প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)

মোট প্রশ্ন: ৭৪

পূর্ববর্তীপৃষ্ঠা এর
৬১

শৃঙ্খলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্খল‘ কোন সমাস?

.

দ্বন্দ্ব

.

অব্যয়ীভাব

✓ সঠিক উত্তর
.

বহুব্রীহি

.

তত্‍পুরুষ

বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৬২

‘অন্বেষণ‘ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন।

.

অন্ব + এষণ

.

অন + এষণ

.

অন্ব + এষণ

.

অনু + এষণ

✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৬৩

বৃষ্টি পড়ে টাপুর টুপুর‘ - এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?

.

ধ্বন্যাত্মক দ্বিরুক্তি

✓ সঠিক উত্তর
.

পদের দ্বিরুক্তি

.

ছড়ার শব্দ

.

শব্দের দ্বিরুক্তি

ব্যাখ্যা

কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। ধ্বন্যাত্মক দ্বিরক্তি শব্দ কয়েকটি উপায়ে গঠিত হয়। যেমন :
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৬৪

‘নিকুঞ্জ’ শব্দের সঠিক অর্থ কোনটি?

.

খেলার মাঠ

.

পাখির বাসা

.

খড়ের ঘর

.

বাগান

✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৬৫

‘দুদান্ত’ এ বিপরীত শব্দ কোনটি?

.

সস্থির

.

সুবিনীত

.

কোমল

.

নিরীহ

✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৬৬

‘একাদশে বৃহস্পতি‘ বাগধারাটির অর্থ কী?

.

দিনের প্রথম ভাগ

.

আনন্দের বিষয়

.

বিপদে পড়া

.

সৌভাগ্যের বিষয়

✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৬৭

কোন বানানটি শুদ্ধ?

.

আদ্যোক্ষর

.

আদ্যক্ষর

.

আদ্যখর

.

আদ্যাক্ষর

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ড. মোহাম্মদ আমীন
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৬৮

’প্রত্যুষ’ শব্দর সন্ধি বিচ্ছেদ করুন।

.

প্রতি + ঊষ

✓ সঠিক উত্তর
.

প্রত্যু + উষ

.

প্রতি + উষ

.

প্রত্যু + উষ

ব্যাখ্যা

’প্রত্যুষ’ শব্দর সন্ধি বিচ্ছেদ প্রতি + ঊষ।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৬৯

’নন্দিত’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

.
বিষাদ
.
প্রসচ্ছন্ন
.
নিন্দিত
✓ সঠিক উত্তর
.
বিষণ্ণ

ব্যাখ্যা

সুতরাং, এর বিপরীত শব্দ হল বিষণ্ণ ।
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৭০

কোন বানানটি অশুদ্ধ?

.
উপাদান
.
উপার্জন
.
উপচার্য
✓ সঠিক উত্তর
.
উপাধ্যক্ষ

ব্যাখ্যা

শুদ্ধ - উপাচার্য : (বিশেষ্য পদ) সহকারী আচার্য। (উপ + আচার্য)
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৭১

বরনের যোগ্য যিনি, বাক্যটিকে এক কথায় প্রকাশ করুন।

.
বরেণ্য
✓ সঠিক উত্তর
.
বীরপুরুষ
.
বীর
.
বরনীয়
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৭২

’মাথা খাও’ ভুলিওনা কেয়ো মনে করে, মাথা কাও বলতে বুঝায়-

.

মাথার দিব্যি

✓ সঠিক উত্তর
.

মাথা ব্যথা

.

মাথা খাওয়া

.

মাথা ধরা

ব্যাখ্যা

বাংলা ভাষায় এমন কতকগুলো বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়াপদ আছে যেগুলো ভিন্ন ভিন্ন অর্থে বাক্যে ব্যবহৃত হয়। এসব শব্দের প্রত্যেকটি নিজস্ব আভিধানিক অর্থের অতিরিক্ত একাধিক বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয়ে বাক্যের সৌন্দর্য্য বৃদ্ধি করে। যেমন: ‘মাথা খাও, চিঠি দিতে ভুলো না’ - এখানে ‘মাথা খাও’ দিব্যি দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৭৩

বহুব্রীহি সমাস কয় প্রকার ?

.
তিন প্রকার
.
আট প্রকার
✓ সঠিক উত্তর
.
ছয় প্রকার
.
দশ প্রকার

ব্যাখ্যা

বহুব্রীহি সমাস আট প্রকার।
বিষয়: বাংলাটপিক: বহুব্রীহি সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
৭৪

‘কচু বনে কাঁলাচাদ’ বাগধারাটির অর্থ কী?

.

সৌখিন ব্যক্তি

.

নিরীহ ব্যক্তি

.

অপদার্থ

✓ সঠিক উত্তর
.

সাদাসিধা লোক

ব্যাখ্যা

কচু বনে কালাচাঁদ (অপদার্থ): পড়াশুনার নাম নেই, পোশাকের কি ঘটা। এমন কচু বনের কালাচাঁদ আর দেখিনি
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)