স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)

মোট প্রশ্ন: ৭০

পূর্ববর্তীপৃষ্ঠা এর
৬১

‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ-

.

ষড়+ঋতু

.

যত্ + ঋতু

.

ষট + ঋতু

✓ সঠিক উত্তর
.

কোনটিই নয়

ব্যাখ্যা

ষট+ ঋতু
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৬২

বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা ?

.

দীনেশ চন্দ্র সেন

✓ সঠিক উত্তর
.

সুনীতি কুমার চট্টোপাধ্যায়

.

ড. মুহাম্মদ শহীদুল্লাহ

.

সুকুমার সেন

ব্যাখ্যা

বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক দীনেশচন্দ্র সেন (১৮৬৬ - ১৯৩৯ খ্রি). কর্তৃক রচিত 'বঙ্গভাষা ও সাহিত্য' গ্রন্থটি বাংলা সাহিত্যের প্রথম যথার্থ ইতিহাস গ্রন্থ। 'পূর্ববঙ্গ গীতিকা' ও 'মৈমনসিংহ গীতিকা' সম্পাদনা তার বঙ্গ - সংস্কৃতি সেবার আর এক শ্রেষ্ঠ নিদর্শন।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৬৩

মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত ?

.

ঘর থেকে ছাড়া ঘড়ছাড়া

.

অরুণের মত রাঙা অরুণরাঙা

.

হাসিমাখা মুখ-হাসিমুখ

✓ সঠিক উত্তর
.

ক্ষণ ব্যাপিয়া স্থায়ী ক্ষণস্থায়ী

ব্যাখ্যা

মধ্যপদলোপী কর্মধারয়: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা, স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ, ব্রাহ্মণ ধর্মীয় প্রধান পুরোহিত = ব্রাহ্মণ পুরোহিত, জগতের রক্ষাকারী ঈশ্বর = জগদীশ্বর, সূর্য উদয়কালীন মন্ত্র = সূর্যমন্ত্র, মৌ ভর্তি চাক = মৌচাক, গাছকদম = গাছে ফুটিত কদম, সন্ধিগীত = সন্ধি যোগঘটানো গীত,কাঁচা অবস্থায় কলা = কাঁচকলা।চিকিৎসাশাস্ত্র‌‌ = চিকিৎসা বিষয়ক শাস্ত্র
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৬৪

'আমার সন্তান যেন থাকে দুখেভাতে' এই মনোবাক্যটি কার?

.

ভবানন্দের

.

ভীদুদণ্ডের

.

ঈশ্বরী পাটনীর

✓ সঠিক উত্তর
.

প্রফুল্লরায়ের

ব্যাখ্যা

মধ্যযুগের বাংলা সাহিত্যর অন্যতম শ্রেষ্ঠ ও মঙ্গল কাব্যধারার শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত ‘অন্নদামঙ্গল’ কাব্যের একটি বিখ্যাত উক্তি এটি। কাব্যে উক্তিটি করেছিল ঈশ্বরী পাটনী।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৬৫

যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে কী বলা হয় ?

.

মাত্রাবৃত্ত

.

স্বরবৃত্ত

✓ সঠিক উত্তর
.

পয়ার

.

অপবৃত্ত

ব্যাখ্যা

যে ছন্দ পাঠকালে, উচ্চারন গতিবেগ দ্রুত হয়, শ্বাসঘাত পরে,
পর্বগুলো হয় ছোট কেবল ৪ মাত্রার এবং যে ছন্দে অক্ষর
মানেই ১ মাত্রা ধরা হয়, তাকে স্বরবৃত্ত ছন্দ বলে।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৬৬

বাংলা লিপির উৎস?

.

সংস্কৃত

.

চীনা লিপি

.

আরবি লিপি

.

ব্রাহ্মী লিপি

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

প্রাচীন ভারতীয় লিপি দুটি। ব্রাহ্মী ও খরোষ্ঠী। ব্রাহ্মী লিপি তিন ভাগে বিভক্ত। পুর্বী লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পশ্চিমা লিপি। পুর্বী লিপির কুটিল রূপ হতে বাংলা লিপির উদ্ভব।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৬৭

যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয়-

.

আয়ন বায়ু

.

প্রত্যয়ন বায়ু

.

মৌসুমী বায়ু

.

নিয়ত বায়ু

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বায়ুচাপের পার্থক্যই নিয়ত বায়ুপ্রবাহের প্রধান কারণ, যেখানে বায়ুচাপ বেশি, সেখান থেকে যেদিকে বায়ুচাপ কম, সেদিকেই বায়ু প্রবাহিত হয় । এই নিয়ম মেনে পৃথিবীর চারটি স্থায়ী উচ্চচাপ বলয় থেকে তিনটি স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিত ভাবে ও নির্দিষ্ট গতিতে প্রবাহিত বায়ুই হল নিয়তবায়ু প্রবাহ ।
বিষয়: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৬৮

পরম শূন্য তাপমাত্রা কোনটি ?

.

২৭৩° সেন্টিগ্রেড

.

২৭৩° ফারেনহাইট

.

০° সেন্টিগ্রেড

.

০° কেলভিন

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

এই তাপমাত্রায় যেকোনো গ্যাসের আয়তন গাণিতিকভাবে শূন্য হয়। এর মান শূন্য কেলভিন, - ২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াস অথবা - ৪৫৯.৬৭ ডিগ্রি ফারেনহাইট। তাত্ত্বিকভাবে, পরম শূন্যের নিচে কোনো তাপমাত্রা থাকা সম্ভব নয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৬৯

প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে ?

.

RAM

.

Clipboard

✓ সঠিক উত্তর
.

Terminal

.

Hard Disk

ব্যাখ্যা

কম্পিউটারের ক্ষেত্রে ক্লিপবোর্ডের সংজ্ঞা দেয়া যায় এভাবে, কম্পিউটারের র‍্যামের একটি বিশেষ ফাইল বা মেমরি যেখানে কোন ডাটা অন্য কোন স্থানে পেস্ট করার পূর্বে অস্থায়ীভাবে জমা থাকে।
বিষয়: তথ্য প্রযুক্তিরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৭০

নিচের কোনটি System Software নয়?

.

Linux

.

Android

.

Mozilla Firefox

✓ সঠিক উত্তর
.

Apple IOS

ব্যাখ্যা

Mizilla Firefox একটি ওয়েব ব্রাউজার যা এপ্লিকেশন সফটওয়্যার এর মধ্যে পড়ে।
বিষয়: তথ্য প্রযুক্তিরেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)