২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (18-11-2005)

মোট প্রশ্ন: ৮৪

পৃষ্ঠা এর পরবর্তী

ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?

.
অরণি
.
পরিচয়
.
নবশক্তি
.
ক্রান্তি
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা সংবাদপত্ররেফারেন্স: ২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (18-11-2005)

গ্রিক শব্দ কোনটি?

.
তুফান
.
লুঙ্গী
.
কুশন
.
দাম
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (18-11-2005)

বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?

.
উনিশ
.
কুড়ি
.
একুশ
✓ সঠিক উত্তর
.
বাইশ
বিষয়: বাংলাটপিক: খাঁটি বাংলা উপসর্গরেফারেন্স: ২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (18-11-2005)

কোনটি উপন্যাস?

.
নতুন চাঁদ
.
কন্যাকুমারী
✓ সঠিক উত্তর
.
গড্ডলিকা
.
নেমেসিস
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: ২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (18-11-2005)

লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?

.
আলাওল
.
কোরেশী মগন
.
দৌলত কাজী
✓ সঠিক উত্তর
.
সৈয়দ সুলতান
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (18-11-2005)

সাপ্তাহিক 'সুধাকর' --এর সম্পাদক কে?

.
মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
.
মুন্সি মোহাম্মদ মেহের উল্লা
.
শেখ আব্দুর রহিম
✓ সঠিক উত্তর
.
ইসমাইল হোসেন সিরাজী

ব্যাখ্যা

সাপ্তাহিক 'সুধাকর' (১৮৯৪) , মাসিক 'মিহির (১৮৯২), মাসিক হাফেজ' 'মোসলেম ভারত' প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেন শেখ আবদুর রহিম। 'মুললামন' (১৮৮৪), সাপ্তাহিক 'নব সুধাকর' (১৯৮৫), 'ইসলাম ' (১৮৮৫) ইত্যাদি পত্রিকার সম্পাদক ছিলেন মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ। মাসিক 'নূর' (১৯১৯) ও সাপ্তাহিক 'সুলতান' (১৯২৩) পত্রিকা সম্পাদনা করেন ইসমাইল হোসেন সিরাজী এবং মুন্সী মেহেরুল্লাহ ছিলেন ধর্মপ্রচারক । তিনি কোনো পত্রিকা সম্পাদনা করেননি। তিনি 'খ্রিষ্টান ধর্মের অসারতা' নামে একটি প্রচার পুস্তিকা প্রকাশ করেন।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: ২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (18-11-2005)

মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়?

.
১৯২৬
.
১৯২৭
✓ সঠিক উত্তর
.
১৯২৮
.
১৯২৯
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (18-11-2005)

কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?

.
কালিকলম
.
প্রগতি
.
কল্লোল
✓ সঠিক উত্তর
.
সুবজপত্র
বিষয়: বাংলাটপিক: বাংলা সংবাদপত্ররেফারেন্স: ২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (18-11-2005)

' শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?

.
একরাত্রি
.
শুভা
.
সমাপ্তি
✓ সঠিক উত্তর
.
পোস্টমাস্টার
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: ২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (18-11-2005)
১০

বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?

.
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
.
বঙ্গভাষা ও সাহিত্য
✓ সঠিক উত্তর
.
বাংলা সাহিত্যের কথা
.
বাংলা সাহিত্যের রূপরেখা
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যের প্রথমরেফারেন্স: ২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (18-11-2005)
১১

কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ' জগত্তারিণী' পদক লাভ করেন?

.
১৯১৬
.
১৯২৩
✓ সঠিক উত্তর
.
১৯৩৩
.
১৯০৩
বিষয়: বাংলাটপিক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়রেফারেন্স: ২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (18-11-2005)
১২

রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি?

.
মাগধীয় ব্যাকরণ
.
গৌড়িয় ব্যাকরণ
✓ সঠিক উত্তর
.
মাতৃভাষা ব্যাকরণ
.
ভাষা ও ব্যাকরণ
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (18-11-2005)
১৩

' মেছো' শব্দের প্রকৃতি-প্রত্যয় কি?

.
মাছ + ও
.
মেছ + ও
.
মাছি + উয়া> ও
.
মাছ + উয়া> ও
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

প্রকৃতি : শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না, তাকে প্রকৃতি বলে। প্রত্যয় যুক্ত প্রতিটি মৌলিক শব্দ তথা প্রত্যয় যুক্ত প্রতিটি প্রাতিপদিক ও ধাতুই একেকটি প্রকৃতি। কিন্তু মৌলিক শব্দকে প্রকৃতি বলা যায় না। যখনই সেই শব্দের সঙ্গে বা অতিরিক্ত শব্দাংশ বা প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তখনই কেবল নতুন সৃষ্ট শব্দটির মূল শব্দটিকে প্রকৃতি বলা যায়।
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: ২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (18-11-2005)
১৪

কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?

.
বাক্‌ + দান = বাগদান
.
উৎ + ছেদ = উচ্ছেদ
.
পর + পর = পরস্পর
✓ সঠিক উত্তর
.
সম + সার = সংসার
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: ২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (18-11-2005)
১৫

বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?

.
মধুসূদন দত্ত
.
দীনবন্ধু মিত্র
.
জ্যোতিন্দ্রনাথ ঠাকুর
.
রামনারায়ণ তর্করত্ন
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: ২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (18-11-2005)
১৬

প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়-----।

.
উপমিত
.
উপমান
.
উপমেয়
✓ সঠিক উত্তর
.
রূপক
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: ২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (18-11-2005)
১৭

' পাখি সব করে রব রাত্রি পহাইল' পঙ্‌ক্তির রচয়িতা -----।

.
রামনারায়ণ তর্করত্ন
.
বিহারী লাল
.
কৃষ্ণচন্দ্র মজুমদার
.
মদনমোহন তর্কালংকার
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (18-11-2005)
১৮

' আমি কিংবদন্তীর কথা বলছি' ---এর রচয়িতা কে?

.
সিকান্‌দার আবু জাফর
.
আবু জাফর ওবায়দুল্লাহ
✓ সঠিক উত্তর
.
ফররুখ আহমদ
.
আহসান হাবীব
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (18-11-2005)
১৯

' জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি' সহ্য করতে পারতেন না -----

.
বঙ্কিমচন্দ্র
.
সৈয়দ মুজতবা আলী
.
প্রমথ চৌধুরী
✓ সঠিক উত্তর
.
প্রমথনাথ বিশী

ব্যাখ্যা

'জ্যাঠামি ' শব্দের অর্থ বাচালতা, পাকামি, অকালপক্বতা ইত্যাদি আর 'ন্যাকামি শব্দের অর্থ - সারল্য বা সাধুলতা ভানকারী , অজ্ঞতার ভবন ইত্যাদি । বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক প্রমথ চৌধুরী ছিলেন মার্জিত নাগরিক রুচি, প্রখর বুদ্ধিদীপ্ত ও অপূর্ব বাক - চাতুর্যের অধিকারী। সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে তার মত হলো - 'সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সকলকে আনন্দ দান করা , কারও মনোরঞ্জন নয়। সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতের বেতও নয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (18-11-2005)
২০

' এ মাটি সোনার বাড়া' ---- এ উদ্ধৃতিতে 'সোনা' কোন অর্থে ব্যবহার করা হয়েছে?

.
বিশেষণের অতিশায়ন
✓ সঠিক উত্তর
.
রূপবাচক বিশেষণ
.
উপাদান বাচক বিশেষণ
.
বিধেয় বিশেষণ
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ২৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (18-11-2005)