১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)

মোট প্রশ্ন: ৮৪

৪১

দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্নসমর্পণ করে------

.
১৯৪২ সালের নভেম্বর মাসে
.
১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে
.
১৯৪৫ সালের এপ্রিল মাসে
✓ সঠিক উত্তর
.
১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে

ব্যাখ্যা

১৯৪৫ সালের মে মাসে হিটলার আত্মহত্যা করলে জার্মানির পতন ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে জার্মানি ৯ এপ্রিল সোভিয়েত জেনারেল জর্জ জোকভের নিকট আত্মসমর্পণ করে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জার্মানিরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
৪২

কঙ্গোকে বিদেশী শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম-----

.
কাশাভুবু
.
প্যাট্রিক লুমুম্বা
✓ সঠিক উত্তর
.
শোম্বে
.
মবুতু

ব্যাখ্যা

প্যাট্রিস লুলুম্বা স্বাধীন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রী এবং আফ্রিকার জাতীয়তাবাদী আন্দোলনের নেতা। লুলুম্বার নেতৃত্বে প্রবল আন্দোলনের মুখে ১৯৬০ সালে বেলজিয়ানরা কঙ্গোকে স্বাধীনতা দিতে বাধ্য হয়। প্যাট্রিস লুলুম্বা হয়ে ওঠেন আফ্রিকার নিষ্পেষিত জনগণের সংগ্রাম আর মুক্তির প্রতীক।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পাকিস্তানরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
৪৩

হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল-----

.
১৯৪৫ সালের আগস্ট মাসে
✓ সঠিক উত্তর
.
১৯৪৫ সালের মে মাসে
.
১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে
.
১৯৪৪ সালের আগস্ট মাসে

ব্যাখ্যা

১৯৪৫ সালের ৬ আগস্ট পৃথিবী দেখল নির্মমতার চূড়ান্ত দৃশ্যটি। বিশ্বে প্রথমবারের মতো মানুষের ওপর ফেলা হয় পারমাণবিক বোমা। পারমাণবিক বোমার ভয়াবহতা ছিল কল্পনাতীত। জাপানের হিরোশিমা শহরে সকাল সাড়ে ৮টায় যখন বোমারু বিমান থেকে 'লিটল বয়' নামের পারমাণবিক বোমাটি ফেলা হয় তখন চোখের পলকে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা শহর।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: হিরোশিমা হামলারেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
৪৪

আইএমএফ-এর সদর দপ্তর কোথায়?

.
ওয়াশিংটন
✓ সঠিক উত্তর
.
মস্কো
.
লন্ডন
.
নিউইয়র্ক
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পাকিস্তানরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
৪৫

নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম----

.
ইউনিটা
.
সান্ডিনিস্টা
.
কন্ট্রা
✓ সঠিক উত্তর
.
সোয়াপো

ব্যাখ্যা

নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম - কন্ট্রা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পাকিস্তানরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
৪৬

'ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' কোন দেশে অবস্থিত?

.
ইরান
.
ইরাক
✓ সঠিক উত্তর
.
মিশর
.
সিরিয়া

ব্যাখ্যা

ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান (ইংরেজি: Hanging Gardens of Babylon) ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে নির্মিত হয়। সম্রাট নেবুচাদনেজার সম্রাজ্ঞীর প্রেরণায় এটি নির্মাণ করেন। প্রথমে নির্মাণ করা হয় বিশাল এক ভিত, যার আয়তন ছিল ৮০০ বর্গফুট। ভিতটিকে স্থাপন করা হয় তৎকালীন সম্রাটের খাস উপাসনালয়ের সুবিস্তৃত ছাদে। ভিত্তি স্থাপন করার পর মাটি থেকে এর উচ্চতা দাড়িয়েছিল ৮০ ফুট। এই ভিত্তির উপরেই নির্মিত হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ এবং বিস্ময়কর পুস্পবাগ। ৪০০০ শ্রমিক রাতদিন পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান। বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল ১০৫০ জন মালী। ৫ থেকে ৬ হাজার প্রকার ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে। ৮০ ফুট উচুতে অবস্থিত বাগানের সুউচ্চ ধাপগুলোতে নদী থেকে পানি উঠানো হত মোটা পেচানো নলে সাহায্যে। ৫১৪ খ্রিষ্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবীর বিখ্যাত পর্যটন কেন্দ্ররেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
৪৭

ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?

.
ইতালী
.
স্পেন
.
তুরস্ক
✓ সঠিক উত্তর
.
গ্রিস

ব্যাখ্যা

ট্রয় প্রাচীন তুরস্কের ওইতিহাসিক নগরী।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পাকিস্তানরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
৪৮

ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো------

.

মূল মধ্যরেখা

.

কর্কটক্রান্তি রেখা

✓ সঠিক উত্তর
.

মকরক্রান্তি রেখা

.

আন্তর্জাতিক তারিখ রেখা

ব্যাখ্যা

কর্কটক্রান্তি বা কর্কটক্রান্তি রেখা (কর্কট মানে কাঁকড়া) বা উত্তর বিষুব পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি। এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা। এটি বাংলাদেশের প্রায় মাঝামাঝি দিয়ে গেছে। 
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: দ্রাঘিমারেখারেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
৪৯

উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর------

.
ড. রমেশচন্দ্র মজুমদার
.
ড. মাহমুদ হাসান
.
ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
.
স্যার এ. এফ. রহমান
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ঢাকা বিশ্ববিদ্যালয়রেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
৫০

১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?

.
শামীম সিকদার
.
সৈয়দ আব্দুল্লাহ খালেদ
.
হামিদুজ্জামান খান
✓ সঠিক উত্তর
.
আবদুস সুলতান

ব্যাখ্যা

হামিদুজ্জামান খান একজন খ্যাতিমান বাংলাদেশী শিল্পী ও ভাস্কর। ফর্ম, বিষয়ভিত্তিক ও নিরীক্ষাধর্মী ভাস্কর্যের জন্য তিনি সুপরিচিত। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত একাত্তর স্মরণে শীর্ষক কাজের জন্য তিনি ভাস্কর হিসেবে ১৯৭৬ সালে বাংলাদেশে খ্যাতি লাভ করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের রাজধানী সিউলে অলিম্পিক ভাস্কর্য পার্কে ভাস্কর্য স্থাপনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিসরে পরিচিতি অর্জন করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভাস্কর্য, টেরাকোটা, পটচিত্র, স্কেচরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
৫১

ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?

.
১২০৬ খ্রিঃ
.
১৩১০ খ্রিঃ
.
১৫২৬ খ্রিঃ
.
১৬১০ খ্রিঃ
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রাচীন শাসনামলে বাংলার বংশ ও রাজধানীরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
৫২

'পূর্বাশা' দ্বীপের অপর নাম-----

.
নিঝুম দ্বীপ
.
সেন্টমার্টিন দ্বীপ
.
দক্ষিণ তালপট্টি দ্বীপ
✓ সঠিক উত্তর
.
কুতুবদিয়া দ্বীপ
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: দক্ষিণ তালপট্টি দ্বীপরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
৫৩

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-----

.
লক্ষ্মণ সেন
.
ইলিয়াস শাহ
.
আকবর
✓ সঠিক উত্তর
.
বিজয় সেন
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নববর্ষ / পহেলা বৈশাখরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
৫৪

বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল----

.

১৭ এপ্রিল ১৯৭১

✓ সঠিক উত্তর
.

২৬ মার্চ ১৯৭১

.

১১ এপ্রিল ১৯৭১

.

১০ জানুয়ারি ১৯৭২

বিষয়: সাধারণ জ্ঞানটপিক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
৫৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ----

.
১৭ এপ্রিল ১৯৯১
.
১৬ ডিসেম্বর ১৯৭২
✓ সঠিক উত্তর
.
৭ মার্চ ১৯৭১
.
২৬ মার্চ ১৯৭৩

ব্যাখ্যা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত হয় এবং একে বাংলায় অনুবাদ করা হয়[তথ্যসূত্র প্রয়োজন]। তাই এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিদ্যমান। তবে ইংরেজি ও বাংলার মধ্যে অর্থগত বিরোধ দৃশ্যমান হলে বাংলা রূপ অনুসরণীয় হবে।[২]
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
৫৬

বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায়?

.
মহাস্থানগড়ে
✓ সঠিক উত্তর
.
শাহজাদপুরে
.
নেত্রকোনায়
.
রামপালে

ব্যাখ্যা

শাহ সুলতান বলখী ১৪ শ শতকে বল্লখ/বলখ (আফগানিস্তান) থেকে বাংলায় আসেন। বলখ থেকে আসায় তাঁর নামের শেষে বলখী যুক্ত হয়েছে। কথিত আছে তিনি মাছের পিঠে বা মাছের মতো তৈরি নৌকায় এসেছিলেন । এজন্য তাঁকে মাহিসাওয়ারও বলা হয়। তাঁর ইসলামিক দাওয়াতে দলে দলে লোক ইসলাম গ্রহণ করলে পুণ্ড্রবর্ধনের শেষ রাজা পরশুরাম তাঁর বিরোধিতা করে। ফলে যুদ্ধের সূচনা হয় এবং রাজা পরশুরাম পরাজিত হন ও মৃত্যুবরণ করেন৷ 
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ঐতিহাসিক স্থান ও নিদর্শনরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
৫৭

বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

.
চট্টগ্রামে
.
বগুড়ায়
.
সোনারগাঁওয়ে
✓ সঠিক উত্তর
.
রামপালে

ব্যাখ্যা

শিল্পাচার্য জয়নুল আবেদীন লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। এটি রাজধানী ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: লোকশিল্প জাদুঘররেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
৫৮

বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল----

.
ইংরেজরা
.
ওলন্দাজরা
.
ফরাসিরা
.
পর্তুগিজরা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

প্রথম পর্তুগিজ বণিক যোয়াও কোয়েলহো ১৫১৬ খ্রিস্টাব্দের দিকে গঙ্গায় এসে পৌঁছেন। ১৪৯৮ সালে ভাস্কো দা গামা প্রথম ভারত বর্ষে আসার জলপথ আবিষ্কার করেন। শেষে আসে ফরাশী রা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ইউরোপ মহাদেশেরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
৫৯

পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল?

.

সোমপুর বিহার

✓ সঠিক উত্তর
.

ধর্মপাল বিহার

.

জগদ্দল বিহার

.

শ্রী বিহার

বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সোমপুর বিহাররেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
৬০

বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে-----

.
বিজয়পুরে
✓ সঠিক উত্তর
.
রানীগঞ্জে
.
টেকেরহাটে
.
বিয়ানী বাজারে

ব্যাখ্যা

বিজয়পুর- চীনা মাটি ( বাংলাদেশ)
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: চীনামাটিরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)