উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)

মোট প্রশ্ন: ৯০

৬১

কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোন ছবিটি পুরস্কৃত হয়?

.
লালসালু
.
চিত্রা নদীর পাড়ে
.
মাটির ময়না
✓ সঠিক উত্তর
.
চন্দ্রকথা

ব্যাখ্যা

মাটির ময়না ২০০২ সালের বাংলাদেশী বাংলা যুদ্ধভিত্তিক নাট্য চলচ্চিত্র।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: চলচ্চিত্ররেফারেন্স: উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)
৬২

”কান্তা” গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?

.
জয়দেবপুর
.
গাজীপুর
✓ সঠিক উত্তর
.
শিবপুর
.
শফিপুর

ব্যাখ্যা

বর্তমানে বাংলাদেশে ২৮টি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র রয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মাটি, পানি, তেল, গ্যাসরেফারেন্স: উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)
৬৩

অপারেশন সার্চ লাইট চালু হয় কখন?

.
২৯ জানুয়ারি
.
২৯ ফেব্রুয়ারি
.
২৫ মার্চ
✓ সঠিক উত্তর
.
২৫ এপ্রিল

ব্যাখ্যা

অপারেশন সার্চলাইট ১৯৭১সালে ২৫ মার্চ থেকে শুরু হওয়া পাকিস্তানী সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অপারেশন সার্চ লাইটরেফারেন্স: উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)
৬৪

”চন্দ্র” দ্বীপের বর্তমান নাম কি?

.
বরিশাল
✓ সঠিক উত্তর
.
ভোলা
.
পটুয়াখালী
.
কুয়াকাটা

ব্যাখ্যা

প্রাচীন চন্দ্র দ্বীপের বর্তমান নাম - বরিশাল।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের দ্বীপসমূহরেফারেন্স: উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)
৬৫

গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?

.
সিলেট
.
রাজশাহী
.
রংপুর
.
চাঁপাইনবাবগঞ্জ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

গম্ভীরা বাংলার লোকসঙ্গীতের অন্যতম একটি ধারা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সঙ্গীতরেফারেন্স: উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)
৬৬

আমাদের জাতীয় পতাকার মাপের অনুপাত কোনটি?

.
১০ঃ৬
✓ সঠিক উত্তর
.
১০ঃ৭
.
১০ঃ৮
.
১০ঃ৯

ব্যাখ্যা

বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারে – কামরুল হাসান।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতীয় পতাকারেফারেন্স: উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)
৬৭

বাংলাদেশের ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে---

.
লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
.
লাল-হলুদ-সবুজ-লাল
.
লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
✓ সঠিক উত্তর
.
লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ

ব্যাখ্যা

রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক বাতির সংকেত। লাল বাতি জ্বলতে দেখে গাড়িগুলো থামে। হলুদ বাতি দেখলে অপেক্ষা করে। আল জ্বলন্ত সবুজ বাতি দেখে অবাধে এগিয়ে চলে। শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো—–. লাল > হলুদ >সবুজ > হলুদ > লাল.
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশ সম্পর্কিত বিবিধ তথ্যরেফারেন্স: উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)
৬৮

বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?

.
মেঘনা
✓ সঠিক উত্তর
.
যমুনা
.
পদ্মা
.
ব্রহ্মপুত্র

ব্যাখ্যা

মেঘনা নদী বা মেঘনা আপার নদী বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সীগঞ্জ, চাঁদপুর এবং লক্ষ্মীপুর জেলার একটি নদী।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বৃহত্তমরেফারেন্স: উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)
৬৯

সিএনজি শব্দের অর্থ কোনটি?

.
কনভার্টেড ন্যাচারাল গ্যাস
.
কনডেন্সড ন্যাচারাল গ্যাস
.
কমপ্রেস্‌ড ন্যাচারাল গ্যাস
✓ সঠিক উত্তর
.
কনসলিডেটেড ন্যাচারাল গ্যাস

ব্যাখ্যা

সংকুচিত প্রাকৃতিক গ্যাস (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস সংক্ষেপ সিএনজি) জ্বালানি হিসেবে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের একটি রূপ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভিন্ন অর্থে কাছাকাছি শব্দরেফারেন্স: উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)
৭০

আকিয়াব সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?

.
বার্মা
✓ সঠিক উত্তর
.
আলজেরিয়া
.
ভারত
.
সুদান

ব্যাখ্যা

আকিয়াব ও ইয়াঙ্গুন সমুদ্র বন্দর দুটি মিয়ানমারের। এর মধ্যে ইয়াঙ্গুন মিয়ানমারের প্রধান সমুদ্র বন্দর এবং সাবেক রাজধানী।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সমুদ্র বন্দররেফারেন্স: উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)
৭১

অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম?

.
বঙ্কিমচন্দ্র
.
সত্যেন্দ্রনাথ দত্ত
.
মধুসূদন দত্ত
.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনামরেফারেন্স: উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)
৭২

কোন বানানটি শুদ্ধ?

.
সরীসৃপ
✓ সঠিক উত্তর
.
সরিসৃপ
.
শরীসৃপ
.
শরিসৃপ
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)
৭৩

”পাঠক” শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত?

.
সংস্কৃত
✓ সঠিক উত্তর
.
খাটি বাংলা
.
দেশী
.
বিদেশী
বিষয়: বাংলাটপিক: ধাতু, প্রকৃতি এবং প্রত্যয়রেফারেন্স: উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)
৭৪

নিচের কোনটি তৎসম শব্দ?

.
দধি
✓ সঠিক উত্তর
.
মুড়ি
.
আম
.
কলম

ব্যাখ্যা

তৎসম শব্দ: যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ - তৎ মানে তার আর সম মানে সমান অর্থাৎ তার বা সংস্কৃতের সমান। যেমন: দধি, চন্দ্র, ভবন, পাত্র, মনুষ্য ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: তৎসম শব্দরেফারেন্স: উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)
৭৫

”কুলি” শব্দটি কোন ভাষা থেকে আগত?

.
বাংলা
.
আরবি
.
ফারসি
.
তুর্কি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ফারসি শব্দ - খোদা, গুনাহ, দোযখ, চশমা, আমদানি, তারিখ ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)
৭৬

কোনটি দ্বন্দ্ব সমাস?

.
মধুকন্ঠি
.
রাতকানা
.
হাট-বাজার
✓ সঠিক উত্তর
.
গোমড়ামুখো

ব্যাখ্যা

দ্বন্দ্ব সমাস: যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। বিভিন্ন প্রকার দ্বন্দ্ব সমাস রয়েছে। তন্মধ্যে,
বিষয়: বাংলাটপিক: দ্বন্দ্ব সমাসরেফারেন্স: উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)
৭৭

যে পদ সর্বনাম ও বিশেষ্য পদকে বিশেষিত করে তাকে কি বলে?

.
বিশেষণ
.
বিশেষণের পদ
.
নাম বিশেষণ
✓ সঠিক উত্তর
.
ভাব বিশেষণ

ব্যাখ্যা

নাম বিশেষণ : যে বিশেষণ পদ কোন বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে। যথা :
বিষয়: বাংলাটপিক: বিশেষ্যরেফারেন্স: উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)
৭৮

”অতিভক্তি চোরের লক্ষণ” বাক্যটির অতি পদটি--

.
নাম বিশেষণ
.
ভাব বিশেষণ
.
ক্রিয়া বিশেষণ
.
বিশেষ্যের বিশেষণ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যে বিশেষণ পদ কোন বিশেষ্য পদকে বিশেষিত করে, তাকে বিশেষ্যের বিশেষণ বলে। যেমন:
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)
৭৯

”তার বুদ্ধি হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি” এটি কোন বাক্য?

.
যৌগিক বাক্য
✓ সঠিক উত্তর
.
জটিল বাক্য
.
সরল বাক্য
.
কোনোটিই নয়

ব্যাখ্যা

যৌগিক বাক্য: পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, কিংবা, বরং, তথাপি, অথচ অব্যয় যোগে সংযুক্ত থাকে। যেমন:তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়ে নি।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)
৮০

কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে?

.
চিরন্তন সত্য
✓ সঠিক উত্তর
.
অনুজ্ঞা ভাব
.
আবেগ প্রকাশ
.
প্রশ্ন জিজ্ঞাসা

ব্যাখ্যা

পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে চিরন্তন সত্য বাক্য থাকলে। প্রত্যক্ষ উক্তি চিরন্তন সত্য হলে পরোক্ষ উক্তিতে ক্রিয়ার কালের কোন পরিবর্তন হয় না। যেমন:
বিষয়: বাংলাটপিক: ক্রিয়ার কালরেফারেন্স: উপজেলা/থানা শিক্ষা অফিসার (19-03-2004)