১৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1994)

মোট প্রশ্ন: ১০০

৬১

নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় ----

.
ধমনির ভেতর দিয়ে
✓ সঠিক উত্তর
.
শিরার ভেতর দিয়ে
.
স্নায়ুর ভেতর দিয়ে
.
ল্যাকটিয়ালের ভেতর দিয়ে

ব্যাখ্যা

ধমনি
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মানবদেহরেফারেন্স: ১৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1994)
৬২

উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো---

.
প্রায় ১২ ঘণ্টা
✓ সঠিক উত্তর
.
প্রায় ২৪ ঘণ্টা
.
প্রায় ৬ ঘণ্টা
.
চাঁদের তিথি অনুসারে ভিন্ন
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: জোয়ার ভাটারেফারেন্স: ১৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1994)
৬৩

চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন?

.
চাঁদে কোনো জীব নেই তাই
.
চাঁদে কোনো পানি নেই তাই
.
চাঁদে বায়ুমণ্ডল নেই তাই
✓ সঠিক উত্তর
.
চাঁদের মাধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মাধ্যাকর্ষণজনিত ত্বরণ অপেক্ষা কম তাই
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞানরেফারেন্স: ১৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1994)
৬৪

ধূমকেতু শুমেকার লেভী-৯ এর ভাঙ্গা টুকরোটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?

.
১৫ জুলাই, ১৯৯৪
.
১৬ জুলাই, ১৯৯৪
✓ সঠিক উত্তর
.
১৭ জুলাই, ১৯৯৪
.
১৮ জুলাই, ১৯৯৪
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ধূমকেতুরেফারেন্স: ১৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1994)
৬৫

পানির জীব হয়েও বাতাসে নিশ্বাস নেয়----

.
পটকা মাছ
.
হাঙ্গর
.
শুশুক
✓ সঠিক উত্তর
.
জেলী ফিস

ব্যাখ্যা

শুশুক একটি স্তন্যপায়ী জলজ প্রাণী। বাংলাদেশে এখন এটি বিপন্ন প্রাণী হিসেবে পরিচিত।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পানিরেফারেন্স: ১৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1994)
৬৬

পীট কয়লার বৈশিষ্ট্য হলো -----

.
মাটির অনেক গভীর থাকে
.
ভিজা ও নরম
✓ সঠিক উত্তর
.
পাহাড়ি এলাকায় পাওয়া যায়
.
দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: খনিজরেফারেন্স: ১৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1994)
৬৭

আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতুনির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ----

.
কম্পিউটার
.
অফসেট পদ্ধতিতে
.
ফটোলিথোগ্রাফী
✓ সঠিক উত্তর
.
প্রসেস ক্যামেরা
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: অধাতুর বৈশিষ্ট্যরেফারেন্স: ১৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1994)
৬৮

ডিজিট্যাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য---

.
ডিজিট্যাল সিগন্যালে বার্তা প্রেরণ
✓ সঠিক উত্তর
.
বোতাম টিপে ডায়াল করা
.
অপটিক্যাল ফাইবারের ব্যবহার
.
নতুন ধরনের মাইক্রোফোন

ব্যাখ্যা

টেলিফোন মানুষের মুখের কথা যুগপৎ প্রেরণ ও গ্রহণের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্র, যার মাধ্যমে একে অপরের থেকে বহু দূরে অবস্থিত একাধিক ব্যক্তি মৌখিক যোগাযোগ স্থাপন করতে পারেন। টেলিফোন সস্তা, সহজে ব্যবহারযোগ্য এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কণ্ঠস্বরের মাধ্যমে ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করা যায়; এই সমস্ত সুবিধা অন্য কোনও মাধ্যমে সম্ভব নয়। এর ফলে বর্তমানে এটি বিশ্বের সর্বাধিক ব্যবহৃত যোগাযোগ যন্ত্র। সারা বিশ্বে শত শত কোটি টেলিফোন যন্ত্র ব্যবহার করা হয়। টেলিফোনের মাধ্যমে হাজার হাজার মাইল দুরের মানুষের সাথেও কথা বলা যায়। "টেলিফোন" একটি ইংরেজি শব্দ ("টেলি" অর্থ "দূর"; "ফোন" অর্থ "ধ্বনি")। বাংলায় এ যন্ত্রটিকে দূরভাষ বা দূরালাপনী নামেও ডাকা হয়ে থাকে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: টেলিফোনরেফারেন্স: ১৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1994)
৬৯

আবহাওয়ায় ৯০% আর্দ্রতা মানে----

.
বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
.
১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প
.
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
✓ সঠিক উত্তর
.
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টিপাতের সময়ের ৯০%

ব্যাখ্যা

আবহাওয়া হলো কোনো স্থানের স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা। সাধারণত এক দিনের এমন রেকর্ডকেই আবহাওয়া বলে। আবার কখনও কখনও কোনো নির্দিষ্ট এলাকার স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থাকেও আবহাওয়া বলা হয়। আবার কোনো স্থানের দীর্ঘ সময়ের আবহাওয়া বা ২৫ থেকে ৩০ বছরের আবহাওয়ার উৎপত্তি ভিত্তিতে তৈরি হয় সে স্থানের জলবায়ু। আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল একটি চলক। আবহাওয়া ও জলবায়ু নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে আবহাওয়া বিজ্ঞান বলা হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বায়ুর আর্দ্রতারেফারেন্স: ১৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1994)
৭০

বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত ----

.
.
২২/৭
✓ সঠিক উত্তর
.
২৫/৯
.
প্রায় ৫

ব্যাখ্যা

বৃত্তের পরিধি = 2πr এবং বৃত্তের ব্যস = 2r
বিষয়: গণিতটপিক: অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)রেফারেন্স: ১৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1994)
৭১

দু ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?

.
২০ দিনে
.
২২ দিনে
.
২৪ দিনে
✓ সঠিক উত্তর
.
২৬ দিনে

ব্যাখ্যা

দুই ব্যাক্তি ১ দিনে কাজ করতে পারে ১/৮ অংশ
বিষয়: গণিতটপিক: সময় ও কাজ (Time and work)রেফারেন্স: ১৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1994)
৭২

৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?

.
৫%
.
৬%
.
১০%
✓ সঠিক উত্তর
.
১২%

ব্যাখ্যা

মনেকরি, সুদের হার = ক
বিষয়: গণিতটপিক: সরল ও যৌগিক মুনাফা  (Simple & Compound interest)রেফারেন্স: ১৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1994)
৭৩

কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে?

.
৮৯
.
১৪১
✓ সঠিক উত্তর
.
২৪৮
.
১৭০

ব্যাখ্যা

এখানে ২৪, ৩৬, ৪৮ এর ল, সা, গু করলে হয় ১৪৪ এবং যেহেতু যোগ করতে বলা হয়েছে তাই এটা বিপরীত করতে হবে সুতরাং যোগ করতে বললে বিয়োগ করতে হবে এবং বিয়োগ করতে বললে যোগ করতে হবে
বিষয়: গণিতটপিক: পাটিগণিত প্রাথমিক ধারণা (Basic Concept)রেফারেন্স: ১৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1994)
৭৪

নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়?

.
২০৪৮
.
৫১২
.
১০২৪
✓ সঠিক উত্তর
.
৪৮

ব্যাখ্যা

আমরা জানি, যে সংখার বর্গমূল করা যায়, তার ভাজক সংখ্যা বিজোড়
বিষয়: গণিতটপিক: পাটিগণিত প্রাথমিক ধারণা (Basic Concept)রেফারেন্স: ১৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1994)
৭৫

চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ঃ ২ঃ ২ঃ ৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে ----

.
১০০ ডিগ্রি
.
১১৫ ডিগ্রি
.
১৩৫ ডিগ্রি
✓ সঠিক উত্তর
.
২২৫ ডিগ্রি

ব্যাখ্যা

অনুপাতের যোগফল = ১ + ২ + ২ + ৩ = ৮
বিষয়: গণিতটপিক: অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)রেফারেন্স: ১৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1994)
৭৬

দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?

.
দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ
.
দুই কোণ ও এক বাহু
.
তিন কোণ
✓ সঠিক উত্তর
.
তিন বাহু

ব্যাখ্যা

দুটি ত্রিভুজের সর্বসম হওয়ার শর্ত হলো তিনটি কোন ও তিনটি বাহু সমান হওয়া। কিন্তু ক, খ ও ঘ সমান হলেই তিনটি কোন ও তিনটি বাহু সমান হয়ে যায়। অথচ তিনটি কোন সমান হলে সর্বসম নাও হতে পারে।
বিষয়: গণিতটপিক: ত্রিভুজ (Triangle)রেফারেন্স: ১৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1994)
৭৭

a:b=4:7 এবং b:c=5:6 হলে a:b:c=কত?

.
4 : 7 : 6
.
20 : 35 : 24
.
20 : 35 : 42
✓ সঠিক উত্তর
.
24 : 35 : 30

ব্যাখ্যা

দেওয়া আছে, a:b = 4:7, b:c = 5:6
বিষয়: গণিতটপিক: অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)রেফারেন্স: ১৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1994)
৭৮

a + b + c = 9 , a2+b2+c2=29 হলে ab + bc + ca এর মান কত?

.
52
.
46
.
26
✓ সঠিক উত্তর
.
22

ব্যাখ্যা

আমরা জান,
বিষয়: গণিতটপিক: সাধারণ সূত্রাবলী (General formulas)রেফারেন্স: ১৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1994)
৭৯

একজন দোকানদার % ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হতো এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হতো, তাহলে তার ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

.
১০০ টাকা
.
২০০ টাকা
✓ সঠিক উত্তর
.
৩০০ টাকা
.
৪০০ টাকা

ব্যাখ্যা

প্রকৃত ক্রয় মূল্য 100 টাকা হলে
বিষয়: গণিতটপিক: লাভ-ক্ষতি (Profit and loss)রেফারেন্স: ১৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1994)
৮০

a2+b2-c2+2aba2-b2+c2+2ac=?

.
a+b+c
.
a+b-ca-b+c
✓ সঠিক উত্তর
.
a-b+ca+b-c
.
a+b-ca+b+c
বিষয়: গণিতরেফারেন্স: ১৬ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) (01-01-1994)