সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)

মোট প্রশ্ন: ১৩১

১০১

স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত?

.
নরওয়ে ও সুইডেন
✓ সঠিক উত্তর
.
নরওয়ে ও যুক্তরাজ্য
.
সুইডেন ও যুক্তরাজ্য
.
নওরয়ে ও জার্মানি

ব্যাখ্যা

স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের - পাঁচটি স্বাধীন দেশ পাঁচটি স্বাধীন দেশের নাম যথাক্রমে - আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিখ্যাত দ্বীপরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১০২

খেলাধুলার জগতে দৌড়-ঝাপ ও নিক্ষেপকে এক কথায় কি বলে?

.
স্পোর্টস
.
অ্যাথলেটিক্স
✓ সঠিক উত্তর
.
আউটডোর গেমস্
.
ইনডোর গেমস্

ব্যাখ্যা

প্রাচীন গ্রীক শব্দ এ্যাথলস থেকে এ্যাথলেটিক শব্দটির উৎপত্তি যার অর্থ প্রতিদন্ধিতা। এ্যাথলেটিক্স এক ধরনের খেলা যা প্রাথমিকভাবে নির্ভর করে মানুষের সহনশক্তি, ফিটনেস এবং দক্ষতার ওপর
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১০৩

সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম--

.
চুক্তিপত্র
.
মানপত্র
.
ব্যক্তিগতপত্র
.
আবেদনপত্র
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিতত পত্রের নাম দরখাস্ত বা আবেদন পত্র।আবেদন পত্র লেখার সময় যার কাছে আবেদন পত্র দেয়া হয় তা সঠিক ভাবে লিখতে হয়।যেমন: বিদ্যালয় নিয়ে লেখার সময় প্রধান শিক্ষক,অফিস এ কারো কাছে আবেদন লিখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নাম উল্লেখ করতে হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১০৪

'রক্ষা' শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?

.
ক+ষ
✓ সঠিক উত্তর
.
ক+খ
.
খ+ষ
.
খ+খ

ব্যাখ্যা

রক্ষা শব্দটির যুক্তাক্ষর হচ্ছে 'ক্ষ' যা ক + ষ এর সম্বনয়ে গঠিত হয়েছে।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১০৫

নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?

.
মজুরানী
.
ঠাকুরানী
.
মলিনা
.
সৎমা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সাধারণত, বাবা এর বিপরীত লিঙ্গ মা
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১০৬

ক্রিয়ামূল, ক্রিয়ারকাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

.
ধ্বনিতত্ত্ব
.
রুপতত্ত্ব
✓ সঠিক উত্তর
.
বাক্যতত্ত্ব
.
পদভ্রম

ব্যাখ্যা

সব ভাষার ব্যাকরণেই প্রধানত নিম্নলিখিত চারটি বিষয়ের আলোচনা করা হয় –
১. ধ্বনিতত্ত্ব (Phonology)
২. শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology)
৩. বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax) এবং
৪. অর্থতত্ত্ব (Semantics)
বিষয়: বাংলাটপিক: ক্রিয়ার কালরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১০৭

'মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে'-- কোন ধরনের বাক্য?

.

সরল

✓ সঠিক উত্তর
.

যৌগিক

.

মিশ্র

.

বিবৃতিমূলক

ব্যাখ্যা

'মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে' - - এটি সরল মিশ্র বাক্য।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১০৮

যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম---

.
কারক
.
প্রকৃতি
✓ সঠিক উত্তর
.
বিভক্তি
.
যতি

ব্যাখ্যা

➡ ক্রিয়ার সাথে সম্বন্ধযুক্ত পদকে কারক বলে।
বিষয়: বাংলাটপিক: নাম ধাতুরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১০৯

'শকনি মামা' এর অর্থ কি?

.
কুৎসিৎ মামা
.
সৎ মামা
.
কুচক্রী মামা
✓ সঠিক উত্তর
.
পাতানো মামা

ব্যাখ্যা

'শকুনি মামা' এর অর্থ কুচক্রী মামা।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১১০

বাংলা বর্ণমালায় মাত্রা নেই এমন বর্ণের সংখ্যা কয়টি?

.
৭টি
.
৮টি
.
৯টি
.
১০টি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলা বর্ণমালায় মাত্রবিহীন বর্ণের সংখ্যা ১০ টি। যথাঃ এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ং, ঃ, ঁঁ। এর মধ্যে স্বরবর্ণ ৪ টি ও ব্যঞ্জন বর্ণ ৬ টি।
বিষয়: বাংলাটপিক: বর্ণমালারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১১১

বাংলা সাহিত্যে চলতি রীতির প্রবর্তক কে?

.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
প্যারীচাঁদ মিত্র
.
প্রমথ চৌধুরী
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

প্রমথ চৌধুরী (১৮৬৮ - ১৯৪৬) কে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক বলা হয়। তার সম্পাদিত 'সবুজপত্র' পত্রিকাটি চলিত ভাষার প্রসারে ব্যাপক ভূমিকা রেখেছিল।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১১২

'ভিষক' শব্দের সঠিক অর্থ কোনটি?

.
দরবেশ
.
চিকিৎসক
✓ সঠিক উত্তর
.
ওঝা
.
কবিরাজ

ব্যাখ্যা

ততকালীন সময়ে চিকিৎসকদের ভিষক নাকে ডাকা হত।
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১১৩

সাদা মেঘে বৃষ্টি হয় না -- 'মেঘে' কোন কারক?

.
কর্ম
.
অপাদান
✓ সঠিক উত্তর
.
সম্প্রদান
.
অধিকারণ

ব্যাখ্যা

ক্রিয়াকে কোথা হতে, কি হতে, বা কিসের হতে দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক পাওয়া যায়।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১১৪

সুকান্ত ভট্রাচার্যের কবিতার প্রধান বিষয় কি?

.
মানবপ্রেম
.
দেশপ্রেম
.
অন্যায়ের প্রতিবাদ
.
অনাচার ও বৈষম্যের প্রতিবাদ
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১১৫

আধুনিক শিক্ষার সর্বনাশা স্রোতে তলিয়ে যাচ্ছে---

.
আমাদের প্রধান উপকথাগুলো
.
পল্লী সাহিত্যের বিভিন্ন শাখা-প্রশাখা
✓ সঠিক উত্তর
.
আমাদের প্রাচীন কাব্য সাহিত্য
.
আমাদের ধর্মীয় কাব্য সাহিত্য
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১১৬

কাব্যমৃতে যে আমাদের অরুচি ধরেছে তার দোষ কার?

.
আমাদের সকলের
.
আমাদের শিক্ষিত ব্যক্তিদের
✓ সঠিক উত্তর
.
আমাদের কবিদের
.
আমাদের শিক্ষার

ব্যাখ্যা

আলোচ্য উক্তিটি প্রমথ চৌধুরীর "বই পড়া" প্রবন্ধ থেকে সংগৃহীত যা প্রমথ চৌধুরীর "প্রবন্ধ সংগ্রহ" এর অন্তর্গত। "বই পড়া" প্রবন্ধে লেখক বলেছেন, "কাব্যামৃতে যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। "
বিষয়: বাংলাটপিক: কাব্যরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১১৭

পল্লী সাহিত্যের কোন বিষয় নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পন্ডিত সমাজ মনে করছেন?

.
ইস্তাম্বুল যাত্রী
.
চলে মুসাফির
.
বিলেতে সাড়ে সাতশ দিন
✓ সঠিক উত্তর
.
আমার তুরঙ্ক

ব্যাখ্যা

মুহম্মদ আবদুল হাই রচিত ভ্রমণকাহিনী বিলেতে সাড়ে সাতশ দিন ১৯৫৮ সালে প্রকাশিত হয়। তার রম্যরচনা তোষামোদ ও রাজনীতির ভাষা।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১১৮

'বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয় ' -- মেয়েটি কে?

.
কদম্ব ফুল
✓ সঠিক উত্তর
.
হিজল ফুল
.
আজিকার বন্ধন
.
দেহের বন্ধন

ব্যাখ্যা

'বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয়'_ জসীমউদ্দীন রচিত'পল্লী বর্ষা' কবিতাপঙ্ক্তিটিতে 'মেয়ে' বলতে বোঝানো হয়েছে কদম ফুল
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১১৯

'জয়যাত্রা' কবিতায় কবি আব্দুল কাদির কিসের বন্ধনের কথা বলেছেন?

.
মনের বন্ধন
.
আত্মার বন্ধন
.
হৃদয়ের বন্ধন
✓ সঠিক উত্তর
.
দেহের বন্ধন
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১২০

'কবর' নাটকটিতে কয়টি চরিত্রের বিকাশ লক্ষ্য করা যায়?

.
দুটি
.
তিনটি
.
চারটি
✓ সঠিক উত্তর
.
পাঁচটি

ব্যাখ্যা

১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত 'কবর' নাটকের রচয়িতা মুনীর চৌধুর। তিনি নাটকটি ১৯৫২ সালের পটভূমিতে ১৯৫৩ সালের ১৭ ই জানুয়ারী রচনা করেন। ১৯৫৩ সালে কারাগারেই এটি প্রথম মঞ্চায়ন করা হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)