৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)

মোট প্রশ্ন: ১৯৪

পূর্ববর্তীপৃষ্ঠা এর ১০পরবর্তী
২১

' আসাদের শার্ট' কবিতার লেখক কে?

.
আল মাহমুদ
.
আব্দুল মান্নান সৈয়দ
.
অমিয় চক্রবর্তী
.
শামসুর রাহমান
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
২২

' চর্যাচর্যবিনিশ্চয়' --এর অর্থ কী?

.
কোনটি চর্যাগান, আর কোনটি নয়
.
কোনটি আচরণীয়, আর কোনটি নয়
✓ সঠিক উত্তর
.
কোনটি চরাচরের, আর কোনটি নয়
.
কোনটি আচার্যের, আর কোনটি নয়
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
২৩

' গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা?

.
শৈবধর্ম
.
বৌদ্ধ সহজযান
.
নাথধর্ম
✓ সঠিক উত্তর
.
কোনোটি নয়
বিষয়: বাংলাটপিক: কাব্যরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
২৪

শাক্ত পদাবলির জন্য বিখ্যাত ---

.
রামনিধি গুপ্ত
.
দাশরথি রায়
.
এন্টনি ফিরিঙ্গি
.
রামপ্রসাদ সেন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

শাক্তসাধক বা সিদ্ধ পুরুষদের লেখা সাধন সংগীতকেই শাক্ত পদাবলি বলা হয়। রামপ্রসাদ সেন বাংলা সাহিত্যে শাক্তপদের প্রবর্তক। তার নামে প্রচারিত পদের সংখ্যা তিন শতাধিক । তার পদগুলো - শাক্ত পদাবলি, শ্যামা সঙ্গীত ও রামপ্রসাদী নামে পরিচিত। তার গানে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাকে ' কবিরঞ্জন' উপাধিতে ভূষিত করেন। তার উল্লেখযোগ্য কবিতাগ্রন্থ: বিদ্যাসুন্দর, কালীকীর্তন। অন্যদিকে রামনিধি গুপ্ত বাংলা সাহিত্যে টপ্পা গানের প্রবর্তক। পর্তুগিজ এন্টনি ফিরিঙ্গি ছিলেন অষ্টাদশ শতাব্দীর বাংলা ভাষার অন্যতম কবিয়াল এবং দাশরথি রায় ছিলেন পাঁচালী গানের শক্তিশালী কবি।
বিষয়: বাংলাটপিক: পদ প্রকরণরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
২৫

' অলৌকিক ইস্টিমার' গ্রন্থের রচয়িতা কে?

.
হুমায়ুন আজাদ
✓ সঠিক উত্তর
.
হেলাল হাফিজ
.
আসাদ চৌধুরী
.
রফিক আজাদ
বিষয়: বাংলাটপিক: গ্রন্থরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
২৬

'Custom' শব্দের পরিভাষা কোনটি যথার্থ?

.
আইন
.
প্রথা
✓ সঠিক উত্তর
.
শুল্ক
.
রাজস্বনীতি
বিষয়: বাংলাটপিক: পরিভাষারেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
২৭

কোনটি বাগধারা বোঝায়?

.
চৈত্র সংক্রান্তি
.
পৌষ সংক্রান্তি
.
শিরে সংক্রান্তি
✓ সঠিক উত্তর
.
শিব-সংক্রান্তি
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
২৮

' জলে-স্থলে' কী সমাস?

.
সমার্থক দ্বন্দ্ব
.
বিপরীতার্থক দ্বন্দ্ব
.
অলুক দ্বন্দ্ব
✓ সঠিক উত্তর
.
একশেষ দ্বন্দ্ব
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
২৯

'ঔ' কোন ধরনের স্বরধ্বনি?

.
যৌগিক স্বরধ্বনি
✓ সঠিক উত্তর
.
তালব্য স্বরধ্বনি
.
মিলিত স্বরধ্বনি
.
কোনোটি নয়
বিষয়: বাংলাটপিক: ধ্বনিরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
৩০

'বিস্ময়াপন্ন' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

.
বিস্ময় দ্বারা আপন্ন
.
বিস্ময়ে আপন্ন
.
বিস্ময়কে আপন্ন
✓ সঠিক উত্তর
.
বিস্ময়ে যে আপন্ন
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
৩১

কোনটি মৌলিক শব্দ?

.
মানব
.
গোলাপ
✓ সঠিক উত্তর
.
একাঙ্ক
.
ধাতব
বিষয়: বাংলাটপিক: মৌলিক শব্দরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
৩২

' সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী?

.
একাগ্রতায়
.
সমান ব্যবহারে
.
সম ভাবনায়
.
একযোগে
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
৩৩

শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?

.
ভাবরস
.
মধুর রস
✓ সঠিক উত্তর
.
প্রেমরস
.
লীলারস
বিষয়: বাংলাটপিক: বৈষ্ণব সাহিত্য/পদাবলিরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
৩৪

ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?

.
Buddhist Mystic Songs
✓ সঠিক উত্তর
.
চর্যাগীতিকা
.
চর্যাগীতিকোষ
.
হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
বিষয়: বাংলাটপিক: চর্যাপদরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
৩৫

'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাসমূহের সংগ্রাহক কে?

.
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
.
হরপ্রসাদ শাস্ত্রী
.
চন্দ্রকুমার দে
✓ সঠিক উত্তর
.
দীনেশচন্দ্র সেন

ব্যাখ্যা

বাংলা সাহিত্যে তিন ধরনের গীতিকা প্রচলিত রয়েছে। যথা : নাথ গীতিকা , মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা। 'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। তার সংগৃহীত পূর্ববঙ্গ গীতিকার উল্লেখযোগ্য পালা : মইষাল বন্ধু, ভেলুয়া, কমলারানী , দেওয়ান ঈসা খাঁ, আয়না বিবি, শিলাদেবী বণ্ডুলার বারমাসী, ভারাইয়া রাজা। এসব পালা দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় 'পূর্ববঙ্গ গীতিকা ' নামে ১৯২৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় । অন্যদিকে হরপ্রসাদ শাস্ত্রীর অমরকীর্তি হলো বাংলাভাষার প্রথম'চর্যাপদ' উদ্ধার। শিশুসাহিত্যিক দক্ষিণারঞ্জন মজুমদারের উল্লেখযোগ্য শিশুসাহিত্য দক্ষিণারঞ্জন মজুমদারের উল্লেখযোগ্য শিশুসাহিত্য গ্রন্থ: ঠাকুরমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
৩৬

বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র লেখা ?

.
বঙ্গভাষা ও সাহিত্য
.
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
.
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
.
বাংলা সাহিত্যের কথা
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
৩৭

ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?

.
মুনীর চৌধুরী
.
হাসান হাফিজুর রহমান
✓ সঠিক উত্তর
.
শামসুর রাহমান
.
গাজীউল হক

ব্যাখ্যা

ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলন 'একুশে ফেব্রুয়ারী' - এর সম্পাদক হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক 'কবর' - এর রচয়িতা মুনীর চৌধুরী । ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ভাষাসৈনিক হিসেবে পরিচিত গাজীউল হক। কবি শামসুর রাহমার তার সাংবাদিকতা শুরু করেন ১৯৫৭ সালে ইংরেজি দৈনিক 'দ্য মর্নিং নিউজ' এর সহসম্পাদক হিসেবে। পরবর্তী সময়ে তিনি 'দৈনিক বাংলা' এবং 'সাপ্তাহিক বিচিত্রা'র সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বিষয়: বাংলাটপিক: ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্যরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
৩৮

নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?

.
নিক্কণ, সূচগ্র, অনুর্ধব
✓ সঠিক উত্তর
.
অনূর্বর, ঊর্ধবগামী, শুদ্ধ্যশুদ্ধি
.
ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃষবসা
.
রানি, বিকিরণ, দুরতিক্রম্য
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
৩৯

বাংলাদেশে 'গ্রাম থিয়েটার' --এর প্রবর্তক কে?

.
মমতাজউদদীন আহমদ
.
আব্দুল্লাহ আল মামুন
.
সেলিম আল দীন
✓ সঠিক উত্তর
.
রামেন্দু মজুমদার
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
৪০

আকাশে রংধনু সৃষ্টির কারণ ----

.
ধুলিকণা
.
বায়ুস্তর
.
বৃষ্টির কণা
✓ সঠিক উত্তর
.
অতিবেগুনি রশ্মি
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞানরেফারেন্স: ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)