প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)

মোট প্রশ্ন: ৭৪

৪১

নিম্নোক্তগনের মধ্যে কে শ্রেষ্ঠ নন?

.
হামিদুর রহমান
.
মোস্তাফা কামাল
.
মুন্সী আবদুর রহিম
✓ সঠিক উত্তর
.
নূর মোহাম্মদ শেখ

ব্যাখ্যা

বাংলাদেশে সর্বোচ্চ বীরত্ব খেতাব বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাগণ হলেন - ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ইঞ্জিন রুম আর্টিফিসিয়ার রুহুল আমিন, সিপাহি মোস্তফা কামাল, ফ্লাইট লে. মতিউর রহমান এবং সিপাহি মোহাম্মদ হামিদুর রহমান।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৪২

জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি?

.
বিশ্বস্বাস্থ্য সংস্থা
.
আর্ন্তজাতিক রেডক্রস
✓ সঠিক উত্তর
.
বিশ্ব খাদ্য সংস্থা
.
আর্ন্জাতিক আদালত

ব্যাখ্যা

রেডক্রস বিশ্বের দুঃস্থ মানবতার সেবায় নিয়োজিত একটি আন্তর্জাতিক সংস্থা। মুসলিম বিশ্বে রেডক্রসের পরিবর্তিতে নাম রেডক্রিসেন্ট। এটি ১৮৬৩ সালে ৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট। এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতিসংঘরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৪৩

বিশ্বের রাজধানী বলা হয় নিম্নের কোন শহরকে ?

.
টোকিও
.
নিউইয়র্ক
✓ সঠিক উত্তর
.
রোম
.
লন্ডল

ব্যাখ্যা

নিউইয়র্ক কে বলা হয় Big Apple (বিশ্বের রাজধানী) । রোম - ইতালির রাজধানী, লন্ডন - ইংল্যান্ডের রাজধানী, টোকিও - জাপানের রাজধানী এবং ওয়াশিংটন ডিসি - আমেরিকার রাজধানী ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: রাজধানীরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৪৪

বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা মামলার রায় হয়-

.
১৮ এপ্রির ২০১৩
.
২০ মে, ২০১০
.
১৫ জুন, ২০০৯
.
১৪ মার্চ , ২০১২
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

জামার্নির হামবুর্গে সমুদ্র আইন সংক্রান্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ১৪ মার্চ ২০১২ সালে এই রায় ঘোষণা করে। এই রায়ে ১ লাখ ১১ হাজার বর্গ কি.মি. প্রদান করা হয় ফলে উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্রসীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়। ৭ জুলাই, ২০১৪ সালে PCA বাংলাদেশ ভারত সমুদ্রসীমা বিরোধের রায় প্রদান করে ফলে ২৫,৬০২ বর্গ কি.মি. এর মধ্যে ১৯,৪৬৭ বর্গ কি.মি. এলাকা লাভ করে। ফলে বাংলাদেশের সমুদ্র সীমার মোট আয়তন দাড়ায় ১,১৮,৮১৩ বর্গ কি.মি.।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সমুদ্রসীমারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৪৫

নিম্নের নামগুলির মধ্যে মৃক্তিযুদ্ধে ‘বীর প্রতীক ‘ খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কে?

.
সেতারা বেগম
✓ সঠিক উত্তর
.
জাহানারা বেগম
.
নীলিমা ইব্রাহিম
.
বেগম সুফিয়া কামাল

ব্যাখ্যা

মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দুইজন নারী মুক্তিযোদ্ধা বীরত্বপূর্ণ বীরপ্রতীক খেতাবে ভূষিত হন। তারা হলেন ক্যাপ্টেন ড. সেতারা বেগম এবং তারামন বিবি। সেতারা বেগম ২ নং সেক্টরে এবং তারামন বিবি ১১ নং সেক্টরে যুদ্ধ করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বীরত্বসূচক খেতাবরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৪৬

১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেশন অনুযায়ী একটি উপ-কূলীয় রাষ্ট্রের মহীসোপানের ( Continental shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে-

.

৩৫০ নটিক্যাল

✓ সঠিক উত্তর
.

৪০০ নটিক্যার মাইল

.

২০০ নটিক্যাল মাইল

.

৩০০ নটিকেল মাইল

বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আইন সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৪৭

কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়?

.
মৌর্য
✓ সঠিক উত্তর
.
পুন্ড্রু
.
গৌড়
.
রাঢ়
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রাচীন বাংলার জনপদরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৪৮

প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কী?

.
রাজা শশাঙ্ক
✓ সঠিক উত্তর
.
গিয়াস উদ্দিন আজম শাহ
.
ফকরুদ্দীন মোবারক
.
লক্ষণ সেন

ব্যাখ্যা

কোন কোন ঐতিহাসিক এ মতে তিনি ৬০০ – ৬২৫ খ্রিষ্টাব্দের মধ্যে রাজত্ব করেন। তিনি বাংলার বিভিন্ন ক্ষুদ্র রাজ্য কে একত্র করে গৌড় নামের জনপদ গড়ে তোলেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রাচীন ও বর্তমান নামরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৪৯

বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি

.
যমুনা
.
মেঘনা
.
কর্ণফুলি
✓ সঠিক উত্তর
.
পদ্মা

ব্যাখ্যা

কর্ণফলি নদী ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছেন। খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রাম দিয়ে কর্ণফুলি নদী প্রবাহিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নদী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৫০

মুক্তিযুদ্ধের কোনে সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল?

.
১১ নং সেক্টর
.
১ নং সেক্টর
.
১০ সেক্টর
✓ সঠিক উত্তর
.
৯ সেক্টর

ব্যাখ্যা

মুক্তিযুদ্ধের দশ নম্বর সেক্টরটি নৌ সেক্টর ছিল। এই সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না। প্রধান সেনাপতি জেনারেল আতাউল গণি ওসমানী এই সেক্টর সরাসরি পরিচালনা করতেন। ১৯৭১ সালের ১৫ আগস্ট ১০ নম্বর সেক্টরের নৌকমান্ডোদের দ্বারা পরিচালিত প্রথম অভিযান ‘অপারেশন জ্যাকপট’ পরিচালিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আলোচিত যুদ্ধরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৫১

বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মহিলা পবর্তারোহী কে?

.
ওয়াসফিয়া নাজনীন
.
নিশাত মজুমদার
✓ সঠিক উত্তর
.
রাবেয়া ভুইয়া
.
নাজিয়া সুলতানা

ব্যাখ্যা

নিশাত মজুমদার বাংলাদেশের প্রথম নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে শনিবার সকাল ৯.৩০ মিনিটে এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন। ওয়াসফিয়া নাজরীন সর্বকনিষ্ঠ বাংলাদেশি এবং দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ২৬ মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। এবং প্রথম বাংলাদেশী হিসেবে ‘Seven Summit’ জয় করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রশাসনে প্রথম নারীরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৫২

কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ?

.
ভুটান
.
চীন
.
মিয়ানমার
✓ সঠিক উত্তর
.
নেপাল

ব্যাখ্যা

বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ৪১৫৬ কি.মি এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ২৭১ কি.মি.।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের প্রান্তীয় ও সীমান্তবর্তী স্থানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৫৩

ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন-

.
শায়েস্তা খান
.
সম্রাট আকবর
.
সম্রাট জাহাঙ্গীর
.
ইসলাম খাঁ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশ্তী ঢাকাকে প্রথম বাংলার রাজধানীতে রূপান্তরিত করেন এবং এর নাম দেন জাহাঙ্গীর নগর।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ঢাকা জেলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৫৪

সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘেল ইউনেস্কো সংস্কৃতির ঐত্যিহের তালিকায় স্থান পেয়েছেন?

.
একুশের প্রভাব
.
মঙ্গল শোভাযাত্রা
✓ সঠিক উত্তর
.
রত যাত্রা
.
একুশের বই মেলা

ব্যাখ্যা

বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আবেদনক্রমে ২০১৬ সালের ৩০ নভেম্বর বাংলাদেশের ‘মঙ্গল শোভাযাত্রা’ জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর মানবতার অধরা সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতিসংঘরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৫৫

কোনটি জহির রায়হানের রচিত উপন্যাস নয়?

.
শেষ বিকেলের মেয়ে
.
তৃষ্ণা
.
নিষ্কৃতি
✓ সঠিক উত্তর
.
কয়েকটি মৃত্যূ

ব্যাখ্যা

"নিষ্কৃতি" শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস। জহির রায়হানের উপন্যাস সমূহ হলো - তৃষ্ণা, শেষ বিকেলের মেয়ে, আরেক ফাল্গুন, আর কত দিন, হাজার বছর ধরে, বরফ গলা নদী।
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৫৬

কথায় বর্ণনা করা যায় না ‘ এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কী?

.

অবর্ণনীয়

.

নির্বচনীয়

.

বর্ণনাতীত

.

অনিবর্চনীয়

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ব্যাখাঃ যা কথায় বর্ননা করা যায় না এক কথায় বলা হয়
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৫৭

‘প্রাচীন’ এর বিপরীতার্থক শব্দ কী?

.

কোনটিিই নয়

.

নতুন

.

বর্তমান

.

অর্বাচীন

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

প্রাচীন এর বিপরীতার্থক শব্দ অর্বাচীন। বর্তমান - অতীত , নতুন - পুরাতন ।
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৫৮

“নীল লোহিত“ কার ছদ্মনাম?

.

সমরেশ মজুমদার

.

সুনীল গঙ্গোপাধ্যায়

✓ সঠিক উত্তর
.

রাজ শেখর বসু

.

সমর সেন

বিষয়: বাংলাটপিক: সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনামরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৫৯

লোক সাহিত্য কাকে বলে?

.
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে বলে
✓ সঠিক উত্তর
.
গ্রামীণ অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
.
গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপখ্যানকে
.
লোক সাধারনের কল্যাণে দেবতার প্রস্তুতিমূলক রচনাকে

ব্যাখ্যা

Spectrum(বর্ণচ্ছটা; বর্ণালি) এর Plural হচ্ছে Spectra এরকম আরো কিছু উদাহরণ হচ্ছে sgendum - agenda/datum - Data/Memorandum Memoranda. অতএব, সঠিক উত্তর (খ)।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৬০

দেশের জন সেবা কর, ‘দেশের’ কোন কারকে কোন বিভক্তি?

.

কর্তায় শূন্য

.

কর্মে শূন্য

.

কর্মে ষষ্ঠী

.

সম্প্র্রাদনে ষষ্ঠী

✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)