সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) (21-08-2015)

মোট প্রশ্ন: ৮৭

৬১

”মেঘনাদবধ কাব্য”--- কার লেখা?

.
বাল্মিকী
.
জীবনানন্দ দাশ
.
মাইকেল মধুসূদন দত্ত
✓ সঠিক উত্তর
.
আব্দুল করিম
বিষয়: বাংলাটপিক: কাব্যরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) (21-08-2015)
৬২

”আর কতদূরে নিয়ে যাবে--- সুন্দরী, শূন্যস্থানে কি বসবে?

.
আমাকে
.
মোরে
✓ সঠিক উত্তর
.
তুমি
.
ওগো
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) (21-08-2015)
৬৩

কোনটি ঠিক---

.
সমিচীন
.
সমীচীন
✓ সঠিক উত্তর
.
সমীচিন
.
সমিচিন

ব্যাখ্যা

সঠিক বানান - সমীচীন। সমীচীন শব্দের অর্থ - উচিৎ, উপযুক্ত, সঙ্গত, যথার্থ, ন্যায়সঙ্গত ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) (21-08-2015)
৬৪

”এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা”--- গানটির রচয়িতা কে?

.
আপেল মাহমুদ
.
গোবিন্দ হালদার
✓ সঠিক উত্তর
.
আবদুল জব্বার
.
হাছনরাজা
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) (21-08-2015)
৬৫

”ভোরের পাখি” কাকে বলে?

.
কাক
.
বিহারীলাল চক্রবর্তী
✓ সঠিক উত্তর
.
ঘুঘু
.
রবীন্দ্রনাথ ঠাকুর
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) (21-08-2015)
৬৬

মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত?

.
কুষ্টিয়া
.
বাগেরহাট
.
যশোর
.
মেহেরপুর
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) (21-08-2015)
৬৭

”একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” গানটির রচয়িতা কে?

.
মো. মনিরুজ্জামান
.
গোবিন্দ হালদার
✓ সঠিক উত্তর
.
আনিসুল হক চৌধুরী
.
আব্দুল লতিফ
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) (21-08-2015)
৬৮

বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত?

.
ধানমন্ডি
.
মিরপুর
.
সেগুনবাগিচা
✓ সঠিক উত্তর
.
বেলী রোড
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) (21-08-2015)
৬৯

”জীবন থেকে নেওয়া” চলচ্চিত্রটির পরিচালক কে?

.
তারেক মাসুদ
.
আমজাদ হোসেন
.
সৈয়দ শামসুল হক
.
জহির রায়হান
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: চলচ্চিত্ররেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) (21-08-2015)
৭০

কার সময়ে ”বঙ্গ ভঙ্গ” হয়?

.
লর্ড কার্জন
✓ সঠিক উত্তর
.
লর্ড ডালহৌসি
.
লর্ড ক্লাইভ
.
বড় লাট
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) (21-08-2015)
৭১

হুমায়ূন আহমেদ বাংলাা সাহিত্যে মূলত কি হিসেবে পরিচিত?

.
কবি
.
নাট্যকার
.
ঔপন্যাসিক
.
কথাসাহিত্যিক
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের পথিকৃত হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে মূলত কথাসাহিত্যিক হিসেবে পরিচিত। নন্দিত এ কথাসাহিত্যিক বাংলা সাহিত্যে একাধারে উপন্যাস , নাটক, আত্মজীবনীমূলক গ্রন্থ , মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ইত্যাদি রচনা করেন। তার প্রথম প্রকাশিত উপন্যাস ' নন্দিত নরকে ' (১৯৭২) । তার কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হলো - শঙ্খনীল কারাগার , এইসব দিনরাত্রি ,গৌরীপুর জংশন, কবি, দারুচিনি দ্বীপ , শ্রাবণ মেঘের দিন, নক্ষত্রের রাত । তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো - জোছনা ও জননীর গল্প, সৌরভ, অনীল বাগচীর একদিন, আগুনের পরশমনি ,শ্যামল ছায়া । তার সৃষ্ট অমর, আজ রবিবার ,কোথা ও কেউ নেই, বৃহন্নলা, ইবলিশ প্রভৃতি হলো তার উল্লেখযোগ্য টিভি নাটক । তবে প্রথম টিভি নাটক হলো এইসব দিনরাত্রি (১৯৮৪) । তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো - আগুণের পরশমনি, শ্রাবণ মেঘের দিন , দুই দুয়ারী, শ্যামল ছায়া, ঘেঁটুপুত্র কমলা। তবে প্রথম ও সর্বশেষ চলচ্চিত্র হলো যথাক্রমে - আগুনের পরশমণি (১৯৯৪) ও ঘেঁটুপুত্র কমলা (২০১২) ।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) (21-08-2015)
৭২

কোন বর্গের ধ্বনির আগে ন ণ হয়?

.

ক বর্গীয়

.

ট বর্গীয়

✓ সঠিক উত্তর
.

চ বর্গীয়

.

ত বর্গীয়

বিষয়: বাংলাটপিক: ধ্বনিরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) (21-08-2015)
৭৩

”বাহুতে ভর করে চলে যে” এর বাক্য সংকোচন--

.
সব্যসাচী
.
ভুজঙ্গ
✓ সঠিক উত্তর
.
বুভুক্ষা
.
বাহুঙ্গ
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) (21-08-2015)
৭৪

সনেটের শেষ অংশকে কি বলে?

.
ষষ্টক
✓ সঠিক উত্তর
.
অষ্টক
.
শেষ সপ্তম
.
ষষ্ঠী
বিষয়: বাংলাটপিক: সনেটরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) (21-08-2015)
৭৫

834÷812834÷812 এর মান কত?

.
3434
.
4848
.
4343
✓ সঠিক উত্তর
.
316316
বিষয়: গণিতরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) (21-08-2015)
৭৬

35 এর লব ও হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি 45 হয়?

.
5
✓ সঠিক উত্তর
.
4
.
6
.
3
বিষয়: গণিতটপিক: ভগ্নাংশ (Fraction)রেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) (21-08-2015)
৭৭

যদি xy=34 হয়, তবে x+yx-y এর মান কত?

.
2
.
-7
✓ সঠিক উত্তর
.
5
.
7
বিষয়: গণিতরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) (21-08-2015)
৭৮

[2-(3-1)-1)-1 - কত?

.
1
.
-12
.
12
.
-1
✓ সঠিক উত্তর
বিষয়: গণিতরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) (21-08-2015)
৭৯

(22)x+3=256 হলে, x = কত?

.
.
2
.
1
✓ সঠিক উত্তর
.
4
বিষয়: গণিতরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) (21-08-2015)
৮০

Log3127=log33-3 = কত?

.
3
.
-3
✓ সঠিক উত্তর
.
9
.
-9
বিষয়: গণিতটপিক: সূচক (Exponents /Indices)রেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা) (21-08-2015)