৩৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-05-2013)

মোট প্রশ্ন: ১০০

পৃষ্ঠা এর পরবর্তী

নবায়নযোগ্য জ্বালানী কোনটি?

.
পরমাণু শক্তি
✓ সঠিক উত্তর
.
কয়লা
.
পেট্রোল
.
প্রাকৃতিক গ্যাস
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: কার্বন (C)রেফারেন্স: ৩৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-05-2013)

জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?

.

কৃত্রিম সার প্রয়োগ

.

পানি সেচ

✓ সঠিক উত্তর
.

মাটিতে নাইট্রোজেন ধরে রাখা

.

প্রাকৃতিক গ্যাস প্রয়োগ

বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: লবণরেফারেন্স: ৩৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-05-2013)

মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস -----

.
পরিপাক
.
খাদ্য গ্রহণ
.
শ্বসন
✓ সঠিক উত্তর
.
রক্ত সংবহন
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মানবদেহরেফারেন্স: ৩৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-05-2013)

বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির -----

.
ঘনত্ব কম
.
ঘনত্ব বেশি
✓ সঠিক উত্তর
.
তাপমাত্রা বেশি
.
দ্রবণীয়তা বেশি
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পানিরেফারেন্স: ৩৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-05-2013)

গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়?

.
নাইট্রিক
.
সালফিউরিক
✓ সঠিক উত্তর
.
হাইড্রোক্লোরিক
.
পারক্লোরিক
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: নিউক্লিক এসিডরেফারেন্স: ৩৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-05-2013)

ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহন করে?

.
ফসফরাস
.
নাইট্রোজেন
✓ সঠিক উত্তর
.
পটাশিয়াম
.
সালফার

ব্যাখ্যা

নাইট্রোজেন গ্যাসকে একটি বিশেষ প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় রুপান্তরিত করা হয় এবং অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপন্ন করা হয়। তাই উদ্ভিদ খাদ্য উপাদান হিসেবে ইউরিয়া সার হতে নাইট্রোজেনই গ্রহণ করে। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ ৪৬% ।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: খাদ্য সংরক্ষণরেফারেন্স: ৩৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-05-2013)

পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?

.
নিউট্রন ও প্রোটন
✓ সঠিক উত্তর
.
ইলেকট্রন ও প্রোটন
.
নিউট্রন ও পজিট্রন
.
ইলেকট্রন ও পজিট্রন
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পরমাণুর ইলেকট্রন বিন্যাসরেফারেন্স: ৩৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-05-2013)

রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?

.
অক্সিজেন পরিবহন করা
✓ সঠিক উত্তর
.
রোগ প্রতিরোধ করা
.
রক্ত জমাট বাধতে সাহায্য করা
.
উপরে উল্লিখিত সব কয়টিই
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রক্ত বাহিকা (Blood Vessels)রেফারেন্স: ৩৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-05-2013)

সুষম খাদ্যের উপাদান কয়টি?

.
৪ টি
.
৬ টি
✓ সঠিক উত্তর
.
৫ টি
.
৮ টি
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: খাদ্য সংরক্ষণরেফারেন্স: ৩৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-05-2013)
১০

ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?

.
অগ্ন্যাশয় হতে
✓ সঠিক উত্তর
.
প্যানক্রিয়াস হতে
.
লিভার হতে
.
পিটুইটারী গ্লান্ড হতে
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রোগ প্রতিরোধ (Immune System)রেফারেন্স: ৩৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-05-2013)
১১

পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় -----

.
পটকা মাছ
.
হাঙ্গর
.
শুশুক
✓ সঠিক উত্তর
.
জেলী ফিস
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বায়ুর আর্দ্রতারেফারেন্স: ৩৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-05-2013)
১২

অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল -----

.
গ্লাইকোজেন
✓ সঠিক উত্তর
.
গ্লুকোজ
.
ফ্রুক্টোজ (Fructose)
.
সুক্রোজ
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: খাদ্য সংরক্ষণরেফারেন্স: ৩৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-05-2013)
১৩

প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে ----

.
জুওলজী
.
বায়োলজী
.
ইভোলিউশন
.
জেনেটিক্স
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বংশগতিরেফারেন্স: ৩৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-05-2013)
১৪

কোন খাদ্যে প্রোটিন বেশি?

.
ভাত
.
গরুর মাংস
.
মসুর ডাল
✓ সঠিক উত্তর
.
ময়দা
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: খাদ্য সংরক্ষণরেফারেন্স: ৩৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-05-2013)
১৫

হাড় ও দাঁতকে মজবুত করে -----

.
আয়োডিন
.
আয়রন
.
ম্যাগনেসিয়াম
.
ক্যালসিয়াম ও ফসফরাস
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: অস্থিসন্ধিরেফারেন্স: ৩৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-05-2013)
১৬

সুনামীর কারণ হল -----

.
আগ্নেয়গিরির অগ্নুৎপাত
.
ঘূর্ণীঝড়
.
চন্দ্র ও সূর্যের আকর্ষণ
.
সমুদ্রের তলদেশে ভূমিকম্প
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বিজ্ঞানীদের পরিচয়রেফারেন্স: ৩৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-05-2013)
১৭

ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যাটি সঠিক নয় তা হল -----

.
এ রোগে মানবদেহের কিডনি নষ্ট করে
.
চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
✓ সঠিক উত্তর
.
এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
.
ইনসুলিনের অভাবে এ রোগ হয়
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রোগ প্রতিরোধ (Immune System)রেফারেন্স: ৩৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-05-2013)
১৮

প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?

.
নদী
.
সাগর
.
হ্রদ
.
বৃষ্টিপাত
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পানিরেফারেন্স: ৩৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-05-2013)
১৯

নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?

.
তামা
.
রূপা
✓ সঠিক উত্তর
.
সোনা
.
কার্বন

ব্যাখ্যা

যার মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে তাকে বিদ্যুৎ সুপরিবাহী বলে। বিদ্যুৎ পরিবহনের এ ধর্মকে বিদ্যুৎ পরিবাহিতা বলে। তামা, সোনা, রুপা ইত্যাদি বিদ্যুৎ সুপরিবাহী। তবে যার রোধ যত কম তার বিদ্যুৎ পরিবাহিতা তত বেশি। এক্ষেত্রে রুপার রোধ সবচেয়ে কম বলে এর বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: তাপ ও তাপগতিবিদ্যারেফারেন্স: ৩৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-05-2013)
২০

কোন ডালের সংগে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?

.
অড়হর
.
ছোলা
.
খেসারী
✓ সঠিক উত্তর
.
মটর
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রোগ প্রতিরোধ (Immune System)রেফারেন্স: ৩৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (24-05-2013)