৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

মোট প্রশ্ন: ১০০

পৃষ্ঠা এর পরবর্তী

I wonder where he may be now .

.
সে এখন কোথায় আছে তাই ভাবছি ।
✓ সঠিক উত্তর
.
আমি অবাক সে কোথায় আছে ।
.
আমি জানি সে কোথায় আছে ।
.
আমি জানি সে এখন কোথায় আছে ।

ব্যাখ্যা

Worder অর্থ মনে মনে ভাবা। যেমন - I wonder who he is অর্থ - তিনি কে হতে পারেন মনে মনে ভাবছি। তাই অর্থানুযায়ী (ক) - ই সঠিক উত্তর।
বিষয়: ইংরেজিটপিক: Translationরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

He asked me to do it .

.
তিনি আমাকে এটা জিজ্ঞেস করলেন ।
.
তিনি আমাকে এটা জিজ্ঞেস করেছিলেন ।
.
তিনি আমাকে এটা করতে বলেছিলেন ।
✓ সঠিক উত্তর
.
তিনি আমাকে এটা জিজ্ঞেস করতে বলেছিলেন ।

ব্যাখ্যা

Ask somebody to do something অর্থ - কাউকে কোনাে কিছু করতে বলা । তাই He asked me to do it এর অনুবাদ হবে তিনি আমাকে এটা করতে বলেছিলেন। সুতরাং সঠিক উত্তর - (গ)।
বিষয়: ইংরেজিটপিক: Translationরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

আমি তাকে দিয়ে চিঠিটা লিখালাম ।

.
I wrote the letter by him .
.
I had written the letter by him .
.
I had the letter written by him .
✓ সঠিক উত্তর
.
I got the letter being written by him .

ব্যাখ্যা

Have somebody do something or have something done by somebody - কাউকে দিয়ে কোনাে কিছু করিয়ে নেয়া। তাই সঠিক উত্তর হবে (গ)।
বিষয়: ইংরেজিটপিক: Translationরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

আমি একটা পাখি দেখেছি ।

.
I am seeing a bird .
.
I see a bird .
✓ সঠিক উত্তর
.
I seeing a bird .
.
I have been seeing a bird .

ব্যাখ্যা

See verbটির continuous tense হয় না। তাই আমি একটি পাখি দেখছি এর সঠিক অনুবাদ হবে - I see a bird.
বিষয়: ইংরেজিটপিক: Translationরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

দৃশ্যটি অতি মনোরম ।

.
How nice the scenery is !
.
What a charming scenery it is !
.
The scenery is very charming .
✓ সঠিক উত্তর
.
This is a great scenery .

ব্যাখ্যা

(ক) ও (খ) হচ্ছে Exclamatory sentence কিন্তু প্রদত্ত বাংলা বাক্যটি Exclamatory নয়। (ঘ) অর্থের দিক দিয়ে সঙ্গতিপূর্ণ নয়। সঠিক উত্তর হবে (গ)।
বিষয়: ইংরেজিটপিক: Translationরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

এক টাকার ভাংতি দাও ।

.
Give me one take change .
✓ সঠিক উত্তর
.
Give me a change for take .
.
Give me a taka change .
.
Give me change for a taka .

ব্যাখ্যা

এক টাকা অর্থে - One taka ব্যবহৃত হয়, a taka ব্যবহৃত হয় না। তাই সঠিক উত্তর হবে (ক)।
বিষয়: ইংরেজিটপিক: Translationরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

ডাক্তার রোগীটির নাড়ী দেখলেন ।

.
The doctor saw the pulse of the patient .
.
The doctor felt the pulse of the patient .
✓ সঠিক উত্তর
.
The doctor feels the pulse of the patient .
.
The doctor has seen the pulse of the patient .

ব্যাখ্যা

Feel the pulse অর্থ - নাড়ী দেখা অর্থাৎ স্পর্শ দ্বারা নাড়ীর স্পন্দন অনুভব করা । Pulse এর ক্ষেত্রে see ব্যবহৃত হয় না। তাই সঠিক উত্তর (খ)।
বিষয়: ইংরেজিটপিক: Translationরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

এই ঘরটি ভাড়া দেয়া হবে ।

.
This house is to let .
✓ সঠিক উত্তর
.
The house is for sale .
.
This house will be sold .
.
Rent the house .

ব্যাখ্যা

To let অর্থ - ভাড়ায় দেওয়া হবে এমন কিছু যেমন - The house is to let. তাই অর্থনুযায়ী (ক) - ই সঠিক উত্তর।
বিষয়: ইংরেজিটপিক: Translationরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

He tried all plans .(Negative)

.
He tried no plan untried .
✓ সঠিক উত্তর
.
He tried no plan .
.
He untried all plans .
.
He did not try all plans .

ব্যাখ্যা

(গ) grammatically ভুল । (খ) ও (গ) অর্থ change হয়ে যায়। সুতরাং correct answer (ক)।
বিষয়: ইংরেজিটপিক: Affirmative and Negative Agreementরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১০

Priyom is only six .(Negative)

.
Priyom is not six .
.
Priyom is not more than six .
✓ সঠিক উত্তর
.
Priyom is no more six .
.
Priyom is no less six .

ব্যাখ্যা

Assertive sentence - এ only কোনাে সংখ্যাবাচক শব্দকে qualify করলে তার Negative করার সময় only এর পরিবর্তে not more than বা not less than ব্যবহৃত হয়।
বিষয়: ইংরেজিটপিক: Affirmative and Negative Agreementরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১১

The baby is always full of smiling .

.
শিশুটির মুখে হাসি লেগেই আছে ।
✓ সঠিক উত্তর
.
শিশুটি সবসময় হাসছে ।
.
শিশুটি সবসময় হাসে ।
.
শিশুটির মুখ হাসিতে ভরা ।

ব্যাখ্যা

The baby is always full of smiling এর সঠিক অনুবাদ হচ্ছে শিশুটির মুখে হাসি লেগেই আছে।
বিষয়: ইংরেজিটপিক: Translationরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১২

The tree is in flowers .

.
গাছটি ফুলে ফুলে ভরা ।
.
গাছটিতে ফুল ধরেছে ।
✓ সঠিক উত্তর
.
গাছটি ফুলে ফুলে ছেয়ে গেছে ।
.
গাছে ফুলের সমারোহ ।

ব্যাখ্যা

In flower অর্থ পুষ্পিত, কুসুমিত । The tree is in flowers এর অর্থ হবে গাছটিতে ফুল ধরেছে । তাই Correct answer হবে (খ) ।
বিষয়: ইংরেজিটপিক: Translationরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১৩

Patience is bitter but its fruits is sweet .

.
ধৈর্য্য তেতো হলেও তা মিষ্টি ।
.
মিষ্টি ফল টক হয় না ।
.
ধৈর্য্য ধর , মিষ্টি ফল পাবে ।
.
সবুরে মেওয়া ফলে ।
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

প্রবাদ বাক্যের আক্ষরিক অনুবাদ হয় না। Patience is bitter but its fruit is sweet একটি ইংরেজি প্রবাদ যার সদৃশ বাংলা প্রবাদ হচ্ছে সবুরে মেওয়া ফলে। তাই (ঘ) - ই সঠিক উত্তর।
বিষয়: ইংরেজিটপিক: Proverbsরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১৪

I cannot stand rich dishes .

.
আমি গরম থালার পাশে দাঁড়াতে পারি না ।
.
গুরুপাক খাবার আমার সহ‍্য হয় না ।
✓ সঠিক উত্তর
.
দামি থালার পাশে আমি দাঁড়াতে পারি না ।
.
গুরুপাক খাবারে আমার আগ্রহ নেই ।

ব্যাখ্যা

Stand অর্থ - সহ্য করা। Rich dishes অর্থ - গুরুপাক খাবার। তাই অর্থানুসারে correct answer (খ)।
বিষয়: ইংরেজিটপিক: Translationরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১৫

ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ?

.
১৬১০ সালে
✓ সঠিক উত্তর
.
১৫১০ সালে
.
১৭১০ সালে
.
১৮১০ সালে

ব্যাখ্যা

খ্রিস্টীয় ১৩শ শতাব্দীর শেষের দিকে মুসলমানেরা ঢাকা অধিকার করে। মোঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী ১৬ জুলাই ১৬১০ খ্রিস্টাব্দে ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করা হয়। সম্রাট জাহাঙ্গীর - এর নাম অনুসারে রাজধানীর নাম জাহাঙ্গীরনগর রাখা হয়। সম্রাট জাহাঙ্গীরের জীবিতকাল পর্যন্ত এ নাম বজায় ছিলো।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ঢাকা জেলারেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১৬

বাংলাদেশের 'কৃষি দিবস' ____

.
পহেলা কার্তিক
.
পহেলা অগ্রহায়ণ
✓ সঠিক উত্তর
.
পহেলা পৌষ
.
পহেলা আষাঢ়

ব্যাখ্যা

বাংলাদেশের কৃষি দিবস পহেলা অগ্রহায়ণ। কৃষিই সমৃদ্ধি এ শ্লোগানকে ধারণ করে ২০০৮ সালের ১৫ নভেম্বর বাংলা ১ গ্রহায়ণ ১৪১৫ প্রথম জাতীয় কৃষি দিবস পালন করা হয়। সেই থেকে প্রতিবছর কৃষি দিবস পালিত হয়ে আসছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভাষা, দিবস, বিমান সংস্থা, বিমান বন্দর ও সামরিক ঘাঁটিরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১৭

UNESCO --র সদর দপ্তর কোথায় অবস্থিত ?

.
লন্ডনে
.
জেনেভায়
.
নিউইয়র্কে
.
প‍্যারিসে
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

১৬ নভেম্বর ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত UNESCO - এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে UNESCO - এর বর্তমান সদস্য ১৯৩ । ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক আদ্রে আজুলে ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: UNESCO-United Nations Educational, Scientific and Cultural Organization (ইউনেস্কো)রেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১৮

সিডর শব্দের অর্থ কী ?

.
চোখ
✓ সঠিক উত্তর
.
বন‍্যা
.
ঝড়
.
সমুদ্র

ব্যাখ্যা

সিডর সিংহলি শব্দ। এর অর্থ চোখ। ভারত মহাসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছ থেকে উৎপত্তি হয়ে এটি ১৫ নভেম্বর ২০০৭ সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় আঘাত হানে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভিন্ন অর্থে কাছাকাছি শব্দরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১৯

কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে ?

.
রুয়ান্ডা
.
ইরিত্রিয়া
.
সিয়েরা লিওন
✓ সঠিক উত্তর
.
লাইবেরিয়া

ব্যাখ্যা

বাংলাকে অন্যতম ভাষা হিসেবে মর্যাদা দিয়েছে সিয়েরা লিল। এর মূলে রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিয়েরা লিওনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অনন্য অবদান ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতিরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
২০

কোন দেশের সংবিধান অলিখিত ?

.
ফ্রান্স
.
ইতালি
.
ব্রিটেন
✓ সঠিক উত্তর
.
আমেরিকা

ব্যাখ্যা

যুক্তরাজ্যের লিখিত সংবিধান নেই। এটা আচার - আচরণ, প্রথা ও রীতিনীতির ওপর ভিত্তি করে গড়ে উঠে। লিখিত অংশ যে নেই তা নয়, তবে লিখিত খুব কম ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অলিখিত সংবিধানরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)