প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)

মোট প্রশ্ন: ৭৪

পৃষ্ঠা এর পরবর্তী

ক, খ, ও গ এর বেতনের ৭ : ৫ : ৩ । খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, ক- এর বেতন কত?

.

৩৩৩ টাকা

.

৭৭৭ টাকা

✓ সঠিক উত্তর
.

৮৮৮ টাকা

.

৫৫৫ টাকা

ব্যাখ্যা

ধরি,
বিষয়: গণিতরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)

একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ। বইটির মূল্য কত?

.
কোনোটিই নয়
.
৪৯ টাকা
.
৪৬ টাকা
✓ সঠিক উত্তর
.
৫০ টাকা

ব্যাখ্যা

ধরি,
বিষয়: গণিতটপিক: ঐকিক নিয়ম (Unitary method)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)

কোন ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উত্‍পন্ন বহি:স্থ তিনটি কোণের পরিমাণ কত ডিগ্রী?

.
150°
.
360°
✓ সঠিক উত্তর
.
180°
.
270°

ব্যাখ্যা

কোনাে ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ তিনটি কোণের পরিমাণ (১২০° + ১২০° + ১২০°) = ৩৬০° হবে।
বিষয়: গণিতটপিক: ত্রিভুজ (Triangle)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)

একজনের ক্রিকেটারের ১০ ইনিংসের রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে।

.
৯০
.
৯৫
✓ সঠিক উত্তর
.
৯৮
.
৯৬
বিষয়: গণিতটপিক: গড় (Average)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)

২% হার সুদের ১০০ টাকার ৩ বছরের সুদ অপেক্ষা ৩% সুদে ঐ টাকার ৩ বছরের সুদ কত বেশি হবে?

.
১ টাকা
.
২ টাকা
.
৩ টাকা
✓ সঠিক উত্তর
.
৪ টাকা

ব্যাখ্যা

২%হরে ১০০ টাকার ৩ বছরের সুদ = ১০০ × (২/১০০) × ৩ = ৬ টাকা।
বিষয়: গণিতটপিক: সরল ও যৌগিক মুনাফা  (Simple & Compound interest)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)

4x4+1 কে উ’পাদনকে বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যাবে

.
(2x2+2x+1)(2x2-2x-1)
.
(2x2+2x-1)(2x2-2x+1)
.
(2x2+2x+1)(2x2-2x+1)
✓ সঠিক উত্তর
.
(2x2+2x-1)(2x2-2x-1)

ব্যাখ্যা

4x⁴ + 1 = {(2x)²}² + 2.2x².1 + 1)² - 4x²
বিষয়: গণিতটপিক: ঐকিক নিয়ম (Unitary method)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)

কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে?

.
১৪
.
১২
✓ সঠিক উত্তর
.
১০
.
১৩

ব্যাখ্যা

অবশিষ্ট থাকবে
বিষয়: গণিতটপিক: পাটিগণিত প্রাথমিক ধারণা (Basic Concept)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)

প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক ১২, ৯, ৫, ২০, ৮, ২৫, ১৭, ২১ , ২৩, ১১

.
১৪
.
১২
.
১৫
✓ সঠিক উত্তর
.
১৬

ব্যাখ্যা

প্রদত্ত উপাত্তগুলােকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাওয়া যায়।
বিষয়: গণিতরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)

কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?

.
৬৪
.
৭৫
✓ সঠিক উত্তর
.
৭০
.
৮৫

ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি = x
বিষয়: গণিতটপিক: শতকরা (Percentage)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
১০

সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি হলে এর অতিভুজের মান কত?

.
৭ সে.মি
.
৮ সে.মি
.
৪ সে.মি
.
৫ সে.মি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

আমরা জানি,
বিষয়: গণিতটপিক: ত্রিভুজ (Triangle)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
১১

দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উ’পন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির কী বলা হয়?

.
সম্পূরক কোণ
.
বিপ্রতীপ কোণ
✓ সঠিক উত্তর
.
সন্নিহিত কোণ
.
পূরক কোণ
বিষয়: গণিতটপিক: রেখারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
১২

(5x6+3) এবং (x3+10) পরস্পর সমান হলে x এর মান কত?

.
6.0
.
7.0
.
212
.
14.0
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

(5x/6) + 3 = (x/3) + 10
বিষয়: গণিতটপিক: দ্বিঘাত সমীকরণ (Quadratic equation)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
১৩

ABC এর A=45° হলে B=30°C এর মান কত ডিগ্রী?

.
105°
✓ সঠিক উত্তর
.
110°
.
90°
.
100°

ব্যাখ্যা

শর্ত মতে, ∠C = 180° - (∠A + ∠B)
বিষয়: গণিতরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
১৪

২০ ফুট লম্বা একটি বাঁম এমনভাবে কেটে দু’ভাগে করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট ?

.
১০
.
.
.
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ধরি, ছােট অংশ = x, তাহলে বড় অংশ (২০ - x)
বিষয়: গণিতটপিক: ভগ্নাংশ (Fraction)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
১৫

কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে?

.

২৫ দিন

.

২৮ দিন

.

১৫ দিন

.

২০ দিন

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

দিন বাকি আছে ৩০ - ৫ = ২৫
বিষয়: গণিতটপিক: ঐকিক নিয়ম (Unitary method)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
১৬

x=3-1x হলে x3+1x3 এর মান কত?

.
3
.
0.0
✓ সঠিক উত্তর
.
1.0
.
3.0

ব্যাখ্যা

x = ✓3 - (1/x)
বিষয়: গণিতরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
১৭

একটি ক্লাশে শিক্ষার্থীদের মধ্যে ২৭০০ চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাশের মোট শিক্ষার্থীর সংখ্যার তিনগুণ পরিমাণ চকলেট পেলে ক্লাশে মোট শিক্ষার্থী সংখ্যা কত?

.
৬০
.
৯০
.
৩০
✓ সঠিক উত্তর
.
৪৫

ব্যাখ্যা

ধরি, ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা = x জন
বিষয়: গণিতরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
১৮

.×.×.= কত?

.
০.০০০০২৭
✓ সঠিক উত্তর
.
০.০২৭
.
০.০০০২৭
.
০.০০০০২৭
✓ সঠিক উত্তর
বিষয়: গণিতরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
১৯

সবচেয়ে বড় সংখ্যা কোনটি?

.
.
.
০.০০৯৯
.
০.১০০
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

৯/১০০০ = ০.০০৯; ০.০০৯৯; ০.১০০; ৯/১০০ = ০.০৯ এর মধ্যে ০.১০০ বড়। কারন দশমিকের পরে দশমাংশ স্থানে একমাত্র ০.১০০ এই ১ রয়েছে, বাকিগুলােতে ০। তাই এটি সঠিক উত্তর।
বিষয়: গণিতরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)
২০

একটি ভোট কেন্দ্র উপস্থিত ভোটারদের ৬০% ভোট পেয়ে একজন প্রার্থী নিবাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৭৫০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কত জন ভোটার উপস্থিত ছিল?

.
২৫০০০
.
৩৭৫০০
✓ সঠিক উত্তর
.
৪২০০০
.
কোনোটিই নয়

ব্যাখ্যা

নির্বাচিত প্রার্থী পেয়েছেন ৬০%
বিষয়: গণিতটপিক: শতকরা (Percentage)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2018-(১২ জেলা-৮১৬১-04) (24-04-2018)