স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার (20-05-2023)

মোট প্রশ্ন: ৪৪

২১

Open — page30

.
on
.
at
✓ সঠিক উত্তর
.
into
.
to
বিষয়: ইংরেজিরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার (20-05-2023)
২২

Hold Water' means---

.

Kect Water

.

drink water

.

bear examination

✓ সঠিক উত্তর
.

store water

ব্যাখ্যা

Hold water –টিকে থাকা, চালিয়ে যাওয়া, ধারণ করা, অর্থাৎ বাদ না পড়া।
বিষয়: ইংরেজিটপিক: Idioms & Phrasesরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার (20-05-2023)
২৩

The synonym of the word 'Gruesome' is

.

Dreadful

.

Frightful

.

Horrific

.

All of the above

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Gruesome = Dreadful (লোমহর্ষক), Frightful ( ভয়াবহ), Horrific (ভয়ংকর)।
বিষয়: ইংরেজিটপিক: Synonymsরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার (20-05-2023)
২৪

The word 'electorate' means--

.

A body of voters

✓ সঠিক উত্তর
.

many elections

.

Election Commission

.

Candidates

ব্যাখ্যা

Electorate শব্দটি noun, যার অর্থ নির্বাচকমণ্ডলী । Election office সাধারণত election সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে। A body of voters বলতে বোঝায় নির্বাচকমণ্ডলী। যারা voter - দের দ্বারা নির্বাচিত। অনেকগুলো election বোঝাতে many elections ব্যবহৃত হয়। Candidate বলতে প্রার্থী বোঝায়। Candidate শব্দটি নির্বাচনের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তবে সাধারণত candidate দ্বারা নির্বাচনের প্রার্থী বোঝানো হয়ে থাকে। সুতরাং সঠিক উত্তর a body of voters
বিষয়: ইংরেজিটপিক: Substitutionsরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার (20-05-2023)
২৫

নিচের কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও সংস্কৃত উভয় ভাষারই অন্তর্গত?

.

অঘা, অজ, অনা, আ

.

আ, সু, বি, নি

✓ সঠিক উত্তর
.

সু, নি, প্র, পরা

.

অপ, সম, নি, বি

ব্যাখ্যা

আ, সু, বি, নি - এই চারটি উপসর্গ বাংলাতীক্ষ্ণ ও সংস্কৃত উভয় ভাষায় আছে। যেমন:
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার (20-05-2023)
২৬

'মুক্তি' এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?

.

√মুচ+ক্তি

✓ সঠিক উত্তর
.

√মুহ্+ ক্তি

.

√মুক্‌ + ক্তি

.

√মুখ +ক্তি

ব্যাখ্যা

ধাতুর শেষে ‘চ/জ’ থাকলে তা ‘ক’ হয়। যেমন -
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার (20-05-2023)
২৭

নীচের কোনটি তৎসম শব্দ ?

.
হাত
.
চামার
.
পাত্র
✓ সঠিক উত্তর
.
দুধ

ব্যাখ্যা

তৎসম শব্দের উদাহরণ : চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: তৎসম শব্দরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার (20-05-2023)
২৮

একাত্তরের যীশু' গল্পের রচয়িতা কে ?

.
সেলিম আল দীন
.
শাহরিয়ার কবির
✓ সঠিক উত্তর
.
সৈয়দ শামসুল হক
.
মামুনুর রশীদ

ব্যাখ্যা

একাত্তরের যীশু ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক একটি বাংলাদেশী চলচ্চিত্র। লেখক শাহরিয়ার কবির - এর লেখা একাত্তরের যীশু (উপন্যাস) অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ। ছবির প্রধান প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন ফরীদি, জহির উদ্দিন পিয়াল, আবুল খায়ের, আনওয়ার ফারুক, কামাল বায়েজীদ ও শহীদুজ্জামান সেলিম। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইব্রাহিম বিদ্যুৎ, শতদল বড়ুয়া বিলু, সাইফুদ্দিন আহমেদ দুলাল, ফারুক আহমেদ, ইউসুফ খসরু, দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।
বিষয়: বাংলাটপিক: মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা সাহিত্যরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার (20-05-2023)
২৯

'কী' বিশেষণ হিসেবে কোন বাক্যে ব্যবহৃত হয়েছে ?

.
এই যে আসুন, তারপর কী খবর?
.
খবর কী, কেমন আছেন?
.
নিজেই চমকে উঠি, কী নিস্পৃহ, কেমন শীতল।
✓ সঠিক উত্তর
.
কী সহজেই বলা হয়ে গেল

ব্যাখ্যা

যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে।
বিষয়: বাংলাটপিক: শব্দ ও পদরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার (20-05-2023)
৩০

আমি তার উদ্ধতপূর্ণ আচরণে ব্যাথিত হইয়াছি' সাধু ভাষার এ বাক্যে মোট কয়টি ভুল আছে ?

.

৩ টি

✓ সঠিক উত্তর
.

২টি

.

৪ টি

.

৫ টি

ব্যাখ্যা

বাক্যটির শুদ্ধরুপ হবে: আমি তাহার ঔদ্ধত্যপূর্ণ আচরণে ব্যথিত হইয়াছি।
বিষয়: বাংলাটপিক: বাক্য শুদ্ধিকরণরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার (20-05-2023)
৩১

তুষারধবল' কোন সমাসের উদাহরণ? 

.

সাধারণ কর্মধারয়

.

উপমিত কর্মধারয়

.

উপমান কর্মধারয়

✓ সঠিক উত্তর
.

মধ্যপদলোপী কর্মধারয়

ব্যাখ্যা

এটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার (20-05-2023)
৩২

'কলম' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?

.

আরবি

✓ সঠিক উত্তর
.

ফরাসি

.

তুর্কি

.

ফারসি

ব্যাখ্যা

কলম শব্দটি আরবি ভাষার কলামুন থেকে উৎপত্তি হয়ে কলম হয়েছে।
বিষয়: বাংলাটপিক: বিদেশি শব্দরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার (20-05-2023)
৩৩

কোনটি কাব্যগ্রন্থ নয় ?

.
সাধের আসন
.
পুনশ্চ
.
প্রেমাংশুর রক্ত চাই
.
দিবারাত্রির কাব্য
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা দিবারাত্রির কাব্য উপন্যাস
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার (20-05-2023)
৩৪

গীর্জায় গিয়ে যীশু ভজে সে' যীশু কোন কারকে কোন বিভক্তি ?

.

কর্তায় শূন্য

.

কর্মে ৭মী

.

কর্মে ২য়া

.

কর্মে শূন্য

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

এটি কর্ম কারকের উদাহরণ। বাক্যে “কি/কাকে” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্ম কারক বলে। এই বাক্যে যদি আমরা প্রশ্ন করি যে, সে কাকে ভজে? উত্তর হবে যিশুকে।
বিষয়: বাংলাটপিক: কারক ও বিভক্তিরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার (20-05-2023)
৩৫

বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে ?

.

ভারতচন্দ্র রায়

✓ সঠিক উত্তর
.

বিজয় গুপ্ত

.

নরহরি চক্রবর্তী

.

মুকুন্দরাম

ব্যাখ্যা

প্রথম নাগরিক কবি - ভারত চন্দ্র ( রায় গুনাকর)
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার (20-05-2023)
৩৬

“আকুঞ্চন” শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি ?

.

কৃষ্ণন

.

প্রসারণ

✓ সঠিক উত্তর
.

বিকুন

.

প্রসার

বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার (20-05-2023)
৩৭

সন্ধিঘটিত শুদ্ধ শব্দ কোনটি?

.

অতি + অধিক= অত্যধিক

✓ সঠিক উত্তর
.

প্রশ্ন+আবলি= প্রশ্নাবলী

.

অগ্নী + উৎপাত অগ্নুৎপাত

.

চতুঃ + অঙ্গ- চতুরশ

ব্যাখ্যা

যেমন - ই + অ = য(য - ফলা); অতি + অধিক = অত্যাধিক
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার (20-05-2023)
৩৮

কোন বানানগুলো শুদ্ধ ?

.

উচ্ছৃঙ্খল, চলচ্ছি

.

চলৎশক্তি, দুহ

.

গরিব, নমস্কার

✓ সঠিক উত্তর
.

উৎশৃঙ্খল, পুরাণ

বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার (20-05-2023)
৩৯

ছোটোটি কোথায়' বাক্যে 'ছোটো' শব্দের শেষে 'টি' এর ব্যাকরণিক পরিচয় কী ?

.

পদাশ্রিত নির্দেশক

✓ সঠিক উত্তর
.

বিভক্তি

.

শব্দ প্রত্যয়

.

অনুসর্গ

বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার (20-05-2023)
৪০

"The girl is possessed' এর বাংলা অনুবাদ কোনটি?

.
মেয়েটি অন্তঃসত্ত্বা
.
মেয়েটি বিপদগ্রস্ত
.
মেয়েটি ভূতাবিষ্ট
✓ সঠিক উত্তর
.
মেয়েটি রোগগ্রস্থ

ব্যাখ্যা

The girl is possessed- এর যথার্থ বাংলা অনুবাদ হচ্ছে মেয়েটি ভূতাবিষ্ট।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার (20-05-2023)