৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (08-01-2016)

মোট প্রশ্ন: ১৮০

৮১

'ইয়ং বেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?

.
বঙ্গদূত
.
জ্ঞানান্বেষণ
✓ সঠিক উত্তর
.
জ্ঞানাঙ্কুর
.
সংবাদ প্রভাকর
বিষয়: বাংলাটপিক: বাংলা সংবাদপত্ররেফারেন্স: ৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (08-01-2016)
৮২

হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম ----

.
অবকাশ রঞ্জিকা
.
বিবিধার্য সংগ্রহ
.
কাব্য প্রকাশ
.
গ্রামবার্তা প্রকাশিকা
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা সংবাদপত্ররেফারেন্স: ৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (08-01-2016)
৮৩

নিচের কোনটি ভ্রমণসাহিত্য বিষয়ক গ্রন্থ নয়?

.
চার ইয়ারী কথা
✓ সঠিক উত্তর
.
পালামৌ
.
দৃষ্টিপাত
.
দেশে বিদেশে

ব্যাখ্যা

'চার ইয়ারী কথা' প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থ। 'পালামৌ ' সঞ্জীবচন্দ্র চট্রোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ। 'দেশে বিদেশে' সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণকাহিন। 'দৃষ্টিপাত' যাযাবর রচিত ভ্রমণকাহিনী। সুতরাং সঠিক উত্তর (ক)
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (08-01-2016)
৮৪

নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি ----

.
গণদেবতা
.
পদ্মনদীর মাঝি
.
সীতারাম
✓ সঠিক উত্তর
.
পথের পাঁচালী

ব্যাখ্যা

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেছে। | মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসে গ্রামীণ জেলেদের জীবনচিত্র প্রাধান্য পেয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেছে। সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেছে। | সীতারাম বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের একটি রাজনৈতিক উপন্যাস ক্ষুদ্র সামন্ত রাজ্যের উত্থানপতনের ইতিহাস, পারিবারিক জীবনের সমস্যা প্রভৃতি বিষয়গুলাে এ উপন্যাসে স্থান পেয়েছে।
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: ৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (08-01-2016)
৮৫

' Null and Void' --এর বাংলা পরিভাষা কী?

.
বাতিল
✓ সঠিক উত্তর
.
পালাবদল
.
মামুলি
.
নিরপেক্ষ
বিষয়: বাংলাটপিক: পরিভাষারেফারেন্স: ৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (08-01-2016)
৮৬

' বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?

.
ব+ন্‌+ধ+ন্‌
.
বন্‌+ধন্‌
✓ সঠিক উত্তর
.
ব+ন্ধ+ন
.
বান্‌+ধন্‌
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (08-01-2016)
৮৭

বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?

.
৭টি
.
৯টি
.
১০টি
.
৮টি
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বর্ণমালারেফারেন্স: ৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (08-01-2016)
৮৮

'বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

.
জ+ঞ
✓ সঠিক উত্তর
.
ঞ+গ
.
ঞ+জ
.
গ+ঞ
বিষয়: বাংলাটপিক: যুক্তবর্ণরেফারেন্স: ৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (08-01-2016)
৮৯

নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?

.
সভাসদ
.
শুভেচ্ছা
✓ সঠিক উত্তর
.
ফলবান
.
তন্বী
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: ৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (08-01-2016)
৯০

যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় ---

.
প্যাথজেনিক
✓ সঠিক উত্তর
.
ইনফেকশন
.
টক্সিন
.
জীবাণু
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: অণুজীবরেফারেন্স: ৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (08-01-2016)
৯১

শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরি?

.
স্বীকৃতি
.
স্নেহ
.
সাফল্য
.
উল্লেখিত সবকটি
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মা ও শিশু স্বাস্থ্যরেফারেন্স: ৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (08-01-2016)
৯২

' অগ্নিশ্বর' কি ফসলের উন্নত জাত?

.

ধান

.

কলা

✓ সঠিক উত্তর
.

পাট

.

গম

ব্যাখ্যা

কলার জাতের মধ্যে অগ্নিশ্বর, অমৃতসাগর, সবরী, বারি কলা - ১, চাঁপা, কবরী ও মেহেরসাগর অন্যতম। বি আর ১ (চান্দিনা), বি আর ২ (মালা), বি আর ৪ (ব্রিশাইল), বি আর ২২ (কিরণ) উন্নতজাতের ধান। বিকেআরআই তোষা, বিজেআরআই দেশি ৫, ৬ কয়েকটি উন্নতজাতের পাট। আর সোনালিকা, বলাকা, দোয়েল, কাঞ্চন, আকবর কয়েকটি উন্নতজাতের গম।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: তাপরেফারেন্স: ৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (08-01-2016)
৯৩

সুনামির কারণ হলো -----

.
ঘূর্ণিঝড়
.
চন্দ্র ও সূর্যের আকর্ষণ
.
সমুদ্রের তলদেশে ভূমিকম্পন
✓ সঠিক উত্তর
.
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: সুনামিরেফারেন্স: ৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (08-01-2016)
৯৪

নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?

.
ট্রিপসিন
✓ সঠিক উত্তর
.
লাইপেজ
.
টায়ালিন
.
অ্যামাইলেজ

ব্যাখ্যা

ট্রিপসিন এনজাইন আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: খাদ্য সংরক্ষণরেফারেন্স: ৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (08-01-2016)
৯৫

বায়ুমণ্ডলে শতকরা কতভাগ আর্গন বিদ্যমান?

.
৭৮.০
.
০.৮
✓ সঠিক উত্তর
.
০.৪১
.
০.৩
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বায়ুপ্রবাহরেফারেন্স: ৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (08-01-2016)
৯৬

মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?

.
হৃদযন্ত্রে
.
বৃক্কে
.
ফুসফুসে
.
প্লীহাতে
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রক্ত বাহিকা (Blood Vessels)রেফারেন্স: ৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (08-01-2016)
৯৭

কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?

.
ট্রান্সফরমার
.
ডায়নামো
✓ সঠিক উত্তর
.
বৈদ্যুতিক মটর
.
হুইল
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: শক্তির উৎস ও ব্যবহাররেফারেন্স: ৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (08-01-2016)
৯৮

মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

.
স্নায়ুতন্ত্রের
✓ সঠিক উত্তর
.
রেচনতন্ত্রের
.
পরিপাকতন্ত্রের
.
শ্বাসতন্ত্রের
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মস্তিষ্ক (Brain)রেফারেন্স: ৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (08-01-2016)
৯৯

ভাইরাসজনিত রোগ নয় কোনটি?

.
জন্ডিস
.
এইডস
.
নিউমোনিয়া
✓ সঠিক উত্তর
.
চোখ ওঠা
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ভাইরাসঘটিত রোগরেফারেন্স: ৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (08-01-2016)
১০০

আয়না থেকে ২ ফুট দূরত্বে দাঁড়িয়ে, আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূর দেখা যাবে?

.
৫ ফুট
.
৪ ফুট
.
৩ ফুট
.
২ফুট
✓ সঠিক উত্তর
বিষয়: মানসিক দক্ষতারেফারেন্স: ৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (08-01-2016)