সোর্স

মোট প্রশ্ন: ৫০

পৃষ্ঠা এর পরবর্তী

কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?

.

পদ্মগোখরা

✓ সঠিক উত্তর
.

পদ্মপুরান

.

পদ্মাবতী

.

পদ্মরাগ

ব্যাখ্যা

রিক্তের বেদন গ্রন্থে কাজী নজরুলের মোট আটটি গল্প রয়েছে। গল্পগুলো হলো রিক্তের বেদন, বাউন্ডেলের আত্মকাহিনী, মেহের নিগার, সাজের তারা, রাক্ষুসী, সালেক, স্বামীহারা, ও দুরন্ত পথিক।
বিষয়: বাংলারেফারেন্স: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।। টেকনিশিয়ান/ইলেক্ট্রিশিয়ান, বিক্রয় সহকারী / ক্যামেরাম্যান (04-03-2023)

খনার বচনে প্রাধান্য পেয়েছে-- 

.

শিল্প

.

কৃষি

✓ সঠিক উত্তর
.

সাহিত্য

.

বিজ্ঞান

বিষয়: বাংলারেফারেন্স: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।। টেকনিশিয়ান/ইলেক্ট্রিশিয়ান, বিক্রয় সহকারী / ক্যামেরাম্যান (04-03-2023)

কোন বানানটি শুদ্ধ?

.

বীকেন্দ্রীকরণ

.

বিকেন্দ্রীকরণ

✓ সঠিক উত্তর
.

বিকেন্দ্রিকরণ

.

বীকেন্দ্রিকরণ

ব্যাখ্যা

বিকেন্দ্রীকরণ এমন একটি সংবিধিবদ্ধ পদ্ধতি যেখানে কোন কেন্দ্রীয় সরকার, আঞ্চলিক বা স্থানীয় পর্যায়ে প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে। এটি একধরনের 'প্রশাসনিক বিকেন্দ্রীকরণ'। বিকেন্দ্রীকরণের মাধ্যমে একটি দেশের কোন অঞ্চল তার প্রয়োজন অনুযায়ী আইনপ্রণয়ন করতে পারে এবং অঞ্চলগুলিতে স্বায়ত্তশাসনের (স্বশাসন) মাত্রা বৃদ্ধি পায়।
বিষয়: বাংলারেফারেন্স: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।। টেকনিশিয়ান/ইলেক্ট্রিশিয়ান, বিক্রয় সহকারী / ক্যামেরাম্যান (04-03-2023)

রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?

.

ভাওয়াইয়া

.

বাউল

✓ সঠিক উত্তর
.

মুর্শিদি

.

ভাটিয়ালি

ব্যাখ্যা

আমার সোনার বাংলা হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বঙ্গমাতা সম্পর্কে এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ১৯০৫ সালে রচিত হয়। বাউল গায়ক গগন হরকরার গান "আমি কোথায় পাব তারে" থেকে এই গানের সুর ও সঙ্গীত উদ্ভূত।
বিষয়: বাংলারেফারেন্স: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।। টেকনিশিয়ান/ইলেক্ট্রিশিয়ান, বিক্রয় সহকারী / ক্যামেরাম্যান (04-03-2023)

'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের লেখক-

.
রফিক আজাদ
.
শেখ হাসিনা
.
শেখ মুজিবুর রহমান
✓ সঠিক উত্তর
.
সৈয়দ শামসুল হক
বিষয়: বাংলারেফারেন্স: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।। টেকনিশিয়ান/ইলেক্ট্রিশিয়ান, বিক্রয় সহকারী / ক্যামেরাম্যান (04-03-2023)

বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?

.
✓ সঠিক উত্তর
.
.
.

ব্যাখ্যা

বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ আটটি। ঋ,খ,গ,ঝ,ণ,থ,প,শ।
বিষয়: বাংলারেফারেন্স: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।। টেকনিশিয়ান/ইলেক্ট্রিশিয়ান, বিক্রয় সহকারী / ক্যামেরাম্যান (04-03-2023)

শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে?

.

বাবা

.

আত্মীয়-স্বজন

.

শিক্ষক

.

মা

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

শিশু জন্মের পর থেকে যাহার সহচর্যে বড় ওঠে সে হচ্ছে  শিশুর মা প্রাথমিক অবস্থায় সকল প্রাথমিক শিক্ষা শিশুরা ও তার মায়ের কাছ থেকে শিখে। 
বিষয়: বাংলারেফারেন্স: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।। টেকনিশিয়ান/ইলেক্ট্রিশিয়ান, বিক্রয় সহকারী / ক্যামেরাম্যান (04-03-2023)

'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই' চরণটির রচয়িতা--- 

.
বৃন্দাবন দাস
.
চণ্ডীদাস
✓ সঠিক উত্তর
.
গোবিন্দ দাস
.
মুকুন্দ দাস
বিষয়: বাংলারেফারেন্স: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।। টেকনিশিয়ান/ইলেক্ট্রিশিয়ান, বিক্রয় সহকারী / ক্যামেরাম্যান (04-03-2023)

কষ্টে লাভ হয় যা--

.
সুলভ
.
দুর্লভ্য
.
দূর্লভ
.
দুর্লভ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সুলভ = সহজে লাভ করা যায় যা
বিষয়: বাংলারেফারেন্স: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।। টেকনিশিয়ান/ইলেক্ট্রিশিয়ান, বিক্রয় সহকারী / ক্যামেরাম্যান (04-03-2023)
১০

যিনি বক্তৃতাদানে পটু — 

.
বাগ্মী
✓ সঠিক উত্তর
.
বাকপটু
.
সুবক্তা
.
অনলবর্ষী
বিষয়: বাংলারেফারেন্স: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।। টেকনিশিয়ান/ইলেক্ট্রিশিয়ান, বিক্রয় সহকারী / ক্যামেরাম্যান (04-03-2023)
১১

দুবার জন্মে যা — 

.
দ্বৈত জন্ম
.
দ্বিজ
✓ সঠিক উত্তর
.
দ্বিজন্ম
.
পুনর্জন্ম
বিষয়: বাংলারেফারেন্স: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।। টেকনিশিয়ান/ইলেক্ট্রিশিয়ান, বিক্রয় সহকারী / ক্যামেরাম্যান (04-03-2023)
১২

'এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব' আমি ' পঙক্তির রচয়িতা কে?

.
জীবনানন্দ দাস
.
সুকান্ত ভট্টাচার্য
✓ সঠিক উত্তর
.
জরুল ইসলাম
.
শামসুল হক
বিষয়: বাংলারেফারেন্স: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।। টেকনিশিয়ান/ইলেক্ট্রিশিয়ান, বিক্রয় সহকারী / ক্যামেরাম্যান (04-03-2023)
১৩

বাংলা সাহিত্যে কাকে 'ছন্দের যাদুকর' বলা হয় ?

.
সত্যেন্দ্রনাথ দত্ত
✓ সঠিক উত্তর
.
শামছুর রহমান
.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
প্রমথ চৌধুরী
বিষয়: বাংলারেফারেন্স: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।। টেকনিশিয়ান/ইলেক্ট্রিশিয়ান, বিক্রয় সহকারী / ক্যামেরাম্যান (04-03-2023)
১৪

সম্বোধনের পর কোন চিহ্ন বসে? 

.
দাঁড়ি
.
কমা
✓ সঠিক উত্তর
.
কোন চিহ্ন নয়
.
সেমিকোলন
বিষয়: বাংলারেফারেন্স: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।। টেকনিশিয়ান/ইলেক্ট্রিশিয়ান, বিক্রয় সহকারী / ক্যামেরাম্যান (04-03-2023)
১৫

'উগ্র' শব্দের বিপরীতার্থক কোনটি?

.

চপল

.

মেজাজ

.

বিজ্ঞ

.

সৌম্য

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সৌম্য মানে শান্ত এর বিপরীত শব্দ উগ্র।
বিষয়: বাংলারেফারেন্স: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।। টেকনিশিয়ান/ইলেক্ট্রিশিয়ান, বিক্রয় সহকারী / ক্যামেরাম্যান (04-03-2023)
১৬

কত PSI চাপে ইঞ্জিনে বায়ু সংকুচিত হয়?

.
১৫০-২৫০
.
৩০০-৪০০
.
৫০০-৫৫০
.
৪৫০-৫৫০
বিষয়: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।। টেকনিশিয়ান/ইলেক্ট্রিশিয়ান, বিক্রয় সহকারী / ক্যামেরাম্যান (04-03-2023)
১৭

বস্তুর ওজন কোথায় শূন্য হয়?

.
ভূপৃষ্ঠে
.
ভূ-কেন্দ্রে
✓ সঠিক উত্তর
.
সমুদ্র সমতলে
.
শূন্য হতে পারেনা
বিষয়: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।। টেকনিশিয়ান/ইলেক্ট্রিশিয়ান, বিক্রয় সহকারী / ক্যামেরাম্যান (04-03-2023)
১৮

পানির স্ফুটনাংক কত?

.
১৮০ ডিগ্রী সেলসিয়াস
.
৮০ ডিগ্রী সেলসিয়াস
.
১০০ ডিগ্রী ফারেনহাইট
.
১০০ ডিগ্রী সেলসিয়াস
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।। টেকনিশিয়ান/ইলেক্ট্রিশিয়ান, বিক্রয় সহকারী / ক্যামেরাম্যান (04-03-2023)
১৯

সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে----?

.
বিকিরণ পদ্ধতিতে
✓ সঠিক উত্তর
.
পরিবহণ পদ্ধতিতে
.
পরিচলন পদ্ধতিতে
.
সব উপায়েই
বিষয়: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।। টেকনিশিয়ান/ইলেক্ট্রিশিয়ান, বিক্রয় সহকারী / ক্যামেরাম্যান (04-03-2023)
২০

E = mc2 সূত্রটি কার?

.
আইনস্টাইন
✓ সঠিক উত্তর
.
নিউটন
.
মাদামকুরি
.
রাদারফোর্ড
বিষয়: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।। টেকনিশিয়ান/ইলেক্ট্রিশিয়ান, বিক্রয় সহকারী / ক্যামেরাম্যান (04-03-2023)