্স: ১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1992)
৬৭

কোথায় সাঁতার কাটা সহজ?

.
পুকুরে
.
বিলে
.
নদীতে
.
সাগরে
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

নদীর পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কারন সমুদ্রের পানিতে নানা ধরনের লবণ দ্রবীভূত থাকে। তাই সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানি বা পুকুরের পানির চেয়ে বেশি। ঘনত্ব বেশি হওয়ার কারনে সমুদ্রের পানির প্লবতা নদী বা পুকুরের পানির চেয়ে বেশি। ফলে সমুদ্রের পানিতে সাঁতার কাটার সময়
সাঁতারুর শরীরের উপর প্লবতা বেশি হওয়ায় শরীর হালকা বলে মনে হয়। কারনে নদী বা পুকুরের পানির তুলনায় সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পানিরেফারেন্স: ১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1992)
৬৮

' এভিকালচার ' বলতে কি বুঝায়?

.
উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদি
.
পাখিপালন বিষয়াদি
✓ সঠিক উত্তর
.
বাজ পাখিপালন বিষয়াদি
.
উড়োজাহাজ ব্যবস্থাপনা

ব্যাখ্যা

পাখি পালন বিষয়াদি বুঝায় । যে বিদ্যায় পাখিদের সমস্ত শ্রেণী ও বাসস্থান নিয়ে আলোচনা করা হয় । তাকে এভিকালচার বলে ।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পাখিরেফারেন্স: ১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1992)
৬৯

এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়?

.
১ কিলোগ্রাম
.
১০ কিলোগ্রাম
.
১০০ কিলোগ্রাম
✓ সঠিক উত্তর
.
১০০০ কিলোগ্রাম

ব্যাখ্যা

এক কিলোগ্রাম ১০০০ গ্রাম এর সমান। ফ্রান্সের প্যারিসে রক্ষিত প্ল্যাটিনাম - ইরিডিয়ামের সংকর ধাতুর একটি সিলিন্ডারকে কিলোগ্রামের প্রমাণ নমুনা হিসাবে ধরা হয়, এবং এর সাপেক্ষেই কিলোগ্রামকে সংজ্ঞায়িত করা হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ভর ও ওজনরেফারেন্স: ১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1992)
৭০

কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?

.
সাদা
.
কালো
✓ সঠিক উত্তর
.
লাল
.
ধূসর

ব্যাখ্যা

কালো হল সেসকল বস্তুর রঙ যা দৃশ্যমান বর্ণালীর মধ্যে কোন আলো বিকিরণ বা প্রতিফলন করে না। কালো রঙের বস্তু দৃশ্যমান বর্ণালীর সকল কম্পাঙ্ক বিশিষ্ট আলো শোষণ করে নেয়। যদিও কখন কখন বর্ণহীন বলতে কালো বলা হয়, তবে ব্যবহারিক অর্থে কালো একটি রঙ, যেমন বলা হয় "কালো বিড়াল"।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: খাদ্যরেফারেন্স: ১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1992)
৭১

সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয়?

.

নাইট্রোজেন

✓ সঠিক উত্তর
.

হিলিয়াম

.

নিয়ন

.

অক্সিজেন

ব্যাখ্যা


নাইট্রোজেন একটি মৌল বা মৌলিক পদার্থ যার বাংলা নাম যবক্ষারজান। , এই মৌলিক পদার্থের প্রতীক N ও পারমাণবিক সংখ্যা ৭। , বিশুদ্ধ নাইট্রোজেন স্বাভাবিক অবস্থায় বর্ণহীন, গন্ধহীন ও স্বাদবিহীন। নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় ধরনের দ্বিপরমাণুক গ্যাস। পৃথিবীর বায়ুমণ্ডলে আয়তনের হিসাবে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০৯ শতাংশ। এর যোজনী ৩ এবং ৫।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: প্রাত্যহিক জীবনে রসায়নরেফারেন্স: ১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1992)
৭২

সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?

.
৬ সেমি
.
৫ সেমি
✓ সঠিক উত্তর
.
৮ সেমি
.
৭ সেমি

ব্যাখ্যা

আমরা জানি,
বিষয়: গণিতটপিক: ত্রিভুজ (Triangle)রেফারেন্স: ১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1992)
৭৩

একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?

.
৮% (বৃদ্ধি)
✓ সঠিক উত্তর
.
৮% (হ্রাস)
.
১০৮% (বৃদ্ধি)
.
১০৮% (হ্রাস)

ব্যাখ্যা

১২০*৯০ = ১০৮০০
বিষয়: গণিতটপিক: শতকরা (Percentage)রেফারেন্স: ১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1992)
৭৪

কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

.
১/২ (ভূমি * উচ্চতা)
.
দৈর্ঘ্য * প্রস্থ
.
২(দৈর্ঘ্য * প্রস্থ )
.
ভূমি * উচ্চতা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

আমরা জানি,
বিষয়: গণিতটপিক: পরিমিতি (Mensuration)রেফারেন্স: ১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1992)
৭৫

শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?

.
২০,০০০ টাকা
.
২৫,০০০ টাকা
✓ সঠিক উত্তর
.
৩০,০০০ টাকা
.
৩৫, ০০০ টাকা

ব্যাখ্যা

মনেকরি, মূলধন = ক টাকা
বিষয়: গণিতটপিক: সরল ও যৌগিক মুনাফা  (Simple & Compound interest)রেফারেন্স: ১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1992)
৭৬

একটি ঘড়িতে ৬ টার ঘণ্টা ধ্বনি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে, ঐ ঘড়িতে ১২ টার ঘণ্টা ধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? ঘণ্টাধ্বনি সমান সময় ব্যবধানে বাজে ।

.
১১ সেকেন্ড
.
১০ সেকেন্ড
✓ সঠিক উত্তর
.
১২ সেকেন্ড
.
সেকেন্ড

ব্যাখ্যা

৬টা ঘণ্টা বাজতে যদি ৫ সেকেন্ড সময় লাগে তাহলে ১২টা ঘণ্টা বাজতে ১০ সেকেন্ড সময় লাগে
বিষয়: গণিতটপিক: ধ্বনিরেফারেন্স: ১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1992)
৭৭

12{(a+b)2+(a-b)2}=কত?

.
a2+b2
✓ সঠিক উত্তর
.
a2-b2
.
(a+b)22-(a-b)22
.
(a+b)2+(a-b)2

ব্যাখ্যা

এটি একটি সুত্র।
বিষয়: গণিতরেফারেন্স: ১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1992)
৭৮

am.an=am+nকখন হবে?

.
m ধনাত্মক হলে
.
n ধনাত্মক হলে
.
m ও n ধনাত্মক হলে
✓ সঠিক উত্তর
.
m ধনাত্মক n ঋণাত্মক হলে

ব্যাখ্যা

অবশ্যই mওn ধনাত্নক হতে হবে। কারণ mওn মাঝে ধনাত্মক চিহ্ন আছে।
বিষয়: গণিতরেফারেন্স: ১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1992)
৭৯

What is the meaning of the idiom 'a round dozen'?

.
a little less than a dozen
.
a little more than a dozen
.
a full dozen
✓ সঠিক উত্তর
.
round about a dozen
বিষয়: ইংরেজিটপিক: Idiomরেফারেন্স: ১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1992)
৮০

What is the meaning of 'Soft Soap'?

.
Flatter for self motives
✓ সঠিক উত্তর
.
To speak ill of others
.
To speak high of others
.
To recognise other's good deeds
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: ১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1992)