স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)

মোট প্রশ্ন: ৭০

৪১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে ?

.

জানুয়ারি ১০, ১৯৭৩

.

ডিসেম্বর ১৬, ১৯৭২

✓ সঠিক উত্তর
.

নভেম্বর ৪, ১৯৭২

.

অক্টোবর ১১, ১৯৭২

ব্যাখ্যা

১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এ অধিবেশনে ৩৪ সদস্যবিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইন ও সংসদীয় মন্ত্রী ড. কামাল হোসেন। এ কমিটির দায়িত্ব ছিল সংবিধানের খসড়া প্রণয়ন করা । কমিটি ৭১ টি অধিবেশনে মিলিত হয়ে স্বীয় দায়িত্ব পালন করে এবং ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪২

বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় ?

.

দ্বাদশ

✓ সঠিক উত্তর
.

অষ্টম

.

নবম

.

একাদশ

ব্যাখ্যা

দ্বাদশ সংশোধনী আইন বাংলাদেশের সাংবিধানিক বিকাশের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে খ্যাত।  এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংসদীয় সরকার পদ্ধতির পুনঃ প্রবর্তন ঘটে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪৩

স্বাধীন বাংলাদেশ হিসেবে আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ?

.

ইরাক

✓ সঠিক উত্তর
.

আলজেরিয়া

.

সৌদিআরব

.

জর্ডান

ব্যাখ্যা

আরব ভূখন্ডের দেশ হিসাবে প্রথম ইরাক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ৮ জুলাই ১৯৭২ এবং প্রথম মুসলিম দেশ হিসাবে সেনেগাল ১ ফেব্রুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪৪

COP-26 এ COP মানে কী?

.

কনফারেন্স অব দ্য প্যারিস

.

কনফারেন্স অব দ্য পাওয়ার

.

কনফারেন্স অব দ্য পার্টিস

✓ সঠিক উত্তর
.

কনফারেন্স অব দ্য প্রটোকল

ব্যাখ্যা

COP26: COP মানে কনফারেন্স অফ দ্য পার্টিস। এটি জাতিসংঘের একটি উদ্যোগ। ১৯৯৫ সালে কপের প্রথম সম্মেলন হয়। এখন ২৬ তম সম্মেলন।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪৫

ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?

.

ইতালি

.

ইরাক

.

তুরস্ক

✓ সঠিক উত্তর
.

গ্রিস

ব্যাখ্যা

নগরটি তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের কানাক্কাল প্রদেশের নিকটে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪৬

নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?

.

লাওস

.

হংকং

✓ সঠিক উত্তর
.

ভিয়েতনাম

.

কম্বোডিয়া

ব্যাখ্যা

দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা, যা ১৯৬৭ সালের ৮ আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, এবং ভিয়েতনাম সদস্যপদ লাভ করে
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪৭

বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-

.

সংস্কৃত

.

পাঠান

.

প্রাকৃত

✓ সঠিক উত্তর
.

অপভ্রংশ

ব্যাখ্যা

সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকেই উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। প্রাচীন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে মনের ভাব প্রকাশের নানা রীতি চালু ছিল। সেখান থেকেই অঞ্চলভেদে উৎপত্তি হয় ভিন্ন ভিন্ন প্রাকৃতভাষা। আমাদের এই নদী বিধৌত পূর্ব অঞ্চলের মানুষেরা যে প্রকৃত ভাষায় কথা বলতে, তা হলো মাগধী।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪৮

"কৃষ্ণকীর্তন কাব্য" কোথা থেকে উদ্ধার করা হয়েছিল ?

.

নেপালের রাজ দরবার থেকে

.

গোয়ালঘর থেকে

✓ সঠিক উত্তর
.

পাঠশালা থেকে

.

মন্দির থেকে

বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪৯

সংশয়' এর বিপরীতার্থক শব্দকোনটি ?

.

নিৰ্ভয়

.

বিস্ময়

.

প্রত্যয়

✓ সঠিক উত্তর
.

দ্বিধা

ব্যাখ্যা

সংশয়এর বিপরীতার্থক শব্দ প্রত্যয়। সংশয় শব্দের অর্থ: সন্দেহ, দ্বিধা। তাই সংশয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫০

আনারস' এবং 'চাবি' শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে-

.

পর্তুগিজ ভাষা হতে

✓ সঠিক উত্তর
.

আরবি ভাষা হতে

.

দেশি ভাষা হতে

.

ওলন্দাজ ভাষা হতে

ব্যাখ্যা

পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দঃ পাদ্রী, বালতি, আনারস, চাবি, আলপিন, পাউরুটি, গির্জা, গুদাম, আলমারি।পর্তুগীজ শব্দ মনে রাখার একটি কৌশল :
গীর্জার পাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে পাউরুটি আনারস পেঁপে পেয়ারা আলপিনআলকাতরা রাখলেন।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫১

অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?

.

ক্ষিতি

.

পৃথ্বী

.

নীর

✓ সঠিক উত্তর
.

অবনী

ব্যাখ্যা

অদিতি' শব্দের অর্থ পৃথিবী। পৃথিবীর অন্যান্য সমার্থক শব্দগুলো হলো - ধরা, ধরণী, ধরিত্রী,মহী মেদিনী, ক্ষিতি, অবনী, বসুন্ধরা, বসুমতী , দুনিয়া, বসুধা, ভূ, ভূমণ্ডল ,জগৎ মর্ত্য, ব্রহ্মণ্ড, বিশ্ব, ভুবন, অখিল, ভূলোক, সংসার প্রভৃতি। অন্যদিকে নীর শব্দের সমার্থক : পানি, জল, বারি।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫২

‘উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ?

.

ফার্সি

.

তুর্কি

✓ সঠিক উত্তর
.

পর্তুগিজ

.

আরবি

বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫৩

‘তুলসী বনের বাঘ' বাগধারাটির অর্থ কি ?

.

নিৰ্ভীক

.

শক্তিশালী

.

অপদার্থ

.

ভন্ড

✓ সঠিক উত্তর
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫৪

বর্ণ হচ্ছে ?

.

একসংগে উচ্চারিত ধ্বনিগুচ্ছ

.

ধ্বনি নির্দেশক প্রতীক

✓ সঠিক উত্তর
.

ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ

.

কোনটিই নয়

বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫৫

কোনটি সঠিক বানান ?

.

নিশিথিনী

.

নিশীথিনী

✓ সঠিক উত্তর
.

নীশিথিনী

.

নিশিথিনি

ব্যাখ্যা

নিশীথিনী - [বিশেষ্য পদ] রাত্রি, রজনী।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫৬

পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে ---

.

ভরত চন্দ্র রায়

.

দৌলত কাজী

.

সৈয়দ হামজা

✓ সঠিক উত্তর
.

আব্দুল হাকিম

ব্যাখ্যা

সৈয়দ হামজা (জন্ম: ১৭৫৫ - মৃত্যু: ১৮১৫) সপ্তদশ শতাব্দীর একজন বাঙালি কবি ও সাহিত্যিক। তিনি পুথিঁ সাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫৭

জীজ্ঞাসিবে জন জনে বাক্যে নিম্নরেখা কোন কারকে কোন বিভক্তি

.

অপাদানে সপ্তমী

.

কর্মে সপ্তমী

✓ সঠিক উত্তর
.

করনে সপ্তমী

.

কর্তায় সপ্তমী

ব্যাখ্যা

যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কাকে বলে। কর্ম দুপ্রকার : মুখ্যকর্ম গৌণকর্ম । যেমন: বাবা আমাকে (গৌণকর্ম ) একটি কলম (মুখ্যকর্ম) কিনে দিয়েছেন। সপ্তমী বিভক্তির আকৃতি (একবচনে) এ, (য়) , য়, তে, এতে। (বহুবচনে) দিগে, দিগেতে ,গুলিতে, গণে, গুলির মধ্যে, গুলোতে, গুলোর মধ্যে।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫৮

পদাবলী লিখেছেন কে?

.

রবীন্দ্রনাথ ঠাকুর

✓ সঠিক উত্তর
.

মাইকেল মধুসূদন দত্ত

.

ঈশ্বরচন্দ্র গুপ্ত

.

কায়কোবাদ

ব্যাখ্যা

ভানুসিংহ ঠাকুরের পদাবলী' রবীন্দ্রনাথ ঠাকুরের পদাবলী
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫৯

পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ?

.

অব্যয়ীভাব

.

তৎপুরুষ

✓ সঠিক উত্তর
.

বহুব্রীহি

.

কর্মধারায়

ব্যাখ্যা

পুষ্পের সৌরভ = পুষ্পসৌরভ ষষ্ঠী তৎপুরুষ সমাস। পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যথা : চায়ের বাগান = চাবাগান, রাজার পুত্র = রাজপুত্র ,খেয়ার ঘাট = খেয়াঘাট , অনুরুপভাবে ছাত্রসমাজ , দেশসেবা, দিল্লিশ্বর, বিড়ালছানা।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৬০

কোনটি তদ্ভব শব্দ

.

চাঁদ

✓ সঠিক উত্তর
.

সূর্য

.

নক্ষত্র

.

গগন

ব্যাখ্যা

বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত বা অপভ্রংশ থেকে যে সব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিলো, সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। অবশ্য, তদ্ভব শব্দের মূল অবশ্যই সংস্কৃত ভাষায় থাকতে হবে। যেমন - সংস্কৃত ‘হস্ত’ শব্দটি প্রাকৃততে ‘হত্থ’ হিসেবে ব্যবহৃত হতো। আর বাংলায় এসে সেটা আরো সহজ হতে গিয়ে হয়ে গেছে ‘হাত’। তেমনি, চর্মকার˂>চম্মআর˂ >চামার,
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)