সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)

মোট প্রশ্ন: ৮৭

৬১

আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি __

.

কোরেশী মাগন ঠাকুর

.

দৌলত কাজী

✓ সঠিক উত্তর
.

আলাওল

.

মরদন

ব্যাখ্যা

আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি __ আলাওল।
বিষয়: বাংলাটপিক: কবিরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)
৬২

মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে_

.
বর্ণ
.
শব্দ
✓ সঠিক উত্তর
.
বাক্য
.
ভাষা
বিষয়: বাংলাটপিক: ধ্বনিরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)
৬৩

'খ্রিষ্টাব্দ' হচ্ছে_

.
তৎসম শব্দ
.
মিশ্র শব্দ
✓ সঠিক উত্তর
.
অর্ধ - তৎসম শব্দ
.
বিদেশী শব্দ

ব্যাখ্যা

'খ্রিষ্টাব্দ' হচ্ছে_মিশ্র শব্দ।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)
৬৪

সন্ধির নিয়মে কোনটি সঠিক ?

.
শির + ছেদ =শিরচ্ছেদ
.
শিরঃ+ছেদ =শিরশ্ছেদ
✓ সঠিক উত্তর
.
শিরো +ছেদ = শিরোচ্ছেদ
.
শিরঃ + ছেদ = শিরশছেদ

ব্যাখ্যা

সন্ধির নিয়মে সঠিক শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)
৬৫

বনে বনে ফুল ফুটেছে । এ 'ফুল'__

.
একবচন
.
বহুবচন
✓ সঠিক উত্তর
.
একবচন ও বহুবচন দুটোই
.
কোনোটিই না

ব্যাখ্যা

বনে বনে ফুল ফুটেছে । এ 'ফুল' হচ্ছে - বহুবচন।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)
৬৬

'বাংলা সাহিত্যের কথা (দুই খণ্ড)' গ্রন্থটি রচনা করেছেন _

.
মুহম্মদ আব্দুল হাই
.
ড. মুহম্মদ শহীদুল্লাহ
✓ সঠিক উত্তর
.
সৈয়দ আলী আহসান
.
কাজী মোতাহার হোসেন

ব্যাখ্যা

'বাংলা সাহিত্যের কথা (দুই খণ্ড)' গ্রন্থটি রচনা করেছেন _ড. মুহম্মদ শহীদুল্লাহ।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)
৬৭

বাংলা সাহিত্যে 'স্বভাব কবি' হিসেবে পরিচিত__

.
ঈশ্বরচন্দ্র গুপ্ত
.
ঈশ্বরী পাটনি
.
চণ্ডীদাস
.
গোবিন্দচন্দ্র দাস
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলা সাহিত্যে 'স্বভাব কবি' হিসেবে পরিচিত__গোবিন্দচন্দ্র দাস।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)
৬৮

'অশ্রু' শব্দের প্রতিশব্দ __

.

নীর

.

সরিৎ

.

লোর

✓ সঠিক উত্তর
.

বিধু

ব্যাখ্যা

'অশ্রু' শব্দের প্রতিশব্দ __নীর।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)
৬৯

'হঠাৎ আলোর ঝলকানি' কোন জাতীয় রচনা?

.
কাব্যগ্রন্থ
.
গল্পগন্থ
.
প্রবন্ধগ্রন্থ
✓ সঠিক উত্তর
.
উপন্যাস

ব্যাখ্যা

'হঠাৎ আলোর ঝলকানি' প্রবন্ধগ্রন্থ জাতীয় রচনা।
বিষয়: বাংলাটপিক: প্রবন্ধ রচনারেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)
৭০

আপন ভালো তো __ ভালো । শূন্যস্থানে কি বসবে?

.
বাড়ি
.
ঘর
.
সংসার
.
জগৎ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

আপনি (নিজে) ভালো তো জগৎ ভালো অর্থাৎ আপনি যদি আদর্শ মানুষ হোন, তাহলে পৃথিবীটাকেও আপনার কাছে আদর্শ পৃথিবী মনে হবে আপনি ভালো হলে, পৃথিবীটাও আপনার কাছে সুখময়, শান্তিময় মনে হবে যদি আমরা নিজেরা সুন্দর (ভালো) হয়ে যাই, পৃথিবীটাও শান্তিময় সুন্দর পৃথিবীতে পরিণত হবে যারা ভালো মানুষ, তারা সবকিছুতে পজিটিভ চিন্তা করে, ফলে তারা নিজেদের পজিটিভ পৃথিবী নিজেরাই গড়ে তুলে আপনি যদি ভালো হতে না পারেন বা খারাপ হোন, তাহলে আপনার পৃথিবী বা আপনার ভবিষ্যৎ অসুন্দর হয়ে পড়বে জগতের সবকিছুই আপনার কাছে কালো আর অসুন্দর মনে হবে তাই নিজে ভালো হোন আর জগতকে ভালো করে তুলুন সুন্দর একটা পৃথিবী গড়তে হলে, সুন্দর মনের সুন্দর মানুষ চাই
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)
৭১

বাঙালিরা ভাত খায়। কোন কালের উদাহরণ?

.
বর্তমান অনুজ্ঞা
✓ সঠিক উত্তর
.
ঘটমান বর্তমান
.
সাধারণ অতীত
.
সাধারণ বর্তমান

ব্যাখ্যা

বাঙালিরা ভাত খায়। বর্তমান অনুজ্ঞা কালের উদাহরণ।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)
৭২

তুমি বেড়ালে। এ বাক্যের ভাববাচ্যে রুপান্তর ___

.
তোমার বেড়ানো হলো
✓ সঠিক উত্তর
.
তোমার বেড়ানো শেষ
.
তোমা কর্তৃক বেড়ানো হলো
.
তুমি বেড়িয়ে এলে

ব্যাখ্যা

তুমি বেড়ালে। এ বাক্যের ভাববাচ্যে রুপান্তর ___তোমার বেড়ানো হলো।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)
৭৩

'লীলাবতী' গ্রন্থটি সংক্রান্ত নিম্নােক্ত কোন তথ্যটি সঠিক?

.
নাটক, দীনবন্ধু মিত্র
✓ সঠিক উত্তর
.
কাব্যগ্রন্থ, গিরিশ চন্দ্র ঘোষ
.
উপন্যাস , কালীপ্রসন্ন সিংহ
.
রুপকথার গল্পসম্ভার

ব্যাখ্যা

'লীলাবতী' গ্রন্থটি সংক্রান্ত নিম্নােক্ত তথ্যটি সঠিক - নাটক, দীনবন্ধু মিত্র।
বিষয়: বাংলাটপিক: গ্রন্থরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)
৭৪

A beggar must not be a chooser __ এ বাক্যের যথার্থ অনুবাদ__

.
ভিক্ষার চাল মোটা
.
ভিক্ষার চাল সরু
.
ভিক্ষার চাল মোটা আর সরু
.
ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)
৭৫

মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষ উল্লেখযোগ্য __

.
মোজাম্মেল হক
.
হামিদ আলী
.
কায়কোবাদ
✓ সঠিক উত্তর
.
যোগীন্দ্রনাথ বসু

ব্যাখ্যা

মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষ উল্লেখযোগ্য __ কায়কোবাদ।
বিষয়: বাংলাটপিক: কাব্যরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)
৭৬

বাংলা গীতিকবিতার পূর্ণবিকাশ ঘটে__

.

সত্যেন্দ্রনাথ দত্তের হাতে

.

কাজী নজরুল ইসলামের হাতে

.

রবীন্দ্রনাথের হাতে

✓ সঠিক উত্তর
.

রজনীকান্ত সেনের হাতে

ব্যাখ্যা

বাংলা গীতিকবিতার পূর্ণবিকাশ ঘটে__সত্যেন্দ্রনাথ দত্তের হাতে।
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)
৭৭

আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রােহী কবি __

.

মাইকেল মধুসূদন দত্ত

✓ সঠিক উত্তর
.

কাজী নজরুল ইসলাম

.

রবীন্দ্রনাথ ঠাকুর

.

ফররুখ আহমেদ

ব্যাখ্যা

মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার ও প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। ঐতিহ্যের অনুবর্তিতা অমান্য করে নব্যরীতি প্রবর্তনের কারণে তাকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও অভিহিত করা হয়। সোর্সঃ উইকিপিডিয়া
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যের প্রথমরেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)
৭৮

x+y=2 x2+y2=4 x3+y3 এর মান নির্ণয় করুন।

.
6
.
7
.
8
✓ সঠিক উত্তর
.
10
বিষয়: গণিতটপিক: দ্বিঘাত সমীকরণ (Quadratic equation)রেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)
৭৯

দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর ২ , অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্তাা সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ৬ কম । সংখ্যাটি কত?

.
57
.
46
.
35
.
24
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সংখ্যাটি = ২৪
বিষয়: গণিতটপিক: সরল-সহসমীকরণ (Simultaneous linear equations)রেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)
৮০

পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৩ঃ১ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ঃ ২ হবে। তাদের বর্তমান বয়স কত?

.
পিতা ৩৯ বছর এবং পুত্র ১৩ বছর
.
পিতা ৪২ বছর এবং পুত্র ১৪ বছর
.
পিতা ৪৫ বছর এবং পুত্র ১৫ বছর
✓ সঠিক উত্তর
.
পিতা ৪৮ বছর এবং পুত্র ১৬ বছর

ব্যাখ্যা

পিতার বর্তমান বয়স ৩x বছর হলে পুত্রের বর্তমান বয়স x বছর
বিষয়: গণিতটপিক: বয়স (Ages)রেফারেন্স: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (15-04-2005)