৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)

মোট প্রশ্ন: ১৯৪

পূর্ববর্তীপৃষ্ঠা ১০ এর ১০
১৮১

সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে ---

.
১৩০
.
১৩১
.
১৩৭
✓ সঠিক উত্তর
.
১৪০
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সংবিধানের অনুচ্ছেদসমূহরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
১৮২

' কালাপানি' কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড?

.
ভারত ও নেপাল
✓ সঠিক উত্তর
.
পাকিস্তান ও চীন
.
ভূটান ও ভারত
.
বাংলাদেশ ও ভারত
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতের বিভিন্ন স্থানরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
১৮৩

সলোমন- দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?

.
ভারত মহাসাগর
.
প্রশান্ত মহাসাগর
✓ সঠিক উত্তর
.
আটলান্টিক মহাসাগর
.
আর্কটিক মহাসাগর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের দ্বীপসমূহরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
১৮৪

পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন ---

.
লর্ড রিপন
.
লর্ড কার্জন
✓ সঠিক উত্তর
.
লর্ড মিন্টো
.
লর্ড হার্ডিঞ্জ
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পূর্ববঙ্গ ও আসাম প্রদেশরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
১৮৫

১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল ----

.
ধানের শীষ
.
নৌকা
✓ সঠিক উত্তর
.
লাঙল
.
বাইসাইকেল
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রাদেশিক পরিষদরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
১৮৬

ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয় ?

.
বিল অব রাইটস
.
ম্যাগনাকার্টা
✓ সঠিক উত্তর
.
পিটিশন অব রাইটস
.
মুখ্য আইন
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ১৯৬৬ সালের ৬ দফারেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
১৮৭

বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?

.
নবাব সিরাজউদ্দৌলা
.
মুর্শিদ কুলী খান
✓ সঠিক উত্তর
.
ইলিয়াস শাহ
.
আলাউদ্দিন হুসেন শাহ
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলায় নবাবী আমলরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
১৮৮

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুমাত ----

.
১০০ ঃ ১০৬
.
১০০ ঃ ১০০.৬
.
১০০ঃ১০০.৩
✓ সঠিক উত্তর
.
১০০ ঃ ১০০
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জনশুমারি ও গৃহ গণনারেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
১৮৯

সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু ----

.
৬৫.৪ বছর
.
৬৭.৫ বছর
.
৭০.৯ বছর
✓ সঠিক উত্তর
.
৭৩.৭ বছর

ব্যাখ্যা

এখন দেশে একজন মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর। এর আগের জরিপ অনুযায়ী, মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৮ বছর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষের গড় আয়ু এখন ৭০ দশমিক ৬ বছর, আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের সরকার ব্যবস্থারেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
১৯০

যে জেলায় হাজংদের বসবাস নেই ----

.
শেরপুর
.
ময়মনসিংহ
.
সিলেট
✓ সঠিক উত্তর
.
নেত্রকোনা
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: হাজংরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
১৯১

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা ----

.
৪.৪ জন
✓ সঠিক উত্তর
.
৫.০ জন
.
৫.৪ জন
.
৫.৫ জন
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জনশুমারি ও গৃহ গণনারেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
১৯২

যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক ---

.

ঢাকা বিভাগ

✓ সঠিক উত্তর
.

রাজাশাহী বিভাগ

.

বরিশাল বিভাগ

.

খুলনা বিভাগ

ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনার প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, সাক্ষরতার হারে সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ, হার প্রায় ৭৯। এর পরে রয়েছে বরিশাল, ৭৭ দশমিক ৫৭ শতাংশ। সাক্ষরতার হার চট্টগ্রামে ৭৬ দশমিক ৫৩, খুলনায় প্রায় ৭৫, সিলেট ৭১ দশমিক ৯২, রাজশাহী ৭১ দশমিক ৯১, রংপুর ৭০ দশমিক ৭৫ ও ময়মনসিংহে ৬৭ শতাংশ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের বিভাগরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
১৯৩

২০১৫-১৬ অর্থবছের বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ----

.
৬.৮৫%
.
৬.৯৭%
.
৭.০০%
.
৭.৫%
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনযায়ী বাংলাদেশ পরিসংখ্যার ব্যুরোর হিসাব মতে ২০১৫ - ১৬ , ২০১৪ - ১৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে ৬.০৬ ও ৬.৫৫ শতাংশ । বাংলাদেশের ২০২০ - ২০২১ অর্থবছরে বাজেট জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার ৫.২%
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: growth rate- প্রবৃদ্ধির হাররেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
১৯৪

বাংলাদেশে তৈরি জাহাজ 'স্টেলা মেরিস' রপ্তানি হয়েছে ---

.
ফিনল্যান্ড
.
ডেনিমার্কে
✓ সঠিক উত্তর
.
নরওয়েতে
.
সুইডেনে
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাহাজ শিল্পরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)