স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)

মোট প্রশ্ন: ৭০

২১

যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয়-

.

আয়ন বায়ু

.

প্রত্যয়ন বায়ু

.

মৌসুমী বায়ু

.

নিয়ত বায়ু

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বায়ুচাপের পার্থক্যই নিয়ত বায়ুপ্রবাহের প্রধান কারণ, যেখানে বায়ুচাপ বেশি, সেখান থেকে যেদিকে বায়ুচাপ কম, সেদিকেই বায়ু প্রবাহিত হয় । এই নিয়ম মেনে পৃথিবীর চারটি স্থায়ী উচ্চচাপ বলয় থেকে তিনটি স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিত ভাবে ও নির্দিষ্ট গতিতে প্রবাহিত বায়ুই হল নিয়তবায়ু প্রবাহ ।
বিষয়: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
২২

পরম শূন্য তাপমাত্রা কোনটি ?

.

২৭৩° সেন্টিগ্রেড

.

২৭৩° ফারেনহাইট

.

০° সেন্টিগ্রেড

.

০° কেলভিন

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

এই তাপমাত্রায় যেকোনো গ্যাসের আয়তন গাণিতিকভাবে শূন্য হয়। এর মান শূন্য কেলভিন, - ২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াস অথবা - ৪৫৯.৬৭ ডিগ্রি ফারেনহাইট। তাত্ত্বিকভাবে, পরম শূন্যের নিচে কোনো তাপমাত্রা থাকা সম্ভব নয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
২৩

প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে ?

.

RAM

.

Clipboard

✓ সঠিক উত্তর
.

Terminal

.

Hard Disk

ব্যাখ্যা

কম্পিউটারের ক্ষেত্রে ক্লিপবোর্ডের সংজ্ঞা দেয়া যায় এভাবে, কম্পিউটারের র‍্যামের একটি বিশেষ ফাইল বা মেমরি যেখানে কোন ডাটা অন্য কোন স্থানে পেস্ট করার পূর্বে অস্থায়ীভাবে জমা থাকে।
বিষয়: তথ্য প্রযুক্তিরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
২৪

নিচের কোনটি System Software নয়?

.

Linux

.

Android

.

Mozilla Firefox

✓ সঠিক উত্তর
.

Apple IOS

ব্যাখ্যা

Mizilla Firefox একটি ওয়েব ব্রাউজার যা এপ্লিকেশন সফটওয়্যার এর মধ্যে পড়ে।
বিষয়: তথ্য প্রযুক্তিরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
২৫

যদি QP=14 হয় তবে, P+QPQ মান কত?

.

53

✓ সঠিক উত্তর
.

35

.

23

.

57

ব্যাখ্যা

QP = 14PQ = 41P + QP - Q = 4 + 14 - 1 = 53 (যোজন ও বিয়োজন)।
বিষয়: গণিতরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
২৬

একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ, দৈর্ঘ্য ৪৮ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত মিটার?

.

১২৮ মিটার

✓ সঠিক উত্তর
.

১৪৪ মিটার

.

৬৪ মিটার

.

১৬ মিটার

ব্যাখ্যা

দেওয়া আছে, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। 
বিষয়: গণিতরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
২৭

একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

.

৩৬ ব.মি.

.

৪২ ব.মি.

.

৪৮ ব.মি.

✓ সঠিক উত্তর
.

৫০ ব.মি.

ব্যাখ্যা

দেওয়া আছে, ভূমি a = ১৬ মিটার
বিষয়: গণিতরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
২৮

৩৮ কোন সংখ্যার ১২.৫% ?

.

১২৫

.

১৯০

.

২৫৬

.

৩০৪

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

 × .= × .=
বিষয়: গণিতরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
২৯

দুইটি ক্রমিক সংখ্যার বর্গের আন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?

.

৭০

.

৮০

.

৯০

.

১০০

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ধরি, 
বিষয়: গণিতরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৩০

নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা?

.

৯১

.

১৪৩

.

৮৭

.

৪৭

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

প্রথম ছাব্বিশটি মৌলিক সংখ্যা হল: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭, ১০১। ৩ এর চেয়ে বড় প্রত্যেক মৌলিক সংখ্যার বর্গকে ১২ দ্বারা ভাগ করলে ১ অবশিষ্ট থাকে।
বিষয়: গণিতরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৩১

৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বিয়োগফল হবে?

.

.

১৮

✓ সঠিক উত্তর
.

৫০

.

১৮০

ব্যাখ্যা

৬০ ও ৮০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা ৭৯ এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ৬১ সুতরাং, তাদের মধ্যকার পার্থক্য (৭৯ - ৬১)= ১৮।
বিষয়: গণিতরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৩২

১ হতে ৭০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত?

.

২৪৮৫

✓ সঠিক উত্তর
.

২৮৫৪

.

৪২৫৮

.

২৫৮৪

ব্যাখ্যা

আমরা জানি যে, {n×(n+1)}/2
বিষয়: গণিতরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৩৩

সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি "a" হয় তবে ক্ষেত্রফল হবে-

.

34a2

✓ সঠিক উত্তর
.

32a2

.

34a2

.

12a2

বিষয়: গণিতরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৩৪

পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

.

৫৬ এবং ১৪ বছর

.

৩২ এবং ৭ বছর

.

৩৬ এবং ৯ বছর

✓ সঠিক উত্তর
.

৪০ এবং ১০ বছর

ব্যাখ্যা

ধরি, পুত্রের বর্তমান বয়স x বছর, 
বিষয়: গণিতরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৩৫

.1×.01×.001.2×.02×.002এর মান কত?

.

180

.

1800

.

18000

.

18

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

.1X .01 X .001 = 0.000001 .2 X .02 X .002 = 0.000008 = 0.000001/0.000008 = 1/8
বিষয়: গণিতরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৩৬

a-{a-(a+1)}=কত?

.

1

.

a

.

a-1

.

a+1

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

a - {a - (a + 1)}
বিষয়: গণিতরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৩৭

৫০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪৫ মিনিট, ৬ টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?

.

১৫ মিনিট

.

২০ মিনিট

.

২৫ মিনিট

✓ সঠিক উত্তর
.

৩০ মিনিট

ব্যাখ্যা

৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে? :. নির্ণেয় সময় = :০০ - ৫:৩৫ = ২৫ মিনিট
বিষয়: গণিতরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৩৮

একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

.

৫%

✓ সঠিক উত্তর
.

২৫%

.

২০%

.

১০%

ব্যাখ্যা

দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই ক্ষেত্রফলের সমানুপাতিক। তাই দৈর্ঘ্য ৫% বাড়লে ক্ষেত্রফলও % বাড়বে।
বিষয়: গণিতরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৩৯

কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

.

.

.

✓ সঠিক উত্তর
.

ব্যাখ্যা

৫/৬ = ০.৮৩৩৩৩
বিষয়: গণিতরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪০

Dog days means-

.

a period of being carefree

.

a period of having youthful filings

.

a period of misfortune

.

hot weather

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

The dog days or dog days of summer are the hot, sultry days of summer. They were historically the period following the heliacal rising of the star system Sirius, which Hellenistic astrology connected with heat, drought, sudden thunderstorms, lethargy, fever, mad dogs, and bad luck. They are now taken to be the hottest, most uncomfortable part of summer in the Northern Hemisphere
বিষয়: ইংরেজিরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)